PDA

View Full Version : প্রতিদিন ফোরামে সর্বনিন্ম ও সর্বোচ্চ কতটি পোস্ট করা উচিত?



SAGOR_HALDER944
2019-03-08, 11:36 PM
আমরা যারা ফোরামে পোস্ট করে থাকি অনেকেই জানি না আসলে ঠিক কতটি করে পোস্ট করা উচিত। একদিনে সর্বোচ্চ কতটি করে পোস্ট করা যাবে বা তার বেশি করলে কি সমস্যা হতে পারে? আবার ফোরামে যদি পোস্ট না করি তা হলে কি সমস্যা হতে পারে? এ ব্যাপারে যারা জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।

fxzero
2019-03-09, 02:07 AM
আমার জানা মতে ফোরামের নতুন আপডেট দেওয়ার পর একজন সদস্য প্রতিদিন 10 টি পোস্ট করতে পারবে এবং প্রতিটা পোস্টে লাইক এর উপর তিনি সর্বোচ্চ 50 ডলার নিতে পারবে।

KamalKumar14184721Das
2019-03-09, 02:37 AM
আমার জানা মতে ফোরামের নতুন আপডেট দেওয়ার পর একজন সদস্য প্রতিদিন 10 টি পোস্ট করতে পারবে এবং প্রতিটা পোস্টে লাইক এর উপর তিনি সর্বোচ্চ 50 ডলার নিতে পারবে।
আমার জানা মতে ফোরামে পূর্বে চল্লিশটা পোস্ট করা যেতো বর্তমানে ফরমের নতুন আপডেট দিয়ে দশটি পোস্টে নিয়ে এসেছে এবং পূর্বের থেকে বর্তমানে পোষ্টের রেট বাড়িয়েছে এজন্য ফোরামের সদস্যদের অনেক ধন্যবাদ

MdPiashHasan6080892
2019-03-09, 10:20 PM
আগে ফোরামে প্রতিদিন ৪০ তা পোস্ট করা জেত। কিন্তু ফোরাম এখন নিয়ম করেছে একদিনে সর্বোচ্চ ১০ তা পোস্ট করা করা যাবে। তবে বোনাসের পরিমান বেসি প্রধান করছে।

fxjaman
2019-03-09, 10:58 PM
ভাই আপনি সর্বনিম্ন ৫ টা এবং সর্বোচ্চ ১০ টা পোষ্ট করতে পারবেন প্রতিদিন। তবে এর অতিরিক্ত করলে সেটা এই ফোরামের নিয়মের বাইরে চলে যাবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন মানসম্মত ও শিক্ষনীয় হয় এবং অন্যান্য সদস্যদের উপকারে আসে এরকম যক্তিসঙ্গ পোষ্ট লিখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন দুই লাইনের চেয়ে কম না হয়।

Ronesh186
2019-03-09, 11:42 PM
দিনে ফরেক্স ফোরামে মিনিমাম ৫টা থেকে ম্যাক্সিমাম ১০টা পোস্ট করা উচিৎ। তবে পোস্টগুলি অবশ্যই মান সম্মত ও শিক্ষনিয় হতে হবে যেন অন্য কেউ আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারে। আগে এক সময় দিনে ১০টার অধিকও পোস্ট করা যেত। এতে দেখা যেত অনেকে বেশি বোনাসের লক্ষ্যে বেশি পোস্ট করত। ফলে পোস্টের মান হ্রাস পেত। কিন্তু কখনোই বোনাস পাওয়ার আশায় এমন পোস্ট করা উচিৎ নয়। ফোরামে পোস্ট করার মানে হলো আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু জানেন এবং আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান অন্য মেম্বারকে দক্ষ করতে কতটুকু ভূমিকা পালন করছে সেটার মূল্যায়ন। আপনার পোস্ট কতটুকু মান সম্মত তা আপনি থ্যাংকসের পরিমাণ দেখে অনুমান করতে পারবেন। ভাল পোস্ট হলে প্রতিটি পোস্টের জন্য ৫০ ডলার করে বোনাস পাওয়াও সম্ভব।

kohit
2019-03-10, 04:08 PM
ফরেক্স বাংলা ফোরামের সর্বশেষ নিয়ম অনুযায়ী একজন মেম্বার দিনে সর্বচ্চো ৫-১০ টি পোস্ট করতে পারবে। ফরেক্স বাংলা ফোরাম এই দৈনিক পোস্টের সংখ্যা ৩০টি থেকে কমিয়ে ১০টিতে নিয়ে এসেছে যাতে করে ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট করে বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে শিক্ষামূলক পোস্ট করে আগের চেয়ে বেশী বোনাস নিতে পারে। কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়। এছাড়াও মাসিক বোনাসের পরিমনও ২০০ থেকে বৃদ্ধি করে ২০০০ ডলার করা হয়েছে। তাই আমি বলব যে আমাদের ভাল ভাল হয় বা শিক্ষামূলক পোস্ট করা উচিত।

bdunity
2019-03-12, 05:09 PM
আমার মতে ফোরমে প্রতিদিন 20থেকে 25টি পোস্ট করা উচিত। ভালোভাবে নিজের মতো করে পোস্ট করতে হবে আপনার পোস্ট দেখে ট্রেডাররা কিছু শিখতে পারে আর আপনার মত অনুযায়ী তারা ট্রেড করতে পারে।

