PDA

View Full Version : মহাবিপদজনক একটি ট্রেড নিয়ে আলোচনা



shohanjacksion
2019-01-30, 05:58 PM
আমি নিচে একটি স্ক্রীনসট দিয়েছি । তাতে যদি আপনি খেয়াল করেন তবে দেখবেন যে, আমি মাত্র ১০০০ ডলার দিয়ে কত লটে কোন কোন সময় ট্রেড ওপেন করেছি এবং অল্প পরিবর্তনে কতটুকু লাভ দেখাচ্ছে।
7077
এই ট্রেড আপনার জন্য মোটেই নয়। দেখুন যে, আমি স্টপ লস ব্যবহার করিনি অর্থাৎ যেকোন মূহুর্তে আমার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে তবে আমি কি জোয়া খেলছি। না ভাই, আমি এই পদ্ধতিতে সবচেয়ে বেশি সময় প্রফিট করে থাকি। যেহেতো অল্প পিপস বিপরীতে গেলেই ব্যালেন্স জিরো সেহেতু স্টপলস দেওয়ার প্রশ্নই আসেনা। এই ট্রেড আমি গত প্রায় ১৫ দিন পর পেয়েছি, এমন একটি পজিশনে ট্রেড ওপেন করেছি যে, ফরেক্সের ইতিহাসে যেখানে আমার স্টপলস দেওয়ার কথা সেখানে যাবেনা এবং আমার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভবনা প্রায় নাই বললেই চলে। সুতরাং আমি মনে করছি এটি ট্রেডে আমি প্রায় ১০০০% প্রফিট একদিনেই করতে পারব। বাকী দিনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লটে ট্রেড করব। কৌশল বলে দিলে কেউ চেষ্টা করে দেখেনা । তাই আমি বলতে চাই ,আমার এই কৌশলটি নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে মন্তব্য করবেন।

alamsat
2019-02-07, 03:46 PM
যখন কোন ট্রেডার অনেক লাভ করে তখন সবাই বিভিন্ন সর্ট নিয়ে ট্রেড গুলি পোষ্ট আকারে প্রকাশ করে কিন্তু কিভাবে ট্রেডগুলি করছে একটু বিস্তারিত জানাই না। আমার প্রশ্ন হল পোষ্টগুলি করার সাথে সাথে এ্যানালিসিসগুলি প্রকাশ করতে দোষকি তাই সেইগুলিতে প্রফিট হোক বা না হোক। আমরা তো আপনার এ্যানালিসিস এর সাথে আমাদের কিছু এ্যানালিসিস যোগ করে একটি আদর্শ এ্যানালিসিস তৈরি করিতে পারি তাহলে আমিও সেটা পোষ্ট আকারে প্রকাশ করলে সবাই উপকৃত হইবে। তাই পরবর্তী পোষ্ট এ আপনার এ্যানালিসিস টি প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

md mehedi hasan
2019-02-07, 08:16 PM
ভাই আপনার পোষ্ট করেছেন তা দেখে ভালো লাগলো।তবে এই পোষ্টির মাধ্যমে আপনিকি আপনার ট্রেডিং স্ট্রেজি দিয়ে ট্রেড করার জন্য উৎসাহিত করছেন।যদি তা করে থাকেন তাহলে আপনার স্ট্রেজি টা আমাদের সাথে শিয়ার করেন।তাহলে আমরা উপকৃত হবো।

alamsat
2019-02-07, 09:38 PM
ভাই আমার লেখার উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা যারা নতুন ট্রেডার বিশেষ করে আমি যখন ট্রেড করতে বশি তখন বিভিন্ন স্টাটেজি নিয়ে ট্রেড করি কিন্তু ট্রেড নেওয়ার সময় কোন স্টাটেজি না মেনেই ট্রেড করতে শুরু করি। কারন আমরা এখন ও ফরেক্স এ অভিজ্ঞ নয়। যারা অনেক অভিজ্ঞ তারা তাদের স্টাটেজির বাইরে কোন ট্রেড করে না। তাই আমার নিজের ব্যক্তিগত কোন স্টাটেজি নেই যখন মার্কেট যে দিকে চলতে থাকে আমি সেদিকে চলতে থাকি অর্থাৎ যে সকল পেয়ারে ডাউন ট্রেড চলে সে সকল পেয়ারে সেল করি আর যে সকল পেয়ারে আপ ট্রেন্ড চলে সে সকল পেয়ারে বাই করি। সাথে সাথে কিছু ইন্ডিকেটর ব্যাবহার করি যেমন মুভিং এ্যাভারেজ ইত্যাদি।

sufianhoshen
2019-04-17, 04:07 PM
ব্যবসায়ীরা মুনাফা অর্জন করে তারা আপনাকে লাভজনক বলে জানাতে কোন আগ্রহ প্রকাশ করবে না, এটি সফল ব্যবসায়ীদের মনস্তাত্ত্বিক গঠন। এ কারণেই তারা লাভের মূলধন (ঝুঁকি নিয়ন্ত্রণের সাথে) এবং মানসিক মূলধন (আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে) লাভ করে যা কোন রকম বিনামূল্যে অর্জিত অর্থ নয়;

princeeyasin
2019-05-06, 06:53 PM
আপনি ফরেক্স মার্কেটে কতটা লাভ জনক হয়েছেন তা আমি যানি না কারন আমি ফরেক্স বাংলা ফোরাম নতুন য়োগ হয়েছি তাই আমার এই সম্পর্কে বেশি একটা ধারনা নাই।

bdunity
2019-05-07, 09:53 AM
আমি ফরেক্সে নতুন । বর্তমানে ফরেক্সের ফোরামে কাজ করছি । নতুন হিসেবে আমি বর্তমানে ট্রেড নিয়ে ভাবিনা । কারন আমার টার্গেট আগে ফরেক্স শিখা । তাই বর্তমান আমার কোন ট্রেড সম্পর্কে তেমন ধারনা নেই । তাই সফল ট্রেড আর বিপদজনক ট্রেড কি ভাবে বুঝবো ?

FX7
2019-12-02, 01:19 AM
আপনাদের এত লাভের কতা শুনে আমি শেষ।তবে আপনাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছি।এগুলা হয়তো প্রথমিক স্ট্রেটেজি।আমি চাই আপনারা আপনারে সকল অভিজ্ঞতা ফোরামে শেয়ার করে আমাদের মত নতুন দের আগামি পথচলায় পাশে থাকবেন।ধন্যবাদ

Rokibul7
2020-07-07, 01:51 PM
প্রফিট এবোল ট্রেটেজি গুলো যখন শেয়ার করেন তখন বিস্তারিত আলোচনার মাধ্যমে সহজেই আয়ত্ত করতে পারি।আমরা তো ফোরামে এসেছি আওনাদের মত প্রফিটেবল ট্রটেজি গুলো জানতে ও শিখতে।তাই সময় পেলে এ সব ট্রটেজি গুলো বিস্তারিত শেয়ার করলে সহজেই শিখতে পারবো