PDA

View Full Version : আপনি এখন পর্যন্ত কত লস কিংবা মুনাফা করেছেন?



Grimm
2019-02-02, 10:02 PM
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই খুব ভাল আছেন এবং এই মার্কেট থেকে ভাল মুনাফা উপার্জন করতাছেন? আমাদের অনেকেই আছে এই ব্যাবসা হতে ভাল উপার্জন করতাছেন এবং অনেকেই আছে যারা লস করতাছেন। আমি আশা করি বেশিরভাগরাই এই ব্যবসা হতে মুনাফা করতাছেন। তারপরও জানতে ইচ্ছা করতাছে আপনারা এই ব্যবসা হতে এখন পর্যন্ত কত মুনাফা বা লস করেছেন? আশা করি আপনার মন্তব্য অন্যান্য ট্রেডারদের উপকারে আসবে।

md mehedi hasan
2019-02-03, 10:18 AM
ভাই আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ন পোষ্টের জন্য।আমি এই ধরনের পোষ্ট অনেক করেছি।কিন্তু ফোরামের কোন সদস্য সঠিক উত্তর দেয়নি।ভাই আমি ২০১৫ সালে প্রথমের দিক ফরেক্স সমন্ধে জানতে পারি এবং ইন্সটাফরেক্স ব্রোকার থেকে একাউনট খুলে ডেমোট্রেড করি।১ মাস না জেতেই ৫০ ডলার দিয়ে রিয়েল একাউনট করি ২ সপতাহের মধ্যেই একাউন্টশূন্য।এরপ ফোরাম থেকে প্রত্যেক মাসে কম বেশি করে ১৯৩ ডলার নিয়ে ট্রেড করতে থাকে এভাবে প্রায় ১বছর ট্রেড করে একাউনট শূন্য।পরে ফোরাম থেকে আর বোনাস নিতে পারিনি কারন আমার পাসয়ার্ড আনকারেক্ট দেখায়।অনেক চে্টার পর আশা ছেরে দিয়ে আবার বড় ভাইয়ের উপদেশে fxproতে ডেমো একাউনট করে প্রাক্টিস করতে থাকি।এরপর ২০১৮-০৭ মাস তারিখ মনেনেই একটি রিয়েল একাউন্ট করে ৫০০ ডার ডিপোজিট করি।এখন আমার ব্যালেন্স ২৭৮ ডলার বাদবাকি লস।

alamsat
2019-02-03, 11:29 AM
ফরেক্স এ সবাই সত্যি কথাটা বলতে চাই না তবে আপনারা যে সত্যি কথাটা বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাই আমিও সত্যি করে বলতে চাই ফরেক্স থেকে আমি এ পর্যন্ত ১৫০ ডলার নিতে পেরেছি এর মধ্যে আমার ইনভেষ্ট ছিল মাত্র ১০ ডলার আর বাদবাকি ফোরামের বোনাস নিয়ে ট্রেড করেছি। এখন অবদি আমি লসে আছি তবে সব ডলার রিকোভারি করে ফেলব অল্প দিনের মধ্যে এই আশা আছে। তবে ফোরামের বোনাস নিয়ে ট্রেড করতে পেরে আমি খুবই খুশি।

TanjirKhandokar1994
2019-02-14, 06:00 PM
আমি ফরেক্স ট্রেডিং এ একেবারেই নতুন। আমি শুরু করেছি এক মাস হলো। তাই এখানে আমি এখনো পুরোপুরি দক্ষ হতে পারিনি বলে কোন প্রফিট তুলতে পারিনি। তবে কোন লসও হয়নি। এককথায় সমান সমান আছি। তবে আমি মনে করি যে ফরেক্স ট্রেডিং থেকে একসময় আমি ভালো প্রফিট ইনকাম করতে পারবো।

masud017
2019-02-14, 07:16 PM
আমি প্রথম 42 ডলার ফোরাম থেকে পাই এবং 4 ডলার লাভ করি এবং তুলে ফেলি । এখন 145 ডলার আছে তবে 15 ডলার লস করেছি । তবে আমি এখন ডেমো করি এবং 6 মাস ধরে করছি 100 ডলার আমি প্রতি মাসে 400 থেকে 500 ডলার করতে পারছি । আমার এখনের স্ট্যাটেজিটা খুব ভালো প্রচুর লাভ হয় । তবে এখন আমি মাসে 7 থেকে 9 টি ট্রেড করতে পারি এর বেশি ট্রেড সেট আপ পাই না । এখন আমি রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুত । তবে ফোরাম বোনাস নয় আমি ডিপোজিট করতে চাই ।

