PDA

View Full Version : স্ট্রাটেজি নং-০২, ক্যাপ জোন রিকোভারি।



Hafizfx
2019-03-05, 11:25 PM
এই স্ট্রাটেজি টির মাধ্যমে ট্রেড করতে হলে আপনাকে ট্রেডগুলি চলাকালিন কম্পিউটার এর সামনে থাকতে হবে কারন কখন কোন ট্রেড ওপেন করতে হয় বা ক্লোজ করতে হয় বলা যাই না। আমার কথার উদ্দেশ্য হল ট্রেড করার সময় আপনাকে পুরোটি সময় দিতে হবে। যদি বাহিয়ে যেতে চান তাহলে ট্রেডগুলি ক্লোজ করে তারপর যেত হবে নতুবা লসের সম্ভাবনা থাকবে। ক্যাপ জোন রিকোভারি এর কাজ হল একটি ট্রেড প্রফিটের দিকে যেতে থাকলে প্রফিট টি আপনার নির্দিষ্ট টিপি দিয়ে নিয়ে নিবেন এবং যদি ট্রেডটি লসের দিকে যেতে থাকে তাহলে সাথে সাথে যে লটে ট্রেড করেছেন পরবর্তী বিপরীত মুখী ট্রেড তার দিগুন হবে এভাবে আপনার লসের ট্রেডটি রিকোভারি হয়ে আসবে নিচের ছবিটি দেখলে সহজে বুঝতে পারবেন।
7284

ForexTrainer99
2019-03-08, 12:26 PM
আপনার পোস্ট তা ভালো লাগলো । কিন্তু বলবেন যদি উল্টা দিখে double lot size এর দিখে আবার লস হয় তখন কি করতে হবে। আমার মনে হচ্ছে কিছুটা লস হতে পারে।

ক্যাপ জোন রিকোভারি এর কাজ হল একটি ট্রেড প্রফিটের দিকে যেতে থাকলে প্রফিট টি আপনার নির্দিষ্ট টিপি দিয়ে নিয়ে নিবেন এবং যদি ট্রেডটি লসের দিকে যেতে থাকে তাহলে সাথে সাথে যে লটে ট্রেড করেছেন পরবর্তী বিপরীত মুখী ট্রেড তার দিগুন হবে
ফরেক্স মার্কেট (https://bangla-forex.com/)

FX7
2019-12-05, 02:11 AM
ব্যাপারটা আসলে দারুন।আমি নতুন তাই আমি এত কিছু জানি বা বুঝি না।তবে আপনার এই পোষ্টটা আমার জন্য একটা স্ট্রেটেজি হলো। অবশ্য ব্যাপারটা যুক্তিসম্মত। আমি এ রকম করে দেখবো।ধন্যবাদ

Rokibul7
2020-07-11, 11:31 AM
ফরেক্স মাকেটে নানান টেডার নানান ট্রটেজি নিয়ে কাজ করে।একেক জন একেক নিয়মে টেড করে।তাই এ মাকেটে টিকে থাকতে হলে এই সব ট্রটেজি সম্পকে জানতে হবে।কখন কোথায় কি স্ট্রটেজি কাজে লাগবে সে ব্যাপারে দক্ষতা অজন করে হবে