Hafizfx
2019-03-12, 10:05 PM
ফোরামে বেশি বেশি পোষ্ট না করে অল্প পোষ্ট করা উচিত তবে পোষ্টগুলি হতে হবে তথ্যবহুল তবে সেটা ফোরামের নিকট বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং আপনি বেশি বেশি বোনাস পেতে পারেন। কিন্তু অনেকে বেশি পোষ্ট করে বেশি বোনাস নেওয়ার জন্য ফলে যেনোতেন করে পোষ্ট করে ফেলে ফলে বোনাস এর পরিমান কমে যাই এমনকি অনেক সময় মডারেটর পোষ্টটি বাতিল বলে গন্য করে থাকে। তাই ফোরামের নতুন নিয়ম অনুযায়ী ১০ টির বেশি পোষ্ট করা যাবে না তবে আমি সর্বোচ্চ ৫টি পোষ্ট দিনে করে থাকি তবে কখনও কখনও ১টি করে থাকি কিন্তু পোষ্টগুলি তথ্য বহুল করার চেষ্টা করি যাতে করে ফোরামের অন্যান্য সদস্য পোষ্টগুলি পরে কিছুটা উপকার পেতে পারে। তাই বেশি পোষ্ট না করে ১টি পোষ্ট করলেও সেটা তথ্যবহুল হওয়াটা অধিক যুক্তিযুক্ত।

bdunity
2019-03-13, 11:45 AM
আমার মতে ফোরামে প্রতিদিন 20থেকে 25 টি পোস্ট করা উচিত।কেননা আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু জানেন সেটা যদি আপনি ফোরামে পোস্ট করেন তাহলে আপনার পোস্ট দেখে আরো অনেকেই ফরেক্স সম্পর্কে জানতে পারবে।আর আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে আপনি অন্যর পোস্ট দেখে জানতে পারবেন।

NasirMollah739
2019-03-13, 02:51 PM
পোস্ট আসলে যে কারো জন্য সীমিত পর্যায়ে থাকা দরকার।
কারণ যদি যে কেউ তার ইচ্ছা মত পোস্ট করে আর সেটা যদি মানসম্মত না হয় তবে তার পোস্ট গুলো থেকে কেউ কিছু শিখতে পারে না, আর এতে সে নিজেও ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করবে না।
এই জন্য আমার মনে হয় আমরা যে কেউ রেগুলার ৫ থেকে ১০ টি, ভালো , সৃজনশীল ও রুচিসম্মত পোস্ট করার অভ্যাস করি।

TanjirKhandokar1994
2019-06-26, 03:09 PM
আমরা সকলেই ফরেক্স ফোরাম প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা একটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। আর এখন নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে। যেখানে আগে ছিলো ৪০ টা পোস্ট।তবে এই ৫-১০ টা পোস্টই যেন হয় শিক্ষনীয় এবং বাস্তব সম্মত সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। আগে যখন বেশি পোস্ট করা যেত তখন ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট বেশি করতো। তবে এখন বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে যদি শিক্ষামূলক পোস্ট করা হয় তাহলে আগের চেয়ে বেশী বোনাস নেয়া সম্ভব । কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
এখানে আমার কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব তাই বলছেন ফরেক্স কর্তৃপক্ষ। তাই আমি বলব যে আমাদের সকলের উচিত ভাল ভাল শিক্ষামূলক পোস্ট করা উচিত। ধন্যবাদ

samun
2019-06-26, 03:36 PM
ফরেক্সে প্রতিদিন ১০ টির বেশি পোস্ট করা সম্ভব নয়।আর সর্বনিম্ন হলেও প্রটিদিন ৩ - ৫ টি পোস্ট করা উচিত। যদিও আগে আরো বেশি পোস্ট করা যেতো।এখন পোস্ট কমিয়ে বোনাস বাড়িয়ে দেওয়ায় ট্রেডারদের অনেক সুবিধা হয়েছে।

AMIRSHIKDER976
2019-06-26, 04:47 PM
প্রতিদিন আমরা সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারে। এটা নির্দিষ্ট করে দেওয়া আছে তবে দশটা বেশি পড়া যাবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি একটাও করতে পারেন দুটো করতে পারেন অথবা 1 থেকে 10 এর ভিতরে করতে পারেন।

KaziBayzid162
2019-06-26, 07:25 PM
ফরেক্স এর বর্তমান নিয়ম অনুসারে ফোরামে এক দিনে 10 টার বেশি পোস্ট করা যাবে না,এবং পোস্টগুলো অবশ্যই যুক্তিনির্ভর হতে হবে যাতে করে অন্যান্য ট্রেডাররা পড়ে উপকৃত হতে পারে।

MANIK6642
2019-06-26, 08:28 PM
ফোরামে আগে ৪০ টি পোস্ট করা যেত কিন্তু বর্তমানে ফোরামে ১০ টি পোস্ট করার নিয়ম করছে ফোরাম কর্তৃপক্ষ।ফোরামে পোস্টের বর্তমান রেট ও বাড়িয়েছে ফোরাম কর্তৃপক্ষ।এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।তবে আমার মতে আমাদের পোস্টগুলো যেন সুন্দর,সাবলীল ও রুচিপূর্ণ হয় আমাদের সেই দিকে খেয়াল রাখা উচিত।এজন্য প্রতিদিন ১০ টা না পারলে ৫ টা করতে হবে কিন্তু পোস্টের মান ভাল রাখা উচিত।

