View Full Version : ফোরাম থেকে প্রফেশনাল মান অর্জন করতে পেরেছেন কি?
md mehedi hasan
2019-01-28, 06:43 AM
আমি ২০১৫ সালের শুরুর দিকে আমার বড় ভাইয়ের কাছে থেকে মিজানুর রহমানের “ফরেক্স ট্রেডিং”বই পেয়ে ফরেক্স বিষয়ে অনেক বিষয় জানতে পারি।এবং এই বইয়ে কয়েকটি ব্রকার সমন্ধে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার।এবং আমি জীবনের প্রথম এই ব্রোকারে ডেমো ও রিয়েল একাউন্ট খুলি।এবং এখনো এই ব্রোকারে ট্রেড করে যাচ্ছি।এতদিনের পথচলায় আমি অনেক কিছু শিখতে পেরেছি।বাস্তবে আমি এখনো প্রফেশনাল মানের ট্রেডার হতে পারিনি।তবে এমন না যে আমি প্রচুর লস করছি।লাভ লস দুটোই হচ্ছে।মূলত আমি ব্রেক ইভেন্ট পয়েন্টের মধ্যে আছি।তবে আমি ফরেক্স মার্কেট থেকে যা কিছু শিখেছি তাতে ফোরামের আবদাই বেশি।:1f60e:
alamsat
2019-03-02, 07:10 PM
ফরেক্স এ প্রফেশনাল হতে অনেক সময় লাগে আর যখন আপনি প্রফেশনাল হতে পারবেন তখন আর এমন প্রশ্ন আপনার মনে আসবে না। তাই প্রতিনিয়ত ফরেক্স সম্পর্কে জ্ঞান করতে থাকতে হবে এবং যখন আপনি লাভ এবং লস মিলিয়ে প্রফিটে থাকতে পারবেন তখই মনে করবেন আপনি প্রফেশনাল হতে পেরেছেন। আমি ফরেক্স সম্পর্কে বিস্তারিত ফোরামের মাধ্যমে জানতে পেরেছি এবং ১ বছর ধরে ফোরামের সাথেই আছি নতুন নতুন অনেক কিছু জানতে ও বুঝতে ফোরামের অনেক ভুমিকা আছে। সাথে সাথে কিছু বোনাস ডলার দিয়ে ট্রেড করে কিছু প্রফিট নিতেও পেরেছি বলে আমি ফোরাম কে আন্তরিকভাবে ধন্যবান জানাই।
md mehedi hasan
2019-10-02, 07:16 AM
ভাই সত্যি কথা বলতে কি আমরা ফোরাম থেকে প্রতি মাসে ডলার নিয়ে ট্রেড করি।কিন্তু লাভ লসের হিসাব করিনা।লস করছি কোন ব্যপার না আবার ফোরাম থেকে ডলার নিয়ে ট্রেড করবো।আবার সেই পুরনা ভুল আবার লস করছি।এতে করে প্রফেশনাল মান অর্জন করতে একটু বেশি সময় লাগবে।তবে একটা কথা সবাই কে স্বীকার করতে হবে ফোরাম হাজার হাজার ট্রেডার কে ঝড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছে।কারন আমাদের নিজের পকেটে থেকে এতো ডলার লস করে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না।এ জন্য ফোরামকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
আসলে আমাদের সবারই আশা ফরেস এ কেরিয়ার গড়ে তোলা।আমি নতুন ফরেক্স মাকেটে।তবে যতুটকু শিখতেছি জেনেছি তা সব টুকু আপনাদের মত অভিজ্ঞ ভাইদের কাছ থেকে।ফোরাম শুধু বোনাস নয়,ফোরামে অনেক অভিজ্ঞ টেডাররা আছে। যারা গুরুত্ব কিছু পোষ্ট করে এবং মতামত শেয়ার করে আমাদের মত নতুন দের প্রচুর সাহাজ্য করে।ফোরাম এর সাথে থাকলে অনেক কিছু শেখা সম্ভব।ধন্যবাদ ফোরামবাশিদের
Rokibul7
2020-05-10, 05:16 PM
আমি ফরেক্স সম্পকে জেনেছি আমার বন্ধুদের কাছ থেকে।তারপর ওদের মাধ্যমে আমি ফোরামপ এড হই ও ফোরামের বোনাস নিয়ে টেস শুরু করি।আমি ফরেক্স এর যতটুকু শিখেছি ততটুকুই ফোরাম এর মাধ্যমে শিখেছি।ফোরাম আসলে ফরেক্স শিক্ষার এক বিরাট প্লাটফ। ফোরামপ অনেক দক্ষ টেডাররা আছে যারা নিয়মিত মূল্যবান মতামত বা কৌশল সম্পকে আলোচনা বা পরামর্শ দিয়ে থাকে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.