PDA

View Full Version : নতুনদের জন্য ফরেক্সে আয় খুবিই কঠিন বলে মনে হয়



assadul
2019-04-28, 04:57 PM
ফরেক্স নতুনদের জন্য আয় খুবিই কঠিন বলে মনে হয় কারণ আমি দেখছি আমার অধিকাংশ ফরেক্স ছাত্র ভাই য়েরা লাভের চেয়ে লস করছে বেশী কিন্তু কি ভাবে ফরেক্সে ট্রেডিং করলে আসলে ফরেক্স সুফলতা আসবে এজন্য আমাদের কি করা বা কি ভাবে ট্রেড করলে ভাল হবে এগুলা সম্পর্কে বল্লে উপকৃত হবো

SHARIFfx
2019-04-28, 06:12 PM
নতুন দের ডিমো ট্রেডিং এ সময় দিয়ে ট্রেড করা উচিত কিন্তু নতুন রা সেটি মানতে রাজি নয়। তাদের মনে আবেগ বেশি কাজ করে আর ভাবে যে ফরেক্স করে রাতারাতি ধনী হওয়া যায়। এটি তাদের ভুল ধারণা। আমি বলতে চাই যে অন্তত ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন পরে রিয়েল ট্রেডিং এ আসুন তা হলে রিস্ক অনেক কমে যাবে।

MdPiashHasan6080892
2019-04-28, 11:57 PM
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য প্রথমে ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং প্রাকটিস করা উচিত। কেননা নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়। যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে নতুন রা যদি দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবে।

bdunity
2019-04-29, 02:55 PM
হ্যাঁ, নতুনদের ক্ষেত্রে ফরেক্সে আয় করা খুবই কষ্ট কথাটি যুক্তিযুক্ত । কারন নতুন অবস্থায় প্রত্যেকটা বিষয় না জানার মত থাকে । আস্তে আস্তে অভিজ্ঞা অর্জন করতে হয় । তাই প্রাথমিক ভাবে ফরেক্সে আয় করা একটু টাফ ব্যাপার হলেও ফরেক্স সম্পর্কে বিষদ জ্ঞ্যান থাকলে খুব বেশি সমস্যা হয় না ।

MONASONA77
2019-04-29, 09:08 PM
ফরেক্স একটি ব্যবসা। আর মানুষ ফরেক্স করে টাকা উপার্জন করার জন্যই।কিন্তু টাকা উপার্জন কি আসলেই এত সহজ? আমার মনে হয় টাকা উপার্জন মোটেও সহজ কাজ না। সে ক্ষেত্রে নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং করতে গেলে খুব সহজ হবে না এটাই স্বাভাবিক। সে জন্য অবশ্যই নতুনদের কে অনেক বেশি মনোযোগী হতে হবে এবং ঠিকঠাক মত ফরেক্স ট্রেডিং শিখতে হবে। সময় দিতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। তাহলেই নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং আস্তে আস্তে সহজ হয়ে যাবে বলে আমি মনে করি।

MdSohagMiah
2019-04-30, 09:50 PM
নতুনদের ক্ষেত্রে ফরেক্সে আয় খুবই কঠিন বলে মনে হওয়ার প্রথম কারন হচ্ছে ”অচেতনে অযোগ্যতা”

যারা সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছে তারা মনে করে যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন তারা ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছে যে, ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত তারা মনে করে এটা অনেক সহজ, ঠিক তাদের প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা তারা মনে করেছিল সহজ হবে, সবচেয়ে বড় কথা ”আর কত কঠিনইবা হবে” ?
কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেক বেশী ট্রেড করে এবং প্রচুর রিস্ক নেয়, ঠিক যেমন তারা গাড়ির স্টিয়ারিং হুইলের সামনে প্রথম হাত রেখেছিল কিন্তু জানতো না যে তারা কি করছে। যখন তারা একটা ট্রেড করে এবং সেটা তাদের বিপক্ষে যায়, তখন তারা সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নেয় এবং সেটাও বিপক্ষে যায় এবং এরকম হতেই থাকে।
তাদের শুরুর দিকে কিছু প্রাথমিক সাফল্য থাকতে পারে, কিন্তু সেটা তাদের জন্য আরো খারাপ হয়, কারণ সেটা তাদের ব্রেইনকে বলে যে ফরেক্স তো আসলেই সহজ এবং তার ফলে তারা আরো বেশি রিস্ক নিতে শুরু করে।
তারা তাদের প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দেয় । তাতে মাঝেমাঝে কাজ হয় কিন্তু বেশিরভাগ সময় তাদের একাউন্টের ক্ষতি হয়। তারা তাদের অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকে। আর কিছুদিন পর নতুনদের কাছে ফরেক্সে আয় খুবই কঠিন বলে মনে হয়।

RASELRANA562917
2019-04-30, 11:59 PM
অভিজ্ঞতার জয় সবসময়।ফরেক্স এ নতুন ট্রেডারের কাছে প্রফিট একটু কষ্টই হবে কারণ তারা মাত্র শিখতেছে।ফরেক্স এ সামান্য ভুল আপনার বড় ক্ষতি করতে যথেষ্ঠ যা নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে থাকে।এরা এই ভুলগুলো যখন ঘটবে তখন থেকেই তো বুঝতে পারবে শিক্ষা নিবে।এই ভুল গুলো যখন তারা করবেনা তখন তারা অভিজ্ঞ হয়ে যাবে।এজন্যই অভিজ্ঞতা একটা আলাদা জিনিস যার জয় আছেই।

KaziBayzid162
2019-05-01, 08:46 PM
ফরেক্সে আয় করা কারো জন্যই সহজ না,আর নতুনদের জন্য একটু কঠিনই বটে,কারন প্রথম
দিকে তাদের ফরেক্স সম্পর্কে তেমন কোন শিক্ষা,অভিজ্ঞতা,বা দক্ষতা থাকে না, যার ফলে তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেনা,এবং ট্রেড করার সময় আবেগে পড়ে বেশির বাগ ক্ষেত্রেই ভুল ট্রেড করে ফেলে,যার ফলে লাভের পরিবর্তে লস করে বসে,তবে তারা যদি রিয়েল একাউন্টে ট্রেড শুরু করার পূর্বে ফরেক্স সম্পর্কে পড়াশুনা করে ধারনা লাভ করে, মার্কেট এনালাইসিসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সাথে সাথে ডেমো একাউন্টে ট্রেড অনুশীলন করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারে,তাহলে নতুনরা ও ফরেক্স থেকে ভাল লাভ করতে পরবে।

ARIFULISLAM1996
2019-05-02, 05:02 PM
কোন কাজই সহজ না যদি আপনার সে কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে।ফরেক্স এমন একটি ব্যবসা যদি তা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আপনি নিশ্চিত লসের মুখে পড়বেন।আর নতুনদের জন্য তো কোন কথায় নেই।নতুন ট্রেডারদের অবশ্যই ফরেক্স করার আগে ডেমো একাউন্ট খুলে তাতে প্রাক্টিস করে তারপর ফরেক্স ব্যবসায় নামতে হবে।কেননা দক্ষতা ছাড়া ফরেক্স থেকে লাভ আশা করা সম্ভব না।কাজেই নতুনদের বেশি বেশি ডেমো ট্রেডিং করা জরুরি বলে আমি মনে করি