Apu191
2019-09-04, 09:58 PM
আমরা সকলেই ফরেক্স ফোরাম প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা একটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। আর এখন নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে। যেখানে আগে ছিলো ৪০ টা পোস্ট।তবে এই ৫-১০ টা পোস্টই যেন হয় শিক্ষনীয় এবং বাস্তব সম্মত সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। আগে যখন বেশি পোস্ট করা যেত তখন ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট বেশি করতো। তবে এখন বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে যদি শিক্ষামূলক পোস্ট করা হয় তাহলে আগের চেয়ে বেশী বোনাস নেয়া সম্ভব । কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
এখানে আমার কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব তাই বলছেন ফরেক্স কর্তৃপক্ষ। তাই আমি বলব যে আমাদের সকলের উচিত ভাল ভাল শিক্ষামূলক পোস্ট করা উচিত। ধন্যবাদ

amreta
2020-01-22, 05:57 PM
হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনি একেবারে ঠিক বলেছেন। পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখি আমরা জানতে পারি যে কঠোর পরিশ্রম যে কোনও বসিনাসে সাফল্য অর্জন করা খুব নিসেসরিজ। আমরা যদি ফরেক্স ট্রেডিং মার্কেটে সফল হতে চাই তবে কঠোর পরিশ্রম করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমরা সত্যিকারের অ্যাকাউন্টের জন্য ভাল বোনাস জমা করতে পারি। মুনাফার পরিমাণ পুরোপুরি আরামের পরিশ্রমের উপর নির্ভর করে .. এবং যদি কঠোর পরিশ্রম হয় তবে আমরা সমস্ত ধরণের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি যা ফরেক্স ট্রেডিংয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

PK_SHIKDER
2020-01-23, 12:52 PM
প্রতিদিন সর্বনিম্ন ১ টা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ টা পর্যন্ত পোস্ট করা যায় ফরেক্স বাংলা ফোরামে । তবে সবথেকে ভালো হয় প্রতিদিন সর্বোচ্চ ১০ - ১৫ টি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকলে,,,, ধন্যবাদ ।

SHARIFfx
2020-01-23, 12:55 PM
আমার মতে আপনি ডেইলি ৫-১০ টি পোস্ট করতে পারেন। তবে খেয়াল রাখাবেন আপনার পোস্ট এর মান জেনো ভালো হয়। কারন লাইক বেশি পেলে আপনার বোনাস বেশি আসবে। তাই ভুল লেখালেখি থেকে বিরত থাকতে হবে।

Shohedulla
2020-01-23, 01:05 PM
নিয়ম অনুযায়ী ফরেক্সের প্রতিদিন সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারেন।যেখানে একটি পোস্টের জন্য আপনি 50 ডলার পর্যন্ত পেতে পারেন যে লাইক এর মাধ্যমে সম্ভব। এবং সর্বনিম্ন পাঁচটি পোস্ট করতে হবে।কারণ পোস্ট করতে এমন বড় অসুবিধা হয় না যে পোস্ট করা বন্ধ করতে হবে এবং পোষ্টের জন্য তো আমাদের বোনাস দেয়া হয় যার জন্য পোস্ট করা উচিত প্রতিদিন ।

saraa
2020-03-15, 12:57 PM
নিউবিবি ব্যবসায়ীদের একটি খারাপ অভ্যাসটি হ'ল তারা প্রযুক্তিগত তত্ত্ব এবং নিয়মগুলিতে আয়ত্ত করেন নি, তারা সাহসী, আত্মবিশ্বাসী এবং বাজারের গতিবিধির দিকনির্দেশনা বিশ্লেষণ এবং নির্ধারণে বিশেষজ্ঞ, এবং ক্ষতির সম্মুখীন হওয়ার সময় সাধারণত বাজার প্রস্তুতকারক বা ব্রোকারকে দোষ দেয়।

rakib.r
2020-04-02, 10:38 PM
আগে শুধু পোষ্ট করেই বোনাস নিতে হইতো তাই লিমিটেশন টা বেশি ছিলো। কিন্তু এখন আপনি যত সুন্দর করে যত গ্রহনযোগ্যতা মূলক একটা কমেন্ট করবেন আপনার বোনাস তত বেশি হবে। এতে করে ফোরামের ক্রাউড টা কিছু টা কম হচ্ছে আবার সেই সাথে মান সম্মত পোষ্ট যাতে হয় সে দিকেও একটা ব্যাপার কাজ করতেছে সবার মধ্যে।

XXXTentacion
2020-04-03, 10:41 AM
। তবে পোস্টগুলি অবশ্যই মানসম্মত এবং শিক্ষাগত হতে হবে যাতে অন্য কেউ আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারে। এর আগে একবারে ৫০ টিরও বেশি পদ পোস্ট করা যেত। দেখা গেল অনেকে বোনাসের উদ্দেশ্যে আরও পোস্ট করবেন post ফলস্বরূপ, পোস্টের মান হ্রাস হবে।, তবে পোস্টগুলি তথ্যমূলক হওয়া উচিত তবে তারা ফোরামে আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং আপনি আরও বোনাস পাবেন। তবে অনেক লোক আরও বেশি বোনাস নেওয়ার ফলে আরও পোস্ট করে, এইভাবে বোনাসের পরিমাণ হ্রাস করে,

ENGR:SUZON
2020-04-03, 11:04 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল শেখা আবার মূলধনের যোগান দেয়ার খুবই আকর্ষনীয়, গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হচ্ছে ফরেক্স ফোরাম। আমার জানামতে, ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোন লিমিট নেই। জ্ঞান অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আপনি যত খুশি তত প্রশ্ন আর যত খুশি তত প্রশ্নের উত্তর এই প্লাটফর্ম থেকে শেয়ার করতে ও জানতে পারবেন। তবে যদি ফোরামে পোস্ট করে জ্ঞান অর্জনের সাথে সাথে বোনাস প্রাপ্তির মাধ্যমে আপনি আপনার মূলধন যোগানের কাজটাও সুচারুভাবে সম্পন্ন করতে চান, তবে প্রতিদিন সর্বনিম্ন ১টি আর সর্বোচ্চ ১০টি মানসম্পন্ন পোস্ট করে সর্বনিম্ন ২০সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন, যা ফোরামের বিভিন্ন শর্ত সাপেক্ষে আপনার অ্যাকাউন্টে মূলধন হিসেবে যোগ হবে।

