View Full Version : ফরেক্সে বিভিন্ন পেয়ারের স্প্রেড লেভেল আলাদা আলাদা কেন??:1f609:
SAGOR_HALDER944
2019-03-14, 12:43 AM
ফরেক্স মার্কেটে অনেকগুলো ব্রোকার আছে। প্রত্যেকটি ব্রোকারের আলাদা আলাদা স্প্রেড লেভেল আছে। তেমনি ইন্সটাফরেক্সের স্প্রেড লেভেল তিন। আমিও তাই জানতাম। কিন্তু পরে দেখি কিছু ব্যাতিক্রম আছে। যেমন gbpaud, eurcad তে স্প্রেড লেভেল ১২ ও euraud তে স্প্রেড লেভেল ৭ এবং gold ,btc এর ক্ষেত্রে স্প্রেড লেভেল অনেক বেশি প্রায় ৬০ এর উপরে। এখন কথা হচ্ছে স্পেড লেভেল বিভিন্ন হওয়ার কারন কি??
Hafizfx
2019-03-14, 08:29 PM
বিভিন্ন পেয়ারে যে স্প্রেড আমরা দেখতে পায় সেটা মুলত ব্রোকারের লাভের একটি অংশ যার বিনিময়ে ব্রোকার আমাদের এত এত সুবিধা প্রদান করে থাকে। কিন্তু আমরা লক্ষ করে থাকি বিভিন্ন পেয়ারের বিভিন্ন স্প্রেড ব্রোকার কেটে থাকে সেটা কেন কাটে? আসলে যখন আমরা মেজর কারেন্সিতে ট্রেড করে থাকি তখন স্প্রেড থাকে তিন আর যখন ক্রস পেয়ারে বা বিটকয়েন এ ট্রেড করেন তখন ব্রোকার অনেক বেশি স্প্রেড কেটে থাকে কারন যখন আপনি ডলার দিয়ে ট্রেড করে বিটকয়েন ক্রয় করে ট্রেডকরতে যান তখন ডলার এর দরে বিটকয়েন অটোমেটিক কনভার্ট হয়ে ট্রেড শুরু হয় যার কনভার্ট করার জন্য ব্রোকার কিছু অতিরিক্ত স্প্রেড কেটে থাকে। তবে যদি আপনি ডলার এর সাথে সম্পূক্ত পেয়ারে ট্রেড করবেন তখন ব্রোকার তার নির্দিষ্ট চার্জ টিই কেটে থাকে।
jasminbd
2019-07-08, 06:06 PM
কোন হাই ইমপ্যাক্ট নিউজ পাবলিশের সময় মার্কেট হাই ভোলাটাইল থেকে তখন লিকুয়িডিটি কমে যায়। ফলে ব্রোকাররা এই সময় স্প্রেড বাড়িয়ে দেয়। হাই ভোলাটিলিটি ফ্লটিং স্প্রেডের ব্রোকার গুলোতে হাই ভোলাটিলিটি মাকেটে এই সমস্যাটি বেশি হয়। তবে যে ব্রোকারগুলো ফিক্স সুবিধা দেয় তাদের সাথে হাই ভোলাটিলিটি ট্রেড করা ভাল। তারা এই সময় স্প্রেড ফিক্স রাখে। ফিক্স স্প্রেডের ব্রোকার মধ্যে আছে ইন্সটাফরেক্সে। তারা হাই ভোলাটিলিটি মাকেটেও স্প্রেড ফিক্স রাখে। বেশিভার পেয়ারের ক্ষেত্রে এদের ফিক্স স্প্রেড হল ৩পিপ্স। হ্যাঁ তবে মারেক্ত ভোলাটাইল হলে তখন স্প্রেড কিছুটা বাড়ে ।
MANIK6642
2019-07-13, 03:23 AM
