PDA

View Full Version : ভারতকে দেয়া জিএসপি সুবিধা বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র!



Montu Zaman
2019-03-05, 02:35 PM
https://cdn.bn.ntvbd.com/site_images/photo-1498537889.jpg
ভারতের পণ্য রফতানিতে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নিতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে পণ্যের প্রবেশের যেসব মানদণ্ড রয়েছে তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ভারত। আর এ জন্যই এমন পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত বর্তমানে এই সুবিধার আওতায় বছরে ৫.৬ বিলিয়ন ডলারের পণ্য বিনাশুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। আর জিএসপি প্রত্যাহার করা হলে ভারত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা জাহাজের যন্ত্রাংশ এবং হস্ত্রশিল্প পণ্যের ওপর বেশ প্রভাব পড়বে।

DhakaFX
2019-07-11, 01:56 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের অভিযোগ করে বলেছেন, আমেরিকার পণ্যের ওপর উচ্চশুল্ক আরোপ করে দীর্ঘদিন ধরেই সুবিধা ভোগ করে আসছে ভারত। এটি আর মেনে নেয়া হবে না। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও টাইমস অব ইন্ডিয়া।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছেন, ভারত বাণিজ্যের ক্ষেত্রে ‘অন্যায্য’ চর্চা করে। এ নিয়ে দুই দেশের মধ্যে বেশ তিক্ততা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন ভারতকে সতর্ক করে দিয়ে বলেছিল, যেহেতু দুই দেশ এ ইস্যুতে কোনো সমাধানে পৌঁছতে পারছে না, তাই ভারতের ‘অন্যায্য’ চর্চার বিরুদ্ধে তারা ‘বাড়তি’ পদক্ষেপ নিতে পারে।
গত ২৮ জুন জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনে মূল আয়োজনের বাইরে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য বিবাদ নিরসনে দুই নেতা মতৈক্যে পৌঁছেন এবং নিজ নিজ বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এতে দুই দেশের মধ্যে শিগগিরই বাণিজ্য বিবাদ মিটে যাবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু প্রায় আকস্মিকভাবেই মঙ্গলবার এক টুইটার বার্তায় ভারতের ওপর ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। টুইটে ট্রাম্প লিখেছেন, আমেরিকার পণ্যের ওপর শুল্ক আরোপ করে ভারত দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করে আসছে। এটি আর গ্রহণযোগ্য নয়।

SaifulRahman
2019-07-14, 05:14 PM
চলতি বছর যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত দেশটি হতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানকেও টপকে যাবে বলে উল্লেখ করা হয়েছে আইএইচএস মার্কিটের প্রতিবেদনে। খবর লাইভমিন্ট। চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। এদিকে সর্বশেষ বার্ষিক অর্থনৈতিক সমীক্ষায় দেশটির অর্থ মন্ত্রণালয় ‘অর্থনৈতিক রোডম্যাপ ২০২৫’ প্রকাশ করেছে। প্রকাশিত রোডম্যাপের মূল লক্ষ্য চলতি বছরের ৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতি থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এটা সম্ভব হলে দেশটি বিশ্বের উচ্চমধ্য আয়ের দেশে পরিণত হবে বলে বলা হয়েছে একই সমীক্ষায়। আইএইচএসের সমীক্ষা বলছে, ২০১৯ সালের মধ্যে ভারত যুক্তরাজ্যের অর্থনীতিকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। ২০২৫ সালের মধ্যে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে একই জরিপে। ২০২৫ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে দেশটি বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানের জিডিপি অতিক্রম করতে পারবে