PDA

View Full Version : উত্তর কোরিয়ার কিম ভিয়েতনামে পৌছেছেন



habibi
2019-02-26, 06:06 PM
উত্তর কোরিয়ার কিম ভিয়েতনামে পৌছেছেন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইউ ৪০০০ কিলোমিটার ভ্রমণের পর ভিয়েতনামে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে। গত বছর সিঙ্গাপুরে ঐতিহাসিক প্রথম পর্যায়য়ের আলোচনার পর এই দ্বিতীয় মার্কিন-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। ভোরের দিকে দোং দ্যাং সীমান্ত স্টেশনে পৌঁছানোর পর সেমিনারিয়াল রক্ষিবাহিনী এবং পতাকা-উড়ানো ভিড়ের জন্য একটি লাল কার্পেট তৈরি করা হয়েছিল। শনে নামার পর তাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। এসময় দুই পাশে থাকা লোকজন তাকে পতাকা হাতে অভিবাদন জানান ।

এদিকে পিয়ংইয়ং থেকে ভিয়েতনামে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার যেখানে সময় লেগেছে দুই দিন। যেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি বিমানে যেতে পারতেন। আসলে তার উদ্দেশ্য ছিল ঐতিহ্যকে ধরে রাখা। কিম জন-উনের দাদা উত্তর কোরিয়ার প্রথম নেতা দ্বিতীয় কিম-সাং ঠিক একইভাবে ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপ সফর করেছিলেন।
7240