ফরেক্স মার্কেটের বিভিন্ন ব্রোকারের স্প্রেড লেভেলগুলো আলাদা আলাদা হয়ে থাকে।বিভিন্ন পেয়ারে আমরা যে স্প্রেড দেখতে পায় সেগুলো মুলত ব্রোকারের লাভের অংশ।এই লাভ এর জন্যই ব্রোকার আমাদের এত সুযোগ সুবিধা প্রদান করে থাকে।বিভিন্ন পেয়ারে আলাদা আলাদা স্প্রেড বেকার কেটে থাকে।যেমন ইন্সটাফরেক্স এর স্প্রেড লেভেল তিন।আবার gbpusd,eurcad তে স্প্রেড লেভেল ১২।আবার gold,btc তে স্প্রেড লেভেল ৬০.এখন এই স্প্রেড লেভেলগুলো ভিন্ন হওয়ার কারণ আমার জানা নেই।অভিজ্ঞ ভাইয়েরা জানালে কৃতজ্ঞ থাকিব।
TanjirKhandokar1994
2019-07-23, 02:44 PM
আমরা সকলেই দেখে থাকি যে বিভিন্ন পেয়ারের স্প্রেড আলাদা আলাদা এর আর এই স্প্রেড হলো ব্রোকার গুলোর আয়ের উৎস।তবে কোন হাই ইমপ্যাক্ট নিউজ প্রকাশের সময় মার্কেট হাই লেভেলে থাকে তখন লিকুয়িডিটি কমে যায়।এবং এর ফলে ব্রোকাররা এই সময় স্প্রেড বাড়িয়ে দেয়।আর এটা বিশেষ করে আমরা দেখে থাকি আমাদের সময় অনুযায়ী রাত তিনটা হবে চারটা পর্যন্ত। এবং হাই ভোলাটিলিটি ফ্লটিং স্প্রেডের ব্রোকার গুলোতে হাই ভোলাটিলিটি মাকেটে এই সমস্যাটি বেশি হয়। আমরা দিনের বেলায় যখন ট্রেড করি তখন সাধারণত স্প্রেড থাকে ৩ আর রাত তিনটার সময় সেই স্প্রেড হয় ৯ তবে পেয়ার বেধে এটা কম বেশি হয়ে থাকে।
Rajib_Biswas
2019-10-17, 08:58 PM
ফরেক্স মার্কেটে যেমন অনেক ব্রোকার আছে তেমনি ফরেক্স মার্কেটে অনেকগুলো কারেন্সি পেয়ার আছে। এদের মধ্যে কয়েকটি কারেন্সি পেয়ার কে মেজর কারেন্সি পেয়ার এবং বাকিগুলোকে ক্রস কারেন্সি পেয়ার বলা হয়। সাধারণত ইউএসডি (usd) এর কারেন্সি পেয়ারগুলো কে মেজর কারেন্সি পেয়ার বলা হয়। পৃথিবীর সকল ফরেক্স ব্রোকারে মেজর কারেন্সি পেয়ার গুলোতে স্প্রেড কম হয়ে থাকে কারণ মেজর কারেন্সি গুলোতে সবথেকে বেশি ট্রেডিং করা হয়। আর বেশি স্প্রেড হয়ে থাকে ক্রস কারেন্সি গুলোতে কারণ ক্রস কারেন্সি গুলোতে ট্রেডিং কম করা হয়ে থাকে। এছাড়া ফরেক্স মার্কেটে মূল্যবান ধাতু যেমন সোনা ,সিলভার ও বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, রিপল, লাইট কয়েন ইত্যাদিতেও ট্রেডিং করা যায়। এগুলোর ভলিউম বেশি থাকার কারণে এগুলোতেও স্প্রেড সাধারণত বেশি হয়ে থাকে। কিছু কিছু ব্রোকারে স্প্রেড সবসময় ফিক্সড থাকলেও ইনস্টা ফরেক্স ব্রোকারে মাঝে মাঝে স্প্রেডের পরিবর্তন হয়ে থাকে। মার্কেটে যখন লো ভোলাটাইল অবস্থার সৃষ্টি হয় তখন স্প্রেড বেড়ে যায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.