PDA

View Full Version : পাকিস্তান সীমান্তে অতিক্রম করে ভারতীয় বিমান বাহিনীর বোমাবর্ষণ!



SUROZ Islam
2019-02-26, 04:57 PM
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২টি জঙ্গি মিরাজ জেট ফাইটার জইশ-ই-মুহাম্মদ ‘জঙ্গি ঘাঁটি’ লক্ষ্য করে মোট ১ হাজার কেজি ওজনের বোমাবর্ষণ করে। ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, এই আক্রমণে তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে উর্ধ্বতন মন্ত্রীদের সাথে তার বাসভবনে বৈঠক করছেন। এদিকে ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

SaifulRahman
2019-02-27, 05:57 PM
পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে জয়েশ–ই–মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারত।আজ বুধবার ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানি যুদ্ধ বিমান। বুধবার এসব বিমান ভারতীয় আকাশে ঢুকে পড়লে কাশ্মীরের আকাশ থেকে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারতের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমান ঢুকে পড়েছে, এই খবর পাওয়া মাত্রই ভারতের তিন রাজ্যের আটটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দিল্লি। পাশাপাশি লাহোর, মূলতান, ফয়জলাবাজ, শিয়ালকোট ও ইসলামাবাদ বিমানবন্দরে সকল বিমান উঠানামা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান।