shohanjacksion
2019-01-24, 08:07 PM
আমার প্রশ্নটি নিয়েে চোখ বন্ধ করে একটু নিরবে ভাবুন। তারপর নিজের উপর হিসেব করে দেখুন যে, প্রতিমাসে প্রফিট কতটাকা হলে আপনার আপাদত চলবে। এখন একটি ডেমো একাউন্ট ওপেন করুন এবং ১:২০ /১:২৫ লিভারেজ নিয়ে ট্রেড করবেন ভাবুন। আপনার স্ট্র্যাটেজি প্রয়োগ করে এই লিভারেজ অর্থাৎ মানি ম্যানেজমেন্ট দিয়ে কতটাকা ডিপোজিট থাকলে আপনার প্রতিমাসের কাঙ্খিত আয় আসবে সেটি ক্যালকুলেশন করুন। ধরুন, আপনার প্রতিমাসে ফরেক্স থেকে ৩০০ ডলার আয় হলেই চলবে, তাহলে আপনি ১:২৫ লিভারেজ নিয়ে আপনার স্ট্র্যাটেজি ব্যবহার করে দেখুন যে আপনার কতটাকা ডিপোজিট হলে প্রায় ৩০০ ডলারের মত আয় হতে পারে সেই পরিমান ডিপোজিট করে ফরেক্স শুরু করুন। আশাকরি, আমরা যদি বড় অংকের ব্যালেন্স নিয়ে ফরেক্স ট্রেড করি তবে বেশি পরিমান সতর্ক থাকব এবং আয়ের পরিমান বেশি হবে। আপনা মন্তব্য কি ?