PDA

View Full Version : নিউজ ট্রেড করতে চান??



Traderboy
2019-03-16, 09:37 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস করতে চাইলে আপনাকে অবশ্যই মার্কেটের সেশন সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। এই মার্কেট সেশনকে আমরা বাঙ্গালিরা সিজন বলতে পারি। শীতের সিজনে শীতকালীন ফসলের ব্যবসাই লাভজনক। গ্রীষ্মকালীন সিজনে গরমের ফসলই লাভজনক। শীতকালে যদি আপনি গ্রীষ্মকালের ফসল নিয়ে ব্যবসা করতে যান, তাহলে লস করবেনই। এখানে টেকনিক্যাল এনালাইসিস কোনভাবেই আপনাকে সাহায্য করতে পারবে না। তাই যারা নিজেদের ট্রেড আইডিয়াকে আরেকটু প্রফিটেবল করতে চাচ্ছেন, তারা ফরেক্স মার্কেটের সেশন সম্পর্কেও একটু জানাশোনা করার চেষ্ঠা করুন। কোন সেশনে কোন কারেন্সী ভাল মুভ করে, কোন কারেন্সী বাজে ভাবে মুভ করে এসব জানার চেষ্ঠা করুন। ধীরে ধীরে আরও অনেক কিছু পরিস্কার হয়ে যাবে আপনাদের কাছে। আর এসব বিষয়ে গুগলে সার্চ দিলেই সব পেয়ে যাবেন।

bdunity
2019-03-17, 07:37 AM
ফরেক্স এ ট্রেড করতে চাই কিন্ত নিউজ ট্রেড কি এটা সম্র্পে আমার কোন ধারণা নেই। যদি আপনাদের কারো নিউজ ট্রেড সম্পর্কে জানা থাকে তাহলে ফরামে পোস্ট করে জানান।