PDA

View Full Version : রাজশাহী ভ্রমন



SUROZ Islam
2019-04-17, 11:02 AM
রাজশাহী বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বিভাগীয় শহর।
7553
এই শহরে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো নিচে দেওয়া হল
বরেন্দ্র গবেষণা জাদুঘর: বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হচ্ছে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। ১৯১৩ সালের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল এটি উদ্বোধন করেন। বাঙালি ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যশিল্পের বিশাল সম্ভার রয়েছে এই বরেন্দ্র যাদুঘরে।
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা: ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা ও বাজি ধরায় প্রচন্ড উত্তেজানা সৃষ্টি হত। শহরাঞ্চলেই ঘোড়দৌড় মাঠ বা রেসকোর্স ছিল। রেসের নেশায় দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। অনেকে এ খেলায় সর্বস্বান্ত হয়েছে। কার্যত আয়োজকরাই লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। সেই রেসকোর্স ময়দান এখন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা।
পদ্মা গার্ডেন: পদ্মা নদীর পাড়ে এটি অবস্থিত।
টি বাঁধ: চিড়িয়াখানার ঠিক পেছনে এর অবস্থান। এখান থেকে পদ্মা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

যাতায়াত:
ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে রাজশাহী যাবার জন্য এসি-ননএসি বাস আছে। এর মধ্যে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, তুহিন এলিট, গ্রামীণ ট্রাভেলস উল্লেখযোগ্য। নন-এসি বাসের ভাড়া ৪৫০ টাকা এবং এসি বাসের ১০০০ টাকা। এসি বাসের ভাড়া বাসের ধরণ ও সময়ভেদে কম বেশি হয়।
এছাড়া ঢাকা থেকে রাজশাহী নিয়মিত ৩ টি ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস যাওয়া আসা করে। ট্রেনগুলোতে শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি আসনের মূল্য যথাক্রমে ৩১৫, ৬০৪ এবং ৭২৫ টাকা।
এছাড়াও রাজশাহীতে অবস্থিতশাহ মখদুম বিমানবন্দরে আভ্যন্তরীন রুটের বিমান উঠা-নামা করে। বর্তমানে শুধু রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল করে। বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানে এই রুটে যাওয়া ও আসা যায়।

bdunity
2019-04-17, 11:11 AM
মানুষের জীবন সব সময় একটা নির্দ্রিষ্ট গন্ডির ভিতরে থাকে । এবং কর্ম ক্ষেত্রের বিভিন্ন চাপে জীবন ওষ্টাগত হয়ে পড়ে । তাই মাঝে মাঝে একটু বিনোদন খেলাধুলা ইত্যাদী থাকা চাই । তাই মাঝে মাঝে একটু ঘোরা-ফেরা ছোট-খাটো সফর থুব দরকার । কারন আল্লাহ তায়ালাও বলেছেন, তোমরা জমিনের উপর ভ্রমন কর । তাহলে জমিনে বিভিন্ন নিদর্শন দেছে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে ।

MdRubelShaikh
2019-11-13, 12:48 AM
রাজশাহী ভ্রমনঃ রাজশাহী আমার বাড়ি। তারপরেও আমি মনে করি রাজশাহীর খুব বেশি অংশ আমি ভ্রমন করতে পারিনি।তবে রাজশাহীতে যদি কেউ তাহলে অবশ্যই পদ্মার পাড়ে যেতে ভুলবেন না।কারণ ওখানে গেলে পদ্মা নদীটা খুব কাছে থেকে ভালোভাবে দেখতে পারবেন।তবে রাজশাহীতে গেলে আমের সময় যাবেন তাহলে ১০-২০ টাকা কেজি আম খেতে পারবেন।