Traderboy
2019-03-11, 11:06 PM
সবাইকে আমার সালাম। একটি ইন্ডিকেটর এপ নিয়ে একটা পোস্ট করেছিলাম। এপটির নাম ছিল Currency Heatwave এপটি আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল ১০ ডলার। এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে ২০ ডলার। এপটির ব্যবহার খুব সোজা। বড় টাইমফ্রেমে এ দেখতে হবে কোন কারেন্সী স্ট্রং আর কোন কারেন্সী দূর্বল। এটা দেখার জন্য অনেক ফ্রি টুল পাওয়া যায় যেগুলো নির্দিষ্ট একটি টাইমফ্রেমের অবস্থা নির্দেশ করে, কিন্তু এই এপটি দিয়ে আপনি ১৫ মিনিট থেকে মান্থলি চার্টের ষ্ট্রেনথ বুঝতে সক্ষম হবেন।
এখন কাহিনী হলো এটি ফ্রি চালাবেন কিভাবে?
দুটি উপায় আছে। আপনি এই এপ ডেভেলপারদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে দেখে নিতে পারবেন কোন কারেন্সী স্ট্রং আর কোনটা দূর্বল।
ওয়েবসাইট লিংক: fxlabsplus.com
আর সরাসরি এপটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.fxlabsplus.currencyheatwave
এটি ফ্রিতে ব্যবহার করার জন্য একটি ট্রিকস ব্যবহার করা লাগবে। সেটি হলো একটি জিমেইল একাউন্ট দিয়ে ৭দিন করে ট্রায়াল চালাতে পারবেন। পিসিতে KO Player সেটআপ দিবেন তারপর সেটি পিসিতে সেটআপ দিবেন। এভাবে প্রতি ৭দিন পরপর একটি করে নতুন জিমেইল একাউন্ট ব্যবহার করবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন: আজকে পাউন্ড ইয়েনের থেকে অনেক বেশি ষ্ট্রং ছিল সকাল থেকে। তাই আজকে GBPJPY পেয়ারে শুধু বাই এন্ট্রি খুজে নিলে ভালো প্রফিটে থাকা যেত।
7321
H4 এবং D1 থেকে কারেন্সী ষ্ট্রেনথ টা ধরবেন তারপর H30 এ H1 এন্ট্রি নিবেন। ধরা যাক হায়ার টাইমফ্রেমে পাউন্ড স্ট্রং আর ইয়েন উইক তাহলে সেদিন সারাদিন লোয়ার টাইমফ্রেম থেকে শুধু বাই এন্ট্রি খুজবেন। আর যদি আপনারা চান তাহলে এখানে প্রতিদিন একটা পোস্ট করে সেটার কমেন্টে ৪ ঘন্টা পরপর আমি এটার আপডেট স্ক্রীনশট দিতে পারব। যেভাবে ভালো হয় জানাবেন সবাই। আমি এভাবে বেশ ভালো প্রফিট করছি। দেখুন কিছুদিন কেমন লাগে।
এখন কাহিনী হলো এটি ফ্রি চালাবেন কিভাবে?
দুটি উপায় আছে। আপনি এই এপ ডেভেলপারদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে দেখে নিতে পারবেন কোন কারেন্সী স্ট্রং আর কোনটা দূর্বল।
ওয়েবসাইট লিংক: fxlabsplus.com
আর সরাসরি এপটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.fxlabsplus.currencyheatwave
এটি ফ্রিতে ব্যবহার করার জন্য একটি ট্রিকস ব্যবহার করা লাগবে। সেটি হলো একটি জিমেইল একাউন্ট দিয়ে ৭দিন করে ট্রায়াল চালাতে পারবেন। পিসিতে KO Player সেটআপ দিবেন তারপর সেটি পিসিতে সেটআপ দিবেন। এভাবে প্রতি ৭দিন পরপর একটি করে নতুন জিমেইল একাউন্ট ব্যবহার করবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন: আজকে পাউন্ড ইয়েনের থেকে অনেক বেশি ষ্ট্রং ছিল সকাল থেকে। তাই আজকে GBPJPY পেয়ারে শুধু বাই এন্ট্রি খুজে নিলে ভালো প্রফিটে থাকা যেত।
7321
H4 এবং D1 থেকে কারেন্সী ষ্ট্রেনথ টা ধরবেন তারপর H30 এ H1 এন্ট্রি নিবেন। ধরা যাক হায়ার টাইমফ্রেমে পাউন্ড স্ট্রং আর ইয়েন উইক তাহলে সেদিন সারাদিন লোয়ার টাইমফ্রেম থেকে শুধু বাই এন্ট্রি খুজবেন। আর যদি আপনারা চান তাহলে এখানে প্রতিদিন একটা পোস্ট করে সেটার কমেন্টে ৪ ঘন্টা পরপর আমি এটার আপডেট স্ক্রীনশট দিতে পারব। যেভাবে ভালো হয় জানাবেন সবাই। আমি এভাবে বেশ ভালো প্রফিট করছি। দেখুন কিছুদিন কেমন লাগে।