View Full Version : আসেন ভাই মাছ মারা শিখি
Traderboy
2019-03-04, 01:34 AM
একজন জেলে যখন জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়, সে কি যেখানে ইচ্ছা সেখানেই জাল ফেলে? অথবা কোন একটা জায়গায় অল্প কিছু মাছ দেখলে কিছুক্ষন বিরতি দিয়ে অল্প কিছু মাছ ধরে নেয়? উত্তরটা হলো, কখনোই না! একজন জেলে খুব ভালো করেই জানে সাগরের কতো ভিতরে গেলে অনেক মাছের দেখা পাবে। এজন্য সে অল্প মাছের এলাকায় গিয়ে সময় নষ্ট করে না। সে জায়গা মতো গিয়ে জাল ফেলে, প্রয়োজন মতো অপেক্ষা করে। তারপর যথেষ্ট পরিমাণ মাছ নিয়ে ডাঙ্গায় ফিরে আসে। ফরেক্স ট্রেডারদের ট্রেডিং স্ট্র্যাটেজিও তেমনই হওয়া উচিত আপনি চাইলেই সব কিছু ট্রেড করতে পারবেন না। নিজের স্ট্র্যাটেজির উপর ভরসা রাখেন। সবচেয়ে বেস্ট এন্ট্রির জন্য অপেক্ষা করেন। ট্রেড দিয়েই ক্লোজ করার জন্য ব্যস্ত হবেন না। আপনার ট্রেডকে যথেষ্ট পরিমান সময় দিন। মোট কথা নিজের উপর, নিজের ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ভরসা রাখুন। যদি সত্যিই আপনার স্ট্র্যাটেজির উপর ভরসা রাখতে না পারেন, তাহলে ধরে নিবেন আপনি এখনো ট্রেড করার মতো যথেষ্ট পরিমান প্রস্তুত না।
expkhaled
2019-03-04, 11:48 AM
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। সুন্দর একটি পোষ্ট, শেখার অনেক কিছু আছে। আমরা অল্পতেই অস্থির হয়ে যাই কখনও অপেক্ষা করতে পারি না। যার জন্য আমাদের কাজের রেজাল্ট কখনও ভাল হয় না। খুব তারাতারি সব কিছু পেতে চাই তাই তো এত লস। আসলে আমাদের ধৈর্যের খুব অভাব তাই বার বার ফেল মারি। এটা সত্য কথা ফরেক্স ট্রেড করতে হলে সব সময় ভাল সুযোগের *অপেক্ষায় থাকতে হবে। যদি বেশী অস্থির হয়ে যাই তাহলে লস হবেই হবে। আমি গত ২ বছর যাবত এই সব নিয়ে পরিক্ষা নিরিক্ষা করছি। অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে যা শুনেছি তা সব সত্য। অভিজ্ঞ ট্রেডারদের কিছু কথা যেমন : কম ট্রেড করতে হবে, ভাল সেটাপের জন্য অপেক্ষা করতে হবে, ট্রেন্ড ধরে ট্রেড করতে হবে, কনফার্ম না হয়ে ট্রেড করা যাবে না, বার বার চার্ট দেখা থেকে বিরত থাকতে হবে ইত্যাদি।
alamsat
2019-03-04, 04:07 PM
মাছ ধরতে সবাই পারে কিন্তু সেই সাথে সবাই কি ট্রেড করতে পারে ট্রেড করতে হলে চাই অনেক জ্ঞান। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন ছাড়া কখনও ফরেক্স এ ট্রেড করে আয় করা যাবে না। তাই ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় আপনাকে ট্রেড সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সে মতে ট্রেড করতে হবে। তাহলে আপনি এক সময় ট্রেড করার জন্য প্রাপ্ত জ্ঞান আপনি অর্জন করতে পারবেন।
SAGOR_HALDER944
2019-03-04, 04:15 PM
