PDA

View Full Version : আসেন ভাই লাভ করা শিখি



Traderboy
2019-03-11, 11:06 PM
সবাইকে আমার সালাম। একটি ইন্ডিকেটর এপ নিয়ে একটা পোস্ট করেছিলাম। এপটির নাম ছিল Currency Heatwave এপটি আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল ১০ ডলার। এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে ২০ ডলার। এপটির ব্যবহার খুব সোজা। বড় টাইমফ্রেমে এ দেখতে হবে কোন কারেন্সী স্ট্রং আর কোন কারেন্সী দূর্বল। এটা দেখার জন্য অনেক ফ্রি টুল পাওয়া যায় যেগুলো নির্দিষ্ট একটি টাইমফ্রেমের অবস্থা নির্দেশ করে, কিন্তু এই এপটি দিয়ে আপনি ১৫ মিনিট থেকে মান্থলি চার্টের ষ্ট্রেনথ বুঝতে সক্ষম হবেন।

এখন কাহিনী হলো এটি ফ্রি চালাবেন কিভাবে?
দুটি উপায় আছে। আপনি এই এপ ডেভেলপারদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে দেখে নিতে পারবেন কোন কারেন্সী স্ট্রং আর কোনটা দূর্বল।
ওয়েবসাইট লিংক: fxlabsplus.com

আর সরাসরি এপটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.fxlabsplus.currencyheatwave
এটি ফ্রিতে ব্যবহার করার জন্য একটি ট্রিকস ব্যবহার করা লাগবে। সেটি হলো একটি জিমেইল একাউন্ট দিয়ে ৭দিন করে ট্রায়াল চালাতে পারবেন। পিসিতে KO Player সেটআপ দিবেন তারপর সেটি পিসিতে সেটআপ দিবেন। এভাবে প্রতি ৭দিন পরপর একটি করে নতুন জিমেইল একাউন্ট ব্যবহার করবেন।

নিচের চিত্রটি লক্ষ্য করুন: আজকে পাউন্ড ইয়েনের থেকে অনেক বেশি ষ্ট্রং ছিল সকাল থেকে। তাই আজকে GBPJPY পেয়ারে শুধু বাই এন্ট্রি খুজে নিলে ভালো প্রফিটে থাকা যেত।

7321

H4 এবং D1 থেকে কারেন্সী ষ্ট্রেনথ টা ধরবেন তারপর H30 এ H1 এন্ট্রি নিবেন। ধরা যাক হায়ার টাইমফ্রেমে পাউন্ড স্ট্রং আর ইয়েন উইক তাহলে সেদিন সারাদিন লোয়ার টাইমফ্রেম থেকে শুধু বাই এন্ট্রি খুজবেন। আর যদি আপনারা চান তাহলে এখানে প্রতিদিন একটা পোস্ট করে সেটার কমেন্টে ৪ ঘন্টা পরপর আমি এটার আপডেট স্ক্রীনশট দিতে পারব। যেভাবে ভালো হয় জানাবেন সবাই। আমি এভাবে বেশ ভালো প্রফিট করছি। দেখুন কিছুদিন কেমন লাগে।

Hafizfx
2019-03-12, 10:26 PM
আমি এই এ্যাপটি নামিয়েছিলাম ট্রেড করার জন্য তবে সব সময় এটাদিয়ে ট্রেড করাটা ভুল হবে। কারন এটা সব সময় সঠিক সিদ্ধান প্রদান করে না। এখন দেখায় ই্উরো ইউএসডি তে ট্রেড নিলে লাভ হবে কিন্তু সেটা যদি দশ মিনিট পরে বলে না ট্রেড নেওয়া যাবে না। তবে আপনার নেওয়া ট্রেডটির কি অবস্থা হবে। তবে যদি এই এ্যাপটি আপডেট বা টাকার বিনিময়ে কিনে ব্যবহার করতে পারেন তবে ভাল সিগনাল পেতে পারেন। ডেমো ভার্শন এ কখনও সঠিক তথ্য পাওয়া যাই না। তারপরও ট্রেড নিবেন আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোন সিগনালের উপর ভিত্তি করে নয়। হ্যা আপনি মার্কেটের মুভমেন্ট জানার জন্য কিছু এ্যাপ সহযোগী হিসাবে ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে গিয়ে কারেন্সি হিটওয়েভ বলে সার্চ করলে এমন অনেক এ্যাপ পাওয়া যাবে। যেটা দিয়ে আপনি ভাল সিগনাল পেতে পারেন।

fxjaman
2019-03-12, 11:00 PM
হ্যাঁ ভাই আমি শিখছি। আমার শেখার যাত্রা এখনও শেষ হয় নাই। তবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সেই সাথে এপর্স ডাউনলোডের একটা লিংকও দিয়েছেন। এর মাধ্যমে হয়তোবা আমরা অনেকেই উপকৃত হতে পারবো। কারন আমাদের একটাই উদ্দেশ্য লাভ করতে হবে।

MdPiashHasan6080892
2019-03-13, 04:05 AM
ফরেক্স মার্কেটে আমার ব্যবসা কেন করি লাভ করার জন্যে করি
কিন্তু আমার অনেকে জানি না ফরেক্স এ লাভ কিভাবে করা যাই।
ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে দক্ষতার সাথে অবিজ্ঞতা
অর্জন করতে হবে। আর এই অবিজ্ঞতা অর্জন করার জন্যে আপনাকে প্রতিনিয়ত মার্কেট এনালাইসিস করতে হবে। ট্রেডিং করা যানতে হবে, মানি মেনেজমেন্ট সঠিক ভাবে মেনে ট্রেড করতে হবে। তাহলেই আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন।

Hafizfx
2019-03-14, 08:39 PM
ফোরামের সকল সদস্য নিয়মিত প্রফিট করুক এই আশা আমিও করি কিন্তু সেটা কোন সিগনাল এর উপর ভিত্তি করে না করে সিগনাল নিজের তৈরি করে সেই অনুযায়ী ট্রেড করতে পারলে ভাল হবে। আপনি যদি নিয়মিত যে কোন একটি এ্যাপ বা রোবট দিয়ে ট্রেড করেন তাহলে কখন ও বেশি প্রফিট করতে পারবেন না। আর লস করলে অনেক বেশি লস করে ফেলবেন তাই এ্যানালিসিস আপনি নিজেই করুন এবং আপনার সহযোগী হিসাবে বিভিন্ন এ্যাপ বা ইন্ডিকেটর ব্যবহার করুন কিস্তু কখনও কোন এ্যাপ বা রোবট বা ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে ট্রেড ক্যারিয়ার গড়ে তুলবেন না। তাহলে কখনও আপনি নিয়মিত প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। নিজের চেষ্টার লস করুন বার বার কোন সমস্য নেই একদিন তো লস করতে করলে লাভ করতে শিখবেন আর তখন অনেক বেশি বেশি আয় করতে পারবেন। কিন্তু অপরের ভরষায় ট্রেড করলে কখন ট্রেডার হতে পারবেন না।

TanjirKhandokar1994
2019-06-23, 11:02 PM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ লাভ করার জন্যই সকলে এখানে কাজ করে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লাভ করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড শুরু করতে হবে। কেননা ফরেক্সে দক্ষ না হয়ে ট্রেড করলে সফলতা পাওয়া সম্ভব নয়। আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। আর এখানে চাইলেই যে কেউ কাজ করতে পারে। তবে এখানে কাজ করতে হলে দক্ষ হয়ে কাজ করলে ভালো সফলতা পাওয়া যায়।