PDA

View Full Version : নিউজ ট্রেড করে কি লং ট্রেড করা যায়।



md mehedi hasan
2019-01-30, 07:34 AM
ফরেক্স মার্কেটে অনেক সিস্টামে ট্রেড করা যায় তার মধ্যে অন্যতম ট্রেডিং সিস্টেম হল নিউজ ট্রেড।কিন্তু ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করে কি লং ট্রেড করা যায়।আপনারা আপাদের আপনাদের নিউজ ট্রেডের অভিজ্ঞতার আলোকে আলোচনা করেন।:1f63b:

fxjaman
2019-02-26, 10:11 PM
ভাই যদিওবা আমার অভিজ্ঞতা কম, তারপরেও যতটুকু জানি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি আপনি নিউজ ট্রেড করে সেই ট্রেডটিকে লং টাইম ধরে রাখতে পারবেন না। কারন মার্কেট ততক্ষণে আপনার সীমানার বাইরে চলে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভম হয় ৩০ মিনিট অথবা ১ ঘন্টার মধ্যে ট্রেডটি ক্লোজ করে বেরিয়ে আসতে পারলে তাতে আপনাই সুবিধা হবে।

alamsat
2019-03-02, 07:05 PM
নিউজ উপর ভিত্তি করে লং ট্রেড করাটা আমার মতে ভাল হবে না। কারন নিউজ যখন প্রকাশিত হয় মার্কেট ঠিক সে সময়ে বেশি মুভ করে থাকে বা ব্রেকআউট হয়ে থাকে। তাই নিউজ এর সময় সব সময় ছোট করে ট্রেড করাটা ভাল হবে এবং এ সময় কোন ট্রেন্ড চলমান থাকলেও সেটির ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে তাই অভিজ্ঞরা বলে নিউজ এর সময় কোন ট্রেড না করাটা ভাল। আর লং ট্রেড যারা করেন তারাও এই সময়ে তাদের সকল ট্রেড ক্লোজ করে পরবর্তীটে নতুন ট্রেড নেওয়ার প্রস্তুতি নেওয়াটা অনেক ভাল হবে।

SHARIFfx
2019-03-02, 08:00 PM
আসলে এখানে আপনার বুজা প্রয়োজন মার্কেট ট্রেন্ড। আপনার প্রজেটিব নিউজ এর সাথে যদি মার্কেট ট্রেন্ড মিলে জায় আর টেকনিক্যাল এনালাইসিস প্রজেটিব হয়ে থাকে সাথে কেন্ডলের আচার বিধি মিলে জায় তা হলে নিউজ ট্রেডে আপনি লং করতে পারেন।

SAGOR_HALDER944
2019-03-18, 10:14 PM
হ্যা, আমি মনে করি ফরেক্সে নিউজ এনালাইসিস করে লং টার্ম ট্রেড করা যায়। তবে লং টার্ম ট্রেড করতে হলে ট্রেডারকে অবশ্যই অনেক ধৈর্যশীল হতে হবে। কারন ধৈর্য না থাকলে লং টার্ম ট্রেডিং করা সম্ভব না। ফরেক্সে অনেক সময় অনেক নিউজ পাওয়া যায় যেখানে বলা থাকে আজকে হয়ত একটি কারেন্সির মান্ কমে যেতে পারে। আমারা সেই অনুযায়ী এনালাইসিস করি এবং বুঝে শুনে ট্রেডিং করি। কিন্তু দুই একদিন যেতে না যেতেই আমাদের ধৈর্য শেষ হয়ে যায় এবং কিছু প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দিই। তার দুই একদিন পরে যখন দেখি মার্কেট আরো নিচে নেমে গেছে আর তখনই আফসোস করি।

jasminbd
2019-03-24, 05:55 PM
প্রতি সপ্তাহে কোন না কোন কারেন্সি পেয়ারে জন্য গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়া প্রকাশের সময়, আমরা কিছু হঠাৎ মুভমেন্ট দেখি। এই মুভমেন্ট সাধারণত বড় এবং কখনও কখনও ১০০ এর পিপস বেশি হয়। প্রশ্ন হলো আমরা কি এই মুভমেন্টের লং না শর্ট টাইম ট্রেড করব? যাইহোক, এর আগে আমি আপনাকে বলব যে হাই ভোলাটিলিটি কিভাবে ট্রেড নিতে হয়। যাইহোক, এর আগে আমি আপনাকে বলি যে পেশাদার ট্রেডাররা এই ধরনের সংবাদগুলি্তে ট্রেড করার চিন্তা করে না কিছু সুইং ট্রেডার ট্রেড করতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংবাদ ব্যবহার করে। তবে যারা নিউজের সময় ট্রেড নেয় তারা মুলত নিউজের মুভমেন্ট ব্যবহার করে ৫০ থেকে ৮০ পিপ্স নেয়ার আশার বসে থাকে। তাই যারা নিউজের সময় ট্রেড নিতে চান তারা শট টাইমে ট্রেড নিতে পারেন। আর সব চেয়ে বড় ব্যপার হল সাধারণত নিউজ প্রকাশের কয়েক ঘন্টা পরে, মার্কেট তার পূর্বের মুভমেন্ট অনুসরণ করে।

FXOCM
2019-04-03, 10:40 PM
নিউজ ট্রেড করার জন্য ভাল সময় কোনটা জানা থাকলে কেও বলবেন ?

bdunity11
2019-04-04, 09:13 AM
ফরেক্সে নিউজ এনালাইসিস করে লং টার্ম ট্রেড করা যায় আপনার প্রজেটিব নিউজ এর সাথে যদি মার্কেট ট্রেন্ড মিলে জায় আর টেকনিক্যাল এনালাইসিস প্রজেটিব হয়ে থাকে সাথে কেন্ডলের আচার বিধি মিলে জায় তা হলে নিউজ ট্রেডে আপনি লং করতে পারেন।

Rokibul7
2020-05-12, 10:59 AM
আসলে নিউজ টেড যারা করে তারা সেই নিউজ এর পিপস নিয়ে টেড ক্লোজ করে দেয়।নিউজ এ লং টেড করতে গেলে মাকেট কোথায় চলে যাবে কেন নিউজে কে জানে।তাই নিউজ টেড করতে গেলে যে নিৎজ এ টেড দিবেন সেই পিপসই নিবেন।