PDA

View Full Version : জার্মানির অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে



SUROZ Islam
2019-04-18, 04:15 PM
২০১৮ সালের প্রথম থেকেই জার্মানির প্রবৃদ্ধিতে শ্লথগতি শুরু হয়, যা জুলাই-সেপ্টেম্বর সময়ে শূন্য দশমিক ২ শতাংশ সংকোচনের পর পরবর্তী তিন মাসে হয় শূন্য প্রবৃদ্ধি, যার ফলে জার্মানি অল্পের জন্য ‘প্রায়োগিক মন্দা’ বা পরপর দুই প্রান্তিক সংকোচন এড়াতে সক্ষম হয়।
২০১৯ সালেও ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির প্রবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা কমছে না। কেননা বার্লিন চলতি বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে বাড়তি সরকারি ব্যয়ের মাধ্যমে অর্থনীতিতে গতি আনার জন্য বিদেশীরা দাবি জানালেও দেশটির নীতিনির্ধারকদের তা মেনে নেয়ার তেমন সম্ভাবনা নেই। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি বছর দেশটির জিডিপি বাড়বে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। এর আগে জানুয়ারিতে জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী পিটার আল্টমায়া জানিয়েছিলেন, চালতি বছর প্রবৃদ্ধি মাত্র ১ শতাংশ হবে বলে তারা আশঙ্কা করছেন। বাণিজ্যে শ্লথগতি, ব্রেক্সিট এবং ইউরোপ ও চীনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝগড়ার মতো বৈশ্বিক ইস্যুর কারণে ইউরোঅঞ্চলের ‘শক্তির উৎস’ হিসেবে বিবেচিত জার্মানির অর্থনীতি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া স্থানীয় সমস্যাগুলোও প্রভাব ফেলছে।
http://forex-bangla.com/customavatars/1228149337.jpg

DhakaFX
2019-06-09, 12:44 PM
জার্মনিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং পাওয়ারহাউজ হিসেবে ধরা হয়। টানা ১৪-১৫ বছর ইউরোপের প্রধান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত জার্মানি সম্প্রতি কিছুটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেক্সিট-সংশ্লিষ্ট জটিলতার ফলে সৃষ্ট অনিশ্চয়তা, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ফলে বিশ্ববাণিজ্যে এক ধরনের শ্লথগতি, সম্প্রতি বিশ্বের বড় বড় বাজারে গাড়ি বিক্রি হ্রাস পাওয়া—এসবের কোনোটি এড়াতে পারেনি জার্মান অর্থনীতি। জার্মানি নিজ দেশে উৎপাদিত পণ্যের বড় একটা অংশ বিদেশে বিক্রি বা রফতানি করে। পণ্য রফতানির দিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের পরপরই জার্মানির অবস্থান।
এদিকে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক ‘বুন্দেসব্যাংক’ চলতি বছরে দেশটির অর্থনৈতিক কার্যক্রম সার্বিকভাবে শ্লথ হয়ে আসতে পারে বলে নতুন করে পূর্বাভাস দিয়েছে। যেখানে গত বছরের ডিসেম্বরে ব্যাংকটি চলতি বছরে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল, সম্প্রতি তা সংশোধন করে শূন্য দশমিক ৬ শতাংশে কমিয়ে এনেছে। বুন্দেসব্যাংক চলতি প্রান্তিকে জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস খানিকটা কমিয়ে আনলেও আগামী বছর নাগাদ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘুরে দাঁড়িয়ে ১ দশমিক ২ শতাংশে পৌঁছবে বলে আশাবাদী।