AMIRSHIKDER976
2019-05-02, 11:44 PM
ফরেক্স এ কাজ করাও ট্রেডিং করা অনেক কঠিন কিছু নয় তবে যারা নতুন এখানে তাদের কাছে একটু কঠিন মনে হবে। ফরেক্স এর বিভিন্ন ওয়েবসাইট এবং আপডেট নিউজ অভিজ্ঞ দক্ষ লোকের সাথে পরামর্শ করে কাজ করে ডেমো প্যাকটিস করে ফরেক্সে আসলে এটা তেমন কঠিন কিছু মনে হবে না অনেক অনেক সহজ মনে।

kashed
2019-06-30, 07:37 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসা নডুনদের কন্য এ ফরেক্স ব্যাবসা সহক কাম্য নয় কিন্ত ফরেল্স এমন অনেক ট্রেডার আছেন যাহারা তেমন কোন দক্ষতা ছাড়া ফরেক্স ট্রেড করে ভাল প্রফিট পাচ্ছেন কারন ফরেক্স রিক্স বিজনেস হইলেও এটা তাহারা সহজ ভাবে মেনে নিয়েছে তাহারা জানেন ফরেক্স রিয়াল মানি এবং রিয়াল ব্যাবসা তাই এমন নতুন ট্রেডার ফরেক্স নিজেদের পেশা হিসাবে নিয়েছে এবং সে সব নতুন ট্রেডার ভাবেন সব ব্যাবসা লাভ ও লস আছে ফরেক্সও তেমন লাভ লস আছে, তাই আপনিও এ ভাবে চেষ্টা করতে থাকুন, এক সৃয় সফলতা আসবে।

KANIZFATEMA1997
2019-06-30, 08:04 PM
কষ্ট ছাড়া সুখ লাভ হয়কি সহজ?জীবনে বড় হতে হলে কঠিন পথ পাড়ি দিতে হয়।কঠিনকে সহজ করা যায় কঠর। পরিশ্রমও নিরালস অধ্যবসারে দ্বারা কঠিনকে সহজতর করতে হবে।বেশী করে জ্ঞান বাড়াতে হবে।নিজের উপর আত্মা শীল হতে হবে।হতাশ হলে চলবে না।বেশী করে এনালাইসিস করতে হবে।নিজের দক্ষ তা বাড়াতে হবে।]নতুনদের ক্ষেত্রে ফরেক্সে আয় খুবই কঠিন বলে মনে হওয়ার প্রথম কারন হচ্ছে ”অচেতনে অযোগ্যতা”

যারা সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছে তারা মনে করে যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন তারা ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছে যে, ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত তারা মনে করে এটা অনেক সহজ, ঠিক তাদের প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা তারা মনে করেছিল সহজ হবে, সবচেয়ে বড় কথা ”আর কত কঠিনইবা হবে” ?
কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেক বেশী ট্রেড করে এবং প্রচুর রিস্ক নেয়, ঠিক যেমন তারা গাড়ির স্টিয়ারিং হুইলের সামনে প্রথম হাত রেখেছিল কিন্তু জানতো না যে তারা কি করছে। যখন তারা একটা ট্রেড করে এবং সেটা তাদের বিপক্ষে যায়, তখন তারা সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নেয় এবং সেটাও বিপক্ষে যায় এবং এরকম হতেই থাকে।
তাদের শুরুর দিকে কিছু প্রাথমিক সাফল্য থাকতে পারে, কিন্তু সেটা তাদের জন্য আরো খারাপ হয়, কারণ সেটা তাদের ব্রেইনকে বলে যে ফরেক্স তো আসলেই সহজ এবং তার ফলে তারা আরো বেশি রিস্ক নিতে শুরু করে।
তারা তাদের প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দেয় । তাতে মাঝেমাঝে কাজ হয় কিন্তু বেশিরভাগ সময় তাদের একাউন্টের ক্ষতি হয়। তারা তাদের অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকে। আর কিছুদিন পর নতুনদের কাছে ফরেক্সে আয় খুবই কঠিন বলে মনে হয়।কারণ তাদের এবিষয়ে ধারণা খুবই কম থাকে।তারপর আপডেট নিউজও তেমন দেখে না।তার সাথে দক্ষতা বাড়ানোর চেষ্টা করে না।

TanjirKhandokar1994
2019-07-22, 09:05 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট এমনই একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।তাই নতুন ট্রেডার দের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য প্রথমে ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং প্রাকটিস করা উচিত এবং মার্কেটে বেশি সময় দিয়ে কাজ করতে।আর নতুন রা রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না এবং লোভ না সামলিয়ে ট্রেড করে। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায় এর মূল কারণ হলো এনালাইসিস করতে না জানা। আর যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে তারা যদি একটু ধৈর্য্য ও পরিশ্রমি হয়ে ট্রেড করে তাহলে কিছুটা সহজ হবে।

instafxgp
2019-09-13, 01:04 PM
নতুন ট্রেডার মানে যে ফরেক্সে লস হবেই এমন কোন কথা নয় যাহার নতুন ট্রেডার বর্তমান পুরানদের চেয়ে দেখি ভাল দক্ষতা অর্জন করছে তাহারা দেখি বিশেষ করে আমার ছাত্র ভাইয়পরা অল্প দিনেই তাদের ফরেক্সে লাভবান হয়েছে তাই আমি মনে করি সবাই নতুন ট্রেডাররা ফরেক্স লাভবাদ হতে পারে না ,যাহার অল্প হইলেও মেধাবী তাহারা ফরেক্স বুঝতে পারছেন তাই নতুন ট্রেডার কোন বিশয় নয় মনে করি

SOMARANITHAKUR1995
2019-09-13, 01:35 PM
ফরেক্স মার্কেটে যারা বেশি লস করে থাকে কিংবা ব্যালান্স শূন্য করে ফেলে এরমধ্যে শতকরা৯৫ ভাগের বেশি নতুনরা অন্তর্ভুক্ত। ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন। যাদের মধ্যে ফরেক্স সংক্রান্ত কোন দক্ষতা অল্প তারাই লস করে। এর জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে রিয়েল ট্রেড করার পূর্বে ট্রেডিং সংক্রান্ত ধারণা পেতে মিনিমাম 6 মাস ডেমোতে ট্রেড করা উচিত। এছাড়া রিয়েল ট্রেড করার পাশাপাশি নিয়মিত ফোরামে পোস্ট করতে হবে। এতে একদিকে ট্রেডিং সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন এবং অন্যদিকে বোনাস অর্জন করে তা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ব্যালেন্স বৃদ্ধি করতে পারবেন। তাছাড়া ট্রেডিং এর কিছু নিয়ম আছে। নতুনদের অবশ্যই ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করা উচিত। তাহলে আশা করি লস হবে না।

