PDA

View Full Version : আজ প্রথম উইথড্র দিলাম ৫০ ডলার



Traderboy
2019-03-22, 08:49 PM
ফোরাম একাউন্ট থেকে প্রফিট করে কে কে উইথড্র দিয়েছেন। কতক্ষন সময় লেগেছে এভারেজ। আমি আজ বিকালের দিকে উইথড্র দিয়েছি। একাউন্ট থেকে ডলার কেটে নিয়ে পেন্ডিং দেখাচ্ছে। কত সময় লাগে সাধারনত। যারা ইতিপূর্বে ডলার উত্তোলন করেছেন তারা মন্তব্য করে জানাবেন। কোন রকম প্রতিবন্ধকতার স্বীকার হয়েছিলেন কিনা সেটাও জানাবেন। ২স্টেপ ভেরিফিকেশন করা আছে একাউন্টে। এখন অপেক্ষা ডলার উত্তোলন সম্পন্ন হবার। ডলার উত্তোলন হলে সেটা নিয়ে বিস্তারিত আরেকটা পোস্ট দেব। সাথে থাকবে সহজ একটা ট্রেডিং সিস্টেম। আসলে সিস্টেম নিজের মধ্যে। নিজের সাইকোলজী ঠিক রেখে ট্রেড করতে পারলে সিম্পল মুভিং এভারেজ দিয়েও দেখবেন অনেক ইনকাম হবে।

যে একাউন্ট থেকে উইথড্র হচ্ছে সেটার সংক্ষিপ্ত হিস্টোরী দিলাম নতুনরা অনুপ্রানিত হতে পারবেন। মনোযোগ দিয়ে দেখুন:

7381

লক্ষ্য করলে দেখবেন লাভের ট্রেড লসের ট্রেড প্রায় সমান সমান কিন্তু তারপরো এভারেজ প্রফিটে আছে। কারন হলো আমি সবসময় ১:৩ থেকে ১:৫ পর্যন্ত রেশিওতে ট্রেড করেছি।

Traderboy
2019-03-23, 07:44 AM
গতকাল বিকালে উইথড্র রিকোয়েস্ট করেছিলাম। রাতের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে কোনরকম ঝামেলা ছাড়াই। কিভাবে কি করলে আপনার উইথড্র হতে কোন সমস্যা হবে না এটা নিয়ে আজ আরেকটা বিস্তারিত পোষ্ট দেব।

expkhaled
2019-03-23, 12:14 PM
আমি এখনও কোন উইথড্র দিতে পারি নাই। যা লাভ করেছি সব লস হয়ে গেছে। তবে এখন প্রায় লস রিকভার হয়ে গেছে আশা রাখি কয়েকদিনের মধ্যে লাভে মুখ দেখবো। তবে আমি এখনও নিজের সিস্টেমকে টিউন আপ করছি তাই ডেমো ট্রেডই বেশী করা হয়। এখনই আমি আসলে লাভের চিন্তা করছি না আমি চিন্তা করছি মার্কেট এ কিভাবে টিকা যায়। আমি বেশী দিন টিকে থাকতে চাই যদি টিকতে পারি তাহলে আজ না হয় কাল লাভ হবে। তাই অপেক্ষা করছি কখন আমার সিস্টেম আমার সাথে কাজ করবে সঠিক ভাবে।

SHARIFfx
2019-03-23, 01:27 PM
আসলে টাকা উত্তলন করার মজা টাই আলাদা। আমিও ফরেক্স থেকে লাভ করে অনেক টাকা উত্তলন করেছি। তবে ফরেক্স থেকে উত্তলন করতে হলে আপনাকে হতে হবে দক্ষ ট্রেডার। কারন অনেক অনেক দক্ষতা অর্জন ছাড়া আপনি ধারাবাহিক ভাবে টাকা উত্তলন করতে পারবেন না।7382

Traderboy
2019-03-23, 09:58 PM
আমি এখনও কোন উইথড্র দিতে পারি নাই। যা লাভ করেছি সব লস হয়ে গেছে। তবে এখন প্রায় লস রিকভার হয়ে গেছে আশা রাখি কয়েকদিনের মধ্যে লাভে মুখ দেখবো। তবে আমি এখনও নিজের সিস্টেমকে টিউন আপ করছি তাই ডেমো ট্রেডই বেশী করা হয়। এখনই আমি আসলে লাভের চিন্তা করছি না আমি চিন্তা করছি মার্কেট এ কিভাবে টিকা যায়। আমি বেশী দিন টিকে থাকতে চাই যদি টিকতে পারি তাহলে আজ না হয় কাল লাভ হবে। তাই অপেক্ষা করছি কখন আমার সিস্টেম আমার সাথে কাজ করবে সঠিক ভাবে।

পৃথিবীর সবথেকে বড় একটা কাজে হাত দিবেন। আর সেটার প্রস্তুতিও তো তেমনি থাকতে হবে। সেজন্য সময় নিয়ে নিজেকে গড়ে তোলার বিকল্প নেই। অল্প বিদ্যা নিয়ে ট্রেডিং শুরু করার চেয়ে সময় নিয়ে বছরখানেক পর রিয়েল ট্রেড শুরু করলে নিজের ভিত যেমন পাকাপোক্ত হয় তেমনি আপনার অভিজ্ঞতার ঝুলিও বাড়তে থাকবে। সময়ের সাথে সাথে নিজে আরো পরিনত হতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন শেখার কোন শেষ নেই। ট্রেডিং জগতে এই কথাটার মূল্য অনেক বেশি। শুভকামনা রইল।

Traderboy
2019-03-23, 10:03 PM
আসলে টাকা উত্তলন করার মজা টাই আলাদা। আমিও ফরেক্স থেকে লাভ করে অনেক টাকা উত্তলন করেছি। তবে ফরেক্স থেকে উত্তলন করতে হলে আপনাকে হতে হবে দক্ষ ট্রেডার। কারন অনেক অনেক দক্ষতা অর্জন ছাড়া আপনি ধারাবাহিক ভাবে টাকা উত্তলন করতে পারবেন না।7382

ভালো লাগে যখন কেউ এভাবে প্রফিটের কথা বলে। কারন চারদিকে বেশিরভাগ ট্রেডাররাই লস করে চলেছে। কেউ নিজের পার্সোনাল টাকায় আবার কেউ ফোরাম পোস্টিং এর ডলার। দোয়া করি এভাবে সবসময় প্রফিট করতে থাকুন। আর আপনি যেভাবে প্রফিট করেন সেটা শেয়ার করতে পারেন নতুনদের মাঝে। তাহলে নতুনরা পথ পাবে। জ্ঞান বিতরনে তো ক্ষতি নেই।