View Full Version : ফরেক্স কর্মশালা পর্ব-৫ অভারট্রেডিং এর সমাধান
Traderboy
2019-01-26, 05:36 PM
7045
অভারট্রেডিং এর সমাধান হলো: ১। ট্রেডিং জ্ঞান ও তার প্রয়োগ এবং ২। বিনিয়োগ করার মত টাকা।
আপনি যদি জানেন কিভাবে সাইকেল চালাতে হয় তাহলে আপনার দূর্ঘটনা ঘটানোর সম্ভাবনা কম থাকবে এবং আপনি খুব সহজে সাইকেল চালাতে পারবেন। তেমনি আপনি যদি জানেন কিভাবে ট্রেড করতে হয় তাহলে আপনি ভালো ট্রেড করবেন এবং ওভারট্রেডিং কমে যাবে।
এবার আসুন কেমন ট্রেডিং জ্ঞানের প্রয়োজন। এখানে দুটি প্রশ্ন,
১। আমি কি আমার ট্রেডিং সিস্টেমের খুটিনাটি সব জানি?
২। আমি কি ৫ অথবা ১০ মিনিট চার্ট দেখে বলতে পারি একটা ট্রেডিং সেটআপ আছে কি নাই?
আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে আপনি রিয়াল ট্রেড করতে পারেন।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি কোন ছোট ব্যবসাও শুরু করতে চাই তার জন্য কমপক্ষে ৫-৭ লাখ টাকা লাগবে। কিন্তু আমরা ফরেক্স ব্যবসা করতে আসি ৮-১০ হাজার বা একটু বেশি। আমাদের একটা কথা মনে রাখা উচিত ফরেক্স ট্রেডিং একটা ব্যাবসা। একটা ব্যবসায় কিভাবে এত অল্প পুজি দিয়ে আমরা ভালো রিটার্ন আনতে পারি? কিন্তু ঐ টাকা দিয়ে সহজে একটা চায়ের দোকান দেয়া যেতে পারে। তবে হ্যা শেখার জন্য ২০০-৩০০ ডলার ঠিক আচে। কিন্তু ব্যবসা করতে চাইলে বেশি টাকা লাগবেই। আমরা ফরেক্স মার্কেটে ১০০০০ টাকা কে ১০ লাখ করার স্বপ্ন দেখি তাও আবার পারলে এক মাসে। বেশি টাকা লাগবে ঠিক আছে কিন্তু কথা হলো গাড়ী চালানো না শিখে গাড়ী নিয়ে হাইওয়েতে বের হবেন না। তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ ট্রেড করা না শিখে বিশাল টাকা বিনিয়োগ করবেন না। তাহলে কিন্তু একাউন্ট জিরো হতে সময় লাগবে না। তাই যদি লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেন প্রতি মাসে তাহলে সে অনুপাতে আপনাকে বিনিয়োগের ক্ষমতাও রাখতে হবে।
alamsat
2019-01-27, 11:21 AM
আমরা যারা নতুন ট্রেড শুরু করি তারা প্রথমে ফরেক্স থেকে অনেক বেশি আয় করার কথা চিন্তা করি কিন্তু বিনিয়োগ করি মাত্র ১০ থেকে ২০ ডলার তার বেশি নয় আর আমি তো মাত্র ৫ ডলার বিনিয়োগ করে ট্রেড শুরু করি তাহলে কতই বা লাভের আশা রাখতে পারি আর ট্রেড করার জন্য আবার বেশি ভলিয়মে ট্রেড করি এবং বেশি লাভের আশায় এমন কয়েকটি ট্রেড একসাথে করার জন্য আমার একাউন্টটি শুন্য হয়েছে কয়েকবার। তাই আমার অভিজ্ঞতা থেকে বলি বেশি লাভ করতে হয়ে অবশ্যয় বড় ভলিউমে ট্রেড করুন কিন্তু ব্যালেন্স এ কিছু ডলারও থাকা লাগবে না হলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই আপনার একাউন্ট শুন্য হয়ে যাবে সাথে সাথে পর্যাপ্ত জ্ঞান ও প্রয়োজন। তাই জ্ঞান এবং পর্যাপ্ত ব্যালেন্স এর সমন্বয় ঘটাতে পারলে আশা করা যাই ফরেক্স থেকে ভাল আয় করার।