Grimm
2019-11-05, 08:53 AM
নতুনদের জন্য ফরেক্স ব্যবসা কঠিন হওয়াটাই স্বাভাবিক। কারণ নতুন থাকা অবস্থায় তাদের পর্যাপ্ত পরিমানের জ্ঞান থাকে না। এই ব্যবসা করতে হরে পর্যাপ্ত পরিমাণের জ্ঞানের প্রয়োজন। কারণ এই ব্যবসা খুবই ঝুকিপুর্ণ ব্যবসা। যদি কেউ পর্যাপ্ত পরিমানের জ্ঞান ছাড়া এই ব্যবসা শুরু করে তাহলে সে বেশিদিন এই ব্যবসা সফলতার সহিত করতে পারবে না। আর সেই পরিপ্রেক্ষিতে নতুনরা বেশিরভাগ সময় লসের সম্মুখীন হয়ে থাকে। কিন্তু যখন তারা পর্যাপ্ত পরিমাণের জ্ঞান সহিত এই ব্যবসা শুরু করে তখন তারা এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে।

sufianhoshen
2019-11-05, 09:59 AM
নতুনদের পক্ষে এটি সহজেই দেখা যায় যে ফরেক্স ট্রেডিং কেবল বিনিয়োগের চেয়ে অনেক বেশি ভাল আয় প্রদান করতে পারে, যার অর্থ এই যে নতুনেরা সর্বদা বাজারে আসবে এবং সম্ভবত যারা ইতিমধ্যে রয়েছে আরও সমৃদ্ধ করবে।

Hredy
2019-11-05, 10:06 AM
ফরেক্স ব্যবসার থেকে আয় করার একমাত্র পথ হচ্ছে ভালো ট্রেডিং দক্ষতা অর্জন করা। ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য ধৈর্যধরে ডেমোতে ট্রেড প্রাকটিস করা। নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়। যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে নতুন রা যদি ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবে।

sufianhoshen
2019-11-05, 10:23 AM
নতুন এবং পুরাতন দের অর্থোপার্জনের একটি যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে শুরু করার জন্য, আপনাকে অবশ্যই নিজের সমস্ত দিক থেকে নিজেকে শিক্ষিত করার অ্যাকাউন্টে অনুশীলন করতে হবে, যতক্ষণ না আপনি নিজের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করেন ততক্ষণ সত্যিকারের অর্থের ঝুঁকি নেবেন না। তারপরেও, ব্যবসায়ের মনোবিজ্ঞান খুব কঠিন হতে পারে এবং আপনার লক্ষ্যগুলির বিরুদ্ধে কাজ করতে পারে।

tonydutta
2019-11-05, 11:05 AM
অবশ্যই নতুন দের জন্য ফরেক্স প্রথমে কঠিন বলেই মনে হবে তাই এই ব্যবসাকে কঠিন মনে করলে চলবে না এটি বুঝতে পারলে খুব সহজে করা যায় ।আমি মনে করি যারা ফরেক্সে নতুন তাদের অবশ্যই প্রথমে ডেমো নিয়ে ট্রেড করা শিখতে হবে ।কারণ এখানে ট্রেড করাই প্রধান ব্যপার।

PK_SHIKDER
2019-11-05, 01:07 PM
আসসালামু আলাইকুম,,,, প্রিয় ভাইয়েরা,,,, আমি একজন এই ফরেক্স এর নতুন একজন গ্রাহক। আমার জন্য এই ফরেক্স শিক্ষা খুবই কষ্টদায়ক। আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে চাই,,,, এক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা করছি। আমি ডেমো ট্রেডিংয়ে ট্রেনিং করছি এবং ডেমো ট্রেডিং থেকে জ্ঞান অর্জন করতে চাই। কিভাবে এই ডেমো ট্রেডিং থেকে ট্রেড করে সফল হওয়া যায় এবং প্রফিট অর্জন করা যায়। আমার এই ফরেক্স সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা এবং জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বেশি বেশি করে ডেমো ট্রেডিং করতে হবে,,,, এবং অনেক শ্রম ও সময় ব্যয় করতে হবে। এক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা এবং মতামত আশা করছি,,,, ধন্যবা।

ARD
2019-11-06, 09:49 PM
অনেকেই আছেন যাঁরা হয় ট্রেডিং অ্যাকাউন্টে জমা করার জন্য অর্থ রাখেন না বা অন্য কোনও কারণে তাদের অ্যাকাউন্টে তহবিল সংগ্রহ করা এবং বোনাসকে স্বাগত জানানো সম্ভব নয়, বা পোস্টের জন্য বোনাস তাদের জন্য খুব উপকারী কারণ তারা বাণিজ্য করে এবং বিনিয়োগ ছাড়াই উপার্জন করেন।

Leee
2019-11-07, 12:15 PM
নতুন ট্রেডারদের জন্য ফরেক্স কঠিন হওয়ার কারণ হচ্ছে ফরেক্স মার্কেটে সবাই সুবিধা করতে পারে না একমাত্র দক্ষ ট্রেডার ছাড়া। নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে। নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা।

samun
2019-11-07, 02:00 PM
একমাত্র দক্ষ ট্রেডার ছাড়া। নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে। নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা।

amreta
2020-03-18, 07:24 PM
উপরোক্ত বিবৃতি "আপনার বৌদ্ধিক ঝুঁকির থেকে সাবধান থাকুন যা আপনার ফরেক্স ক্যারিয়ারকে শেষ করতে পারে" লোভ সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশ করে। যে সমস্ত ব্যবসায়ী লোভী হয়ে থাকে তারা তাদের পুরো বিনিয়োগটি কেবলমাত্র একটি একক বাণিজ্যে বিনিয়োগ করে যা একটি বোকামি ঝুঁকি এবং যখন জিনিসগুলি তাদের বিপক্ষে চলে যায় যার পরিণতিতে লোকসানের কারণ হয় তারা বাম প্রয়োজনীয়তা পূরণ করে তাদের বিদেশী কর্মজীবন হারাতে পারে। গণনা ঝুঁকি এবং অন্ধ চোখ দিয়ে আপনার বাণিজ্য করা। সকলেই জানেন ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা হ'ল আমরা এখানে কেবল ঝুঁকি ব্যবস্থাপনার এবং অর্থ পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। সুতরাং প্রতিটি নবাগত বিদেশী বৈদেশিক মুদ্রার শেখার আগ পর্যন্ত ঝুঁকি নেয় না।

Habibur shaikh
2020-03-18, 08:31 PM
কোন কাজই কঠিন নয়। তবে ফরেক্স মার্কেট কাজ করার জন্য ধৈর্য ধারনের বিশেষ প্রয়োজন রয়েছে। ধৈর্যধারণ ছাড়া এই মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব নয়। ধৈর্য ধারণ করে নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারলে এই মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব.... ধন্যবাদ।

