PDA

View Full Version : Macd দিয়ে ট্রেড করার গোপন পদ্ধতি



shohanjacksion
2019-01-30, 05:40 PM
একই ইন্ডিকেটর একেকজন ট্রেড একেক আঙ্গিকে অথবা একেক ধরনের পেয়ার এ ব্যবহার করে থাকেন। টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে খুবই বিপদের কারন হয়ে থাকে। আমি দেখেছি যে, প্রায় সব ইন্ডিকেটরই আমাদের লসের কারন হয়ে থাকে। তবে macd ইন্ডিকেটরটি অনেক ভাল কাজ করে। এটি ০ লাইনের সাথে ক্যালকুলেশন করা হয়ে থাকে ।
7075
গোপন পদ্ধতিটি হলো, পূর্বের কোন জিরো লাইন অতিক্রম করত ক্যান্ডেলকে যদি পূণরায় অতিক্রম করে তথা নতুন করে জিরো লাইন অতিক্রম করে তবে নতুন একটি ট্রেড থেকে মোটামোটিভাবে ক্ষুদ্র পরিমান একটি প্রফিট করা যাবে। এই বিষয়টি ভাল করে বুঝার চেষ্টা করে মন্তব্য করুন অথবা না বুঝে থাকলেও আরো জানতে ও বুঝতে আমাকে কমেন্ট করুন। macd ইনন্ডিকেটরের এই পদ্ধতিতে আমি ট্রেড করে লাভ করে আসছি।

FX7
2019-12-11, 12:22 AM
বুঝতে পারলাম না,আসলে আমি নতুন তো তাই ইন্ডিকেটর সম্পকে জানা দরকার।আমার জন্য কোন ইন্ডিকেটর ভাল বা প্রজয্য,দয়া করে বলবেন।আর এই ইন্ডিকেটর সম্পকে যদি আরও সহজ ক্লিয়ার করে বলেন তাহলে হয়তো আমিও এটা ব্যাবহার করে দেখতে পারবো।ধন্যবাদ

mdmoshin1988
2020-01-06, 07:25 PM
আমি নতুন তো তাই ইন্ডিকেটর সম্পকে জানা দরকার।আমার জন্য কোন ইন্ডিকেটর ভাল বা প্রজয্য,দয়া করে বলবেন।

habibi
2020-01-07, 05:19 PM
MACD এই ইন্ডিকেটরটি ব্যাবহার করার মাধ্যমে ট্রেডারকে নতুন একটি ট্রেন্ড হচ্ছে কিনা তা বুঝতে সাহায্য করে সেটা আপট্রেন্ড হোক বা ডাউনট্রেন্ড হোক। যদি MACD লাইন 0 level এর উপরে থেকে 12EMA লাইন 26EMA কে ক্রস করে মার্কেট তখন বুলিশ । বিপরীতভাবে যদি MACD লাইন 0 Level এর নিচে থেকে 26EMA লাইন 12EMA ক্রস করে মার্কেট তখন বিয়ারিশ । এটা সাধারণ ফর্মূলা যা অন্য ইনডিকেটর দিয়ে ও বুঝতে পারা যায় । তাহলে MACD কেন ব্যাবহার করবো ? হ্যাঁ মজাটা এখানেই । বড় বড় ট্রেডাররা MACD ব্যবহার করেন Divergence ও Convergence নির্ণয়ের জন্য । তারা Divergence ও Convergence নির্ণয় করে ট্রেড করেন এবং এই ট্রেডের Wining রেশিও অনেক অনেক ভলো । Divergence ও Convergence নিয়ে আমিও বিস্তারিত আলোচনা করেছি স্ট্রাটেজি অংশে । Divergence ও Convergence বুঝতে MACD ইন্ডিকেটরটি কি, এর গঠন প্রণালী জানা জরুরী ছিল তাই এখানে আলোচনা করা মাত্র ।

RAMSHA
2020-01-08, 05:56 PM
একই ইন্ডিকেটর একেকজন ট্রেড একেক আঙ্গিকে অথবা একেক ধরনের পেয়ার এ ব্যবহার করে থাকেন। টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে খুবই বিপদের কারন হয়ে থাকে। আমি দেখেছি যে, প্রায় সব ইন্ডিকেটরই আমাদের লসের কারন হয়ে থাকে। তবে macd ইন্ডিকেটরটি অনেক ভাল কাজ করে। এটি ০ লাইনের সাথে ক্যালকুলেশন করা হয়ে থাকে ।

Sohagzaman22
2020-01-09, 01:55 PM
MACD ফরেক্সের একটি ইনডিকেটর যা অনেকেই অনেক রকম ভাবে ব্যবহার করে থাকে । MACD দিয়ে মূলত ফরেক্স মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট বোঝার জন্য ব্যবহৃত হয় । MACD এর লাইনের মত যে বারগুলো থেকে ঐগুলোকে হিস্টোগ্রাম বলে । এই হিস্টোগ্রামের মধ্যে দিয়ে যখন sma জিরো লাইনের উপর বা নিচ্ দিয়ে যাবে তখন বুঝতে হবে মার্কেট বাই বা সেল শক্তিশালী হবে ।

saraa
2020-02-21, 10:07 AM
ভাগ্যক্রমে আমি 100 $ লাভ করতে সফল হয়েছি, আমি অবশ্যই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করি না।
আমি পুরোপুরি এবং সবচেয়ে সাবধানতার সাথে বাজারের প্রবণতা বিশ্লেষণ করব। যদি বাজারের অবস্থাটি দেখতে সাধারণের মতো লাগে এবং আরও পিপস পাওয়ার সুযোগ থাকে তবে অবশ্যই আমি তা চালিয়ে যাব।
অন্যথায় না

Rokibul7
2020-02-22, 12:42 AM
আমার লসের কারন বিভিন্ন ইন্ডিকেট। আসলে আমি নতুন সবার প্রফিটপবল ইন্ডিকেটর এর কতা শুনে । তবে আমি কোন ইন্ডিকেটর এর কাজ বুজি না।ডেমো তে মোটামুটি ফল পেলেও রিয়ালে জিরো