Traderboy
2019-01-27, 11:05 PM
আমরা যারা নতুন ট্রেড শুরু করি তারা প্রথমে ফরেক্স থেকে অনেক বেশি আয় করার কথা চিন্তা করি কিন্তু বিনিয়োগ করি মাত্র ১০ থেকে ২০ ডলার তার বেশি নয় আর আমি তো মাত্র ৫ ডলার বিনিয়োগ করে ট্রেড শুরু করি তাহলে কতই বা লাভের আশা রাখতে পারি আর ট্রেড করার জন্য আবার বেশি ভলিয়মে ট্রেড করি এবং বেশি লাভের আশায় এমন কয়েকটি ট্রেড একসাথে করার জন্য আমার একাউন্টটি শুন্য হয়েছে কয়েকবার। তাই আমার অভিজ্ঞতা থেকে বলি বেশি লাভ করতে হয়ে অবশ্যয় বড় ভলিউমে ট্রেড করুন কিন্তু ব্যালেন্স এ কিছু ডলারও থাকা লাগবে না হলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই আপনার একাউন্ট শুন্য হয়ে যাবে সাথে সাথে পর্যাপ্ত জ্ঞান ও প্রয়োজন। তাই জ্ঞান এবং পর্যাপ্ত ব্যালেন্স এর সমন্বয় ঘটাতে পারলে আশা করা যাই ফরেক্স থেকে ভাল আয় করার।
আপনার সাথে আমি সম্পূর্ন একমত। ঠিক এই একটা কারনেই এখানে লুজার সংখ্যা বেশি হয়। অভারট্রেডিং--->একাউন্ট জিরো। এটা হবেই হবে। কেউ ভুল করে শেখে আবার কেউবা একই ভুল বার বার করে। দেখা যায় তারা কোন এক সময় টিকে থাকতে না পেরে হারিয়ে যায়। যারা এটা থেকে ওভারকাম করতে পারে তারাই হয়ত টিকে থাকবে সামনের দিনগুলোতে।
alamsat
2019-01-28, 11:22 AM
আসলে আমাদের সমস্য একজায়গায় আমরা পূর্বের কথা মনে রাখতে পারি না। যে সকল ট্রেডগুলিতে আমরা লস করে থাকি সেই সকল ট্রেড অভিজ্ঞতাগুলি যদি কোথাও লিপিবদ্ধ করে রাখি এবং নিয়মিত সেগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকি তাহলে সেই ভুলগুলি পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা হয় না। কিন্তু আমরা যখন চার্ট খুলে দেখি তখনই মাথায় কোন কাজ করে না পূর্বের সব কথা ভুলে নিয়ে বসি একটি ট্রেড পরিনামে আবারও লস এবং সেই সময় পূর্বের কথাগুলি মনে পড়ে যাই কিন্তু তখন মনে পড়ে আর কি হবে যা হওয়ার তা তো হয়েই গেছে। এ জন্য লসের ট্রেডের অভিজ্ঞতাগুলি সব সময় লিপিবদ্ধ করে রাখতে হবে এবং নিয়মিত সেগুলি নিয়ে ঘাটাঘাটি করতে হবে।
shohanjacksion
2019-01-28, 11:32 AM
