PDA

View Full Version : ডলার টু টাকা অনলাইন এক্সচেঞ্জার



Tofazzal Mia
2019-03-21, 05:22 PM
অনেক সময় আমাদের ডিপোজিটের জন্য বিভিন্ন কারেন্সী এবং পেমেন্ট গেটওয়েতে টাকার প্রয়োজন হয়। DollarToTaka.com | ডলার টু টাকা হল বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন এক্সচেঞ্জার। এখানে আপনি টাকা থেকে ডলার এবং পপুলার ভার্চুয়াল ওয়ালেট যেমন পেপ্যাল Paypal, স্ক্রিল (Skrill), নেটেলার (Neteller),পেওনিয়ার (Payoneer), পারফেক্ট মানি, ওয়েব মানি সহ ইত্যাদি অনেক কারেন্সী মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারবেন।

K M AL IFTEKHAR
2019-03-25, 10:46 PM
এইটা কি ভাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান? উত্তর আশা করছি ভাই। আমি নতুন মার্কেটে কাজ করা শুরু করেছি কিন্তু বুজতে পারছি না ভাল হবে কোনটা। এক এক জন এক এক রকম উত্তর দিচ্ছে। আপনি কি এর থেকে টাকা উঠিয়েছেন? জানাবেন প্লিজ।

habibi
2019-04-18, 06:40 PM
এইটা কি ভাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান? উত্তর আশা করছি ভাই। আমি নতুন মার্কেটে কাজ করা শুরু করেছি কিন্তু বুজতে পারছি না ভাল হবে কোনটা। এক এক জন এক এক রকম উত্তর দিচ্ছে। আপনি কি এর থেকে টাকা উঠিয়েছেন? জানাবেন প্লিজ।

এগুলো নির্ভরযোগ্য কিনা আমি জানি না। যদি আপনি অনলাইন পেমেন্টগুলো যদি বাংলা টাকায় কনভার্ট করতে চান তাহলে আপনি ব্রোকারগুলোর লোকাল আইবিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে প্রায় সকল ব্রোকারই তাদের লোকাল আইবি দিয়েছে। সেখানে গেলে মোটামুটি নির্ভরতার সাথে লেনদেন করা যায়। তাই আপনি যদি ফরেক্সের আয় উইথড্র বা টাকা ডিপোজিট করতে চান তাহলে ফরেক্স ব্রোকারগুলোর লোকাল আইবিগুলোর সাথে যোগাযোগ করুন। আমি ইন্সটাফরেক্সের ট্রেডার তাই আমি ইন্সটাফরেক্সের লোকাল আইবিগুলোর ঠিকানার লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা যোগাযোগ করতে চান তারা এই লিংকটি ভিজিট করুন- https://www.instaforex.com/bd/offices?p=33

DhakaFX
2019-05-13, 05:39 PM
7939
ফরেক্স ট্রেডার বন্ধুগণ,আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি এই সাইটে লেনদেন করা বেশ ঝুকিপূর্ণ৷একদিকে এই চোরের সাইটের কোনোও সিকিউরিটি নাই,নাই কোনোও লাইভ চ্যাট,কোনোও ফোন নাম্বার নাই৷টাকা নেওয়ার জন্য একটি বিকাশ/রকেট নাম্বার দিয়ে রাখছে৷তাদের ফোন করবেন হাজার বার...ফোন ধরবে না,মেইল করবেন ভূয়া৷তাহলে আপনার টাকা ফেরত পাওয়ার কোনোও সুযোগ রইলো না৷কী দারুণ বাটপারী৷আমি ফরেক্স ট্রেড করি৷তাই খুব জরুরী প্রয়োজনে বাধ্য হয়ে মাত্র 10 $/20$ ক্রয় করতে হয়৷অন্য কোনোও উপায় না থাকার কারণে এধরনের কিছু সাইটে এই 10$/20$ ডলার ক্রয় করি৷গত ৯ইমে এই সাইটে বিকাল ৪.৫৬মিনিটে ১০২০টাকা পাঠাইছিলাম আমার রকেট নাম্বার 017200137094 থেকে 10$ নেটেলারের জন্য, Trans ID - 1301261764, আমার Exchange ID- 46F02E2A19CB5D4D455F ৷ এই বাটপার আমার 10$ এখোনও দেয় নাই৷আমি আমার শরীরের ঘাম জড়ানো অনেক কষ্টের এই ১০২০ টাকা খানকীর পোলারে দিয়েছিলাম৷বহবার তার এই নাম্বারে 01920298290 মেসেজ দিয়ে অনেক অনুরোধ জানাইছি আমার ডলার বা টাকা ফেরত দেওয়ার জন্য৷কিন্তু সম্ভবত এর বাপ দাদা চোর ছিল,এর মা অন্যের বাড়িতে চুরি করতো...এইজন্য এই বদমাইশটা আমার আপনার টাকা মাইরা দিচ্ছে৷ভালো মানুষের সন্তান কখোনোও অন্যের টাকা মাইরা খায় না৷আপনাদের কারোও কোনোও পরামর্শ জানা থাকলে দয়া করে শেয়ার করবেন৷আর এই প্রতারকদের সাইটগুলো সম্পর্কে সবাইকে অবহিত করা জরুরী৷

FREEDOM
2020-06-22, 02:24 AM
আমরা যারা ডলার বা টাকা লেনদেন করি তাদের অনেক সময়েই অনলাইন সাইটগুলোতে যেতে হয় ডলার বাই সেল করতে। মুলত চাহিদার জন্যই যাওয়া। তবে আমার মতে যেরকম কিছু ভালো সাইট আছে যারা ট্রাস্টেড তেমনি কিছু স্ক্যামার সাইটও রয়েছে যারা ডলার বা টাকা নিয়ে ফেরত দেয় না। তাই অনলাইন সাইটগুলোতে মানি লেনদেনের আগে ভালো করে তথ্য যাচাই করে নেয়া উচিত সাইটগুলো কেমন আর যদি কোন পরিচিত লোক রেফার করে যারা সেখানে নিয়মিত লেনদেন করে এমন সাইটে আপনি ডলার এক্সচেন্জ বা বাই সেল করতে পারেন।

Mahmud1984fx
2020-06-25, 12:10 PM
ফরেক্স ট্রেডারদের জন্য এটা একটা জাতীয় সমস্যা। অনেক ভাই অনেক সময় দেখা যায় টাকা দিয়ে ডলার নিতে গিয়ে ধরা খেয়ে যায়,ডলার পান না। অনেকে অনেক পরামর্শ দেয় অমুক এ্যাক্সচেঞ্জার ভাল ও বিশ্বস্ত। কিন্তু তার পরেও সমস্যা হয়। ব্যাংকের মাধ্যমে সরাসরি ইনস্টাফরেক্সে টাকা জমা দেওয়া যায় কিনা জানি না। তবে ইনস্টাফরেক্স যেহেতু ফোরামের মাধ্যমে ভাল একটা উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশে,সেহেতু কোম্পানীর উচিত সরকারের সাথে আলোচনা করে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট বা উইথড্রো করার ব্যবস্থা করতে ।