Log in

View Full Version : আমরা কেন ফরেক্সে বার বার লস করি?



SAGOR_HALDER944
2019-03-08, 08:11 PM
ফরেক্সে লস করার বিভিন্ন কারন আছে। যেমন ট্রেন্ডের বিপরীতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক জায়গায় না দেয়া, ওভার লটে ট্রেডিং করা, সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা ইত্যাদি কারন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ন লসের ক্ষেত্রে। এই বিষয়গুলো ধরে, বুঝে, মানতে পারলে ফরেক্সে মাস শেষে অন্তত লসে থাকবেন না।

KamalKumar14184721Das
2019-03-08, 10:43 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে লাভ-লস দুই থাকে এখানে আমাদের লাশ করার মূল কারণ না বুঝে শুনে ট্রেড করা সঠিকভাবে মার্কেট এনালাইসিস এনালাইসিস না করলে লস হবার সম্ভাবনা থাকে। এছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করলে বারবার লস হবার সম্ভাবনা থাকে।

fxzero
2019-03-09, 12:14 AM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য সর্ব প্রথম ফরেক্স মার্কেট সম্বন্ধে নিজের জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন । আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

expkhaled
2019-03-10, 07:11 PM
ফরেক্স এ আমাদের বার বার লস হয় কারন আমরা ফরেক্স না শিখে ট্রেড করি। আসলে ফরেক্স শেখার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা না দিয়েই রিয়েল ট্রেড করতে শুরু করে দেই যার কারনে আমাদের লস হয় বার বার। আর এই ধরনের লস থেকে কিছু শেখাও যায় না। শিক্ষাকালীন প্রথম ২ বছর রিয়েল ট্রেড না করাই উত্তম যদি কম লস করে শিখতে চান। অনেকে এমনও আছেন লস করার পরে বুঝতেও পারেন যে কেন লস হলো। আপনি যদি বুঝে লস করতে পারেন তাহলে শিখতে পারবেন। তাই সঠিক ধারনা নিয়ে দীর্ঘ সময় দিয়ে সঠিক পরিমানে ডেমো প্র্যাকটিস করে রিয়েল ট্রেড করা উচিত।

Ronesh186
2019-03-10, 08:05 PM
একজন অদক্ষ ড্রাইভারের গাড়ী চালানো যেমন বিপদজনক তেমনি অদক্ষতা নিয়ে ট্রেড করলে লস করাটাই স্বাভাবিক। ফরেক্সে রিয়েল ট্রেড করার পূর্বে দক্ষতা অর্জনের জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ছয় মাস ডেমো ট্রেডিং করতে হয়। আপনি যদি ডেমো ট্রেডিং না করে অদক্ষতা নিয়ে রিয়েল ট্রেড করেন তাহলে আপনি ট্রেডিং সম্পর্কে কিছুই বুঝবেন না। এতে দেখা যাবে আপনার লস করার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু নিয়ম আছে। যখন আপনি নিয়মগুলি না মেনে ট্রেড করবেন তখনই আপনি লস করবেন। অন্যদিকে লোভের বশে অতিরিক্ত ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়ারও সম্ভাবনা থাকে। লোভও লসের অন্যতম কারণ। তাই আগে ট্রেড শিখুন এবং ধৈর্য্য সহকারে দক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম মেনে ট্রেড করুন তাহলে আপনাকে বার বার লস করতে হবে না।

TanjirKhandokar1994
2019-03-10, 11:16 PM
ফরেক্সে বার বার লসের সম্মুখীন হওয়ার অনেক গুলো কারন আছে বলে আমি মনে করি। আর এই লস হওয়ার বরো কারন আমরা ফরেক্স না শিখে ট্রেড করি।এছাড়াও ফরেক্স শেখার জন্য আমাদের যে সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা না দিয়েই রিয়েল ট্রেড করতে শুরু করে দেই যার কারনে আমাদের লস হয় বার বার।আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা লোভের বশবর্তী হয়ে ট্রেড করি। এরকম অনেক গুলো কারন আছে যার জন্য আমরা বার বার লসের সম্মুখীন হই। তাই আমাদের সকলের উচিত এই সব বিষয় গুলো খেয়াল রেখে মনোযোগ সহকারে ট্রেড করা। তাহলে আমরা সকলেই সফল হতে পারবো। ধন্যবাদ

SUROZ Islam
2019-03-11, 02:02 PM
ফরেক্সে ট্রেড করলে যেমন লাভ হওয়ার সম্ভাবনা তেমনি আবার লস হওয়ার সম্ভাবনা থাকে। আমি মনে করি ফরেক্স একটি ঠান্ডা মাথার বিজনেস। যেখানে মাথা গরমের কোন স্থান নেই। যদি কোন ভাবে লস হয়েই যায়! তাহলে ধৈর্য্য ধারন করে থাকাটাই বুদ্ধিমান এর কাজ হবে। অতি লোভে এই ব্যাবসায় নামা যাবেনা। আর আপনার এনালাইসিস ঠিক আছে আর আপনি অন্যের একাউন্ট ম্যানেজ করছেন তখন যদি সে বলে ভাই এই খানে এন্ট্রি নিলেন কেন ঠিক আছে লাভ হচ্ছে যখন কেটে দেওয়া হয় তখন আবার বলে আরে ভাই প্রফিট দিচ্ছে কাটলেন ক্যান। আর যখন লস হতে থাকে এস এল হিট করবে করবে অবস্থা তার আগে থেকেই ভাই এট্রি কেটে দিলাম লস হচ্ছে তখন মনে চাই তুই এত বুঝিস আমার আমাকে দিছির ক্যান। কেউ অন্যের একাউন্ট নিবেন না যদি নিয়ে থাকেন তাহলে আপনার মত আপনি চলবেন। আর যদি দেখেন আপনার থেকে সে বেশি বুঝে গেছে একটা যে খানে বাই হবে সেখানে একটা সেল দিবেন বেশি করে তার পরে যার একাউন্ট তাকে দিয়ে দিবেন শালা বুঝে দেখ কি হয়। মাথা গরম হুয়ে যায়।
ফরেক্স ব্যবসা দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা ফরেক্স মাকেট থেকে আয় করার নির্দিষ্ট কোনো এমাউন্ট নেই। ফরেক্স প্রতিদিন যেমন লাভ আছে তেমনি লসও আছে। আর লস ঠেকাতে করণীয়:
১.ফরেক্সে লোভ করা যাবে না।
২.অবশ্যই দক্ষতা ও কৈৗশল প্রয়োজন।
৩.ভাগ্যের উপর নির্ভর না করে ফরেক্স মার্কেটে অবশ্যই এনালাইসিস করা জরুরি।
৪. আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে।
ক্ষতি একদম বন্ধ করা এই ব্যবসাতে সম্ভব নয়। কারণ এই ব্যবসায় কেউ ১০০% সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। আর যেহেতু ১০০% সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না সেহেতু মাঝে মাঝে ক্ষতি নিতেই হবে। তবে হ্যা আপনি যদি ভালভাবে শিক্ষা গ্রহণ করে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তবে আপনি আপনার ক্ষতির পরিমাণ কমাতে পারেন, তাই বেশি করে শিখুন আর জ্ঞান অর্জন করুন অন্যথায় আপনি ক্ষতির পরিমাণ কমাতে পারবেন না।