আমরা যারা নতুন ট্রেড শুরু করি তারা প্রথমে ফরেক্স থেকে অনেক বেশি আয় করার কথা চিন্তা করি কিন্তু বিনিয়োগ করি মাত্র ১০ থেকে ২০ ডলার তার বেশি নয় আর আমি তো মাত্র ৫ ডলার বিনিয়োগ করে ট্রেড শুরু করি তাহলে কতই বা লাভের আশা রাখতে পারি আর ট্রেড করার জন্য আবার বেশি ভলিয়মে ট্রেড করি এবং বেশি লাভের আশায় এমন কয়েকটি ট্রেড একসাথে করার জন্য আমার একাউন্টটি শুন্য হয়েছে কয়েকবার। তাই আমার অভিজ্ঞতা থেকে বলি বেশি লাভ করতে হয়ে অবশ্যয় বড় ভলিউমে ট্রেড করুন কিন্তু ব্যালেন্স এ কিছু ডলারও থাকা লাগবে না হলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই আপনার একাউন্ট শুন্য হয়ে যাবে সাথে সাথে পর্যাপ্ত জ্ঞান ও প্রয়োজন। তাই জ্ঞান এবং পর্যাপ্ত ব্যালেন্স এর সমন্বয় ঘটাতে পারলে আশা করা যাই ফরেক্স থেকে ভাল আয় করার।
ভাই,এই ট্রপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন দেখে আমার কাছে অত্যন্ত ভাল লাগছে। এক কথায় বলতে গেলে,ফরেক্স থেকে আয় করে কিছু একটা করতে চাইলে অবশ্যই বড় অংকের টাকা ডিপোজিট করা উচিত। ছোট পরিমান টাকা ইনভেষ্ট করি বিধায় লাভ করে মনও ভরেনা এবং পেটও ভরেনা। তাই মানি ম্যানেজমেন্ট ভাল রাখতে পারিনা। কারণ, লিভারেজ বেশি নিই এবং বড় লটে ট্রেড করি। বেশিরভাগ ট্রেড প্রফিটের দিকে যায় কিন্তু প্রফিটের দিকে যাওয়ার আগেই ব্যালেন্সের অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমাদের উচিত বড় অংকের টাকা ডিপোজিট করে অল্প পরিমান আয় যা আমাদের বাংলাদেশী টাকায় অনেক হবে।
ফরেক্স ব্যবসায় আমি নতুন। ডেমো ট্রেড করছি আর ফোরামে পোস্ট দিচ্ছি, রিয়েল ট্রেড শুরু করি নাই, আর ফরেক্স ব্যবসা করে এত দেশি লোকের সম্বন্ধে জানিও না যে কার কার ভাগ্য পরিবর্তন হয়েছে। তবে একজনকে জানি যিনি ফরেক্স থেকে একসময় ভাল ইনকাম করতেন বর্তমানে লস খেয়ে অন্য ব্যবসা করে। তার নিকটে ফরেক্স শেখানোর জন্য বললাম সে আগ্রহী হল না।
প্রিয় বন্ধুরা ট্রেডিংয়ের আগে প্ল্যানিং করা খুব জরুরি এবং আমরা যদি সঠিকভাবে অর্থ পরিচালনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার কাজ করি তবে অবশ্যই আমরা বেনিফিট পেতে পারি। না আমার খুব ভাল বন্ধু, স্টপ লস ব্যবহারটি সব ধরণের ব্যবসায়ীদের জন্য, তবে সর্বদা ব্যবসায়ীদের ব্রোকারদের দ্বারা সরবরাহিত এই সরঞ্জামটি ব্যবহার করে যত্নবান হওয়ার পরামর্শ দিন।
abilkis7
2019-11-15, 09:06 AM
ট্রেডিং জগতে আমি সম্পূর্ণ নতুন। তবে ট্রেডিংয়ের আগে প্ল্যানিং করা খুব জরুরি এবং আমরা যদি সঠিকভাবে অর্থ পরিচালনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার জানি তবে অবশ্যই আমরা বেনিফিট পেতে পারি। স্টপ লস ব্যবহারটি সব ধরণের ব্যবসায়ীদের জন্য, তবে সর্বদা ব্যবসায়ীদের ব্রোকারদের দ্বারা সরবরাহিত এই সরঞ্জামটি ব্যবহার করে যত্নবান হওয়ার পরামর্শ ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.