PDA

View Full Version : ভুলগুলি পর্যালোচনা করা



alamsat
2019-02-21, 09:35 PM
আমরা ট্রেড করার সময় ভুল ট্রেড হয় না এমন মানুষ খুবই কম আছে। কিন্তু ভুলগুলি নিয়ে কখনও পর্যালোচনা করি না। আমরা যদি ভুলগুলি একটি ডায়েরীতে লিপিবদ্ধ করে রাখি এবং ট্রেড করার আগে সেগুলি নিয়মিত দেখি তাহলে আর ঐ একই ভুল পরবর্তীতে হবে না। তাই যদি এভাবে নিয়মিত ভুলগুলি শুধরাতে থাকি তাহলে এক সময় দেখাযাবে আমাদের আর কোন ভুল ট্রেড হচ্ছে না এবং আমাদের প্রতিটি ট্রেড প্রফিটে থাকলে তাই সবার প্রতি আমার আবেদন ভুলগুলি শুধরাতে থাকেন দেখবেন একদিন আপনিও দক্ষ ট্রেডার হতে পারবেন।

fxjaman
2019-02-21, 10:42 PM
ট্রেডিং-এ আপনার যে কোন ভুল, সেটা সঠিকভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা প্রতিটি ট্রেডারের প্রধান দায়িত্ব। এতে করে ঐ ট্রেডার তার নিজের ভুলগুলো থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। কারন ফরেক্স মার্কেটে শিক্ষার কোন শেষ নেই। তাই আসুন আমারা নিজেদের ভুলগুলো থেকে কিছুটা শিক্ষা কিংবা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে নিজেদের ট্রেডগুলোকে পর্যালোচনা করি।

SHARIFfx
2019-02-22, 06:19 AM
আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই অতি আবেগে ট্রেড নিয়ে নিলে ধারাবাহিক ভাবে লসের শিকার হতে হয়। তাছাড়া তাড়াহুড়ো করে ট্রেড নিলে। আবার এনালাইসিস ছাড়া ট্রেড করে বসে থাকলে। আবার মার্কেট ট্রেন্ড না বুজে ট্রেড নিলে। নিউজ প্রকাশ হবার আগে ট্রেড করলে। আর ট্রেড করে টিপি আর স্টোপ লস ব্যবহার না করলে। মানিমেনেজমান্ট না করে ট্রেড নিলে। আর এইসব বিষয় গলি খেয়াল রাখলে লস হবে না ইনশাআল্লাহ।

md mehedi hasan
2019-02-22, 03:11 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড ওপেন করি তখন আমরা মনে করি ট্রেডটি করা যুক্তি সংগত হয়েছে।কিন্তু আমরা যখন ট্রেডটি লস করি তখন বুঝতে পারি ট্রেডটি উপয়ুক্ত ছিলো না।কিন্তু কিচু দিন পরে আমরা পুনরাই একই ভুল করে থাকি।ফরেক্স মার্কেটে একটা দুটো ভুল স্বাভাবিক কিন্তু জেনে শুনে বারবার ভুল করা অস্বাভাবিক।আর এই ভুল গুলো পর্যালাচোনার মাধ্যমে আমাদের সঠিক দিক বেছে নিতে হবে।

NerDuo
2019-02-22, 04:56 PM
I started in 2008, I was 17, needed to wait other 5 months to open a real account, with real money, but I was studying a lot, practicing with my demo account, so I didn’t want to wait. Long story short, I used my mother’s name to open my first real account!
I started my adventure with €500 that I saved with a part time job. I felt so powerful, I was a “trader”, I was making money from home! This lasted a couple of months, I blew up my account. I was devastated.
I will never forget how I felt and probably this was the event of my life that made me focus so much on studying the Forex market and try to become the best trader of all time.
I went through University studying statistics for the financial markets, I attended so many courses, I have studied more than 100 books, I have been moderator for one of the most popular forum about Forex and I have never stopped learning and I will never stop. Then I met this guy, Fanara Filippo. He showed how to trade and what brokers to trade with. He is such a master in forex trading.
You should know that the tips are not as important as the brokers. So you should check here for the best forex brokers: https://brokerreview.net/which-forex-broker-should-i-trade-what-is-the-best-forex-trading-broker

alamsat
2019-02-28, 01:08 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড ওপেন করি তখন আমরা মনে করি ট্রেডটি করা যুক্তি সংগত হয়েছে।কিন্তু আমরা যখন ট্রেডটি লস করি তখন বুঝতে পারি ট্রেডটি উপয়ুক্ত ছিলো না।কিন্তু কিচু দিন পরে আমরা পুনরাই একই ভুল করে থাকি।ফরেক্স মার্কেটে একটা দুটো ভুল স্বাভাবিক কিন্তু জেনে শুনে বারবার ভুল করা অস্বাভাবিক।আর এই ভুল গুলো পর্যালাচোনার মাধ্যমে আমাদের সঠিক দিক বেছে নিতে হবে।