sanjida
2020-04-03, 04:12 PM
ফোরামের উদ্দেশ্য বজায় রেখে ফোরামে পোষ্ট করা উচিৎ। ফোরাম রুলস অনুযায়ী আর সবার লেখা দেখে বুঝতে পারলাম যে ফোরামে ১০ টার বেশি পোষ্ট করা উচিৎ না। পোষ্ট গুলো যাতে মান সম্মত হয় আর শুধু বোনাসের আশায় বেশি বেশি পোষ্ট না আসে সে জন্য ই এমন একটা সুন্দর সমাধানের কথা ভেবেছে ফোরাম কর্তৃপক্ষ । আমি তাদের এমন কাজের সাধুবাদ জানাই

Habibur shaikh
2020-04-03, 04:16 PM
ফরেক্স বাজারে কাজ করার জন্য ফরেক্স বাংলা ফোরাম একটি বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ফোরামে কাজ করে অর্জিত বোনাস দিয়ে ফরেক্স বাজারে ট্রেড করা সম্ভব। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়.... ধন্যবাদ।

Md.Nasim Uddin
2020-04-03, 04:49 PM
আমার জানামতে ফোরামে একজন টেন্ডার দৈনিক 15 থেকে 20 টার অধিক পোস্ট করা উচিত নয়। ২০টার অধিক পোস্ট করলে অনেক সময় আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই অল্প পোস্ট করে বোনাস অর্জন করা উচিত। এবং পোস্ট গুলা যাতে শিক্ষানীয় হয় সেদিকে খেয়াল রেখে পোস্টিং করা উচিত। কারণ একজন ট্রেডারের পোস্টিং থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। তাহলেই একজন ট্রেডার ফোরামে পোস্টিং এর মাধ্যমে বোনাস এর সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে। এবং এই শিক্ষা বাস্তব ট্রেডে কাজে দিবে।,,,,,,ধন্যবাদ।

DEARMUM100
2020-04-03, 05:31 PM
ফোরামের উদ্দেশ্য বজায় রেখে ফোরামে পোষ্ট করা উচিৎ। ফোরাম রুলস অনুযায়ী আর সবার লেখা দেখে বুঝতে পারলাম যে ফোরামে ১০ টার বেশি পোষ্ট করা উচিৎ না। পোষ্ট গুলো যাতে মান সম্মত হয় আর শুধু বোনাসের আশায় বেশি বেশি পোষ্ট না আসে সে জন্য ই এমন একটা সুন্দর সমাধানের কথা ভেবেছে ফোরাম কর্তৃপক্ষ ।দিনে সবোচ্চ ১০টার বেশী পোষ্ট করা যাবে না আর সর্বনিম্ন ৫টা পোষ্টও করা যাবে।আগে দিনে ১০টারও বেশী পোষ্ট করা যেতোও।এখন যায়না।ফরেক্স ফোরামের নতুন নিয়ম অনুযায়ী পোষ্টের লাইকের ভিতিতে বোনাস দেওয়া হয় আর ১০টার অধিক পোষ্ট হলে একদিনে তাহলে তা বাতিল করা হয়।আর ফোরামের পোষ্ট গুলোও মান সম্পন্ন, জ্ঞানগর্ভম্পন্ন হতে হবে।

souravkumarhazra6763
2020-04-03, 06:29 PM
প্রতিদিন আপনি ফোরাম এ সর্ব নিন্ম ১ টি পোস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ টি,আগে অনেক পোস্ট করা যেতো কিন্তু এখন ১০ টার বেশি পোস্ট করা যাই না,আর আমি মনে করি ১০ টা পোস্ট অনেক,আপনি যদি ভালো মানসন্মত পোস্ট করেন তাহলে একটি পোস্ট এর কারনে অনেক বোনাস পাবেন,তাই ভালো মানসন্মত পোস্ট করুন।

KF84
2020-06-29, 01:01 AM
নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে । যেখানে আগে ছিলো ৪০ টা পোস্ট । তবে এই ৫-১০ টা পোস্টই যেন হয় শিক্ষনীয় এবং বাস্তব সম্মত সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে । আগে যখন বেশি পোস্ট করা যেত তখন ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট বেশি করতো । তবে এখন বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে যদি শিক্ষামূলক পোস্ট করা হয় তাহলে আগের চেয়ে বেশী বোনাস নেয়া সম্ভব ।

muslima
2020-06-29, 01:47 AM
এখন আপনি যত সুন্দর করে যত গ্রহনযোগ্যতা মূলক একটা কমেন্ট করবেন আপনার বোনাস তত বেশি হবে। এতে করে ফোরামের ক্রাউড টা কিছু টা কম হচ্ছে আবার সেই সাথে মান সম্মত পোষ্ট যাতে হয় সে দিকেও একটা ব্যাপার কাজ করতেছে সবার মধ্যে। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি একটাও করতে পারেন দুটো করতে পারেন অথবা 1 থেকে 10 এর ভিতরে করতে পারেন।

konok
2020-06-30, 01:32 PM
সর্বনিম্ন ৫ টা এবং সর্বোচ্চ ১০ টা পোষ্ট করতে পারবেন প্রতিদিন। তবে এর অতিরিক্ত করলে সেটা এই ফোরামের নিয়মের বাইরে চলে যাবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন মানসম্মত ও শিক্ষনীয় হয় এবং অন্যান্য সদস্যদের উপকারে আসে এরকম যক্তিসঙ্গ পোষ্ট লিখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন দুই লাইনের চেয়ে কম না হয়। তাই বেশি পোষ্ট না করে ১টি পোষ্ট করলেও সেটা তথ্যবহুল হওয়াটা অধিক যুক্তিযুক্ত।

