PDA

View Full Version : নেটেলার ও স্ক্রিল কেন ব্লকড হয় এবং করণীয়



BDFOREX TRADER
2019-02-12, 01:39 PM
নেটেলার বা স্ক্রিল ব্লকড/ নতুন করে ভেরিফিকেশন হওয়ার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
(১) স্বাভাবিক এভারেজ ব্যালেন্সের চেয়ে হঠাৎ করেই বড় অঙ্কের ট্রানজেকশন করা। তাই হঠাৎ করেই বড় অঙ্কের ট্রানজেকশন না করে ছোট ছোট ট্রানজেকশন করা উচিত।
(২) ফরেক্স বা অন্য কোনো আর্নিং সাইটে ডিপোজিট-উইথড্র এর মাধ্যমে ডলার উপার্জন না করে শুধুমাত্র অন্যন্য নেটেলার/ স্ক্রিল আইডিতে ডলার সেন্ড ও রিসিভ (ডলার বাই-সেল) করার মাধ্যমে উপার্জন করতে থাকা। এমন খুব বেশি হতে থাকলে নেটেলার/ স্ক্রিল এইসব আইডি এর দিকে নজর দেয় এবং মানি লন্ডারিং হচ্ছে বলে সন্দেহ করে। তাই বাই-সেলের পাশাপাশি ফরেক্স ব্রোকারে নিয়মিত ডিপোজিট-উইথড্র বজায় রাখুন।
(৩) কাউকে ডলার পাঠানোর সময় রেফারেন্স/ মেসেজ অপশনটি ব্যবহার না করা। রেফারেন্স / মেসেজ ঘরে কি কারণ ডলার পাঠানো হচ্ছে তার একটি সংক্ষিপ্ত কারণ লেখা উচিত। যেমন: Forex Fund Manage, Fund Mange Profit, Indicator Payment, Expert Advisor Payment, Invoice # 142354 Payment, নিজ ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য Family Member Gift ইত্যাদি। Gigt লিখলে ট্রানজেকশন করা এমাউন্ট অবশ্যই ছোট রাখা উচিত। কারণ বড় ধরনের এমাউন্ট কেউ কাউকে গিফট হিসেবে দেয় না, সেটা দশ বছরের বাচ্চাও বুঝে। অন্য কাউকে ডলার সেন্ড করার সময় অবশ্যই মেসেজ/ রেফারেন্স ব্যবহার করুন এবং তার একটি স্ক্রিনশট রেখে দিন। ভবিষ্যতে ঝামেলায় পড়লে বলতে পারবেন অমুককে এই কারণে ডলার সেন্ড করেছেন। এই না বলতে পারার কারণে অনেক আইডি পারমানেন্টলি ব্লকড হয়ে যায়। আর বলতে পারার কারণে অনেকের আইডি ফিরেও পায়।
(৪) নেটেলার/ স্ক্রিলে লগ ইন করার জন্য নিত্য-নতুন পিসি/ ডিভাইস ইউজ করা। হাতে গোনা দুই/ একটি পিসি বা ডিভাইস ব্যবহার করতে পারেন। যেমন আমি বাসার পিসি, অফিসের পিসি এবং মোবাইল অ্যাপ এই তিনটি ব্যবহার করি। এর বাইরে অন্য কোনো কিছু ব্যবহার করি না।
(৫) নেটেলার/ স্ক্রিল ওয়েবসাইটের Cookies Policy ইউজ করুন। এর মাধ্যমে আপনার পিসি থেকে পূর্বেকার লগইন তারা মনে রাখবে এবং একাউন্টে ঝামেলা হওয়ার সম্ভাবনা কমে যাবে।
(৬) আনএক্সপেক্টেড হ্যাকিংয়ের শিকার না হওয়ার জন্য ফরেক্স ট্রেডার বা অনলাইন আউটসোর্সিংএ নিয়োজিত কারোে এক্সট্রা ও অপ্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা উচিত নয়, নিত্য-নতুন সোর্স থেকে গেমস খেলা উচিত নয়, পিসিতে এন্টিভাইরাস আপডেট রাখা উচিত। অর্থাৎ নিজের কাজ ছাড়া বাড়তি বিনোদোনমূলক *টুলস ইউজ না করাই সবচেয়ে ভালো।
(৭) নেটেলার/ স্ক্রিল একাউন্ট ব্লকড হয়ে গেছে বা এডিশনাল ভেরিফিশন প্রয়োজন এমন কোনো ইমেইল পেলে মাথা ঠান্ডা রাখুন। সাথে সাথেই উক্ত ইমেইলের সাথে পাঠানো লিঙ্ক ক্লিক করে নেটেলার/ স্ক্রিলে অবশ্যই অবশ্যই লগ ইন করবেন না। ইমেইলের সত্যতা যাচাইয়ের জন্য নিজের ব্রাউজারে বুক মার্ক করে রাখা নেটেলার/ স্ক্রিলের লিঙ্ক থেকে লগ ইন করে একাউন্টের অবস্থা যাচাই করুন। ৮০% ক্ষেত্রে (আমার ব্যক্তিগত মতামত) এগুলো হ্যাকারদের ইমেইল হয়ে থাকে। তবে ইমেইলের লিঙ্ক যদি ক্লিক করেন তাহলে অবশ্যই অবশ্যই উক্ত লিঙ্ক থেকে লগ ইন করবেন না। খেয়াল করুন এই ইমেইলের লিঙ্কের অ্যাড্রেস (URL) অরিজিনাল অ্যাড্রেস থেকে ভিন্ন কিনা। স্পেলিং ঠিক আছে কিনা। ইমেইল ফেইক হলে এখানেই ধরা খেয়ে যাবে। বেশির ভাগ মানুষ এটা খেয়াল করে না। যেমন নেটেলার এর স্পেলিং হচ্ছে Neteller. ফেইক ইমেইল এটা এমন হতে পারে niteller, netellar, neteler, netelier আরো কতো কি!

