View Full Version : ফরেক্স মার্কেটের সুচনা
majeed
2019-02-05, 12:14 PM
ফরেক্স মার্কেট সাধারণ কোন মার্কেটের মত একদিনে তৈরি হয়নি। বরং একটি ধারাবাহিক যুগ-যুগান্তরি অনেকগুলো ইভেন্ট এর ফলাফল আজকের এই ফরেক্স মার্কেট। এটির সূচনা হয় ১৯৭১ সালের Bretton Woods চুক্তির পরিক্ষিপ্ততায়। এবং পুরপুরি স্বতন্ত্রতা লাভ করে যখন ১৯৯৭ সালে অনলাইন ট্রেডিং ক্ষমতা সহ ব্যক্তিগত বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য মার্জিন ট্রেডিং সুবিধা সহ নানা রকম বহুমুখী সুবিধার ব্যাবস্থা করা হয়। বর্তমানে ফরেক্স মার্কেট হল বিশের সবচেয়ে তারল্য অর্থনৈতিক বাজার।
alamsat
2019-02-07, 11:32 AM
ফরেক্স ট্রেড শুরু হওয়ার পেছনে অনেক কারন বিদ্যমান আছে তার অন্যতম কারনগুলি আপনি আলোচনা করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা বিভিন্ন ব্রোকার এর জন্ম হওয়ার কারনে ফরেক্স ট্রেড করতে পারছি। আগেকার দিনে বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া কেউই ফরেক্স ট্রেড করতে পারত না। ব্রোকারের মাধ্যমে আমরা বর্তমান সময়ে রিটেইল ট্রেডার হিসাবে ফরেক্স ট্রেড করতে পারছি। তাই এটি আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া যে অতি অল্প পুজি দিয়েও আমরা ফরেক্স ট্রেড করতে পারছি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.