প্রিয় মেহেদী হাসান ভাই আমরা যদি সঠিক এ্যানালিসিস করে ট্রেড করতে পারি তাহলে লসের সম্ভবনা কম থাকে কিন্তু একটি ট্রেড নেওয়ার সময় এত তাড়াহুড়ো করে ট্রেড নেই যেন এ্যানালিসিস করার সময় নেই। কিন্তু ট্রেড টি নেওয়ার পর যখন দেখেন ট্রেডটি লসের দিকে চলে যাচ্ছে তখন মনে পড়ে যাই যে যদি একটু চিন্তা করে ট্রেডটি নিতাম হাহলে আর লস হত না। তাই এ্যানালিসিস করে ট্রেড নিতে হবে। ট্রেড নেওয়ার পর এ্যানালিসিস করে আর কোন লাভ হবে না। এ জন্য পূর্বের ভুলগুলি সব সময় মনে রেখে ট্রেড করতে হবে। তাহলে দেখা যাবে একসময় আপনি নিয়মিত প্রফিটে আছেন।

MdPiashHasan6080892
2019-02-28, 11:32 PM
ফরেক্স ব্যবসাই ভুল করে নাই এমন লোক পাওয়া খুব কঠিন।
কেন না ফরেক্স মার্কেটে যারা প্রতিনিয়ত এনালাইসিস করে তাদের ভুল হয়ার সসম্ভাবনা কম থাকে। কিন্তু জারা প্রতিনিয়তই ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করি না। তাদের অনেক ভুল প্রায়শই হই। ভুল হতেই পারে কিন্তু আমার যদি ভুল থেকে শিক্ষা নেই তাহলে আমাদের পরবতীতে আর ভুল হবে না
এভাবে ভুল থেকে শিক্ষা নিতে নিতে এক সময় আমার দক্ষ ট্রেডারে পরিনতি হয়ে যাব।

Ronesh186
2019-02-28, 11:49 PM
আপনি যত অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হোন না কেন আপনি যে ট্রেড করার সময় আজ পর্যন্ত কোন ভূল করেন নি এটা আপনি কখনোই শিয়র হয়ে বলতে পারবেন না। কারণ ভূলটা মানুষের জন্যই। তবে ভূলটাকে শিক্ষা হিসেবে সকলকে গ্রহণ করা উচিৎ যাতে ভবিষ্যতে এমন ভূল আপনার যাতে না হয়। সেই ক্ষেত্রে ওই ভুলগুলিকে পর্যালোচনা করে তার সমাধানগুলিকে মনে রাখা উচিৎ সম্ভব হলে সেগুলি লিপিবদ্ধ করে রাখা উচিৎ। মাঝে মাঝে এগুলি দেখলে ভবিষ্যৎ এ দক্ষতার সাথে ট্রেড করতে আপনার সুবিধা হবে।

Hafizfx
2019-03-01, 05:23 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় লস হয়। আর লসের ট্রেডগুলি কি কি কারনে হল সেদিকে খেয়াল রাখতে পারলে এবং বিশেষকরে কারনগুলি খেয়াল রাখতে পারলে পরবর্তীতে সেই ভুলগুলি না করলে ধীরে ধীরে লসের পরিমান কমে আসবে। এজন্য আমাদের সকলের লসের ট্রেডগুলির প্রতি বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা যখন ট্রেড করতে বসি তখন বিভিন্ন এ্যানালিসিস করে থাকি কিন্তু সেই এ্যানালিসিস সব সময় কাজ করে না তাই যে সকল এ্যানালিসিস ভাল কাজ করে না সেগুলি পরবর্তীতে না করে নতুন এ্যানালিসিস করার জন্য তৈরি হতে হবে তাহলে ট্রেড করলে আর লস হবে না।