Ronesh186
2019-02-19, 10:57 AM
সর্বপ্রথম আমি ৬২ ডলার নিয়ে ট্রেড শুরু করি। প্রথমদিকে ট্রেড করতে গিয়ে বেশ কিছু প্রফিট করেছিলাম। প্রায় ২৫ ডলারের মত হবে। আবার পরবর্তিতে ট্রেড করতে গিয়ে মার্কেট হঠাত্ করে খুব লসে চলে যায়। তখন কিছু লস করে ট্রেড ক্লোজ করলাম। ফলে আমি ১৭.৭০ ডলারের মত ক্যাশ উইথ ড্র দিতে পেরেছিলাম। ওই লসটাকে আমি শিক্ষা হিসেবে গ্রহন করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এনালাইসিসে ত্রুটি ছিল। এখন আমি সতর্ক হয়ে গেছি। এরপর থেকে এমন সমস্যার সম্মুখীন খুব কম হয়েছি। তারপর আমি ট্রেড করে প্রায় ১৮ ডলার উইথ ড্র করে মোট ৩৫.৭০ ডলারের মত প্রফিট করেছি। তবে আমি মনে করি মুনাফার কিছু অংশ প্রতিবার উইথ ড্র্ব করার সময় ট্রেডের ব্যালেন্সের সাথে কিছু রেখে দিয়ে উইথ ড্র করলে আপনার ব্যালেন্সটা আরো মজবুত হবে। ট্রেড করার ক্ষেত্রে ব্যালেন্স বেশি থাকলে বড় ধরণের ঝুকি এড়াতে পারবেন।

expkhaled
2019-02-20, 12:01 PM
আমি লাভ যা করেছি তা সব লস করেছি। এখন পর্যন্ত কোন লাভ আমি তুলতে পারিনি তবে তাতে আমার কোন প্রকারের আফসোস নেই কারন আমি এখন শিখছি যদি ভালভাবে শিখতে পারি তাহলে অবশ্যই লাভ করতে পারবো। তবে আমি ডেমো ট্রেড বেশী করি ২ বছরের বেশী সময় নিয়ে আমি ডেমো ট্রেড করে যাচ্ছি। আমার স্ট্রেটেজি কনফার্ম করার জন্য ডেমো ট্রেড করছি। যদি ভালভাবে মার্কেট নাই বুঝতে পারলাম তাহলে ট্রেড করবো কিভাবে। তাই আমি চাই সঠিক অভিজ্ঞতা নিয়ে ট্রেড করবো।

SHARIFfx
2019-02-20, 12:31 PM
আমরা জানি ফরেক্স ঝুঁকি পূণ ব্যাবসা। আপনাকে রিস্ক মেনেজম্যান্ট করে ট্রেড নিতে হবে। প্রথিমিক বাবে লস করে থাকলেও এখন ধারাবাহিক ভাবে প্রফিট করে থাকি ইনশাআল্লাহ। তবে এখানে টার্গেট নিয়ে প্রফিট বের করা যায়না। মার্কেট মুভমেন্ট আর ট্রেন্ড বুজে প্রফিট করতে হয়। নিম্ন ইন্সটা ফরেক্সে ফোরাম পোস্ট থেকে আয় করা একাউন্ট এর একটি হিস্ট্রি দিলাম।7205

