View Full Version : প্রথমত শিখা, দ্বিতীয়তা শিখা অনুযায়ী ষ্ট্রেটেজী রেডি করা
Traderboy
2019-02-06, 09:46 PM
প্রথমত শিখা, দ্বিতীয়তা শিখা অনুযায়ী ষ্ট্রেটেজী রেডি করা, তারপর লাগাতার চর্চা করা। আর এটা করতে যতো সময় লাগে ততদিন ধীরে ধীরে কদম ফেলা। পরবর্তীতে দ্রুত চলতে হবে এমন নয়। কিন্তু চলাটা দীর্ঘস্থায়ী হবে। প্রাইমারী, মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে শেষ করতে হয় ভবিষতে দ্রুত চলার জন্য নয় বরং ভবিষ্যত চলাটা যেনো সুন্দর হয়। যেনো আগে বাড়ার পথ সুগম হয়।
আসুন ধীরে ধীরে আগে বাড়ি। নিজেদেরকে তৈরী করি। আয়ের পথকে সুন্দর করি। ধন্যবাদ।
md mehedi hasan
2019-02-07, 06:58 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে প্রথমে আপনাকে ফরেক্স বিষয়ে সবকিছু ধৈর্য সহকারে শিখতে হবে।আপনি যদি ফরেক্স মার্কেটে ধৈর্য সহকারে না শিখেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।ফরেক্স মার্কেটে উপযুক্ত ভাবে শিখার মাধ্যমে একটি সুন্দর স্ট্রেজি তৈরি করে সেই অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে।
alamsat
2019-02-07, 11:05 AM
ফরেক্স ব্যাবসাটি একদিনে শিখে ফেলার কোন জিনিস নয়। যেখানে এত আয় করার সুযোগ আছে সে বিষয়টি যদি এত সহজে শেখা যেত তাহলে সবাই ফরেক্স ট্রেড করত আর অন্য কোন কাজ করত না। তাই আমি বলব ফরেক্স শেখার কোন শেষ নেই তবে আপনি যদি ধৈর্য্য ধরে আস্তে আস্তে আগাতে থাকেন তাহলে একদিন আপনিও সফল হতে পারবেন তাই অস্তির হওয়ার কোন দরকার নেই আস্তে আস্তে শিখতে থাকতে হবে এবং সে অনুযায়ী ট্রেড করে নিজের একটি ট্রেডিং স্টাটেজি তৈরি করতে হবে। এই স্টাটেজির মাধ্যমে যদি আপনি নিয়মিত লাভ করতে পারবেন তাহলে আপনি ফরেক্স এ সফলকাম হতে পারবেন। তবে এরপরও কিছু লসের সম্মুখিন হতে হবে কিন্তু সব মিলিয়ে যদি কিছু প্রফিটে থাকেন তাহলে আপনি সফল হতে পেরেছেন বলে মনে করবেন।
Grimm
2019-02-07, 08:07 PM
আপনি একদম ঠিক কথা বলেছেন। এই ব্যবসায় সফলভাবে ট্রেড করতে হলে প্রথমে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। কারণ শিক্ষা ছাড়া এই ব্যবসা করা অসম্ভব। আর কেউ যদি কোন প্রকার জ্ঞান ছাড়া এই ব্যবসা শুরু করে তাহলে সে কখনই এই ব্যবসা সফলভাবে করতে পারবে না। তাই সবাইকে প্রথমে ভালভাবে শিখতে হবে এবং তারপর সেই শিক্ষা নিয়ে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হবে। যদি সেটা সফলভাবে কার্যকর হয় তাহলে টাকা বিনিয়োগ করে ট্রেডিং এ নামতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.