SAGOR_HALDER944
2019-03-03, 03:31 PM
মানুষ মাত্রেই ভুল। প্রত্যেক মানুষ তাদের কাজে কর্মে ভুল করে থাকেন। তেমনি ফরেক্স মার্কেটেও বিভিন্ন সময়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে। এবং প্রত্যেকটা ভুলের জন্য আমাদের কোনও না কোন ভাবে লসের সম্মুখীন হতে হয়। তাই আমাদের উচিত প্রত্যেকটি ভুলকে প্রাধান্য দিয়ে তার পর্যালোচনা করা যাতে দ্বিতীয় বার সেই ভুল আর না হয়।

Grimm
2019-03-04, 03:06 PM
ফরেক্স মার্কেটে আমাদের ভুলগুলো পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারন আমরা যদি আমাদের ভুলগুলো ঠিকমত পর্যালোচনা করতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাদের ভুল হতে অনেক কিছু শিখতে পারবো। আর আমরা যদি ভাল কিছু শিখতে পারি তাহলে আমরা আমাদের ট্রেডিং এ ভাল মুনাফা করতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত নিজেদের ভুলগুলো হতে কিছু শিখার জন্য চেষ্টা করা আর এটা সম্ভব হবে যদি আমরা আমাদের ভুলগুলো সবসময় পর্যালোচনা করতে পারি।

expkhaled
2019-03-04, 06:45 PM
যেহেতু আমরা মানুষ একই ভূল বার বার করি এবং প্রতিবারই সংশোধন করার চেষ্টা করি। তবে সবচেয়ে যে দিকে নজর দিতে হবে সেটা হলো দীর্ঘদিন ডেমো ট্রেড করে নিজের ভূল গুলো সংশোধন করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করা উচিত কারন তারপরও ভূল আমাদের কখনও পিছু ছাড়বে না। কিন্ত প্রাথমিক এমন কিছু ভূল থাকে যা কিনা রিয়েল ট্রেড করলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আসলে ফরেক্স ট্রেড হলো নিজের মধ্যে পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে অভিজ্ঞতা অর্জন করে নেওয়া। তবে দীর্ঘ দিনের প্রচেষ্টা থাকলে, আর সঠিকভাবে ট্রেড করা যায় তাহলে আমার মনে হয় এক সময় প্রফিটেবল হওয়া যায়।

edottc
2019-03-16, 11:33 AM
ফরেক্স হচ্ছে একটি অনলাইন বিজনেস এখানে ভুল করেনি একথা যে বলবে সে মিথ্যা বলবে । ফরেক্সে মানুষ যেকোন ভাবে কিছু না কিছু ভুল করে থাকে এতে করে লস করতে হয় ।তাই ট্রেড করার সময় ভাল করে এনালাইস করে মাথা ঠান্ডা করে ট্রেড করতে হবে ।

TanjirKhandokar1994
2019-06-25, 02:02 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট একটি পরিবর্তনশীল মার্কেট ।এখানে প্রতিদিন মার্কেট ওঠা নামা করে। কখনোই মার্কেট স্থির থাকেনা। আর তাই এখানে অতি আবেগে ট্রেড নিয়ে নিলে ধারাবাহিক ভাবে লসের শিকার হতে হয়। এখানে ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত।আর তাছাড়া তাড়াহুড়ো করে ট্রেড নিলে বা এনালাইসিস ছাড়া ট্রেড করে বসে থাকলে এবং মার্কেট ট্রেন্ড না বুজে ট্রেড নিলে বিরাট বড়ো ভুল করবেন। এছাড়াও মানিমেনেজমান্ট না করে ট্রেড নিলেও লস হয় ।তবে এইসব বিষয় গুলো খেয়াল করে ট্রেড করলে লস হবে না ইনশাআল্লাহ।ধন্যব দ

Md_MhorroM
2019-07-14, 06:35 PM
আপনারা খেয়াল করলে দেখবেন ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড ওপেন করি তখন আমরা মনে করি ট্রেডটি করা যুক্তি সংগত হয়েছে।কিন্তু আমরা যখন ট্রেডটি লস করি তখন বুঝতে পারি ট্রেডটি উপয়ুক্ত ছিলো না।কিন্তু কিচু দিন পরে আমরা পুনরাই একই ভুল করে থাকি।ফরেক্স মার্কেটে একটা দুটো ভুল স্বাভাবিক কিন্তু জেনে শুনে বারবার ভুল করা অস্বাভাবিক।আর এই ভুল গুলো পর্যালাচোনার মাধ্যমে আমাদের সঠিক দিক বেছে নিতে হবে।