PDA

View Full Version : নিজের লোভকে কাবু করার উপায়



Traderboy
2019-01-26, 05:49 PM
7046

মানুষের সব থেকে বিপদজনক প্রবৃত্তি হলো লোভ। মানুষ লোভ নিয়েই জন্মগ্রহণ করে। প্রত্যেক মানুষের মধ্যে লোভ আছে। লোভে পরে আমরা ট্রেড বা বেশি ট্রেড ওপেন করি এবং একটা সময় এইভাবে একাউন্ট জিরো করে ফেলি। লোভ নিয়ন্ত্রণ ছাড়া ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়।

কথা হলো লোভটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব?
We have to train yourself. How?

ভালো ট্রেড ওপেন করার অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষ অভ্যাসের দাস। নিজেকে বলুন ভালো কোন সেটআপ খুজে না পেলে আমি কোন ট্রেড ওপেন করব না। উদাহরনস্বরূপঃ আপনি কোন সাপোর্ট বা রেসিষ্টেন্ড থেকে পিন বার দেখে বাই বা সেল নিলেন এবং ভালো প্রফিট পেলেন। এইভাবে আপনাকে ভালো ভালো সেটআপ *খুজে ট্রেড ওপেন করতে হবে। একবার যদি আপনি এই অভ্যাস করতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন। লোভ ব্যাপারটা তখন আপেক্ষিক হয়ে যাবে। You have to feed yourself some good setup. আপনাকে নিজেকে কিছু ভালো সেটআপ খাওয়াতে হবে। এইবার যদি বলেন ভালো সেটআপ কোনটা বুঝবো কিভাবে? এইবার ও একই কথা, You have to learn. There is no alternative to learning.

SHARIFfx
2019-01-26, 07:27 PM
আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিবেন এটাই নিয়ম। আর তখন আপনি নিজে বুজতে পারবেন কি করা উচিত? কতো ভলিউম এ ট্রেড নিবেন আর কত পিপ্স মানিমেনেজমান্ট করতে হবে। আর এতে করে লোভ আমনি আমনি কমে যাবে আর ফরেক্স ট্রেডিং এ অনেক ভালো করতে পারবেন।

expkhaled
2019-01-26, 07:41 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য আপনার সেটাপ অনুযায়ী আগে থেকেই পরিকল্পনা করে নিতে হবে। তাহলে লোভকে সংবরন করতে পারবেন। অর্থাত আগে থেকে আপনি অাপনার পরিকল্পনা বা প্ল্যান লিখে নিবেন বা মনে মনে ঠিক রাখবেন কত ডলার লাভ করবেন একদিনে বা সর্বোচ্চ কতডলার লস করবেন, মানিম্যানেজ কি পরিমানে করবেন, কতটুকু স্টপলস বা কতটুকু টেকপ্রফিট নিবেন ইত্যাদি। সব কিছু লিখে রাখবেন তাহলে আপনার অনেক ভূল ট্রেড নেওয়া থেকে দুরে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একটি নিয়মের মধ্যে থাকেন সেখানে লোভ থাকার কথা নয়। কারন আপনি লজিক ছাড়া নিয়ম বানাতে পারবেন না।

Grimm
2019-01-26, 08:22 PM
এই ব্যবসার জন্য লোভ খুবই একটা খারাপ বস্তু। আপনি যদি নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কখনই এই ব্যবসা হতে আপনি সফলতা পাবেন না। আর এই লোভকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। আমি আজ পর্যন্ত আমার লোভকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আর সেই কারণেই আমি অনেক সময় মার্জিন খেয়ে বসি। তবে আমি চেষ্টা করতাছি আমার লোভকে নিয়ন্ত্রণ করতে। আমি মনে করি আমরা যদি সকল ট্রেডিং এর নিয়মকানুন মেনে ট্রেড করতে পারি তাহলে আমরা সহজেই আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবো।

alamsat
2019-01-27, 11:06 AM
আমরা যারা ফরেক্স ট্রেড করি তাহাদের লোভ থাকাটা কখনও গ্রহনযোগ্য নয় কিন্তু যখন আমরা ট্রেড করতে বশি তখন হঠাৎ মার্কেটের ওঠানামা দেখে অতি লাভের আশার সকল এ্যানালিসিস ভুলে গিয়ে একটি ট্রেড নিয়ে বসি পরিমান বড় আকারের একটি লস। কিন্তু আমাদের জ্ঞান ফেরে তখন যখন আমাদের ট্রেডটি বড় আকারের লস নিয়ে ক্লোজ হয় তখন কিন্তু তখন আর চিন্তা করে কোন লাভ হয় না। এভাবেই আমাদের ট্রেড কার্যক্রম চলছে বিশেষকরে আমার জীবনে এমনটা অনেব বারই হয়েছে। বিগত কয়েকদিন আগেও এমনটি আবারও হলো তাই দৃড় প্রতিজ্ঞান ছাড়া এটি কখনও সম্ভব নয়। আসেন আমরা সবাই লোভ থেকে বিরত থেকে ট্রেড করব এমন প্রতিজ্ঞা করে ট্রেড শুরু করি।