md mehedi hasan
2019-03-11, 07:40 PM
ফরেক্স মার্কেটে বার বার লসের কারন খুজতে বা উদাহরন সামনে অনেক আসবে।তবে এসব উদাহরন না দিয়ে আমি আমার ফরেক্স মার্কেটে বার বার লস করার বাস্তব অভিজ্ঞতা শিয়ার করবো।কযেক দিন আগে আমি ফোরামে ইউরোজাপানি ইয়ার্ন একটি বাই সিগনাল দিয়েছিলাম।ট্রেডট আমি রিক্স নিয়েছিলাম ১১ ডলার এবং ট্রেডটি প্রফিট হয়েছিল ২৬ ডলার।কিন্তু অতিরক্ত লোভের কারনে ট্রেডটি লং ট্রেড হিসাবে রেখে দিয়েছিলাম।যার পরিনিতিতে আমি ১১ ডলার লস করি।

bdunity
2019-03-12, 12:21 PM
ফরেক্স এ লসের প্রধান কারণ হলো মার্কেট এনালাইস না করা মার্কেট এনালাইস না করে ট্রেড করলে লস হবেই আর না বুঝে ট্রেড করা এজন্য লস এড়াতে ভালোভাবে ডেমো প্রাকটিস করতে হবে আর ভালোভাবে ডেমো প্রাকটিস করলে লস না হও্য়ার সম্ভবনা আছে।

edottc
2019-03-12, 12:36 PM
আমি মনে করি ফরেক্সে লসের কারন হলো দক্ষতা অর্জন না করে ট্রেড করা । অধিক লাভের আসায় বেশি করে ট্রেড করা ।

Hafizfx
2019-03-12, 10:18 PM
আমাদের ফরেক্স ট্রেড করে বার লসের মুলে একটি মাত্র কারন বিদ্যমান আর সেটি হল নিয়মের বাইরে ট্রেড করা এবং সাথে আমি লোভকেও যুক্ত করে দিতে চাই। একটি ট্রেড করার পর যদি ভাল প্রফিট পাওয়া যাই তবে আর নতুন ট্রেড না করে কিছু বিরতী দিয়ে মার্কেটের পরবর্তী পরিস্থিতি দেখে তারপর ট্রেড করতে হয় কিন্তু আমরা আরও লাভের আশায় বেশি ট্রেড করে থাকি ফলে সবগুলি ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট একটি ট্রেডে খেয়ে ফেলে। তাই নিয়মের বাইরে এবং লোভের বর্শিভূত হয়ে কখনও ট্রেড করবেন না। তাহলে নিয়মিত প্রফিটে থাকবেন আশা করা যাই।

fxjaman
2019-03-12, 11:15 PM
ভাই আমরা লস করি ভবিষ্যতে লাভ করবো সেজন্যই। কারন আমাদেরকে এই লসগুলো থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু এই কাজটাই আমরা সঠিকভাবে অনেকেই করতে চাইনা। এছাড়াও আমরা এই ব্যবসাতে অল্প সময়ে অধিক উপার্জনের আশায় সঠিকভাবে এ্যানালাইসিস কিংবা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ট্রেডগুলোতে বারবার লস করি।

MdPiashHasan6080892
2019-03-13, 03:00 AM
ফরেক্স এ লস করার মূল কারন দক্ষ অবিজ্ঞতার অভাব। ফরেক্স মার্কেটে একটা কথা প্রচলিত আছে যে ফরেক্স এ ৯০% মানুষ লস করে। আর আমার মনে করি কথা টা মনে হই ঠিক। কিন্তু এটা চিন্তা করি না কেন লস করে, কেন লাভ করতে পারে না ??
ফরেক্স মার্কেটে অবিজ্ঞতা হীন মানুষ অন্ধের সমান। আপনাকে অবিজ্ঞতা অর্জন করতে হবে যার জন্যে প্রতিনিয়ত মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে। ট্রেডিং করা যানতে হবে। ট্রেডিং এ দক্ষ হয়ার জন্যে রিয়েল একাউন্ট দিয়ে ট্রেডিং করার আগে ডেমো একাউন্ট দিয়ে প্রেক্টিস করাতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে আর বার বার লস করবেন না।

bdunity
2019-03-13, 11:17 AM
আমরা ফরেক্স বার বার লস করি তার অনেগুলো কারণ রয়েছে।যেমন ট্রেডের বিপরিতে ট্রেড করা ধর্য হারানো প্রশিক্ষন না নেওয়া ডেমো প্রাকটিস না করা ইনভেস্ট না করা।এ সবকটি গুন যদি ট্রেডারদের মধ্য না থাকে তাহলে লস হবেই।

