PDA

View Full Version : এটিএম বুথ ও কার্ডে থাকবে বাংলাদেশ ব্যাংকের তৈরি লোগো!



SaifulRahman
2019-03-13, 03:42 PM
https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019February/logo-20190312115129.jpg
গতকাল ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) লোগো-বিষয়ক একটি নীতিমালা জারি করে। যেখানে দেশের সব এটিএম বুথ, পস মেশিন ও কার্ডে নতুন লোগো বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে এ লোগো বসাতে হবে। এটিএম বুথ ও কার্ডে নতুন লোগো বসানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি লোগো তৈরি করে দিয়েছে। নীতিমালার কপি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, এনপিএসবির আওতায় বাংলাদেশের ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তিনির ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এনপিএসবিকে পৃথকভাবে চিহ্নিত ও পরিচিত করার মাধ্যমে গ্রাহকসেবা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘এনপিএসবি লোগো’ প্রণয়ন করেছে। এ লোগো এনপিএসবির অধীন ব্যাংকগুলোর ইলেকট্রনিক রিটেইল পেমেন্ট-সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহূত পেমেন্ট চ্যানেল এটিএম বুথ, পস মেশিন, ই-কমার্স সাইট ও পেমেন্ট গেটওয়েতে এবং পেমেন্ট ইনস্ট্রুমেন্ট তথ্য কার্ডগুলোয় (যেমন—ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড) ব্যবহার করা যাবে।