View Full Version : ফরমের বোনস পেতে ইন্সটাফরেক্সে কাছে হস্থান্তর প্রতি মাসের৭ বা ১৫ দিন
assadul
2019-04-24, 04:54 PM
ফরমের পোষ্টিং এর বোনাস পেতে কখন কোন সময় কত মাসের তারিখে পাওয়া যাবে, আমি যতোদূর জানতে পেরেছে আগে প্ররতি মাসের ৭তারিখে ইন্স্টাফরেক্সের কাছে ফরোমের বোনাস হস্থান্তর হইতো কিন্তু এখন দেখি প্রতি মাসের ১৫ তারিখে ফরমের বোনা ইন্স্টাফরেক্সর কাছে হস্তান্তর হচ্ছে কিন্তু সমস্যা কি বুঝে আসেনা।
SkAbdullahaAlMamun464893
2019-04-24, 08:50 PM
আসলে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে আজ প্রায় ৭ বছর যাবত কাজ করছি শুরুর দিকে বাংলাদেশ ফরেক্স ফোরামের যে পরিমান সদস্য দিল এখন তার পরিমান অনেক অনেক বেশি যার কারনে প্রতিটি সদস্যের পোস্ট মূল্যায়ন করে তার অর্জিত বোনাসের ডাটাবেস তৈরি করা বেশ সময় সাপেক্ষ কাজ পাশাপাশি আপনি নিশ্চই অবগত রয়েছেন যে ফোরামের জনবল সংকট রয়েছে যার ফলে আমার মনে হয় বোনাস প্রাপ্তিতে এই ধীর গতি। তারপরও বলব বোনাস পাওয়ার ব্যাপারে হতাশ হওয়ার কোন কারন নেই কারন আমার জানা মতে ফোরাম অতীতে কখনো বোনাস প্রদান করেনি এমন কোন উদাহরন নেই তাই হতাশ না হয়ে নিয়মিত ভাবে ফোরামে ফরেক্স ট্রেডিং বিষয়ে আপনার মূল্যবান এবং শিক্ষানীয় ট্রেড পোস্ট করুন।
alamsat
2019-04-25, 10:35 AM
এ যাবৎ পর্যন্ত ফোরামে পোষ্টিং করে নিয়মিত বোনাস পেয়ে আসছি এবং সেটা একটু দেরি হলেও পেয়েছি। কিন্তু এ মাসে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। কোন মাসে এদ দেরি হতে আমি গত ১ বছরে মধ্যে দেখিনি। তবে হয়ত এবার সদস্য সংখ্যা বেশি হওয়ার কারনেও এমনটি হতে পারে। কারন বেশি সংখ্যাক সদস্য হওয়ার কারনেও যদি যাচাই বাচাই করতে একটু দেরি হচ্ছে। কিন্তু ফোরামের বোনাস এই মাসের মধ্যে পেয়ে যাব ইনশাল্লাহ।
SHARIFfx
2019-04-25, 11:09 AM
আমার মনে আস্তা আছে যে বোনাস পাবো দেরি হলেও। এই রকম বিলম্ব যে না হয় আর সেই দিকে আমাদের মাননীয় মডারেটর এর খেয়াল রাখা উচিত। তবে হতাশ হবার কারন নাই। দেরি হকেও আমরা বোনাস পাবো বলে আশা করি ইনসাল্লাহ।
RASELRANA562917
2019-04-25, 01:25 PM
আমি যতদুর জানি এবং শুনেছি ইন্সটাফরেক্স প্রতি মাসেই বোনাস দিয়ে থাকে।কিন্তু এবার হয়ত অনেক দেরি হচ্ছে তবে আশাহত হওয়ার কোন কারণ নেই।আপনার প্রাপ্ত বোনাস আপনি পাবেন।এর আগে এমন হয় নাই।আমরা জানি ইন্সাফরেক্স এ জনবল সংকট থাকার কারণে এমনটা হচ্ছে।আর এই মাসে সদস্য সংখ্যা অনেব বেশি এজন্য ইন্সটাফরেক্স সদস্যদের ডাটাবেস তৈরি করতে এবর্ ফোরামের পোস্টের মুল্যায়ন করতে হয়ত বেশি সময় লাগছে।কিন্তু আশা ছাড়তে হবেনা কারণ আপনি আপনার বোনাস পাবেন হয়ত একটু দেরি হচ্ছে।নিয়মিত পোস্ট করতে থাকুন বোনাস পাবেন ইনশাল্লাহ।
babubd
2019-04-25, 03:14 PM
ফরেক্স ফোরামের বোনাস যথা সময়ে পাওয়ার কথা । কিন্ত হঠাৎ এমন সমস্যা কেন হচ্ছে ঠিক বুঝতেছিনা । তবে আমার আস্থা আর বিশ্বাস যে দেরি হলেও সবাই বোনাস পাবেন । বিগত মাসে যে কোন প্রব্লেম হয়েছে মনে হচ্ছে । তবে আশা করি খুব তাড়া তাড়া এসমস্যার একটা সমাধান হবে ।
kashed
2019-04-26, 10:03 PM
ভাই আমি বাংলাদেশ ফরমের ছাড়াও ইন্স্টাফরেক্সের আগেও অনন্যা ফরমে কাজ করছি বি গত ৫ বছর কিন্তু আমিও প্রতি মাসের৭ তারিখে বোনাস পেমেন্ট পেয়েছিলাম কিন্তু এখন আমার জানা মতে বাংলা দেশের ফরম পোষ্টিং চাহিদা অনুযায়ী সদস্য বেড়ে যাওয়াতেই এমন হচ্চে, আশা করি যথা সময়ে আপনি বোনাস পেয়ে যাবেন।
bdunity
2019-05-02, 12:30 PM
ফরেক্স ফোরামের বোনাস ইনেক্সটাফরেক্সে কাছে আসতে সময় লাগে কারন,ফোরামের লেখা গুলো যথাযথ মুল্যয়ন করে ইনেক্সটাফরেক্স কে হস্তান্তর করতে হয় । তবে আমার জানামতে আপনি যে তারিখ থেকেফোরামে পোষ্ট করা শুরু করেছেন পরবর্তী মাসের ঐ তারিখে বা কিছু আগে পরে হতে পারে ।
alamsat
2019-05-09, 01:01 PM
ফোরাম বাংলায় পোষ্ট করে যে বোনাস পায় সেটা পেতে হয়ত কোন কোন মাসে কিছু সময় দেরি হলেও পেয়েছি কিন্তু গত মাসের এবং তার আগের মাসের কোন বোনাস আমার একাউন্টে এখন পর্যন্ত যোগ হয়নী। তাই কারো একাউন্টে যদি গত ২ মাসের বোনাস যোগ হয়ে থাকে তাহলে দয়াকরে জানাবেন। তাহলে আমি মাননীয় মডারেটর এর সাথে করে সমস্যার সমাধান এর জন্য যোগাযোগ করব।
alamsat
2019-05-14, 11:26 AM
দীর্ঘ প্রতিক্ষার পর আজ বোনাস একাউন্টে যুক্ত হল। তবে একটু সময় বেশি লাগলেও বোনাস পেয়ে আমি খুবই আনন্দিত। কারন ট্রেড করার জন্য যত বেশি ডলার থাকবে তত বেশি রিস্কমুক্ত হয়ে ট্রেড করা যাই। তাই আজ আমি অত্যান্ত খুশি বোনাস পেয়ে। আজ একটু ভাল করে ট্রেড করার সুযোগ পেলাম। আপনারা কে কে বোনাস পেয়েছেন জানাবেন। যদি না পান তাহলে মাননীয় মডারেটর এর সাথে যোগাযোগ করলে অবশ্যয় বোনাস পেয়ে যাবেন।
habibi
2019-05-14, 05:00 PM
হ্যাঁ ভাই দীর্ঘ দুই মাস পর ফোরামের পোস্টিং বোনাস পেলাম। আজ সকালে প্লাটফর্ম ওপেন করে দেখি ট্রেডিং অ্যাকাউন্ট সকল প্রকার বোনাস যুক্ত হয়েছে। এর জন্য ফোরাম মোডারেটর এবং ইন্সটাফরেক্সেকে ধন্যবাদ জানাই। তবে এটি কি দুই মাসের বোনাস না এক মাসের বোনাস সেটা জনাতে পারলাম না। কারন বোনাসের পরিমান কিছুটা কম মনে হচ্ছে। যদিও এখন পোস্টগুলোর মান জাচাই করা হয় স্বয়ংক্রিয়ভাবে তাই বোনাস কেন কম হয়েছে তাই বুঝতে পারছি না। তবে যাই হোক বোনাস অ্যাকাউন্টে যুক্ত হয়েছে এটাই অনেক কিছু। কিছু কিছু ফোরাম মেম্বারের তো ঘুম হারাম হয়ে গিয়েছিল। যাই হোক আপনারা কি সবাই ঠিক মত বোনাস পেয়েছেন?
