Traderboy
2019-03-22, 05:00 PM
যখন কোন নির্দিষ্ট স্টক মার্কেটের আউটলুক ভালো দেখায়, ইন্টারন্যাশনাল অর্থ আশা শুরু করে। অন্যদিকে, যখন স্টক মার্কেটের অবস্থা খারাপ হয়, ইন্টারন্যাশনাল ইনভেস্টররা তাদের অর্থ নিয়ে অন্য কোথাও ইনভেস্ট করার চেষ্টা করে। যদিও আপনি স্টক ট্রেড না করে থাকেন, ফরেক্স ট্রেডার হিসেবে, আপনার মেজর কারেন্সির দেশগুলোর স্টক মার্কেটের দিকে নজর দেয়া উচিত। যদি আপনি বড় মাপের সফল ফরেক্স ট্রেডার হতে চান তাহলে অবশ্যই নজর দেওয়া উচিত।
একটা জিনিস মনে রাখবেন, যদি কোন দেশের স্টক আপনি কিনতে যান তাহলে আপনাকে ওই দেশের লোকাল কারেন্সি দিয়ে সেটা কিনতে হবে। কোন ইউরোপিয়ান ইনভেস্টর যদি জাপানী কোন কোম্পানির শেয়ার কিনতে চায় তাহলে তাকে ইউরোকে প্রথমে জাপানিজ ইয়েনে পরিবর্তন করে নিতে হবে। এটা ইয়েনের ডিমান্ড বাড়িয়ে দেয়। ইউরো বিক্রি করায় ইউরোর সাপ্লাই বৃদ্ধি পায়, যেটা ইউরোর দাম কমিয়ে দেয়। যদি এক দেশের স্টক মার্কেট আরেক দেশের স্টক মার্কেটের চেয়ে ভালো করে, তাহলে এটা আশা করা যায় যে ইনভেস্টরদের অর্থ সেদেশের স্টক মার্কেটে মুভ করবে। এটা সেই দেশের কারেন্সির ভ্যালুকে বাড়িয়ে দিতে পারে, আর দুর্বল স্টক মার্কেটের কারেন্সির ভ্যালুকে কমিয়ে দিতে পারে।
সাধারন ধারনা হলঃ শক্তিশালী স্টক মার্কেট, শক্তিশালী কারেন্সি। দুর্বল স্টক মার্কেট, দুর্বল কারেন্সি। যদি আপনি শক্তিশালী স্টক মার্কেটের কারেন্সি কেনেন আর দুর্বল স্টক মার্কেটের কারেন্সি বিক্রি করেন, তাহলে তা দিয়ে আপনি ভালো লাভ করতে পারেন।
একটা জিনিস মনে রাখবেন, যদি কোন দেশের স্টক আপনি কিনতে যান তাহলে আপনাকে ওই দেশের লোকাল কারেন্সি দিয়ে সেটা কিনতে হবে। কোন ইউরোপিয়ান ইনভেস্টর যদি জাপানী কোন কোম্পানির শেয়ার কিনতে চায় তাহলে তাকে ইউরোকে প্রথমে জাপানিজ ইয়েনে পরিবর্তন করে নিতে হবে। এটা ইয়েনের ডিমান্ড বাড়িয়ে দেয়। ইউরো বিক্রি করায় ইউরোর সাপ্লাই বৃদ্ধি পায়, যেটা ইউরোর দাম কমিয়ে দেয়। যদি এক দেশের স্টক মার্কেট আরেক দেশের স্টক মার্কেটের চেয়ে ভালো করে, তাহলে এটা আশা করা যায় যে ইনভেস্টরদের অর্থ সেদেশের স্টক মার্কেটে মুভ করবে। এটা সেই দেশের কারেন্সির ভ্যালুকে বাড়িয়ে দিতে পারে, আর দুর্বল স্টক মার্কেটের কারেন্সির ভ্যালুকে কমিয়ে দিতে পারে।
সাধারন ধারনা হলঃ শক্তিশালী স্টক মার্কেট, শক্তিশালী কারেন্সি। দুর্বল স্টক মার্কেট, দুর্বল কারেন্সি। যদি আপনি শক্তিশালী স্টক মার্কেটের কারেন্সি কেনেন আর দুর্বল স্টক মার্কেটের কারেন্সি বিক্রি করেন, তাহলে তা দিয়ে আপনি ভালো লাভ করতে পারেন।