edottc
2019-03-13, 04:03 PM
ফরেক্স এ লস করার প্রধান কারন হলো দক্ষতার অভাব ।আপনি যদি ফরেক্সের নিয়ম কানুন নামেনে ট্রেড করেন তাহলে আপনি লস করবেন ।এজন্য আপনাকে আগে ডেমো প্রাক্টিস করতে হবে ।তাহলে আপনি আর লস করবেন না ।

bdunity
2019-03-14, 11:58 AM
ফরেক্স মার্কেটে লসের কারন খুজতে গেলে অনেক কারণ উদাহরণ সামনে আসবে।কিন্তু এসব উদাহরণ আমি দেবো না। আমার মত অনুসারে আমার সাথে ঘটে যাওয়া কিছু উদাহরণ দিবো।আমি একদিন এমেরিকার ৫ ডলার দিয়ে বাই সিগনাল দিয়েছিলাম এবং সেখানে প্রফিট হয়েছিল ১২ ডলার ।কিন্তু ট্রেডটি লং ট্রেড হিসেবে রেখে দিছিলাম ।যার ফলে আমি ৮ ডলার লস করি।তাই আপনারা আমার মতো লোভ করে ট্রেড করবেন না।

ENGR:SUZON
2019-10-01, 05:57 PM
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বাজার। এটা যেহেতু একটা ব্যবসা, তাই এখানে লাভ-লোকসান হওয়াটাই স্বাভাবিক। তবে এই ব্যবসায় বার বার লস করাটা মেনে নেয়া যায় না। প্রতিযোগিতামূলক এই ব্যবসায় লস করার অনেক কারণ আছে। এগুলো হচ্ছে....
০১) ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব।
০২) ডেমো প্রাকটিস না করেই রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা।
০৩) দক্ষতা অর্জন না করা।
০৪) ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা।
০৫) অভিজ্ঞতার অভাব।
০৬) ওভার লটে ট্রেড করা।
০৭) স্টপ লস টেক প্রফিট সঠিকভাবে সেট না করা।
০৮) মানি ম্যানেজমেন্ট এ দুর্বলতা।
০৯) অতিরিক্ত লোভ করা।
১০) ভুল এনালাইসিস করে ট্রেড করা।
১১) ধৈর্য্য হারিয়ে, উত্তেজনার বশে ট্রেড করা।
এমন আরও অনেক কারণে যদি কোন ট্রেডার মনোযোগী না হয়ে, অথবা পূর্বের ভুল থেকে শিক্ষা না নিয়ে শুধু ট্রেড করতেই থাকেন, তাহলে বার বার লস করাটাই স্বাভাবিক।

souravkumarhazra6763
2019-10-01, 07:46 PM
আমরা বিভিন্ন কারণে ফরেক্স হতে বার বার লস করে থাকি,
১. মার্কেট ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নেওয়ার কারণে
২.ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করার ফলে
২.ওভার ট্রেড করার ফলে
উপরিক্ত কারণে আমরা বার বার লস করে থাকি

Hredy
2019-10-01, 08:49 PM
ফরেক্স এ লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্রেডিং এ অদক্ষতা। ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারে একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডাররাই। অদক্ষতার কারণে মার্কেট এনালাইসিস, মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট না করা এছাড়া অতিরিক্ত লোভ ইত্যাদি কারণে লসের সম্মুখীন হতে হয়। আর ভুল থেকে শিক্ষা গ্রহন না করার ফলে বারবার লস হয়।

Rajib_Biswas
2019-10-01, 09:28 PM
ফরেক্সে বারবার লস এর কারণ আমরা নিজেরাই। মূলত আমরা আমাদের ট্রেডিং অদক্ষতার কারণে ফরেক্স মার্কেটে বারবার লস করি। ট্রেডিং এর পূর্বে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই আবেগের বশে ট্রেড করি। এছাড়াও ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে হলে দরকার ধৈর্য এবং অধ্যবসায়। কোন একটি ট্রেড লসে থেকে প্রফিটে যেতে কখনো কখনো কয়েক মাস সময় নিয়ে থাকে। কিন্তু আমাদের অনেকেরই ততদিন অপেক্ষা করার ধৈর্য থাকে না। সে কারণে অনেকেই লস মেনে নিয়েই ট্রেড ক্লোজ করে দেন। যেটা একদমই ঠিক নয়। তাছাড়া আমরা মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেই ট্রেড করে থাকি। ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে হলে এবং টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে। পাশাপাশি লোভ পরিহার করতে হবে।

SOMARANITHAKUR1995
2019-10-01, 09:36 PM
ফরেক্স মার্কেটে বারবার লস করার কিছু কারণ আছে। প্রথম যে কারণ সেটা হলো; দক্ষতার অভাব। বিশেষ করে নতুনদের এই সমস্যাটা বেশি থাকে। কেউ আছে ডেমোতে ট্রেড না করে সরাসরি রিয়েল ট্রেড করতে আসে। যার জন্য দক্ষতার অভাবে ভুল ট্রেডিংয়ের কারণে তারা লস করে। হিসেব করে দেখা গেছে শতকরা ৯৫ শতাংশ নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে। এছাড়াও লস করার আরো কিছু কারণ আছে। যেমন; সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে না পারা, মার্কেট যখন বিপরীতে থাকে ওই মুহূর্তে ভুল ট্রেড করা, বেশি প্রফিট এর আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা, প্রতিদিন ট্রেড করার জন্য এক্সাইটেড হয়ে পড়া, ধৈর্যের অভাব, অন্যের সিগন্যাল এর উপর নির্ভর করা ইত্যাদি ফরেক্স মর্কেটে বারবার লস এর অন্যতম কারণ।

Nabik027
2019-10-02, 12:26 AM
আমরা বার বার ফরেক্সে লস করি কারণ আমরা জানিনা কিভাবে ফরেএক্স ট্রেড করতে হয়। আমরা এটাকে টাকার মেশিন ভেবে অন্ধকারে ঢিল ছুড়ি। ফরেক্সে লাভ করার চেয়ে টিকে থাকাটাই আসল। সঠিক ভাবে ফরেক্স শিখে আর সেই জ্ঞান সঠিক ভাবে কাজে লাগাতে পারলেই ফরেক্সে টিকে থাকা বা সফল হওয়া সম্ভব

sumon918
2019-10-02, 02:44 AM
ফরেক্স মার্কেটে লসের অনেকগুলো কারণ থাকতে পারে। তবে আমাদের সবসময় সতর্ক ভাবে কাজ করতে হবে। এবং লস যদি কখনো হয়েও যায় তবে সেই লস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন পরবর্তীতে ওই একই ভুলের কারণে লস না হয়। ফরেক্স মার্কেটের লস হওয়ার প্রধান কারন সমুহ হলো দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব, ধৈর্যশীল না হওয়া, মার্কেট এনালাইসিস সঠিকভাবে না করতে পারা,মানি ম্যানেজমেন্ট রুলস ব্রেক করে অধিক লটে ট্রেড করা, ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা ইত্যাদি।

DJSUMON777
2019-10-02, 03:04 AM
ফরেক্স একটি ব্যবসায় আর ব্যবসায় লাভ এবং লস দুইটাই বিদ্যমান ফরেক্স মার্কেটে আমরা সাধারণত যেসব কারণে লস করে থাকি সেগুলো হলো আমরা মার্কেট এনালাইসিস বুঝিনা অথবা মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করিনি অথবা ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করে ফেলেছি।এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে মার্কেটে অর্থাৎ ফরেক্স মার্কেটে লস করে থাকি। আমাদের সবকিছু সতর্কতার সহিত করতে হবে এবং কখনো যদি লস হয়েও থাকে সেই লস থেকে শিক্ষা নিতে হবে যে যে ভুলের কারণে আপনার বয়স হয়েছে সেই ভুল যেন পরবর্তীতে আর না হয়।

saraa
2020-03-14, 01:27 PM
উদ্বিগ্ন হবেন না প্রিয় বন্ধু আমিও এখানে নতুন সদস্য যথেষ্ট সময় ব্যয় না করে তবে আমি মনে করি আমরা ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেডিংকে আরও উন্নত করতে পারি সিনিয়র সদস্যদের সাহায্যের মাধ্যমে আমরা আমাদের বোনাস বাড়াতে পারি কারণ আপনার যদি ভাল বোনাস থাকে তবে আপনি খুব ভাল বাণিজ্য করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবসাটি থেকে বিরত থাকবেন না

SHARIFfx
2020-03-14, 01:41 PM
আসলে আমাদের কে নজর দিতে হবে সেন্টিমেন্টাল এনালাইসিস এর দিকে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। স্টোপ লস হিট করলে মন খারাপ করা যাবে না। প্রতিটি ট্রেডে মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। ডেইলি কেন্ডেল ফেলো করুন।

Hredy
2020-03-14, 01:51 PM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য সর্ব প্রথম ফরেক্স মার্কেট সম্বন্ধে নিজের জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন । আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

Lubna1212
2020-03-15, 12:05 AM
আমি এটি দেখতে পাচ্ছি, ফরেক্স বিনিময় করার জন্য, সর্বোপরি আপনার কাছে ফরেক্স শোকেস সম্পর্কে তথ্য এবং প্রবণতা থাকতে হবে। আপনি যেটা উপলব্ধি করতে পারছেন না সেই অফারে, আপনি যে বিনিময় করবেন সে ক্ষেত্রে আপনি দুর্ভাগ্যের মুখোমুখি হবেন, সুতরাং আপনাকে দুর্দান্ত বাজার পরীক্ষার সাথে বিনিময় করতে হবে এবং আপনার নগদকে যেমন প্রয়োজন হিসাবে আপনার সমীকরণের দ্বারা নির্দেশিত হয়েছে তেমন বিনিময় করতে হবে। আপনি যদি এই ত্রুটিগুলি সম্পাদন করেন তবে আপনার ঘন ঘন দুর্ভাগ্যের মুখোমুখি হবেন।

Kane
2020-03-15, 06:40 AM
ফরেক্স এ আমাদের বার বার লস হয় কারন আমরা ফরেক্স না শিখে ট্রেড করি। আসলে ফরেক্স শেখার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা না দিয়েই রিয়েল ট্রেড করতে শুরু করে দেই যার কারনে আমাদের লস হয় বার বার। আর এই ধরনের লস থেকে কিছু শেখাও যায় না। শিক্ষাকালীন প্রথম ২ বছর রিয়েল ট্রেড না করাই উত্তম যদি কম লস করে শিখতে চান। অনেকে এমনও আছেন লস করার পরে বুঝতেও পারেন যে কেন লস হলো। আপনি যদি বুঝে লস করতে পারেন তাহলে শিখতে পারবেন। তাই সঠিক ধারনা নিয়ে দীর্ঘ সময় দিয়ে সঠিক পরিমানে ডেমো প্র্যাকটিস করে রিয়েল

Md.Nasim Uddin
2020-03-15, 09:35 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় মার্কেট। ফরেক্স বিজনেসে লাভ লস দুটোই হতে পারে। তবে এই লাভ লস ডিপেন্ড করে একজন ট্রেডার এর উপর। ফরেক্স বিজনেসের লসের কারণ হলো ফরেক্স সম্পর্কে না বুঝে শুনে ট্রেড করা এর ফলে লস হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয়। তাই প্রতিটা ট্রেডারকে সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে তারপরে ট্রেড করলে লাভবান হবে।.....ধন্যবাদ।

KF84
2020-06-30, 12:56 AM
আমরা ফরেক্স মার্কেটে বারবার লস করি কারন ট্রেডিং এর পূর্বে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই আবেগের বশে ট্রেড করি । এছাড়াও ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে হলে দরকার ধৈর্য এবং অধ্যবসায় । কোন একটি ট্রেড ভাল প্রফিটে যেতে কখনো কখনো কয়েক সপ্তাহ সময় নিয়ে থাকে । কিন্তু আমাদের অনেকেরই ততদিন অপেক্ষা করার ধৈর্য থাকে না । সে কারণে অনেকেই অল্প লাভ মেনে নিয়েই ট্রেড ক্লোজ করে দেন । যেটা একদমই ঠিক নয় ।

FREEDOM
2020-06-30, 01:02 AM
ফরেক্সে লস করার বিভিন্ন কারন আছে। যেমন ট্রেন্ডের বিপরীতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক জায়গায় না দেয়া, ওভার লটে ট্রেডিং করা, সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা ইত্যাদি কারন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ন লসের ক্ষেত্রে। এই বিষয়গুলো ধরে, বুঝে, মানতে পারলে ফরেক্সে মাস শেষে অন্তত লসে থাকবেন না।

ফরেক্সে লসের অনেক কারনই থাকতে পারে। প্রথমত আপনি যদি ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করেন তাহলে আপনার লস হবে এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত আপনি যদি সঠিকভাবে মানিম্যানেজমেন্ট না মেনে ওভার ট্রেডিং বা বেশি লটে ট্রেড করেন সেক্ষেত্রেও আপনি বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন না একসময় লস নিয়ে ছিটকে পরতে হবে। আমাদের মুলত মার্কেট এনালাইসিস করে সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। এতে করে আমরা লসের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো।

muslima
2020-06-30, 01:17 AM
ট্রেড করার পর যদি ভাল প্রফিট পাওয়া যাই তবে আর নতুন ট্রেড না করে কিছু বিরতী দিয়ে মার্কেটের পরবর্তী পরিস্থিতি দেখে তারপর ট্রেড করতে হয় কিন্তু আমরা আরও লাভের আশায় বেশি ট্রেড করে থাকি ফলে সবগুলি ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট একটি ট্রেডে খেয়ে ফেলে। লস যদি কখনো হয়েও যায় তবে সেই লস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন পরবর্তীতে ওই একই ভুলের কারণে লস না হয়। ফরেক্স মার্কেটের লস হওয়ার প্রধান কারন সমুহ হলো দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব, ধৈর্যশীল না হওয়া, মার্কেট এনালাইসিস সঠিকভাবে না করতে পারা ।

IFXmehedi
2020-06-30, 03:36 AM
ফরেক্সে লস করার বিভিন্ন কারন আছে। যেমন ট্রেন্ডের বিপরীতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক জায়গায় না দেয়া, ওভার লটে ট্রেডিং করা, সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা ইত্যাদি কারন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ন লসের ক্ষেত্রে। এই বিষয়গুলো ধরে, বুঝে, মানতে পারলে ফরেক্সে মাস শেষে অন্তত লসে থাকবেন না।

ভাই আমি মনে করি আমরা ফরেক্স ট্রেডিং এ বারবার লস করি কারণ হল আমাদের অজ্ঞতা । আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে না জেনে এই মার্কেট থেকে অর্থ উপার্জন করতে চলে আসি । কিন্তু ভাই আমরা কি একবারও ভেবে দেখি না যে অর্থ উপার্জন করা কি এতই সহজ তাহলে তো দুনিয়ায় দরিদ্র বলে কেন জিনিস থাকত না । তবে ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করা অতটাও আবার কঠিন কাজ নয় কিন্তু এর জন্য আমাদেরকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এবং প্রচুর পরিমাণ অনুশীলন করে নিজের দক্ষতা বাড়াতে হবে ।

konok
2020-06-30, 11:31 AM
ফরেক্স এ আমাদের বার বার লস হয় কারন আমরা ফরেক্স না শিখে ট্রেড করি। আসলে ফরেক্স শেখার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা না দিয়েই রিয়েল ট্রেড করতে শুরু করে দেই যার কারনে আমাদের লস হয় বার বার। আর এই ধরনের লস থেকে কিছু শেখাও যায় না। শিক্ষাকালীন প্রথম ২ বছর রিয়েল ট্রেড না করাই উত্তম যদি কম লস করে শিখতে চান। অনেকে এমনও আছেন লস করার পরে বুঝতেও পারেন যে কেন লস হলো। আপনি যদি বুঝে লস করতে পারেন তাহলে শিখতে পারবেন। তাই সঠিক ধারনা নিয়ে দীর্ঘ সময় দিয়ে সঠিক পরিমানে ডেমো প্র্যাকটিস করে রিয়েল ট্রেড করা উচিত।

Starship
2020-06-30, 11:37 AM
ফরেক্স এ বার বার তারাই লস করে যারা ফরেক্স এ নতুন, ট্রেড করার পূর্বে সঠিকভাবে এনালাইসিস করে না। মানি ম্যানেজম্যান্ট নিয়ম কানুন মেনে চলে না। রিস্ক বেশী নিয়ে ট্রেড করা। লোভ নিয়ন্ত্রণ করতে না পারা। লস মেনে নেওয়ার মনোভাব না থাকা। ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন না করলে। এসব কারণ বা ফরেক্স নিয়ম না মেনে ট্রেড যারা ট্রেড করে তারাই বার বার লসের সম্মুখীন হয়।

milu
2020-06-30, 01:59 PM
আসলে আমাদের কে নজর দিতে হবে সেন্টিমেন্টাল এনালাইসিস এর দিকে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয়। তাই প্রতিটা ট্রেডারকে সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে তারপরে ট্রেড করলে লাভবান হবে।

Hredy
2020-06-30, 02:05 PM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য সর্ব প্রথম ফরেক্স মার্কেট সম্বন্ধে নিজের জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন । আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

Devdas
2020-07-01, 06:10 PM
ফরেক্স এ আসলেই প্রথমে লস করতেই হবে। কেননা ফরেক্স মার্কেট সবকিছু সব বিষয়ের থেকে আলাদা হয়ে থাকে। যে কারনে আমরা ফরেক্স এ লস গুলো করে থাকি তা হল: ১. ধৈর্য্য অভাব, ২. লোভ করা, ৩. বেশী লটে ট্রেড করা, ৪. না বুঝে আন্তাজে ট্রেড করা, ৫. মার্কেট এনালাইসিস না করা, ৬. নিউজ না দেখা, ৭. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। ইত্যাদি কারনে আমরা ফরেক্স এ বার বার লস করে থাকি।

NEWVISION2020
2020-07-01, 06:19 PM
আমার মতে ফরেক্স মার্কেটে আমাদের বারবার লস করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।তার মধ্যে অন্যতম কিছু কারণ হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের প্রপার অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা, লোভ ও ইমোশনের ধারা প্রভাবিত হয়ে ট্রেডিং করা,অতিরিক্ত লাভের আশায় মানি ম্যানেজমেন্টের বাইরে ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা,ট্রেড ওপেন করার সময় স্টপ লস বা টেক প্রফিটের ব্যবহার না করা ইত্যাদি। তাই আমি মনে করি আমরা যদি এই বিষয়গুলোতে নিজেদেরকে আরো অনেক বেশি দক্ষ ও বিচক্ষণ করে তুলতে পারি এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ট্রেডিং করতে পারি তাহলে আমরা আমাদের লস এড়িয়ে প্রফিট করার মাধ্যমে ব্যবসা করতে পারব।

Hridoy6763
2020-07-02, 09:02 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে এসে আমরা একই ভুল বার বার করি বলে আমরা বার বার করে থাকি,সাধারনত আমরা মার্কেট সঠিক ভাবে এন্যালাইসিস করিনা,মার্কেট ট্রেন্ড সঠিক ভাবে নির্নয় করিনা,এন্ট্রি এর সাথে স্টপ লস ব্যবহার করিনা ফলে আমরা ফরেক্স মার্কেট থেকে বার বার লস করে থাকি,তাই আমাদের এই সকল ভুল গুলো শুধরে নিতে হবে।

Md.shohag
2020-08-20, 04:44 PM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য সর্ব প্রথম ফরেক্স মার্কেট সম্বন্ধে নিজের জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন । আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

Sid
2020-08-20, 04:56 PM
ফরেক্স মার্কেটে বার বার লসের কারন খুজতে বা উদাহরন সামনে অনেক আসবে।তবে এসব উদাহরন না দিয়ে আমি আমার ফরেক্স মার্কেটে বার বার লস করার বাস্তব অভিজ্ঞতা শিয়ার করবো।কযেক দিন আগে আমি ফোরামে ইউরোজাপানি ইয়ার্ন একটি বাই সিগনাল দিয়েছিলাম।ট্রেডট � � আমি রিক্স নিয়েছিলাম ১১ ডলার এবং ট্রেডটি প্রফিট হয়েছিল ২৬ ডলার।কিন্তু অতিরক্ত লোভের কারনে ট্রেডটি লং ট্রেড হিসাবে রেখে দিয়েছিলাম।যার পরিনিতিতে আমি ১১ ডলার লস করি।

jimislam
2020-09-14, 12:19 PM
ফরেক্স মার্কেটে বারবার লস করার কিছু কারণ আছে। প্রথম যে কারণ সেটা হলো; দক্ষতার অভাব। বিশেষ করে নতুনদের এই সমস্যাটা বেশি থাকে। কেউ আছে ডেমোতে ট্রেড না করে সরাসরি রিয়েল ট্রেড করতে আসে। আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

FRK75
2020-09-14, 12:35 PM
ফরেক্সে লস করি কারণ আমরা জানিনা কিভাবে ফরেএক্স ট্রেড করতে হয়। আমরা এটাকে টাকার মেশিন ভেবে অন্ধকারে ঢিল ছুড়ি। ফরেক্সে লাভ করার চেয়ে টিকে থাকাটাই আসল। সঠিক ভাবে ফরেক্স শিখে আর সেই জ্ঞান সঠিক ভাবে কাজে লাগাতে পারলেই ফরেক্সে টিকে থাকা বা সফল হওয়া সম্ভব

KAZIMAJHARULISLAM
2020-09-14, 12:43 PM
একটা ছোট বাচ্চা যেমন সম্পূর্ণভাবে হাটা না শিখার জন্য,প্রাথমিক অবস্থায় বার বার পড়ে যায়। তেমনি ফরক্সে সম্পর্কেও আমাদের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও জ্ঞান না থাকার জন্য আমরা বারবার লস করি। কেননা ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা না থাকার কারণে, আমরা সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না।এবং মাঝেমাঝেই লোভ ও ইমোশন দ্বারা তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসি। তাই ফরেক্স থেকে আমাদের লক্ষ্য বাস্তবায়নে, পূর্ণাঙ্গ অভিজ্ঞতা কাজে লাগিয়ে,ধৈর্য ধারণ করে,সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে, ট্রেডিং করলেই আমরা ফরেক্সে লসের পরিমাণ কমিয়ে, লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারব।