আমি আপনার সাথে একমত ভাই। ফরেক্স এমন একটা জায়গা যেখানে এই ধরনের স্ট্রাটেজী অনুসরন না করলে বেশি দিন ফরেক্সে টিকে থাকা যাবে না। ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে ফরেক্স থেকে ইনকাম করা সম্ভব না। তাই ট্রেডিং করার আগে ভাল করে মার্কেট এনালাইসিস করে উক্ত স্ট্রাটেজী ফলো করে তারপর ট্রেড ধরতে হবে।অন্যথায় লসে পড়তে হবে।
Hafizfx
2019-03-04, 06:45 PM
আসলে বড় মাছ ধরতে যেমন অনেক সময় ব্যায় করে অনেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারপর সময় সুযোগ বুঝে তারপর মাছ ধরতে হয় তেমনি ফরেক্স ট্রেড করতে হলেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং সুযোগের আশায় বসে থাকতে হয় কখন প্রাইজ আপনার হাতের নাগালে আসবে। যখনই প্রাইজ আপনার হাতের নাগালে আসবে ঠিক তখনই খপাত করে বড় আকারের একটি প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে। এভাবে মাছ ধরার মত করে ট্রেড করতে পারলে অবশ্যয় ফরেক্স ট্রেড এ লাভবান হওয়া যাবে।
Ajifa01
2019-03-04, 10:13 PM
আসেন ভাই মাছ মারা সে কি তার মানে হচ্ছে স্কাল্পিং করা হচ্ছে জলের মতন একটা ব্যাপার তাই মাছ মারা বলতে আমরা বুঝাই ড্রাইভের ভিতর দিয়ে কালকে মাধ্যমে বিরোধী দলের অর্জন করা
SkAbdullahaAlMamun464893
2019-03-05, 03:22 AM
মাছ ধরার প্রয়াস কম বেশি সকলেরই থাকে কিন্তু সকলে কাঙ্খিত মাছটি তার ঝুড়িতে তুলতে পারে না্ আর এই না পারার অন্যতম কারন হল সকলে সঠিক মাছ ধরার কেৌশল জানে না। ঠিক ফরেক্স মার্কেটে সকলেই ট্রেড করতে আসে এখান থেকে ভাল প্রফিট লাভ করার উদ্দেশ্যে কিন্তু সবাই সেই কাঙ্খিত প্রফিটের মুখ দেখতে পায় না আর এর প্রধান কারন হল সকলের সঠিক ট্রেডিং জ্ঞান থাকে না। তারাই ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে সক্ষম হয় যাদের ট্রেডিং বিষয়ে সঠিক জ্ঞান এবং কেৌশল জানা থাকে।
Ronesh186
2019-03-05, 07:50 PM
খুবই সুন্দর একটি পোস্ট। ফরক্সে প্রতিনিয়তই দক্ষতা ও ধৈর্য্যের বড় পরিক্ষা দিতে হয়। অনেকে আছেন এখানে অল্প সময় ট্রেড করে বেশি প্রফিট করার জন্য ব্যস্ত হয়ে যায়। একজন জেলে কে লক্ষ্য করলে দেখা যায় সে কোন জায়গায় জাল ফেললে বেশি মাছ পাওয়া যাবে এটা তার নখদর্পনে থাকে এবং দেখা যায় সটিক সময়ে সে ঠিকই যথেষ্ট পরিমাণ মাছ ধরে কূলে চলে আসে। সে কখনো অল্প পরিমান মাছ লাভের আশায় কখনও বৃথা সময় অপচয় করে না। আপনাকেও জেলের ন্যায় হতে হবে। আগে কখন ট্রেড করার উপযুক্ত সময় ঠিক সেই সময়েই ট্রেড করুন এবং ধৈর্য্য সহকারে সঠিক সময়ে ট্রেড ক্লোজ করুন। এতে অনেক প্রফিট করতে পারবেন। নিজেকে জেলের ন্যায় দক্ষ করে তুলতে হবে। তবেই আপনি একজন সফল ফরেক্স ট্রেডার।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.