Log in

View Full Version : হিরো থেকে জিরো



majeed
2019-01-23, 03:44 PM
হিরো থেকে জিরো এই কথাটি ফরেক্স মার্কেটের জন্য বেশ প্রয়োজ্য কারন এখানে অনেকেই যে ব্যালেন্স দিয়ে ব্যাবসা শুরু করে তা ধরে রাখতে পারেনা। এ ক্ষেত্রে তারা জিরো থেকে জিরোতে পরিনত হয়। এই মার্কেটে শুধু ব্যালেন্স দিয়ে টিকের থাকা বা ব্যাবসা করা যায় না। এই মার্কেটে ব্যবসা করো টিকে থাকতে গেলে ব্যালেন্সের পাশাপাশি দরকার হয় ট্রেডিং কৌশলের, আর তা নাথাকলে হতে হয় হিরো থেকে জিরো।

Ronesh186
2019-01-23, 06:21 PM
কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। অনেকে আছেন যারা মানি ম্যানেজমেন্ট না মেনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি প্রয়োজ্য। ফরেক্স থেকে প্রথম প্রথম ভাল সফলতা পাচ্ছেন ভাল কথা। কিন্তু যখন আপনি অধিক প্রফিটের লোভে মানিম্যানেজন্ট না মেনে অধিক ট্রেড করবেন যখন বাজার লস সীমার চরম পর্যায়ে এসে দাড়াবে তখন আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। এভাবে আপনি হীরো থেকে জীরো পজিশনে চলে আসতে পারেন। তাই অবশ্যই সুতর্ক ও বুদ্ধি খাটিয়ে ট্রেড করা খুব জরুরী।

alamsat
2019-01-23, 07:19 PM
কথাটি ভালই লিখছেন ফরেক্স থেকে সহজে জিরো থেকে হিরো হওয়া যাই না। কিন্তু সহজে হিরো থেকে জিরো হওয়া যাই। কারন আপনি যদি ফরেক্স এ দক্ষ না হন তাহলে যতই ডলার ইনভেস্ট করেন না কেন আর যতই চেষ্টা করেন না কেন ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে কখনও আপনি হিরো হতে পারবেন না। তাই চাই প্রতিনিয়ত নতুন নতুন কিছ শেখা। শিখতে শিখতে একদিন আপনিও ফরেক্স এ হিরো হতে পারবেন। তাই প্রতিনিয়ত কিছু না কিছু শেখার মাধ্যমে কাটাতে হবে

Grimm
2019-01-24, 11:05 AM
হ্যা ভাই আমি আপনার কথার সাথে একমত, কারণ ফরেক্স এমন একটি ব্যবসা এটা সম্পর্কে ভাল ধারণা না থাকলে আপনি কখনও সফলভাবে ট্রেড করতে পারবেন না। এজন্য আমি মনে করি প্রথমত ডেমো ট্রেড দ্বারাই একজন ট্রেডারের আগমন করা উচিত ফরেক্স মার্কেটে। কারণ ডেমো ট্রেডের মাধ্যমে আপনি সকল ধরনের কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়া নিজের লোভ ও ধৈর্য্যকে নিজের আয়ত্বর মধ্যে নিয়ে এসে ভাল একটা অবস্থানে নিয়ে আসতে পারবেন। আর যদি উক্ত বিষয়গুলো সম্পর্কে দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন না করেই ফরেক্স মার্কেটে আসেন তাহলে আপনি দ্রুত এই বাজারে ব্যালেন্স শূন্য করে চলে যেতে বাধ্য হবেন। এমনকি আপনি যত টাকায় বিনিয়োগ করেন না কেন দক্ষতা ছাড়া এই বাজারে আপনার কোন দাম নেই।

edottc
2019-03-21, 08:23 AM
জিরে থেকে হিরো অনেকেই জানেন ।কিন্তু হিরো থেকে জিরো ফরেক্সের জন্য এটাই প্রজোয্য ।কারন অনেকেই ফরেক্সে ডিপোজিড করে করে তারপর লস করে থাকে ।এবং একাউন্ট জিরো হয়ে যায় । তাই ফরেক্সে ডিরো থেকে হিরো হতে হলে আপনাকে ফরেক্সে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে ।