PDA

View Full Version : মাসিক বোনাস কত তারিখে পাওয়া যাবে???



SAGOR_HALDER944
2019-04-18, 01:13 AM
মার্চ মাসের বোনাস কত তারিখে পাওয়া যাবে??এপ্রিলের ১৮ দিন চলে গেল এখনো পোস্টিং বোনাস পাই নাই।

zahid4x
2019-04-18, 07:37 AM
মার্চ মাসের বোনাস কত তারিখে পাওয়া যাবে??এপ্রিলের ১৮ দিন চলে গেল এখনো পোস্টিং বোনাস পাই নাই।

এর আগেও কোন এক কারণে একটু দেরিতে বোনাস প্রদান করা হয়েছিল। আনুমানিক ২০/২২ তারিখের দিকে বোনাস প্রদান করা হয়েছিল। তাই আমার মনে হয় আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করা উচিত বোনাসের জন্য। আশা করি ২০/২২ তারিখের মধ্যেই বোনাস প্রদান করা হবে। তবে হ্যা ফোরাম থেকে বোনাস পাওয়া যাবে এটা নিয়ে কোন চিন্তার কারণ নেই।

jasminbd
2019-04-18, 06:20 PM
এই ফোরামের মাসিক বোনাস অনেক আগেই বাতিল হয়ে গেছে। এখান সাপ্তাহিক বোনাস দিয়ে থাকে। অর্থাৎ এখন পোস্টিং বোনাস প্রতি সাপ্তাহে দিয়ে থাকে। সাপ্তাহিক বোনাস যোগ হয়েছে কিনা তা দখতে পারবেন MT4 প্লাটফর্ম থেকে। তাই আপনি আপনার MT4 প্লাটফর্মে লগইন করে Account History তে দেখুন। এখানে বিস্তারিত দেওয়া থাকে যে কোন সপ্তাহে কত ডলার বোনাস যোগ হয়েছে আর কি কি কারনে বোনাস যোগ হয়েছে। তবে আমিও গত সপ্তাহের বোনাস এখনো পাইনি। অনেক সময় ২সাপ্তাহের বোনাস এক সাথে যোগ হয়। তাই বোনাস যদি এখনো না আসে তাহলে বিচলিত না হয়ে অপেক্ষা করুন। মূল বিষয় হচ্ছে বোনাস কখনো মাইর যাই না। আগে পরে অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায় ।

MdPiashHasan6080892
2019-05-03, 11:11 PM
ফোরামের বোনাস সাধারণত 7 থেকে 11 তারিখের ভিতরে প্রদান করা হয়ে থাকে। তবে অনেকেই অবগত আছেন যে ফোরামে কর্মরত জনবলের অভাব এর বিষয়টি। আর দিনকে দিন ফোরামে গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে।সর্বোপরি আমাদের পোস্ট এর বিচার বিশ্লেষণ করে তাদের ডাটা তৈরি করতে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়। যার কারণে আমাদের বোনাস পেতে অনেক সময় দেরী হয়ে যায়।তবে টেনশনের কোন কারণ নেই এই কারণে যে ফোরামের বোনাস এযাবৎকালে দেয়নি এরকম হয়নি। মূল বিষয় হচ্ছে ফোরামের বোনাস কখনো না দেয়ার রেকর্ড নেই।