milu
2020-06-30, 02:21 PM
আমার জানামতে, ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোন লিমিট নেই। জ্ঞান অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আপনি যত খুশি তত প্রশ্ন আর যত খুশি তত প্রশ্নের উত্তর এই প্লাটফর্ম থেকে শেয়ার করতে ও জানতে পারবেন। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। তাহলেই একজন ট্রেডার ফোরামে পোস্টিং এর মাধ্যমে বোনাস এর সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে।

jimislam
2020-09-24, 03:05 PM
আমরা সকলেই ফরেক্স ফোরাম প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা একটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। আর এখন নতুন নিয়ম অনুযায়ী ফরেক্স বাংলা ফোরামের একজন মেম্বার দিনে ৫-১০ টি পোস্ট করতে পারবে। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। তাহলেই একজন ট্রেডার ফোরামে পোস্টিং এর মাধ্যমে বোনাস এর সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে।

FREEDOM
2020-09-24, 09:00 PM
প্রতিদিন আমরা সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারে। এটা নির্দিষ্ট করে দেওয়া আছে তবে দশটা বেশি পড়া যাবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি একটাও করতে পারেন দুটো করতে পারেন অথবা 1 থেকে 10 এর ভিতরে করতে পারেন।

ABDUSSALAM2020
2020-09-24, 10:06 PM
আমার জানা মতে ফোরামের নতুন আপডেট দেওয়ার পর একজন সদস্য প্রতিদিন 10 টি পোস্ট করতে পারবে এবং প্রতিটা পোস্টে লাইক এর উপর তিনি সর্বোচ্চ 50 ডলার নিতে পারবে।তবে নির্দিষ্ট সময়ে পরবর্তীতে আপনি পোস্ট করতে পারবেন ।

sss21
2020-09-24, 10:09 PM
ফরেক্স বাজারে কাজ করার জন্য ফরেক্স বাংলা ফোরাম একটি বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ফোরামে কাজ করে অর্জিত বোনাস দিয়ে ফরেক্স বাজারে ট্রেড করা সম্ভব। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়.... ধন্যবাদ।

uzzal05
2020-09-29, 09:01 PM
আমি সাধারনত ৩০-৪০ টা পোস্ট করে থাকি। আসলে বেশি পোস্ট করে লাভ নেই। অনেকস দেখা যায় যে শুধু ব্যালেন্স বাড়ানোর উদ্দেশ্য পোস্ট করে থাকি। তবে প্রতিদিন একটি লিমিট এর মধ্যে ফরেক্স ট্রেডীং েএকাউন্ট এ পোস্ট করা উচিত।

Sun
2020-12-04, 04:09 PM
আগে ফোরামে প্রতিদিন ৪০ তা পোস্ট করা জেত। কিন্তু ফোরাম এখন নিয়ম করেছে একদিনে সর্বোচ্চ ১০ তা পোস্ট করা করা যাবে। তবে বোনাসের পরিমান বেসি প্রধান করছে।

FRK75
2021-01-26, 11:22 AM
আপনি সর্বনিম্ন ৫ টা এবং সর্বোচ্চ ১০ টা পোষ্ট করতে পারবেন প্রতিদিন। তবে এর অতিরিক্ত করলে সেটা এই ফোরামের নিয়মের বাইরে চলে যাবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন মানসম্মত ও শিক্ষনীয় হয় এবং অন্যান্য সদস্যদের উপকারে আসে এরকম যক্তিসঙ্গ পোষ্ট লিখার চেষ্টা করতে হবে। এছাড়াও আপনার পোষ্টগুলো যেন দুই লাইনের চেয়ে কম না হয়।

Starship
2021-02-28, 11:03 PM
ফরেক্স ফোরাম এ আমরা পোস্ট করি ফরেক্স বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করার জন্য এবং ফরেক্স বিষয়ে জানার জন্য। আর এখানে নির্দিষ্ট কোন পোষ্টের পরিমাণের কথা উল্লেখ করেনি। তবে ফরেক্সে প্রতিটি পোস্ট যাতে মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর রাখতে হয়। কেননা আমাদের বোনাস দেয়া হয় মানসম্মত পোষ্টের উপর নির্ভর করে সংখ্যার ওপর নয়। তাই আপনাকে মানসম্মত পোস্ট করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তবে প্রতিদিন ৫ থেকে ১০ টি পোস্ট করলে সবচাইতে ভালো। আমি নিজেও এই পদ্ধতি অনুসরণ করে পোস্ট করে থাকি। তাই আপনাদের সকলকেই এই নিয়মটি অনুসরন করা উচিত।

IFXmehedi
2021-03-01, 02:17 AM
আমরা যারা ফোরামে পোস্ট করে থাকি অনেকেই জানি না আসলে ঠিক কতটি করে পোস্ট করা উচিত। একদিনে সর্বোচ্চ কতটি করে পোস্ট করা যাবে বা তার বেশি করলে কি সমস্যা হতে পারে? আবার ফোরামে যদি পোস্ট না করি তা হলে কি সমস্যা হতে পারে? এ ব্যাপারে যারা জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।