EmonFX
2020-09-14, 12:49 PM
অনেকে ফরেক্স সম্পর্কে পূর্ন জ্ঞান না নিয়ে ট্রেড করা শুরু করে দেয়। ফরেক্স একটি ঠান্ডা মাথার বিজনেস। কেউ তারাহুরা করতে গিয়ে ভুল ভাবে ট্রেড নিয়ে বড় ধরনের লস করে বসে আর সেই লস পুষিয়ে নিতে আবারো ভুল ট্রেড নেয়।
ফরেক্স মর্কেট থেকে ট্রেডারদের বড় একটা অংশ ঝড়ে যাওয়ার মূল কারন হলো অনভিজ্ঞভাবে ট্রেড করতে চলে আসা। একাউন্ট ওপেন করে শুধু বাই/সেল নিতে পারলেই মনে করে ফরেক্সের অনেক কিছু শিখে ফেলেছি। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন না করেই, শুধুমাত্র দু’একটি ব্যসিক নলেজ নিয়েই ট্রেড করে শুরু করে দেয়। ফলে খুর তারাতারি ব্যালেন্স শেষ করে হতাশ হয়ে ফরেক্স থেকে বিদায় নিয়ে নেয়।

তাই ফরেক্সে ভালো করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করে মার্কেট সম্পর্কে পূর্ন ধারনা তৈরি করতে হবে। ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষনের মাধ্যমে টেকনিক্যাল এবং বিভিন্ন নিউজ গুলো বিশ্লেষন করে ফান্ডামেন্টাল ধারনা নিতে হবে। সর্বপরি বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। তাহলেই ফরেক্স থেকে ভালো উপার্জন সম্ভব।

sss21
2020-09-14, 03:53 PM
আমাদের ফরেক্স ট্রেড করে বার লসের মুলে একটি মাত্র কারন বিদ্যমান আর সেটি হল নিয়মের বাইরে ট্রেড করা এবং সাথে আমি লোভকেও যুক্ত করে দিতে চাই। একটি ট্রেড করার পর যদি ভাল প্রফিট পাওয়া যাই তবে আর নতুন ট্রেড না করে কিছু বিরতী দিয়ে মার্কেটের পরবর্তী পরিস্থিতি দেখে তারপর ট্রেড করতে হয় কিন্তু আমরা আরও লাভের আশায় বেশি ট্রেড করে থাকি ফলে সবগুলি ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট একটি ট্রেডে খেয়ে ফেলে। তাই নিয়মের বাইরে এবং লোভের বর্শিভূত হয়ে কখনও ট্রেড করবেন না। তাহলে নিয়মিত প্রফিটে থাকবেন আশা করা যাই।

tutul07
2020-09-26, 09:28 AM
লাভের আশায় বেশি ট্রেড করে থাকি ফলে সবগুলি ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট একটি ট্রেডে খেয়ে ফেলে। তাই নিয়মের বাইরে এবং লোভের বর্শিভূত হয়ে কখনও ট্রেড করবেন না। তাহলে নিয়মিত প্রফিটে থাকবেন আশা করা যাই। আমরা যদি এই বিষয়গুলোতে নিজেদেরকে আরো অনেক বেশি দক্ষ ও বিচক্ষণ করে তুলতে পারি এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ট্রেডিং করতে পারি তাহলে আমরা আমাদের লস এড়িয়ে প্রফিট করার মাধ্যমে ব্যবসা করতে পারব।

FRK75
2021-07-17, 09:37 AM
ফরেক্স ট্রেড করে বার লসের মুলে একটি মাত্র কারন বিদ্যমান আর সেটি হল নিয়মের বাইরে ট্রেড করা এবং সাথে আমি লোভকেও যুক্ত করে দিতে চাই। একটি ট্রেড করার পর যদি ভাল প্রফিট পাওয়া যাই তবে আর নতুন ট্রেড না করে কিছু বিরতী দিয়ে মার্কেটের পরবর্তী পরিস্থিতি দেখে তারপর ট্রেড করতে হয় কিন্তু আমরা আরও লাভের আশায় বেশি ট্রেড করে থাকি ফলে সবগুলি ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট একটি ট্রেডে খেয়ে ফেলে। তাই নিয়মের বাইরে এবং লোভের বর্শিভূত হয়ে কখনও ট্রেড করবেন না।

samun
2021-07-17, 10:09 AM
ফরেক্স মার্কেটে লসের অনেকগুলো কারণ থাকতে পারে। ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় মার্কেট। ফরেক্স বিজনেসে লাভ লস দুটোই হতে পারে। তবে এই লাভ লস ডিপেন্ড করে একজন ট্রেডার এর উপর। ফরেক্স বিজনেসের লসের কারণ হলো ফরেক্স সম্পর্কে না বুঝে শুনে ট্রেড করা এর ফলে লস হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয়। তাই প্রতিটা ট্রেডারকে সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে তারপরে ট্রেড করলে লাভবান হবে ।তবে আমাদের সবসময় সতর্ক ভাবে কাজ করতে হবে। এবং লস যদি কখনো হয়েও যায় তবে সেই লস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন পরবর্তীতে ওই একই ভুলের কারণে লস না হয়। ফরেক্স মার্কেটের লস হওয়ার প্রধান কারন সমুহ হলো দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব, ধৈর্যশীল না হওয়া, মার্কেট এনালাইসিস সঠিকভাবে না করতে পারা,মানি ম্যানেজমেন্ট রুলস ব্রেক করে অধিক লটে ট্রেড করা, ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা।

Smd
2021-10-16, 07:03 PM
আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না ।তাই নিয়মের বাইরে এবং লোভের বর্শিভূত হয়ে কখনও ট্রেড করবেন না। তাহলে নিয়মিত প্রফিটে থাকবেন আশা করা যাই। আমরা যদি এই বিষয়গুলোতে নিজেদেরকে আরো অনেক বেশি দক্ষ ও বিচক্ষণ করে তুলতে পারি এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ট্রেডিং করতে পারি।

