PDA

View Full Version : কনজিউমার ফিন্যান্সের দিকে ঝুঁকছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো



SUROZ Islam
2019-04-17, 10:47 AM
7552
এশিয়ার ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্রমে কনজিউমার ফিন্যান্সের দিকে ঝুঁকছে। এশিয়া অঞ্চলের প্রথাগত ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এ প্রতিষ্ঠানগুলো। চীনা টেক জায়ান্ট আলিবাবা ও টেনসেন্টের মতো নিজেদের বিশাল ইউজার নেটওয়ার্ককে নতুন ব্যবসার কাজে লাগাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ফলে মেসেজিং অ্যাপ, ইমোজি ও অনলাইন হলিডে বুকিংয়ের জন্য জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে। এশিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলো নতুন ডিজিটাল প্লেয়ারদের জন্য ব্যাংকিং খাতকে উন্মুক্ত করার ফলেই তারা এ সুযোগ পাচ্ছে। যদিও এশিয়ার ব্যাংকিং খাতের পরিবর্তনের এ ধারা এখনো ভ্রূণ অবস্থায় রয়েছে। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যাংকিং বাজারের পরিবর্তনের সঙ্গে এর স্পষ্ট পার্থক্য রয়েছে। এসব অঞ্চলে ব্যাংকিং খাতের পরিবর্তন ধীরগতিতে হচ্ছে এবং ব্যাংকিং সংক্রান্ত স্টার্টআপের পেছনে ভেঞ্চার ক্যাপিট্যাল ফান্ড এবং আর্থিক খাতের অন্যান্য প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে না।