আমি মনে করি আমাদের প্রত্যেককে ফোরামে নিয়মিত হয়ে পোস্ট করা উচিত এবং এই পোষ্ট আবার খুব বেশি করা উচিত নয় । দিনে পাঁচটি থেকে দশটি সর্বোচ্চ পোস্ট করা আমাদের উচিত এবং সেগুলো গুণগত মান ঠিক রেখে । আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছি এই ফোরামের মাধ্যমে এবং বিনিময় কিছু বোনাস পাচ্ছে যেটা দিয়ে আমরা রিয়েল ট্রেডিং করতে পারছি । তাই গুণগত মান ঠিক না থাকলে পরবর্তীতে সম্মানিত মডারেটরগণ আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে ।

EmonFX
2021-03-01, 11:28 AM
আমরা যারা ফোরামে পোস্ট করে থাকি অনেকেই জানি না আসলে ঠিক কতটি করে পোস্ট করা উচিত। একদিনে সর্বোচ্চ কতটি করে পোস্ট করা যাবে বা তার বেশি করলে কি সমস্যা হতে পারে? আবার ফোরামে যদি পোস্ট না করি তা হলে কি সমস্যা হতে পারে? এ ব্যাপারে যারা জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।

ফরেক্স ফোরামে আমাদের দৈনিক সর্বোচ্চ 10 টি পোস্ট করা উচিত। আপনি চাইলে দৈনিক মতো খুশি পোস্ট করতে পারেন। তবে ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক ঠিক কতটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন, যেটা একজন ট্রেডারের ট্রেড করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স। আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন। আপনি যত বেশি কোয়ালিটি সম্পন্ন ও তথ্যবহুল পোস্ট করতে পারবেন ততবেশি বোনাস পেতে পারেন।

KAZIMAJHARULISLAM
2021-03-01, 12:30 PM
আসলে ভাইয়া আপনি ফোরামে কতগুলো পোস্ট করলেন,তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার পোস্ট কতো বেশি মানসম্মত। কেননা ফোরাম কতৃপক্ষ আপনাকে পোস্টের কোয়ান্টাটি নয়, বরং কোয়ালিটি অনুযায়ী বেশি বোনাস প্রদান করে। আপনার একটি তথ্যবহুল পোস্টের মাধ্যমে আমার মতো অসংখ্য ট্রেডারের উপকার হবে। তাই অসংখ্য পোস্ট না করে, মানসম্মত অল্প কিছু পোস্ট করুন।এতে তুলনামূলক বোনাস বেশি হবে। আপনি একদিন (৫-১০)টা পোস্ট করতে পারেন। কেননা এর বেশি হলে,একই কথার পুনরাবৃত্তি হতে পারে, এবং পোস্টের কোয়ালিটি কমে যেতে পারে।

Smd
2021-05-13, 10:05 PM
ফোরামে পোস্টের বর্তমান রেট ও বাড়িয়েছে ফোরাম কর্তৃপক্ষ।এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।তবে আমার মতে আমাদের পোস্টগুলো যেন সুন্দর,সাবলীল ও রুচিপূর্ণ হয় আমাদের সেই দিকে খেয়াল রাখা উচিত।আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখি আমরা জানতে পারি যে কঠোর পরিশ্রম যে কোনও বসিনাসে সাফল্য অর্জন করা খুব নিসেসরিজ। আমরা যদি ফরেক্স ট্রেডিং মার্কেটে সফল হতে চাই তবে কঠোর পরিশ্রম করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমরা সত্যিকারের অ্যাকাউন্টের জন্য ভাল বোনাস জমা করতে পারি।

Mas26
2021-05-14, 11:00 PM
আমি মনে করি ফরেক্স এ পোস্ট করার জন্য ফরেক্স ফোরামের রুলস অনুযায়ী পোস্ট করা উচিত ।সে ক্ষেত্রে আপনি প্রতিদিন 5 থেকে 10 টি পোস্ট করতে পারেন ফরেক্স মার্কেটে। এবং যদি মানসম্মত পোস্ট করতে পারেন তাহলে আপনার বোনাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ইনশাল্লাহ।

Devdas
2021-07-20, 04:50 PM
ফরেক্স ফোরাম এ প্রতিদিন আপনি আপনার ইচ্ছে মত করে পোষ্টিং করতে পারেন। একাধিক ৫টি পোষ্টিং করলে আপনাকে ৫ মিনিট বিরত থেকে আবার পোষ্টিং করতে পারবেন। কিন্তু আমার মতে ফরেক্স এ আপনি নিয়মিত ১০টি করে মান মম্মত পোষ্টিং করতে পারলেই ভাল। এর চেয়ে বেশী পোষ্টিং করলে হয়তো আপনি শুধু বোনাস এর জন্যই পোষ্টিং করেন। তবে আপনার কোন পোষ্টিং যদি মান সম্মত হয় তাহলে আপনার লাইক ই পেয়ে আপনি অনেক বোনাস পাবেন। তাই বেশী পোষ্টিং নয় মান সম্মত প্রতিদিন ১০টি করে পোষ্টিং করলেই ভাল হয়।

rakib.r
2021-07-20, 06:37 PM
আমি যতোটুকু জানি ফোরামে পোস্ট না করলে কোন সমস্যা নেই কিন্তু অতিরিক্ত পোস্ট করলে সমস্যা আছে। ফোরাম থেকে বলা হয় প্রতিদিন পাঁচটি করে পোস্ট করতে। সর্বোচ্চ দশটা পর্যন্ত পোস্ট করা সেইফ। একদিনে যদি 10 টির বেশি পোস্ট করা হয় তাহলে ফোরাম থেকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে

Smd
2021-10-25, 01:00 PM
ফরেক্স ফোরামে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোন লিমিট নেই। জ্ঞান অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আপনি যত খুশি তত প্রশ্ন আর যত খুশি তত প্রশ্নের উত্তর এই প্লাটফর্ম থেকে শেয়ার করতে ও জানতে পারবেন। তাই সবকিছু বিবেচনা করেই ফোরামে পোস্টিং করা উচিত। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। তবে সর্বনিম্ন পাঁচটা করতে হবে এরকম কোন নির্দিষ্ট নিয়ম নেই।

Smd
2022-01-24, 06:31 PM
তথ্যবহুল তবে সেটা ফোরামের নিকট বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং আপনি বেশি বেশি বোনাস পেতে পারেন। কিন্তু অনেকে বেশি পোষ্ট করে বেশি বোনাস নেওয়ার জন্য ফলে যেনোতেন করে পোষ্ট করে ফেলে ফলে বোনাস এর পরিমান কমে যাই এমনকি অনেক সময় মডারেটর পোষ্টটি বাতিল বলে গন্য করে থাকে। তাই ফোরামের নতুন নিয়ম অনুযায়ী ১০ টির বেশি পোষ্ট করা যাবে না তবে আমি সর্বোচ্চ ৫টি পোষ্ট দিনে করে থাকি তবে কখনও কখনও ১টি করে থাকি কিন্তু পোষ্টগুলি তথ্য বহুল করার চেষ্টা করি যাতে করে ফোরামের অন্যান্য সদস্য পোষ্টগুলি পরে। ফোরামে পোস্ট করার মানে হলো আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু জানেন এবং আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান অন্য মেম্বারকে দক্ষ করতে কতটুকু ভূমিকা পালন করছে সেটার মূল্যায়ন। আপনার পোস্ট কতটুকু মান সম্মত তা আপনি থ্যাংকসের পরিমাণ দেখে অনুমান করতে পারবেন।

samun
2022-04-12, 10:41 AM
ফরেক্স বাজারে কাজ করার জন্য ফরেক্স বাংলা ফোরাম একটি বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রতিদিন আমরা সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারে। এটা নির্দিষ্ট করে দেওয়া আছে তবে দশটা বেশি পড়া যাবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট ভাবে আপনি যদি ট্রেড করেন মনে করুন যে 5 থেকে 10 টা করেন তাহলে একটি মাসে অনেকগুলো পোস্ট হবে। এই ফোরামে কাজ করে অর্জিত বোনাস দিয়ে ফরেক্স বাজারে ট্রেড করা সম্ভব। এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়

FRK75
2023-01-12, 09:48 PM
ফরেক্সের প্রতিদিন সর্বোচ্চ 10 টা পোস্ট করতে পারেন।যেখানে একটি পোস্টের জন্য আপনি 50 ডলার পর্যন্ত পেতে পারেন যে লাইক এর মাধ্যমে সম্ভব। এবং সর্বনিম্ন পাঁচটি পোস্ট করতে হবে।কারণ পোস্ট করতে এমন বড় অসুবিধা হয় না যে পোস্ট করা বন্ধ করতে হবে এবং পোষ্টের জন্য তো আমাদের বোনাস দেয়া হয় যার জন্য পোস্ট করা উচিত প্রতিদিন ।প্রতিদিন আপনি ফোরাম এ সর্ব নিন্ম ১ টি পোস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ টি,আগে অনেক পোস্ট করা যেতো কিন্তু এখন ১০ টার বেশি পোস্ট করা যাই না,আর আমি মনে করি ১০ টা পোস্ট অনেক,আপনি যদি ভালো মানসন্মত পোস্ট করেন তাহলে একটি পোস্ট এর কারনে অনেক বোনাস পাবেন,তাই ভালো মানসন্মত পোস্ট করুন।

Mas26
2023-01-12, 10:24 PM
আপনি সর্বনিম্ন ৫ টা এবং সর্বোচ্চ ১০ টা পোষ্ট করতে পারবেন প্রতিদিন। তবে এর অতিরিক্ত করলে সেটা এই ফোরামের নিয়মের বাইরে চলে যাবে।এছাড়াও আপনার পোষ্টগুলো যেন মানসম্মত ও শিক্ষনীয় হয় এবং অন্যান্য সদস্যদের উপকারে আসে এরকম যক্তিসঙ্গ পোষ্ট লিখার চেষ্টা করতে হবে।এছাড়াও আপনার পোষ্টগুলো যেন দুই লাইনের চেয়ে কম না হয়।দিনে ফরেক্স ফোরামে মিনিমাম ৫টা থেকে ম্যাক্সিমাম ১০টা পোস্ট করা উচিৎ। তবে পোস্টগুলি অবশ্যই মান সম্মত ও শিক্ষনিয় হতে হবে যেন অন্য কেউ আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারে। আগে এক সময় দিনে ১০টার অধিকও পোস্ট করা যেত।এতে দেখা যেত অনেকে বেশি বোনাসের লক্ষ্যে বেশি পোস্ট করত। ফলে পোস্টের মান হ্রাস পেত।কিন্তু কখনোই বোনাস পাওয়ার আশায় এমন পোস্ট করা উচিৎ নয়।ফোরামে পোস্ট করার মানে হলো আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু জানেন এবং আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান অন্য মেম্বারকে দক্ষ করতে কতটুকু ভূমিকা পালন করছে সেটার মূল্যায়ন। আপনার পোস্ট কতটুকু মান সম্মত তা আপনি থ্যাংকসের পরিমাণ দেখে অনুমান করতে পারবেন। ভাল পোস্ট হলে প্রতিটি পোস্টের জন্য ৫০ ডলার করে বোনাস পাওয়াও সম্ভব।