alamsat
2019-02-21, 04:24 PM
ট্রেড করতে হলে কিছু সময় আপনার লস হবে কিন্তু লাভ করতে হলে ফরেক্স এর সকল নিয়মগুলি ভাল করে মানতে হবে। কিন্তু আমরা যারা ট্রেড করে লস করে থাকি তারা কোন সময় প্রকাশ্যে বলতে ভয় পায় কিন্তু আমি বলতে চাই আমি ফরেক্স ট্রেড করে লস ছাড়া কখনও লাভ করতে পারিনি তবে কেন যেন ফরেক্স ট্রেড করতে খুব ভাল লাগে তাই নিজের টাকা ইনভেষ্ট করে লস করার জন্য হলেও ফরেক্স ট্রেড করে থাকি কারন আমি ফরেক্স ট্রেড করতে খুবই ভালবাসি সবাই আমার জন্য দোআ করবেন যেন ফরেক্স নিয়ে অবসর সময়টি পার করতে পারি এবং সেটা পকেটের টাকা খরচ করে হলেও যেন করতে পারি।

Saykat5279
2019-02-24, 06:06 PM
ফরেক্স ট্রেড করলে লাভ বা লস হবে। কিন্তু অনেকে লাভের কথা বলে, লসের কথা বলে না। ট্রেড করতে হলে আগে আপনাকে নিজের একটা ট্রেডিং স্টাইল দাড় করাতে হবে। ডেমো তে ৫-৬ মাস প্র্যক্টিস করতে হবে। তা ছাড়া ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ভাল একটা প্রফিট ইনকাম করতে পারি।

Hafizfx
2019-03-01, 05:37 PM
লস করেনি এমন ট্রেডারের সংখ্যা খুবই কম আছে। তাই আমরা এখানে লসের সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে কি কারনে লস করেছি সেই কারনটা আলোচনা করলে সবাই সেই ভুলটি আর করবে না। আমি কিছু বার লস করে বেশি বেশি লটে ট্রেড করার মাধ্যমে। তাই সবার প্রতি আমার আবেদন ছোট ছোট লটে ট্রেড করবেন এবং কম লাভ নিয়ে মার্কেটে টিকে থাকার চেষ্ট করবেন। দেখবেন একদিন আপনিই ফরেক্স মার্কেটের প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন। তাই অতি লাভের আশার বার বার একাউন্ট শুন্য করা কোন ট্রেডারের কাজ হতে পারে না।

expkhaled
2019-03-02, 11:44 AM
আমার কিছু সমস্যার কারনে লস হয়। যেমন : ট্রেড বেশী করা, মার্কেট বেশী এনালাইসিস করি, বেশী বেশী সিগ্ন্যাল খুজি, সিগ্ন্যাল কনফার্ম হওয়ার আগেই ট্রেড নেই ইত্যাদি । এই সব সমস্যায় আমি জর্জরিত। তাই যাই লাভ করি সব লসে যায়। তবে আমি ছেড়ে দেওয়ার মত মানুষ নই। আমি যে করেই হোক আয়ত্বে আনবো তাতে সময় যদি ১০ বছরও লাগে। তাই লেগে আছি দেখা যাক কি হয়।

Grimm
2019-03-02, 03:26 PM
এখন পর্যন্ত আমি যা ফোরাম থেকে পেয়েছি তার বেশিরভাগ অংশই আমি লস করেছি। কিন্তু সেই লস করার আগে আমি সেটার মুনাফা উত্তোলন করতে সক্ষম হয়েছি। তারমানে আমি সর্বপোরি মুনাফাই করেছি। আর আমি বর্তমানে চেষ্টা করতাছি লস যাতে আর না হয়। আর এই জন্য আমি সবসময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতাছি। আশা করি ভবিষ্যতে আমি আমার লসটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।

SAGOR_HALDER944
2019-03-03, 12:53 AM
সত্যি কথা বলতে কি আমি ফরেক্সে নতুন। এখন পর্যন্ত কোনও ট্রেড ধরার অভিজ্ঞতাই হয় নি। তাই কোনও লাভ বা লসের সুযোগ হয় নি। তবে অন্য সবার মত আমিও অনেক আশা নিয়ে এখানে এসেছি। একদিন সফল ট্রেডার হয়ে অনেক টাকা আয় করব ফরেক্স থেকে।