PDA

View Full Version : যুক্তরাজ্যের ব্যবসা আস্থা হ্রাস পেয়েছে



kohit
2019-04-09, 05:32 PM
যুক্তরাজ্যের ব্যবসা আস্থা হ্রাস পেয়েছে

২০১২ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের ব্যবসা আস্থা সর্বনিম্ন অবস্থানে এসে ঠেকেছে। ব্রেক্সিট সামনে রেখে প্রতিষ্ঠানগুলো মজুদ বাড়াচ্ছে, শুধু এ কারণে দেশটির অর্থনীতি প্রসারিত হচ্ছে। বিডিও অপটিমিজম সূচকে এমন তথ্যই উঠে এসেছে। বিডিও অপটিমিজম সূচক নির্দেশ করে আগামী তিন থেকে ছয় মাস উৎপাদন বৃদ্ধি নিয়ে ব্যবসা আশাবাদ কতটা। ২০০৮ সালে লেহম্যান ব্রাদার্সের পতন-পরবর্তী হতাশাজনক দিনগুলোর পর এবারই প্রথমবারের মতো মার্চে সূচকটির দ্রুততর পতন হয়েছে। বিডিও বলছে, পরিসংখ্যান নির্দেশ করছে, ২০১৯ সালে যেকোনো ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি আনতে যুক্তরাজ্যের অর্থনীতিকে সংগ্রাম করতে হবে।

আস্থার এ পতনে শীর্ষে রয়েছে আগে দারুণ সাফল্য দেখানো সেবা খাত। বিডিও বলছে, সন্দেহাতীতভাবে ২০১৬ সালে ইইউ থেকে প্রস্থানে ভোট দেয়ার পর আস্থার যে পতন দেখা গিয়েছিল, তার থেকেও এখন এটি বেশি দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাজ্যের জিডিপির প্রায় ৮০ শতাংশে অবদান রাখে সেবা খাত। সার্বিকভাবে এ খাতের আস্থায় বড় পতন হয়েছে। মার্চে সেবা খাতের সূচক নাটকীয় ৪ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ১৩-তে।
7503