সতর্ক ব্যক্তি সতর্কতার কারণেই ৯৯% ক্ষেত্রে (এটাও ব্যক্তিগত মতামত) উটকো ঝামেলা থেকে মুক্ত থাকে।

Tofazzal Mia
2019-04-28, 03:44 PM
Skrill এবং Netellar ভেরিফিকেশন নিয়ে অনেক দিন সমস্যায় আছি। Address verification এর জন্য Credit Card statement চাচ্ছিল। কিন্তু আমার কোন Credit card নেই। এতোদিন ধরে ডেমোতে প্রাকটিস করছি তাই ডিপোজিট নিয়ে তেমন ভাবিনি। কিন্তু একটা সময় ডিপোজিট তো করতে হবে। তখন তো সমস্যায় পড়তে হবে। এখন Skrill টা কীভাবে ভেরিফাই করব সে ব্যাপারে একটু কেউ সাহায্য করুন। এখন আমি জানতে চাচ্ছি যে, যে সকল ব্রোকার MasterCard support করে, তাদের সাথে কি Sadhin MasterCard দিয়ে লেনদেন করা যাবে?
বা স্বাধীন কার্ডের দিক থেকে কি কোনো বাধা আছে? যদি ফরেক্স লেনদেন সম্ভব হয়, তাহলে কি এই স্বাধীন কার্ডের জন্য আবেদন করব।

BDFOREX TRADER
2019-09-05, 01:12 PM
নেটেলার ও স্ক্রিল অ্যাকাউন্ট কেবলমাত্র এক নামে একটাই করা যায়। তাই খুব সাবধানতার সাথে একটি মাত্র আইডি একটি নির্দিষ্ট আইপি থেকে খোলা প্রয়োজন। তবে নেটেলার বা স্ক্রিলের দুটিতেই একটি করে অ্যাকাউন্ট খুলে রাখা ভাল কারন যে কোন একটা দিয়ে সমস্যা হলে অন্যটা দিয়ে কাজ করতে পারবেন।যেমন, নেটেলার একাউন্ট নষ্ট হয়ে গেল, আপনি আপনার নামের স্ক্রিল দিয়ে কাজ চালাতে পারবেন। অবশ্য আপনি যে ব্রেকারে ট্রেড করেন সেখানে উভয় মেথড দিয়ে ব্রোকারে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন কিনা আগে থেকে নিশ্চিত হয়ে নিবেন। তবে হ্যা, নষ্ট হওয়া একাউন্ট দিয়ে কোন ডিপোজিট করে থাকলে অন্য কোন মেথডে তা তোলা যাবে না। এক্ষেত্রে ঐ ব্রোকারের সাপোর্টের সাথে কথা বলে দেখতে পারেন।
ধন্যবাদ।