Mas26
2021-10-16, 09:47 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে লাভ-লস দুই থাকে এখানে আমাদের লাশ করার মূল কারণ না বুঝে শুনে ট্রেড করা।ফরেক্স এ আমাদের বার বার লস হয় কারন আমরা ফরেক্স না শিখে ট্রেড করি। আসলে ফরেক্স শেখার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা না দিয়েই রিয়েল ট্রেড করতে শুরু করে দেই যার কারনে আমাদের লস হয় বার বার। সঠিকভাবে মার্কেট এনালাইসিস এনালাইসিস না করলে লস হবার সম্ভাবনা থাকে। এছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করলে বারবার লস হবার সম্ভাবনা থাকে। আর এই ধরনের লস থেকে কিছু শেখাও যায় না। শিক্ষাকালীন প্রথম ২ বছর রিয়েল ট্রেড না করাই উত্তম যদি কম লস করে শিখতে চান। অনেকে এমনও আছেন লস করার পরে বুঝতেও পারেন যে কেন লস হলো। আপনি যদি বুঝে লস করতে পারেন তাহলে শিখতে পারবেন। তাই সঠিক ধারনা নিয়ে দীর্ঘ সময় দিয়ে সঠিক পরিমানে ডেমো প্র্যাকটিস করে রিয়েল ট্রেড করা উচিত।

IFXmehedi
2021-10-17, 11:11 PM
আমরা বার বার ফরেক্সে লস করি কারণ আমরা জানিনা কিভাবে ফরেএক্স ট্রেড করতে হয়। আমরা এটাকে টাকার মেশিন ভেবে অন্ধকারে ঢিল ছুড়ি। ফরেক্সে লাভ করার চেয়ে টিকে থাকাটাই আসল। সঠিক ভাবে ফরেক্স শিখে আর সেই জ্ঞান সঠিক ভাবে কাজে লাগাতে পারলেই ফরেক্সে টিকে থাকা বা সফল হওয়া সম্ভবআপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না । আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে বারবার লস এর সম্মুখীন হবেন ।

Smd
2022-01-23, 08:27 AM
আপনি যদি ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করেন তাহলে আপনার লস হবে এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত আপনি যদি সঠিকভাবে মানিম্যানেজমেন্ট না মেনে ওভার ট্রেডিং বা বেশি লটে ট্রেড করেন সেক্ষেত্রেও আপনি বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন না একসময় লস নিয়ে ছিটকে পরতে হবে। আপনি না বুঝে শুনে ট্রেড করলে লস এর সম্মুখীন হবেন তাই ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে এছাড়া ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না।

FREEDOM
2022-06-14, 08:19 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে লাভ-লস দুই থাকে এখানে আমাদের লাশ করার মূল কারণ না বুঝে শুনে ট্রেড করা সঠিকভাবে মার্কেট এনালাইসিস এনালাইসিস না করলে লস হবার সম্ভাবনা থাকে। এছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করলে বারবার লস হবার সম্ভাবনা থাকে।

Smd
2023-02-06, 09:24 PM
আমার ক্ষেত্রে সবথেকে বেশি অসুবিধা হয় যে এনালাইসিস না করে ধুমধাম করে ট্রেড করে ফেলি। ট্রেডিং এর পূর্বে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই আবেগের বশে ট্রেড করি । এছাড়াও ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে হলে দরকার ধৈর্য এবং অধ্যবসায় । কোন একটি ট্রেড ভাল প্রফিটে যেতে কখনো কখনো কয়েক সপ্তাহ সময় নিয়ে থাকে । কিন্তু আমাদের অনেকেরই ততদিন অপেক্ষা করার ধৈর্য থাকে না ।তার মধ্যে অন্যতম কিছু কারণ হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের প্রপার অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা, লোভ ও ইমোশনের ধারা প্রভাবিত হয়ে ট্রেডিং করা,অতিরিক্ত লাভের আশায় মানি ম্যানেজমেন্টের বাইরে ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা,ট্রেড ওপেন করার সময় স্টপ লস বা টেক প্রফিটের ব্যবহার না করা ইত্যাদি। তাই আমি মনে করি আমরা যদি এই বিষয়গুলোতে নিজেদেরকে আরো অনেক বেশি দক্ষ ও বিচক্ষণ করে তুলতে পারি এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ট্রেডিং করতে পারি। তাহলে আশা করা যায় লাভ করতে পারব।

FRK75
2023-07-30, 02:52 PM
ফরেক্স মার্কেটে বারবার লস করি কারন ট্রেডিং এর পূর্বে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই আবেগের বশে ট্রেড করি । এছাড়াও ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে হলে দরকার ধৈর্য এবং অধ্যবসায় । কোন একটি ট্রেড ভাল প্রফিটে যেতে কখনো কখনো কয়েক সপ্তাহ সময় নিয়ে থাকে ।আসলে আমাদের কে নজর দিতে হবে সেন্টিমেন্টাল এনালাইসিস এর দিকে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয়। ফরেক্স মার্কেটে আমাদের বারবার লস করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।তার মধ্যে অন্যতম কিছু কারণ হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের প্রপার অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা, লোভ ও ইমোশনের ধারা প্রভাবিত হয়ে ট্রেডিং করা

IFXmehedi
2023-08-14, 11:50 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে লাভ-লস দুই থাকে এখানে আমাদের লাশ করার মূল কারণ না বুঝে শুনে ট্রেড করা সঠিকভাবে মার্কেট এনালাইসিস এনালাইসিস না করলে লস হবার সম্ভাবনা থাকে। এছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করলে বারবার লস হবার সম্ভাবনা থাকে।

আসলে ফরেক্স মার্কেটে বারবার লস করা অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি মনে করি যেটা সবচেয়ে মুখ্য কারণ সেটা হল না বুঝে ট্রেড করা । ফরেক্স মার্কেট বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মার্কেট এবং সে কারণে নতুন ফরেক্স ট্রেডার রা ভাবে ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করা খুবই সহজ । আর সে কারণে না বুঝে ট্রেডিং করার ফলে বারবার লস করে ফেলে । তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা ।