PDA

View Full Version : লস করার জন্য যোগ্যতা অর্জন করুন.....



expkhaled
2019-01-22, 12:57 PM
আসলে আমি যতটুকু বুঝতে পারলাম ২ বছরের স্টাডিতে। যারা লস করেন বা মার্কেট থেকে বের হয়ে যান তারা কিন্ত ফরেক্স না বুঝেই লস করেন। তাই আমি বলবো লস তো হবেই আপনি চাইলেও হবে না চাইলেও হবে বা আপনি যত অভিজ্ঞ হন না কেন আপনি লস করবেনই। তাই লস করার জন্য আগে জানতে হবে কিভাবে লস করা যায় এবং সেটা থেকে কিভাবে আপনি নতুন কিছু শিখতে পারেন। আপনি যদি না ই বুঝেন কেন লস হলো তাহলে পুরোটাই লস আর যদি বুঝতে পারেন কেন লস হলো তাহলে আপনি ভবিষ্যতের জন্য লাভবান। তাই আগে শিখুন কেন লস হয়। আর ডেমো ট্রেড করুন শিক্ষানবীষ অবস্থায়। যত পারেন কারেকশন করে নিন ডেমো ট্রেড করে।

alamsat
2019-01-23, 11:19 AM
প্রিয় খালেদ ভাই অনেকদিন পর আপনার মূল্যবান পোষ্ট পেলাম। আসলে আমিও আর আগের মত লিখি না। যাই হোক লস করে না এমন ট্রেডার খুবই কম আছে। আমি জীবনে লাভের চেয়ে বেশি লস করেছি সাথে একাউন্ট শুন্য হওয়ার অভিজ্ঞতাও কয়েকবার হয়েছে। তবে আশাকরি আর এমনটি হবে না। আমার লসের মূল কারন হল আমি স্টপলস ব্যবহার করি না। তাই লসের পরিমান বেশি হয় এবং লাভের ট্রেডগুলি কম লাভে ক্লোজ করে দেই। যদি লসের ট্রেড গুলি কম লচে এবং লাভের ট্রেডগুলি বেশি লাভে ক্লোজ করা যাই তাহলে আশা করা যাই একাউন্ট কখনও শুন্য হবে না বরং সুরক্ষিত হবে এবং ভালই প্রফিটে থাকা যাবে নিয়মিত।