FRK75
2023-06-01, 09:18 AM
আগে শুধু পোষ্ট করেই বোনাস নিতে হইতো তাই লিমিটেশন টা বেশি ছিলো। কিন্তু এখন আপনি যত সুন্দর করে যত গ্রহনযোগ্যতা মূলক একটা কমেন্ট করবেন আপনার বোনাস তত বেশি হবে। এতে করে ফোরামের ক্রাউড টা কিছু টা কম হচ্ছে আবার সেই সাথে মান সম্মত পোষ্ট যাতে হয় সে দিকেও একটা ব্যাপার কাজ করতেছে সবার মধ্যে।প্রতিদিন আপনি ফোরাম এ সর্ব নিন্ম ১ টি পোস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ টি,আগে অনেক পোস্ট করা যেতো কিন্তু এখন ১০ টার বেশি পোস্ট করা যাই না,আর আমি মনে করি ১০ টা পোস্ট অনেক,আপনি যদি ভালো মানসন্মত পোস্ট করেন তাহলে একটি পোস্ট এর কারনে অনেক বোনাস পাবেন,তাই ভালো মানসন্মত পোস্ট করুন।

Mas26
2023-06-01, 11:16 AM
দিনে ফরেক্স ফোরামে মিনিমাম ৫টা থেকে ম্যাক্সিমাম ১০টা পোস্ট করা উচিৎ। তবে পোস্টগুলি অবশ্যই মান সম্মত ও শিক্ষনিয় হতে হবে যেন অন্য কেউ আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারে। আগে এক সময় দিনে ১০টার অধিকও পোস্ট করা যেত। এতে দেখা যেত অনেকে বেশি বোনাসের লক্ষ্যে বেশি পোস্ট করত। ফলে পোস্টের মান হ্রাস পেত। কিন্তু কখনোই বোনাস পাওয়ার আশায় এমন পোস্ট করা উচিৎ নয়। ফোরামে পোস্ট করার মানে হলো আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু জানেন এবং আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান অন্য মেম্বারকে দক্ষ করতে কতটুকু ভূমিকা পালন করছে সেটার মূল্যায়ন। আপনার পোস্ট কতটুকু মান সম্মত তা আপনি থ্যাংকসের পরিমাণ দেখে অনুমান করতে পারবেন। ভাল পোস্ট হলে প্রতিটি পোস্টের জন্য ৫০ ডলার করে বোনাস পাওয়াও সম্ভব।

Mas26
2023-06-01, 11:17 AM
ফরেক্স বাংলা ফোরামের সর্বশেষ নিয়ম অনুযায়ী একজন মেম্বার দিনে সর্বচ্চো ৫-১০ টি পোস্ট করতে পারবে। ফরেক্স বাংলা ফোরাম এই দৈনিক পোস্টের সংখ্যা ৩০টি থেকে কমিয়ে ১০টিতে নিয়ে এসেছে যাতে করে ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট করে বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে শিক্ষামূলক পোস্ট করে আগের চেয়ে বেশী বোনাস নিতে পারে। কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়। এছাড়াও মাসিক বোনাসের পরিমনও ২০০ থেকে বৃদ্ধি করে ২০০০ ডলার করা হয়েছে। তাই আমি বলব যে আমাদের ভাল ভাল হয় বা শিক্ষামূলক পোস্ট করা উচিত।

FRK75
2023-12-20, 01:59 PM
শুধু পোষ্ট করেই বোনাস নিতে হইতো তাই লিমিটেশন টা বেশি ছিলো। কিন্তু এখন আপনি যত সুন্দর করে যত গ্রহনযোগ্যতা মূলক একটা কমেন্ট করবেন আপনার বোনাস তত বেশি হবে। এতে করে ফোরামের ক্রাউড টা কিছু টা কম হচ্ছে আবার সেই সাথে মান সম্মত পোষ্ট যাতে হয় সে দিকেও একটা ব্যাপার কাজ করতেছে সবার মধ্যে।প্রতিদিন আপনি ফোরাম এ সর্ব নিন্ম ১ টি পোস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ টি,আগে অনেক পোস্ট করা যেতো কিন্তু এখন ১০ টার বেশি পোস্ট করা যাই না,আর আমি মনে করি ১০ টা পোস্ট অনেক,আপনি যদি ভালো মানসন্মত পোস্ট করেন তাহলে একটি পোস্ট এর কারনে অনেক বোনাস পাবেন,তাই ভালো মানসন্মত পোস্ট করুন।

Mas26
2023-12-22, 10:06 AM
ফোরামে বেশি বেশি পোষ্ট না করে অল্প পোষ্ট করা উচিত তবে পোষ্টগুলি হতে হবে তথ্যবহুল তবে সেটা ফোরামের নিকট বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং আপনি বেশি বেশি বোনাস পেতে পারেন। কিন্তু অনেকে বেশি পোষ্ট করে বেশি বোনাস নেওয়ার জন্য ফলে যেনোতেন করে পোষ্ট করে ফেলে ফলে বোনাস এর পরিমান কমে যাই এমনকি অনেক সময় মডারেটর পোষ্টটি বাতিল বলে গন্য করে থাকে। তাই ফোরামের নতুন নিয়ম অনুযায়ী ১০ টির বেশি পোষ্ট করা যাবে না তবে আমি সর্বোচ্চ ৫টি পোষ্ট দিনে করে থাকি তবে কখনও কখনও ১টি করে থাকি কিন্তু পোষ্টগুলি তথ্য বহুল করার চেষ্টা করি যাতে করে ফোরামের অন্যান্য সদস্য পোষ্টগুলি পরে কিছুটা উপকার পেতে পারে। তাই বেশি পোষ্ট না করে ১টি পোষ্ট করলেও সেটা তথ্যবহুল হওয়াটা অধিক যুক্তিযুক্ত।