PDA

View Full Version : সিম্পল মুভিং এভারেজ দিয়ে একটি প্রঢিটেবল ট্রেডিং স্ট্রাটেজিঃ বছরে ১০০০+ পিপ্স



SUROZ Islam
2019-04-07, 03:55 PM
সিম্পল মুভিং এভারেজ দিয়ে একটি প্রঢিটেবল ইন্ডিকেটর স্ট্রাটেজি দেখে নিন
GBPUSD পেয়ারে ৪ঘন্টার টাইমফ্রেমের চার্টে সিম্পল মুভিং এভারেজ/ sma 21 দিয়ে প্রতি সপ্তাহে ১ টি ট্রেড করে বছরে নিশ্চিন্তে ১০০০+ পিপ্স প্রফিট পেতে পারেন। যেখানে প্রতি ট্রেডে লসের চেয়ে ৩ গুন বেশি প্রফিট রেশিও আছে।
প্রথমে h4 টাইমফ্রেমে সিম্পল মুভিং এভারেজ সিলেক্ট করে তার লেভেল ২১ সেট করে নিন, এরপর যখন সাপ্তাহিক বিরতির পর আবার যখন মার্কেট ওপেন হবে, তখন সেই ৪ঘন্টার ক্যান্ডেলটির ওপেন ও ক্লোজ হওয়া প্রাইস বের করে ক্যান্ডেলটির উপরে ও নিচের লেভেল চিহ্নিত করুন। নিচের ছবিতে লক্ষ্য করলে আরও পরিস্কার হবেন বিষয়টা।
7473
এবার লক্ষ্য করুন, সেই ক্যান্ডেলটি মুভিং এভারেজের উপরে আছে নাকি নিচে আছে। যদি উপরে থাকে তবে মোটামুটিভাবে বলা যায় যে মার্কেট আপট্রেন্ড অবস্থায় আছে। সুতরাং সেক্ষেত্রে সেই ক্যান্ডেলের উপরের লেভেল হতে ৫ পিপ্স উপরে পেন্ডিং বাই অর্ডার ওপেন করবেন। অথবা অপেক্ষায় থাকবেন যে, কখন মার্কেট সেই ক্যান্ডেলের উপরের লেভেলের ৫ পিপ্স উপরের প্রাইসকে ক্রস করে ফেলে। সেই মুহুর্তেই বাই অর্ডার ওপেন করুন। এখন প্রথমেই স্টপ লস বের করুন। স্টপ লস হবে সেই ক্যান্ডেলের নিচের লেভেল হতে ৫ পিপ্স নিচে। এবার টেক প্রফিট দেবার পালা। স্টপ লস যত পিপ্স দিয়েছেন, তার ৩ গুন পিপ্স টেক প্রফিট হিসেবে সেট করে নিন। ব্যস, এবার গোটা সপ্তাহের জন্য এই ট্রেডকে ভুলে যান।
7474
ঠিক একইভাবে সেই ক্যান্ডেল যদি মুভিং এভারেজের নিচে থাকে তবে বুঝতে হবে মার্কেট মোটামুটি ডাউনট্রেন্ড অবস্থায় আছে। সেক্ষেত্রে সেল ট্রেড ওপেন করার জন্য প্রস্তত হোন। ক্যান্ডেলের নিচের লেভেল হতে আরও ৫ পিপ্স নিচে মার্কেট গেলে তবে সেল ট্রেড ওপেন করে ফেলুন। ক্যান্ডেলটির উপরের লেভেল হতে ৫ পিপ্স উপরে স্টপ লস সেট করে নিন।আর স্টপ লসের ৩ গুন পিপ্স হিসেব করে বের করে টেক প্রফিট হিসেবে সেট করে দিন। এবার গোটা সপ্তাহের জন্য ভুলে যান ট্রেডের কথা।
তারপর ফরেক্স ইন্ডিকেটর স্ট্রাটেজি এর রেজাল্ট দেকুন

SaifulRahman
2019-10-02, 04:55 PM
9007
মুভিং এভারেজ দিয়ে সহজ ও লাভবান একটি ট্রেডিং স্ট্রাটেজী।
উপকরনঃ মুভিং এভারেজ ২৬ একপেনশিয়াল ও macd (ডিফল্ট)। টাইম ফ্রেমঃ ১ঘন্টা, (সাপোর্ট, রেজিস্টেন্স)
এখন আসুন বিস্তারিত জেনে নিনঃ মুভিং এভারেজ যখন একটি লাইন থেকে অন্য লাইনে যাবে যেমনঃ এখন মার্কেট উপরে যাচ্ছে উপর থেকে নিচের দিকে নামা শুরু তখন মুভিং এভারেজ কান্ডেল এর উপরে থাকবে আর কান্ডেল নিচে রেখে চলা শুরু করবে চিত্রের ন্যায় ঠিক পাশাপাশি সমায়ে macd এর কান্ডেল উপর থেকে নিচের লাইনে আসবে । এমন সময় সেল শুরু করতে পারেন। স্টপ লসঃ মার্কেট যেখানে থাকবে তার কাছাকাছি উপরে যে সাপোর্ট লেভেল থাকবে তার থেকে ৫ পিপ্স উপরে স্টপ লস দিয়ে বসে থাকবেন। টেক প্রফিটঃ স্টপ লস যা থাকবে টেক প্রফিট তার ২গুন দিয়ে বসে থাকবেন।
নোটঃ প্রতি টা এন্ট্রি কোন না কোন সাপোর্ট রেজিটেন্স থেকে নিতে হবে। এবং টেক প্রফিট এর জন্য অপেক্ষা করতে হবে কোন টা স্টপ লস গেলে ও ভয় পাবেন না। সপ্তাহে ১/২ টা এন্ট্রি পয়েন্ট পেতে পারেন(সম্ভাব্য)। মাস শেষ হলে হিসাব করবেন বেশ ভালো একটি প্রফিট থাকবে ইনশাল্লাহ।

FX7
2019-11-27, 02:29 PM
ধন্যবাদ ভাই মুভিং এভারেজ ২১ সম্পকে ধারনা দেওয়ার জন্য।আমি নতুন তাই তেমন কিছু জানি বা বুঝি না।আমি আপনার এই ২১মুভিংএভারেজটা ব্যাবহার করে দেখখবো।আশা করি ভাল কোন ফল পাবো।ধন্যবাদ আপনাকে পোষ্ট শেয়ার করার জন্য

Rokibul7
2020-07-07, 02:00 PM
এই ট্রটেজিটা সতিই দারুন। প্রফিটেবল ট্রটেজি।এই ট্রটেজি এনালাইসিস করে প্রতি সপ্তাহে এই টেডে ংংাভবান হওয়া যায় ৯০%।সুতারাং ফরেক্স কে এনালাইসিস করুন ফরেক্স আপনাকে প্রফিট দিবে