FREEDOM
2020-06-22, 02:18 AM
স্ক্রিল ও নেটেলার দুই তিন বছর আগেও অনেক সহজ ছিলো ব্যাবহারের ক্ষেত্রে কিন্তু দিন দিন এই মেথড অনেক হার্ড করছে এবং অনেক সিকিউরিটি বারাচ্ছে এতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হলেও সিকিউরিটিটা অনেক ভালো করেছে৷ কিছুদিন আগে আমার একটি একাউন্টও স্ক্রিল ব্লক করে দিয়েছে যদিও সেটা আমার নিজের একাউন্টই ছিলো এবং তেমন কোন সমস্যা ছিলো না। আমার একাউন্টে ডলার ছিলো কিন্তু ভেরফাইড করা ছিলো না তারা আমাকে ভেরিফাই করতে বলে এবং আমি ভেরিফাই করার চেষ্টা করি কিন্তু এ্যাড্রেস ভেরিফিকেশন তারা নিচ্ছিলো না, এভাবে সপ্তাহ খানিক চেষ্টা করার পর যখন ভেরিফাই হলো তখন তারা আমার একাউন্টে থাকা ডলার গুলো চার্জ হিসেবে কেটে নিলো যেটা আমার জন্য হতাশাজনক ছিলো। যদিও আমি আগে পরে এবং এখনো স্ক্রিল ব্যাবহার করছি আর মাত্র ঐ একবারই সমস্যা হয়েছিলো আর কোন সমস্যায় পড়তে হয় নি আমাকে।

SUROZ Islam
2020-08-26, 06:32 PM
যাদের এখনো “Skrill & Neteller” ঠিক আছে তার অব্যশই কিছু বিষয় মেনে চলবেন। একটি মোবাইল দিয়ে একাধিক একাউন্ট ব্যবহার করবে না। মাত্র নিজের স্কিল এবং নেটেলার ব্যবহার করুন। যদি পিসি ব্যবহার করে থাকেন তবে একটি পিসিই ব্যবহার করুন, বিভিন্ন পিসি বা ল্যাপটপ দিয়ে লগইন করবেন না।যে মোবাইল বা পিসি দিয়ে আপনার স্কিল বা নেটেলার ব্যবহার করছেন সেটি দিয়ে অন্য কারও বা অন্য কোন নেটেলার বা স্কিল খোলা বা রিকভারি দেওয়ার জন্য ভুলেও লগইন করবেন না। (মনে রাখবেন একটি নেটেলার এবং একটি স্কিল একটি ডিভাইসের জন্য) স্কিল এবং নেটেলারে ২ স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখেন যাতে অন্য ডিভাইস দিয়ে অন করলেও এপসের পারমিশন অনুয়ায়ী ঢুকতে হবে। আমরা সকলে শেয়ার আইপি ব্যবহার করি , যদি সম্ভব হয় রিয়েল আইপি নিয়ে নিবেন। যারা মোবাইল নেট ব্যবহার করেন তারা দিনে বাবার লগইন করবেন না। যারা ডলার বাই-সেল করেন বিশেষ করে তারা ভিআইপি একাউন্ট ব্যবহার করুন। এবং উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখুন।
সম্ভব হলে ব্যাংকে মাঝে মধ্যে টাকা উত্তোলন করা এবং লেনদেন সপ্তাহে সীমিত করে ফেলা। বলাবাহুল্য বেশি ভাগ একাউন্ট ডিজেবেল হবার কারন, ফেক ডকুমেন্ট দিয়ে ভেরিফাই, প্রতিদিন অনেক ট্রান্সজেকশন, একই ডিভাইস দিয়ে একাধিক একাউন্ট ব্যবহার, বা একই আইপির আন্ডারে অনেকে থাকা, ব্লক হওয়ার পরে যথাযথ প্রমান না দিতে পারা এসকল কারনে ডিসেবেল হয়েছে। ( আমরা নিজেদের ভুলগুলো কম দেখি, দোষ ওদের বলে আঙ্গুল তুলছি) রেফারে ইনকামের আশায় মাঝে কিন্তু আকাম কম করেন নাই, মামা-খালু-চাচা, পাশের বাড়ির কাকি, ফুফু সবার একাউন্ট খুলে তাও আবার বিক্রি করেছেন কেজি দরে।
যাই হোক যারা বেচে আছেন তাদের স্বাগতম। উপরোক্ত বিষয়গুলো মেনে চলেন। সমস্যা হবেনা আশা করা যায়। ধন্যবাদ।
12035

akashkhalifa
2020-08-26, 06:38 PM
বাংলাদেশে আনেক বেটিং সাইট থাকার কারনে নেটেল্লার স্ক্রিল ইত্যাদি account বন্ধ করে দেয়।