FRK75
2021-03-27, 12:38 PM
ফোরামে পোষ্টিং করে নিয়মিত বোনাস পেয়ে আসছি এবং সেটা একটু দেরি হলেও পেয়েছি। কিন্তু এ মাসে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। কোন মাসে এদ দেরি হতে আমি গত ১ বছরে মধ্যে দেখিনি। তবে হয়ত এবার সদস্য সংখ্যা বেশি হওয়ার কারনেও এমনটি হতে পারে। কারন বেশি সংখ্যাক সদস্য হওয়ার কারনেও যদি যাচাই বাচাই করতে একটু দেরি হচ্ছে। আজ একটু ভাল করে ট্রেড করার সুযোগ পেলাম। আপনারা কে কে বোনাস পেয়েছেন জানাবেন। যদি না পান তাহলে মাননীয় মডারেটর এর সাথে যোগাযোগ করলে অবশ্যয় বোনাস পেয়ে যাবেন।
Mas26
2021-03-27, 01:03 PM
আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে আজ প্রায় 2 বছর যাবত কাজ করছি শুরুর দিকে বাংলাদেশ ফরেক্স ফোরামের যে পরিমান সদস্য দিল এখন তার পরিমান অনেক অনেক বেশি যার কারনে প্রতিটি সদস্যের পোস্ট মূল্যায়ন করে তার অর্জিত বোনাসের ডাটাবেস তৈরি করা বেশ সময় সাপেক্ষ কাজ পাশাপাশি আপনি নিশ্চই অবগত রয়েছেন যে ফোরামের জনবল সংকট রয়েছে যার ফলে আমার মনে হয় বোনাস প্রাপ্তিতে এই ধীর গতি। তারপরও বলব বোনাস পাওয়ার ব্যাপারে হতাশ হওয়ার কোন কারন নেই কারন আমার জানা মতে ফোরাম অতীতে কখনো বোনাস প্রদান করেনি এমন কোন উদাহরন নেই তাই হতাশ না হয়ে নিয়মিত ভাবে ফোরামে ফরেক্স ট্রেডিং বিষয়ে আপনার মূল্যবান এবং শিক্ষানীয় ট্রেড পোস্ট করুন।এবং ফরেক্স এ কাজ করে নিজেরা সফল হন এবং অন্য কেউও সফলতা অর্জনের সহযোগিতা প্রদান করে জান ধন্যবাদ সবাইকে।
EmonFX
2021-03-27, 03:00 PM
ফরমের পোষ্টিং এর বোনাস পেতে কখন কোন সময় কত মাসের তারিখে পাওয়া যাবে, আমি যতোদূর জানতে পেরেছে আগে প্ররতি মাসের ৭তারিখে ইন্স্টাফরেক্সের কাছে ফরোমের বোনাস হস্থান্তর হইতো কিন্তু এখন দেখি প্রতি মাসের ১৫ তারিখে ফরমের বোনা ইন্স্টাফরেক্সর কাছে হস্তান্তর হচ্ছে কিন্তু সমস্যা কি বুঝে আসেনা।
এক সময় ইন্সটাফরেক্স ফরেক্স ফোরামে পোষ্টের জন্য পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। এবং এক সময় প্রতি সপ্তাহে বোনাস প্রদান করতেন। পরবর্তীতে এই সিস্টেম পরিবর্তন করে মান্থলি বোনাস প্রদান শুরু করেন এবং পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে forex-forum নির্দিষ্ট কোন তারিখে বোনাস প্রদান করেন না। এমনও হয়েছে দুমাস পর বোনাস প্রদান করেছেন। যেমনটা হয়েছে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বোনাস একসাথে মার্চ মাসের 17 তারিখ প্রদান করা হয়েছে। তবে আমি মনে করি মোনাস প্রদানের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ থাকা উচিত। এ ব্যাপারে আমি forex-forum অথরিটি তথা মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি তারা অতি গুরুত্বের সাথে দেখবেন।
KAZIMAJHARULISLAM
2021-03-28, 05:59 AM
করোনা মহামারীর পূর্বে ফোরাম বোনাস সাধারনত ৭ থেকে ১৫ তারিখের ভিতরেই ফোরাম এর সংযুক্ত ট্রেডিং একাউন্ট এর মেইন ব্যলেস্ন এর সাথে যুক্ত হয়ে যেত। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে,এর কিছুটা প্রভাব পড়েছে এইখানে।যার ফলে বর্তমানে বোনাস পেতে মাসের ২০ তারিখ পার হয়ে যায়। এমনকি পরবর্তী মাসে ও চলে যায়।আমি পরপর দুই মাসের বোনাস একসাথে পেয়েছি।এমনকি এটি আমার সাথে দুই বার হয়েছে।তবে আমি বিশ্বাস করি খুব শীঘ্রই,ফোরাম কর্তৃপক্ষ এর একটি সুষ্ঠু সমাধান বের করবেন।এবং আগের মতই নির্দিষ্ট তারিখের ভিতরেই,বোনাস আমাদের ফোরামের সাথে সংযুক্ত একাউন্টে জমা হয়ে যাবে।
Starship
2021-03-28, 11:10 PM
পৃথিবীতে সকল ধরনের জ্ঞান লাভ করতে টাকার বিনিময়ে শিখতে হয়। শুধু মাত্র ফরেক্স শেখার মাধ্যমে আপনাকে ব্রোকার উল্টা বোনাস দিয়ে থাকেন। একজন ট্রেডার হতে ব্রোকার আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। বাংলাদেশ ফরেক্স ফোরামে পোস্ট করা বিনিময়ে আমরা যেমন জ্ঞান লাভ করতে হবে তেমনি প্রকার আমাদের এই জ্ঞান লাভ করার অনুপ্রেরণা স্বরূপ বোনাস প্রদান করে থাকেন। যাতে করে আমরা একদিকে যেমন ডেমো একাউন্টে অনুশীলন করার পাশাপাশি রিয়েল একাউন্টে ট্রেড করে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.