PDA

View Full Version : অধিক লাভজনক একটি পেয়ার



shohanjacksion
2019-01-30, 05:27 PM
7071
আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য আমি বলতেছি যে, Usd/ Zar অত্যাধিক লাভজনক একটি পেয়ার তবে লাভ যেমন হয় লসের সময়ও এর লসের পরিমান বেশি। তবে এই পেয়ারটি নিয়ে অন্যান্য পেয়ার থেকে কম পরিমান এনালাইসিস করেই আমরা অনেক পরিমান প্রফিট করতে পারি। অন্যান্য পেয়ারে প্রতিদিন ট্রেড করেও হয়ত অনেক সময়ই লাভ করা যায়না কিন্তু এই পেয়ারটিতে আপনার প্রতিদিনই কিছুনা কিছু প্রফিট রাখতে পারবেন। তবে প্রফিটের জন্য অবশ্যই ডেমোে একাউন্টে এই পেয়ারের এনালাইসিস করতে হবে। অনেক বড় বড় এমাউন্ট যারা লাভ করে সফল ট্রেডার হিসাবে ফরেক্স ব্যবসায় কাজ করে আসছেন তাদের প্রায় বেশিরভাগ ট্রেডারই Usd/ Zar পেয়ারটিতে ট্রেড করে থাকেন।

SHARIFfx
2019-01-30, 10:53 PM
আমি বলবো জিবিপি / ডলার। কারন এই পেয়ারে মার্কেট মুভমেন্ট অনেক বেশি থাকে। মার্কেট কারেকসান জোন পুরন করে থাকে বেশিরভাগ সময় ধরে। আর মার্কেট ট্রেন্ড বুজা অনেক অংশ সহজ। তাই প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেল এর আচারন দেখে ট্রেড নিলে ভালো প্রফিট করা জায়।

FX7
2019-12-06, 02:24 PM
usd/zar এটাতে তো স্পেড অনেক বেশি,১২০ স্পেড।আচ্ছা ভাই এই পেয়ারটা কোন দেশের কারেন্সি। আমি নতুন তো তাই এত কারেন্সি চিনি না।আমাকে এমন কিছু পেয়ার এর নাম বলে যা থেকে নতুন অবস্থায় কিছুটা লাভ ও সংক্ষিপ্ত এনালাইসিস এর মাধ্যমে টিকে থাকতে পারি

Rokibul7
2020-02-23, 11:50 PM
গোল্ড টেড করে শুধু লসই হয়।গোল্ড এর ক্ষেতে দেখেছি কম লটে টেড দিলে কেমন যেন পক্ষে চলে আসে।বিপক্ষে যে যায় না তা না।তবে কম লট ব্যবহার করে প্রফিট পাওয়া যায়।বেশি লট দুইবার করছি দুবারই জিরো হয়ে গেছি।তবে আমি প্রথম উইড্রোটা গ্লোড টেডেই পাইছি।পেলে কি হবে দিছে ৫০ ডলার আর নিছে দুইটা একাউনৃটের ২৭০ ডলার।আমি নতুন গোল্ডকি ধরতে যেছে লো হয়ে গিয়েছি।আর ভয়ও পেয়েছি গোলৃড দেখে

Rokibul8
2020-02-25, 12:45 AM
এই পেয়ারে এত স্পেড কেন ভাই,এটা আমি নতুন তাই তাই এই পেয়ার সম্পকে আমি জানি না।ফরেক্স মাকেটে আমি একেবারি নতুন।

FREEDOM
2020-04-01, 09:05 PM
Usdzar, eurzar এই পেয়ার দুটিতে অনেক বেশি মুভমেন্ট হয়ে থাকে। তবে ভালো ট্রেড করতে জানলে এই পেয়ার দুটি থেকে ভালো প্রফিট করাও সম্ভব। আমি এই দুটি পেয়ারেই ট্রেড করেছি এবং এখানে আমার ট্রেড করার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। মুলত যারা গোল্ডে ট্রেড করে তাদের অনেকেই গোল্ড এর পাশাপাশি এ দুটি পেয়ারেও ট্রেড করে থাকে।