PDA

View Full Version : Mt4 বা mt5 প্ল্যাটফর্ম ছাড়া ট্রেড করা যায়?



jasminbd
2019-02-05, 05:33 PM
mt4 বা mt5 প্ল্যাটফর্ম ছাড়া ট্রেড করা যায়?

ফরেক্সের ট্রেডিং করার জন্য আমরা সবাই mt4 বা mt5 ব্যবহার করে ট্রেড করে থাকি। তবে অনেক সময় mt4 বা mt5 ডিভাইস এর সমস্যা বা ভাইরাস বা অন্যান্য কারনে mt4 বা mt5 ওপেন করতে সমস্যা হয়। তখন অনেকে ওপেন ট্রেড ক্লোজ করা বা নতুন ট্রেড করতে পারে না। ফলে লস বা আয় থেকে বঞ্ছিত হয়।

ফরেক্সে ট্রেডিং এ mt4 বা mt5 ছাড়াও ট্রেড করা যায়। অনেক ব্রোকার ওয়েব-প্লাটফর্ম সুবিধা বা ওয়েব সাইডে লগইন বা মোবাইল প্লাটফর্ম দিয়ে থাকে। যার মাধ্যমে আমরা mt4 বা mt5 ইন্সটাল করা ছাড়া ট্রেড করতে পারি। এখানে বেশিরভাগ ট্রেডার ইন্সটাফরেক্সের তাই আমি ইন্সটাফরেক্সের কথা বলছি। ইন্সটাফরেক্সের mt4 বা mt5 ছারাও আরে কয়েক ধারনের প্লাটফর্ম রয়েছে যার যায়। এগুলো হল
১। ওয়েব ট্রেডার- প্লাটফর্ম,
২। ক্লাইন্ট ক্যাবিনেট-
৩। ইন্সটাফরেক্সের মোবাইল আপস


আমি বাসার বাহিরে থাকলে ওয়েব ট্রেডার প্লাটফর্ম ব্যবহার করে থাকি।

SAGOR_HALDER944
2019-04-06, 08:12 PM
ফরেক্স এর প্রায় সকল ব্রোকারের এর নিজস্ব ওয়েবসাইট বা ট্রেডিং সফটওয়্যার আছে।তাই মেটাট্রেডার 4 বা মেটাট্রেডার 5 এপ্স এর সাহায্য ছাড়া ও সে সকল ওয়েবসাইট বা ট্রেডিং সফটওয়্যার এর সাহায্যে ট্রেড করা যায়।অল্প কিছু ব্রোকারের এখনও কোনো ট্রেডিং সফটওয়্যার নাই।সে সকল ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে গিয়ে ট্রেড করা যায়।তবে এই সকল ওয়েবসাইট বা ট্রেডিং সফটওয়্যার মেটাট্রেডার 4 বা 5 এর মতো এতটা উন্নত নয়।

amreta
2020-03-01, 04:48 PM
আমার প্রিয় বন্ধুরা পাকিস্তানে অনেক ব্যবসা আছে।পাকিস্তানে কিছু ব্যবসা রয়েছে যার সাথে আমরা কাজ করতে পারি।কিন্তু আপনি যদি প্রতিটি ব্যবসায়ের জন্য কঠোর পরিশ্রম করার কথা চিন্তা করেন তবে আপনার চিন্তাভাবনাও আমার পক্ষে খুব ভাল। দেখে মনে হচ্ছে আমি এটি নিয়ে অনেক বেশি সময় ব্যয় করেছি এবং আমি এটি বিশ্বাস করতে পারি না

Rx100
2020-03-01, 09:19 PM
হ্যা এমটিফোর ও এমটিফাইভ ছারাও অন্য ভাবে ট্রেড করার সুযোগ রয়েছে। যদিও এ দুটিই সবচেয়ে বেশি পপুলার এবং বেশিরভাগ ট্রেডারই এই অপশন দুটি বেছে নেয়। তবে এছারাও ওয়েবের মাধ্যমে বা স্ব স্ব ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে ঢুকে ট্রেড করার সুযোগ থাকে বলেই আমি জানি তবে আমি অন্য কোনো ভাবে ট্রাই করিনি।

Wajih Toushif
2020-03-09, 06:01 PM
হে করা যায়। ওয়েব এর মাধ্যমে, এপস এর মাধ্যমে। আমার কাছে মেটা ট্রেড ৪ই সবচে ভালো মনে হয়। যদি পিসি না থাকে তবে বলবো এপস এর মাধ্যমে করতে। অবশ্য মেটা ট্রেড এর এপস সাপোর্ট আছে। আমার কাছে মেটা ট্রেডিং সিস্টেম টাই ভালো লাগে অন্য গুলোর থেকে।

Rokibul7
2020-03-19, 11:31 PM
আমি শুধু mt4 দিয়েই টেড করে, আর উপায়ে টেড করি নাই।তবে mt4 প্লাটফর্মটা তো ভালই।একেবারে সহজ মবে হচ্ছে