Md.Nasim Uddin
2020-03-18, 08:54 PM
ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়ার সহজ কাজ নয়। এখান থেকে লাভবান হওয়া নির্ভর করে একজন ট্রেডার এর উপর। সে কেমন বুদ্ধিমত্তা বা দক্ষতা অর্জন করেছে মার্কেট সম্পর্কে। দক্ষতা ব্যতীত ফরেক্স মার্কেট থেকে কোনভাবেই লাভবান হওয়া সম্ভব নয়। নতুনদের সমস্যা হয় দক্ষতার অভাবে ট্রেডে অংশগ্রহণ করে এইজন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই লসের সম্মুখীন হয়। তাই ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে হলে অবশ্যই অর্জন করা আবশ্যক।,,,,ধন্যবাদ।

samadmollah
2020-03-18, 09:41 PM
কোন কাজই সহজ না যদি আপনার সে কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে।ফরেক্স এমন একটি ব্যবসা যদি তা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আপনি নিশ্চিত লসের মুখে পড়বেন।আর নতুনদের জন্য তো কোন কথায় নেই।নতুন ট্রেডারদের অবশ্যই ফরেক্স করার আগে ডেমো একাউন্ট খুলে তাতে প্রাক্টিস করে তারপর ফরেক্স ব্যবসায় নামতে হবে।কেননা দক্ষতা ছাড়া ফরেক্স থেকে লাভ আশা করা সম্ভব না।কাজেই নতুনদের বেশি বেশি ডেমো ট্রেডিং করা জরুরি বলে আমি মনে করি

Suriya Sultana Hira
2020-03-18, 10:19 PM
অবশ্যই নতুনদের জন্য ফরেক্স মার্কেট থেকে আয় করাটা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায় । তার কারন হলো নতুন ট্রেডাররা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন না করেই ট্রেড করা শুরু করে দেয়,,, যার ফলাফল স্বরূপ পেয়ে থাকে লচ । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড ওপেন করা এবং ধৈর্য ধারন করে টিকে থাকা ও অল্প লাভে সন্তুষ্টি থাকা,,,,, ধন্যবাদ ।

uzzal05
2020-03-19, 12:26 AM
প্রথম অবস্থায় যে কোন কাজই কঠিন বলে মনে হতে পারে। সেজন্য ধৈর্য্য ধরে কাজ করতে হবে। কোন কাজই দ্রুত সফল হওয়া যায় কিন্তু সেই কাজ সম্পর্কে আমাদের এনালিইসিস করতে হবে। আমাদের সেই বিষয় নিয়ে গবেষনা করতে হবে। আর যখন ঘাটাঘাটি করব একটা বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব।

zakia
2020-03-19, 09:27 AM
প্রতিটা কাজই নতুনদের জন্য একটু কঠিনই হয় কিন্তু তারপরও যদি সঠিকভাবে সেই কাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাহলে সেটা আর কঠিন মনে হয় না । নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে । এছাড়া ফরেক্সে ধৈর্য সহকারে কাজ করতে পারলেই আয় করা অনেক সহজ হয়ে উঠবে ।

saraa
2020-03-19, 10:09 AM
এর প্রকৃতি যা জীবনের প্রতিটি ভূমিকায় উদাহরণস্বরূপ আমরা কম্পিউটার কোর্সে ভর্তি হই, প্রথমে আমরা শিখি এবং অভিজ্ঞতা পাই। ফরেক্সে প্রথমটির মতোই আমরা শিখি, ফরেক্স ট্রেড সম্পর্কে শিখি যে আমরা কীভাবে ফরেক্সে কাজ করি। সুতরাং ডেমো অ্যাকাউন্ট এবং কাগজ বাণিজ্যের খোলার সহজ উপায় আপনি যতক্ষণ না ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমি অনেক লোককে সরাসরি এফএক্স বাজারে ঝাঁপিয়ে পড়ে দেখি এবং তারা নিশ্চিত করে যে তারা ফরেক্স সম্পর্কে খুব ভাল শিখেছে তবে তারা প্রচুর অর্থ হারাবে (অনভিজ্ঞতা এবং কম জ্ঞানের কারণে)। আপনার সময় নেওয়া এবং এটি সম্পর্কে শিখতে গুরুত্বপূর্ণ। শেখার সর্বোত্তম উপায় হ'ল এই ফোরামের দুর্দান্ত ব্যবসায়ীর কাছ থেকে অনেক সময় দেওয়া এবং অভিজ্ঞতা নেওয়া। ধন্যবাদ

FATEMAKHATUN
2020-05-11, 04:11 AM
ফরেক্স এ আয় করে টিকে থাকা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি মনে করি ফরেক্স সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে এখান থেকে খুব সহজ।

Dibakar Biswas
2020-05-11, 01:31 PM
ফরেক্সে ট্রেড করাটা মোটেই কঠিন কাজ নয় । কঠিন হলো প্রফিট করে টিকে থাকা। আর এই সমস্যাটায় বেশি ভোগে নতুন ট্রেডাররা। প্রথম প্রথম রিয়েলে আসলে তারা নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে । তাই তারা লস করে । তবে আস্তে আস্তে তারা চাপ নেওয়া শিখে গেলে পরে আর তেমন লস হয় না। তার জন্য দরকার তাদের ভালো করে ফরেক্স শিখে রিয়েলে আসা।

IslamMdMerajul
2020-05-11, 07:19 PM
নতুনদের জন্য প্রথম অবস্থায় ফরেক্স কিছুটা হলো কঠিন। কারণ কোন জিনিস প্রথম অবস্থায় জানা না থাকলে সে জিনিসটা করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়। তাই আস্তে আস্তে করে জানতে পারলে এবং বুঝতে পারলে ফরেক্স সম্পর্কে তখন অবশ্যই ফরেক্স থেকে আয় করা কঠিন হবে না। তাই আমাদের সবসময় জন্য মনে রাখতে হবে ফরেক্স থেকে আয় করতে হলে। সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে হবে।

HASIBURRAHMAN
2020-05-12, 04:02 AM
নতুনদের জন্য বিশেষ করে ফরেক্স খুবই কঠিন। তাই আমাদের উচিত ভাল করে শিখে ধীর-স্থির মস্তিষ্কে মার্কেট যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কাজ চালিয়ে যাওয়া।

ismailfahim2016
2020-05-12, 04:26 AM
দয়া করে নিচ্চিত ভাবে উত্তর দিন,,

আমি আজ ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ ব্যাংক থেকে নোটিস দেয়া হয়েছিল যে লাইসেন্স ব্যতীত ফরেক্স ট্রেডিং অবৈধ। এটা কি আমাদের সাধারণ ট্রেডারদের জন্য( like instaforex trader) ?

আর যদি বৈধ হয় তাহলে taxable কিনা?

দয়া করে সঠিক উত্তর দিন 😔😔😔 খুবই দুশ্চিন্তায় আছি।।।

Mas26
2020-05-12, 04:31 AM
নতুন দের ডিমো ট্রেডিং এ সময় দিয়ে ট্রেড করা উচিত কিন্তু নতুন রা সেটি মানতে রাজি নয়। তাদের মনে আবেগ বেশি কাজ করে আর ভাবে যে ফরেক্স করে রাতারাতি ধনী হওয়া যায়। এটি তাদের ভুল ধারণা। আমি বলতে চাই যে অন্তত ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন পরে রিয়েল ট্রেডিং এ আসুন তা হলে রিস্ক অনেক কমে যাবে।

Hridoy6763
2020-05-12, 09:09 AM
নতুনদের প্রাথমিক অবস্থায় ফরেক্স ট্রেডিং থেকে আয় করা খুব কঠিন,কারন ফরেক্স থেকে ইনকাম করা ভালো ভাবে লবগ টাইম এর ব্যাপার,তাই আপনি এই বিজিনেস এ জইন করলেন আর ইনকাম করলেন তা পসিবল নয়,নতুন রে বেশিরভাগ ট্রেড এ লস করে থাকে,দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব এ,যত দিন ভালো ভাবে নতুনরা ফরেক্স না শিখে তাদের কাছে আয় করা খুব কঠিন।

Dibakar Biswas
2020-05-12, 02:16 PM
অনেকে অনেকে অভিজ্ঞ হয়েও সফল হতে পারে না। কেননা তাদের চর্চা কম থাকায় তদের নিজস্ব বা নির্ধারিত ট্রেডিং পদ্ধতি থাকে না। তাই আমার মতে নতুন যারা ফরেক্স করতে আসবে তাদের উচিত ডেমোতে নিজের একটা ট্রেডিং পদ্ধতি ঠিক করে নেওয়া। এতে করে তারা একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে থাকতে পারবে । আর নিজের সাফল্য অর্জন করতে পারবে। তবে নতুন যারা ফরেক্স করতে আসে তাদের মার্কেটে সেট হতে একটু সময় লাগে । তাই প্রথমে লস করলেও আস্তে আস্তে প্রফিট করা শিখে যায়।

IFXmehedi
2020-05-12, 04:05 PM
আসলে ফরেক্স ট্রেডিংকে আমি কখনই কঠিন বলে মনে করি নাই । কারণ কোন সহজ কাজও আপনি যদি মন দিয়ে না করেন তবুও সে কাজে আপনার সফলতা পাওয়াটা অনেক কঠিন একটা বিষয় হয়ে যাবে । আর কঠিন কাজ ও যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে সহজ হয়ে যাবে । তাই আপনি যদি ফরেক্স ট্রেডিং মনোযোগ দিয়ে করেন তাহলে ফরেক্স ট্রেডিং আপনার কাছে কঠিন মনে হবে না বলে আমি আশা করি ।

souravkumarhazra6763
2020-05-12, 06:11 PM
স্বাভাবিক ব্যাপার নতুন দের ফরেক্স থেকে আয় করা কঠিন ব্যাপার,আমিও যখন ফরেক্স এ নতুন নতুন ট্রেড শুরু করি আমার প্রতেক এন্ট্রি তে লস হতো,এই ভাবে অনেক মাস আমার লস হয়েছে,তারপর আমি ট্রেড করা বাধ দিয়ে আগে ফরেক্স স্ট্যাডি শুরু করি তারপর থেকে ভালো ইনকাম করতে পারি,নতুন অবস্থায় ফরেক্স ট্রেড এ নতুন রা লস করতেই পারে।

Lubna1212
2020-05-23, 08:08 AM
ফরেক্স হল যেখানে বোঝা ছাড়াই নগদ আনা শক্ত। নতুনদের জন্য, আমি প্রকাশ করব যে ফরেক্স শোকেসে নগদ আনার জন্য আপনার প্রাথমিকভাবে একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে বিনিময় করা উচিত। যেহেতু নতুনরা আসল রেকর্ডের বিনিময়ে তাদের অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে পারে না। আরও বেশি, প্রায়শই তারা হারিয়ে যায় না কারণ তারা সঠিক সময়ে সঠিক পছন্দগুলি স্থির করে না। যার কারণে নতুনদের জন্য ফরেক্স বিজ্ঞাপনে নগদ অর্জন করা কিছুটা শক্তিতে পরিণত হয়। এটি যেমন হয় তা হ'ল, নতুনরা উত্পাদনশীলতায় জড়িত হওয়ার ইভেন্টে একেবারে শালীন বেতন দিতে পারে।

uzzal05
2020-05-25, 12:51 PM
যে কোন কাজ গোড়া থেকে শিখতে হবে। আমি যদি প্রথমেই চার্ট ওপেন করে ট্রেড শুরু করেন তাহলে কখনোই কিছু বুঝতে পারবেন না। আপনাকে অবশই প্রথম থেকে প্রত্যেকটা বিষয় ঘেটে ঘেটে দেখতে হবে। ফরেক্স একটি বিশাল সমুদ্র। এই সমুদ্রে যে কেউ টিকে থাকতে পারে না্। টিকে থাকার জন্য চাই সঠিক জ্ঞান।

KF84
2020-06-16, 06:38 PM
নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না । হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে । তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে । নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা ।

muslima
2020-06-19, 01:40 AM
নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে। নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে ।

Md.shohag
2020-06-19, 04:52 PM
ফরেক্স নতুনদের জন্য আয় খুবিই কঠিন বলে মনে হয় কারণ আমি দেখছি আমার অধিকাংশ ফরেক্স ছাত্র ভাই য়েরা লাভের চেয়ে লস করছে বেশী কিন্তু কি ভাবে ফরেক্সে ট্রেডিং করলে আসলে ফরেক্স সুফলতা আসবে এজন্য আমাদের কি করা বা কি ভাবে ট্রেড করলে ভাল হবে এগুলা সম্পর্কে বল্লে উপকৃত হবো

milu
2020-06-19, 10:05 PM
নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে।নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা।

konok
2020-07-11, 11:40 AM
প্রথম অবস্থায় যে কোন কাজই কঠিন বলে মনে হতে পারে। সেজন্য ধৈর্য্য ধরে কাজ করতে হবে। কোন কাজই দ্রুত সফল হওয়া যায় কিন্তু সেই কাজ সম্পর্কে আমাদের এনালিইসিস করতে হবে। আমাদের সেই বিষয় নিয়ে গবেষনা করতে হবে। নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে ।

FREEDOM
2020-07-29, 04:46 PM
নতুন ট্রেডার মানে যে ফরেক্সে লস হবেই এমন কোন কথা নয় যাহার নতুন ট্রেডার বর্তমান পুরানদের চেয়ে দেখি ভাল দক্ষতা অর্জন করছে তাহারা দেখি বিশেষ করে আমার ছাত্র ভাইয়পরা অল্প দিনেই তাদের ফরেক্সে লাভবান হয়েছে তাই আমি মনে করি সবাই নতুন ট্রেডাররা ফরেক্স লাভবাদ হতে পারে না ,যাহার অল্প হইলেও মেধাবী তাহারা ফরেক্স বুঝতে পারছেন তাই নতুন ট্রেডার কোন বিশয় নয় মনে করি

mahmudfx84
2020-07-29, 04:53 PM
নতুনদের জন্য ফরেক্সে আয় খুবই কঠিন বলে মনে হয়। আমার মতে ফরেক্স ব্যবসা এত কঠিন নয় যে , যা ভালভাবে শিখতে, জানতে, বুঝতে এবং অভিজ্ঞ- দক্ষ হতে পারলে সফলভাবে করা যায় না। আবার ফরেক্স বিজনেস এত সহজ নয় যে, যা না জেনে, না বুঝে, না শিখে এবং অভিজ্ঞতা- দক্ষতা অর্জন না করেই সফলভাবে করা যায়। ফরেক্স বিজনেস নতুন হোক আর পুরাতন হোক সবার জন্যই কঠিন মনে হবে যদি ফরেক্স না শিখেই ট্রেড করতে যায়। আর একটু পরিশ্রম করে ভালভাবে শিখে ফরেক্স ব্যবসা করতে গেলে সবচেয়ে সহজ ও লাভজনক বলেই মনে হবে। ধন্যবাদ।

Akib
2020-09-05, 06:47 PM
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য প্রথমে ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং প্রাকটিস করা উচিত। কেননা নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়। যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে নতুন রা যদি দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবে।

ফরেক্স নতুনদের জন্য আয় খুবিই কঠিন বলে মনে হয় কারণ আমি দেখছি আমার অধিকাংশ ফরেক্স ছাত্র ভাই য়েরা লাভের চেয়ে লস করছে বেশী কিন্তু কি ভাবে ফরেক্সে ট্রেডিং করলে আসলে ফরেক্স সুফলতা আসবে এজন্য আমাদের কি করা বা কি ভাবে ট্রেড করলে ভাল হবে এগুলা সম্পর্কে বল্লে উপকৃত হবো

Fahmida1
2020-09-05, 07:47 PM
ফরেক্স নতুনদের ক্ষেত্রে অবশ্যই কঠিন হয়ে দাঁড়ায়। ফরেক্স সম্পর্কে নতুনদের ধারণা কম থাকে। পরে ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে। পরিশ্রমই ও ধৈর্য্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে । এমনকি ফরেক্স এর যতগুলো নিয়ম আছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে থাকে। বিভিন্ন ট্রেডারদের মতামত গুলো দেখে ভালোভাবে পোস্ট করতে পারে। তবে নতুনদের প্রথম অবস্থায় ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে হয়। ডেমো অ্যাকাউন্ট এ সফল হলে পরে রিয়েলে ট্রেড করা যায়।

sss21
2020-09-05, 08:47 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসা নডুনদের কন্য এ ফরেক্স ব্যাবসা সহক কাম্য নয় কিন্ত ফরেল্স এমন অনেক ট্রেডার আছেন যাহারা তেমন কোন দক্ষতা ছাড়া ফরেক্স ট্রেড করে ভাল প্রফিট পাচ্ছেন কারন ফরেক্স রিক্স বিজনেস হইলেও এটা তাহারা সহজ ভাবে মেনে নিয়েছে তাহারা জানেন ফরেক্স রিয়াল মানি এবং রিয়াল ব্যাবসা তাই এমন নতুন ট্রেডার ফরেক্স নিজেদের পেশা হিসাবে নিয়েছে এবং সে সব নতুন ট্রেডার ভাবেন সব ব্যাবসা লাভ ও লস আছে ফরেক্সও তেমন লাভ লস আছে, তাই আপনিও এ ভাবে চেষ্টা করতে থাকুন, এক সৃয় সফলতা আসবে।

ABDUSSALAM2020
2020-09-05, 09:21 PM
হ্যাঁ নতুনদের জন্য ফরেস্ট ফর মে আয় করা খুব কঠিন কারণ একজন ফরেক্স নতুন ট্রেডার ফরেক্স এর সকল বিষয় জানেনা এবং ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে সে অদক্ষ তার অভিজ্ঞতা নাই সেখানে একজন নতুন ফরেক্স ট্রেডার যদি কাজ করে তাহলে ঝুঁকি নিয়ে পড়তে হয় এবং অনেক সময়লস হয় কারণ একজন নতুন ফরেক্স ট্রেডার মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকে না এবং মার্কেটে বিনিয়োগ সম্পর্কে কিছু বোঝে না তাই তাদের জন্য ফরেক্সে অনেক সমস্যা হয় তবে একজন দক্ষ ও অভিজ্ঞ ফরেক্স ট্রেডার যদি ফরেক্স করে সে ফরেক্স এর মাধ্যমে অভিজ্ঞতার কারণে আয় করতে পারে এবং অনেক কিছু শিখতে পাশে ফরেক্স সম্পর্কে সবকিছু জানি লেনদেন বিষয় সে খুব দুঃখ তাই নতুনদের জন্য কি আছে তবে তাকে ভয় করতে হবে না শিখতে হবে সেগুলো সে নিজেই ফরেক্স সম্পর্কে ভালো কিছু জানতে পারবে এবং পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ফরেক্স এর মাধ্যমে।

arifmunshi
2020-09-05, 10:11 PM
নতুনদের জন্য ফরেক্সে আয় খুবিই কঠিন :-
নতুন ট্রেডাররা বেশ কিছু ভুল ট্রেড করে তারা ছোট ছোট ভুল করার ফলে বেশ বড় বড় লস করে। তাই নতুন ট্রেডারদের জন্য আয় করা বেশ কঠিন। আমি যখন নতুন ছিলাম ঠিক তখন আমার আয় করা ছিল খুবই দুর্লভ। বিশেষ করে আমি বেশিরভাগ সময় লস করতাম। আর সেগুলোর কারণ ছিল আমার ভুল। তবে ভুলগুলো এড়িয়ে চললে অবশ্যই আপনি ফরেক্সে গেইন করতে পারবেন।

FRK75
2020-09-05, 10:25 PM
নতুন ট্রেডারদের জন্য ফরেক্স কঠিন হওয়ার কারণ হচ্ছে ফরেক্স মার্কেটে সবাই সুবিধা করতে পারে না একমাত্র দক্ষ ট্রেডার ছাড়া। নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে। নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা। কোন কাজই দ্রুত সফল হওয়া যায় কিন্তু সেই কাজ সম্পর্কে আমাদের এনালিইসিস করতে হবে। আমাদের সেই বিষয় নিয়ে গবেষনা করতে হবে। আর যখন ঘাটাঘাটি করব একটা বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব।

Starship
2020-09-06, 01:10 AM
ফরেক্স নতুনদের জন্য আয় খুবিই কঠিন বলে মনে হয় কারণ আমি দেখছি আমার অধিকাংশ ফরেক্স ছাত্র ভাই য়েরা লাভের চেয়ে লস করছে বেশী কিন্তু কি ভাবে ফরেক্সে ট্রেডিং করলে আসলে ফরেক্স সুফলতা আসবে এজন্য আমাদের কি করা বা কি ভাবে ট্রেড করলে ভাল হবে এগুলা সম্পর্কে বল্লে উপকৃত হবো

একটা একটি স্বাভাবিক বিষয় নতুনরা তুলনামূলকভাবে একটু বেশি লস করবে। আর লস করার যথেষ্ট কারণও রয়েছে। আমরা যারা নতুন রয়েছে আমাদের সবচাইতে বড় সমস্যা হল আমাদের ধৈর্যের অভাব। আমরা খুব সহজেই ধৈর্য্য হারা হয়ে পড়ি। আর ফরেক্স মার্কেট ধৈর্যের মার্কেট এখানে যারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই সফল ট্রেডার হতে পারে।
আজ মার্কেটে আমরা নতুন যারা আছি লসিকা অন্যতম কারণ হলো অতিরিক্ত লোভ করে ট্রেড করা। পর্যাপ্ত ডেমো অ্যাকাউন্ট অনুশীলন না করে সরাসরি রিয়েল অ্যাকাউন্ট ডিলিট করা। ট্রেড করার জন্য সকল বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে বেশি লস হয়ে থাকে। তাই নতুনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হল প্রথমে জ্ঞান লাভ করতে হবে দক্ষতা অর্জন করতে হবে তাহলে হয়েছে প্রফেট করার সম্ভাবনা বাড়বে।

Sakib42
2020-09-06, 01:29 AM
ফরেক্স নতুনদের জন্য আয় খুবিই কঠিন বলে মনে হয় কারণ আমি দেখছি আমার অধিকাংশ ফরেক্স ছাত্র ভাই য়েরা লাভের চেয়ে লস করছে বেশী কিন্তু কি ভাবে ফরেক্সে ট্রেডিং করলে আসলে ফরেক্স সুফলতা আসবে এজন্য আমাদের কি করা বা কি ভাবে ট্রেড করলে ভাল হবে এগুলা সম্পর্কে বল্লে উপকৃত হবো

আসলে এতটা কঠিন না যতটা ভাবা হয় কারণ একজন নতুন ট্রেডার আগমনের পূর্বে সে অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করে আসে এছাড়া খুব কম ট্রেডাররা সরাসরি আসে তাই যখন তারা ডেমোতে সময় দেয় তখন উনার সম্পর্কে তাদের কেন অটোমেটিক চলে আসে তাই আমার কাছে মনে হয় না সব নতুন মানুষদের জন্য প্রতিটি করা কিংবা এখানে টিকে থাকাটাই কঠিন কোনো বিষয়বস্তু হয়ে দাঁড়াবে

forexmastersharif
2020-09-06, 06:51 AM
ফরেক্স এ নতুন পুরাতন কোন সমস্যা নাই। ফরেক্স যদি ঠিক মতো আয়ত্ব করা যায় তাহলেই ইনকাম করাা যাবে। নতুনদের জন্য আয় করা কোন কঠিন নায় যদি ধৈর্য থাকে।

forexmastersharif
2020-09-06, 06:57 AM
ফরেক্স নতুনদের জন্য কঠিন বিষয় কারন নতুনদের ফরেক্স সম্পর্কে ধারনা কম থাকে। পরে ধীরে ধীরে ধৈর্যের সাথে পরিশ্রম করে অভিজ্ঞতা অর্জন করে। এভাবে সামনের দিকে ধাবিত হলে নতুনদের কোন ঝুঁকি থাকবে না।

forexmastersharif
2020-09-06, 07:10 AM
ফরেক্স এ আয় করা শুধু নতুন না সবার জন্যই কঠিন। তবে ফরেক্স সম্পর্কে নতুনদের ধারনা কম তাই আবেগ প্রবল হয়ে লস করে ফেলে তাই নতুনদের জন্য আয় অনেক কঠিন।

EmonFX
2020-09-06, 10:13 AM
হ্যা, ফরেক্সে নতুনদের আয় করা একটু কঠিন তবে খুব কঠিন নয়। শুরুতে একটু ধৈর্যশীল হলে এবং লোভ কন্ট্রোল করতে পারলেই সফল হতে পারবে। ফরেক্স মার্কেটে অসফলতার মূলে রয়েছে অনভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। ফরেক্সে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন না করেই যারা ট্রেড করতে চলে আসেন তাদের বেশির ভাগই ব্যর্থ হয়। তারা অনেকেই দু’একটি ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করেই ট্রেড নিয়ে বসে এবং উইনিং পার্সেন্টিজ দেখে ট্রেড নিয়ে বসে। নিজের মেধা না খাটিয়ে, কোন ধরেনের স্ট্রাটেজি বা স্টাডি না করেই ট্রেড করা শুরু করে দেয়। ট্রেড ওপেন করে বাই সেল নিতে পারলেই মনে করে ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলেছে এবং ট্রেড নিয়ে বসে। ফলে লস করে ব্যালেন্সে হারিয়ে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়।

তাই ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি মার্কেট এনালাইসিস করতে হবে, ডেমো প্রাকটিস করতে হবে। কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে। ডেমোতে ভালো করতে পারলে তারপরে রিয়েল ট্রেডে যেতে হবে। এমনকি রিয়েলে যাওয়ার পরেও ডেমো প্রাকটিস কন্টিনিউ করা উচিৎ বলে আমি মনে করি। এভাবে ট্রেড করে যেতে পারলে সফল হওয়া খুব কঠিন কোন ব্যাপার না।

KAZIMAJHARULISLAM
2020-09-06, 02:22 PM
ফরেক্স থেকে উপার্জনের প্রধান অস্ত্রই হলো, ফরেক্স সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা।কেননা আপনি ফরেক্স সম্পর্কে যত বেশি অভিজ্ঞ হবেন,তত সঠিকতা এবং নিপুণতার সাথে সমস্ত সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।সিদ্ধান্ত গ্রহণে আপনার বিচক্ষণতা যত বেশি থাকবে,আপনার মুনাফার পরিমাণ ও ততটাই বৃদ্ধি পাবে। কিন্তু একজন নবীন ট্রেডারের পক্ষে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞানের পরিমাণ কম থাকায়, সে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারে না।বিধায় ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। এবং তার লস এর পরিমাণ বৃদ্ধি পায়।ধীরে ধীরে যখন সে ফরেক্স সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে,তখন আস্তে আস্তে তার লসের পরিমাণ কমে যায়, সেই সাথে লাভের পরিমাণ বৃদ্ধি পায়। তাই লস কমিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে সকলের উচিৎ ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানী ও অভিজ্ঞ হওয়া।

jimislam
2020-09-07, 03:56 PM
নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে, তখন আস্তে আস্তে তার লসের পরিমাণ কমে যায়, সেই সাথে লাভের পরিমাণ বৃদ্ধি পায়। তাই লস কমিয়ে লাভের পরিমাণ বৃদ্ধি করতে সকলের উচিৎ ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানী ও অভিজ্ঞ হওয়া।

Sid
2020-11-17, 02:31 PM
নতুন দের ডিমো ট্রেডিং এ সময় দিয়ে ট্রেড করা উচিত কিন্তু নতুন রা সেটি মানতে রাজি নয়। তাদের মনে আবেগ বেশি কাজ করে আর ভাবে যে ফরেক্স করে রাতারাতি ধনী হওয়া যায়। এটি তাদের ভুল ধারণা। আমি বলতে চাই যে অন্তত ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন পরে রিয়েল ট্রেডিং এ আসুন তা হলে রিস্ক অনেক কমে যাবে।

Tariq
2020-11-17, 02:48 PM
নতুন ট্রেডার মানে যে ফরেক্সে লস হবেই এমন কোন কথা নয় যাহার নতুন ট্রেডার বর্তমান পুরানদের চেয়ে দেখি ভাল দক্ষতা অর্জন করছে তাহারা দেখি বিশেষ করে আমার ছাত্র ভাইয়পরা অল্প দিনেই তাদের ফরেক্সে লাভবান হয়েছে তাই আমি মনে করি সবাই নতুন ট্রেডাররা ফরেক্স লাভবাদ হতে পারে না ,যাহার অল্প হইলেও মেধাবী তাহারা ফরেক্স বুঝতে পারছেন তাই নতুন ট্রেডার কোন বিশয় নয় মনে করি

zakia
2020-11-18, 08:20 PM
একমাত্র দক্ষ ট্রেডার ছাড়া। নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে অদক্ষ বলে তারা এখান থেকে প্রফিট করতে পারে না। হয় লস করে নতুবা ব্যালেন্স টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে যত দিন অতিবাহিত হবে মার্কেটে নতুনদের অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে। নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা। প্রথম প্রথম রিয়েলে আসলে তারা নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে । তাই তারা লস করে । তবে আস্তে আস্তে তারা চাপ নেওয়া শিখে গেলে পরে আর তেমন লস হয় না। তার জন্য দরকার তাদের ভালো করে ফরেক্স শিখে রিয়েলে আসা।

Smd
2021-05-22, 04:32 PM
পরিশ্রমও নিরালস অধ্যবসারে দ্বারা কঠিনকে সহজতর করতে হবে।বেশী করে জ্ঞান বাড়াতে হবে।নিজের উপর আত্মা শীল হতে হবে।হতাশ হলে চলবে না।বেশী করে এনালাইসিস করতে হবে।নিজের দক্ষ তা বাড়াতে হবে। ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য ধৈর্যধরে ডেমোতে ট্রেড প্রাকটিস করা। নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়।

Devdas
2021-07-09, 11:16 AM
নতুন নতুন সবকিছুতেই সবার কাছে কঠিন ও ভয় মনে হয়। ঠিক এই ফরেক্স মার্কেট এ যারা নতুন তাদের কাছে ফরেক্স অনেকটা কঠিন বলে মনে হবে। এবং ফরেক্স এ অনেক ধরনের কাজ ও নিয়ম-কানুন আছে যারা নতুন তারা তাদের জ্ঞান এ একটু কম কাজ করবে। আর যারা দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন তাদের কাছে ফরেক্স তেমন কোন কঠিন বলে মনে হয় না। তাই নতুনদের কাছে ফরেক্স কঠিন বলে মনে হবে , আর এই নতুন থেকে ফরেক্স ট্রেডারগন এর সূচনা ও যাত্রা শুরু।

FRK75
2021-08-27, 07:34 AM
প্রতিটি ভূমিকায় উদাহরণস্বরূপ আমরা কম্পিউটার কোর্সে ভর্তি হই, প্রথমে আমরা শিখি এবং অভিজ্ঞতা পাই। ফরেক্সে প্রথমটির মতোই আমরা শিখি, ফরেক্স ট্রেড সম্পর্কে শিখি যে আমরা কীভাবে ফরেক্সে কাজ করি। সুতরাং ডেমো অ্যাকাউন্ট এবং কাগজ বাণিজ্যের খোলার সহজ উপায় আপনি যতক্ষণ না ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমি অনেক লোককে সরাসরি এফএক্স বাজারে ঝাঁপিয়ে পড়ে দেখি এবং তারা নিশ্চিত করে যে তারা ফরেক্স সম্পর্কে খুব ভাল শিখেছে তবে তারা প্রচুর অর্থ হারাবে (অনভিজ্ঞতা এবং কম জ্ঞানের কারণে)। আপনার সময় নেওয়া এবং এটি সম্পর্কে শিখতে গুরুত্বপূর্ণ। শেখার সর্বোত্তম উপায় হ'ল এই ফোরামের দুর্দান্ত ব্যবসায়ীর কাছ থেকে অনেক সময় দেওয়া এবং অভিজ্ঞতা নেওয়া।

Devdas
2021-08-27, 09:54 AM
ফরেক্স মার্কেট থেকে আয় করাটা যেমন সোজা আবার অনেক কঠিন। ফরেক্স মার্কেট এ যাদের অনেক দক্ষতা ও অভিজ্ঞতা আছে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারেন। আর যাদের ফরেক্স মার্কেট সম্পর্কে কোন প্রকার দক্ষতা ও অভিজ্ঞতা নেই তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন না বরং ফরেক্স মার্কেট থেকে লস করে যাবেন। নতুন যারা আছেন তারা ফরেক্স মার্কেট এ অনেক প্রাকটিস করে ফরেক্স মার্কেট থেকে ভাল দক্ষতা ও অভিজ্ঞতা তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারেন।

samun
2021-10-20, 11:14 PM
আমি মনে করি, নতুনদের ফরেক্স করতে আসার পূর্বে তাদের উচিত ডেমোতে নিজের একটা ট্রেডিং পদ্ধতি ঠিক করে নেওয়া। এতে করে তারা একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে থাকতে পারবে । আর নিজের সাফল্য অর্জন করতে পারবে। তবে নতুন যারা ফরেক্স করতে আসে তাদের মার্কেটে সেট হতে একটু সময় লাগে । তাই প্রথমে লস করলেও আস্তে আস্তে প্রফিট করা শিখে যায়।ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলে ফরেক্স থেকে আয় করা কঠিন হবে না। তাই আমাদের সবসময় জন্য মনে রাখতে হবে ফরেক্স থেকে আয় করতে হলে। সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে হবে।

FRK75
2021-11-28, 04:59 PM
ফরেক্স ট্রেডিংকে আমি কখনই কঠিন বলে মনে করি নাই । কারণ কোন সহজ কাজও আপনি যদি মন দিয়ে না করেন তবুও সে কাজে আপনার সফলতা পাওয়াটা অনেক কঠিন একটা বিষয় হয়ে যাবে । আর কঠিন কাজ ও যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে সহজ হয়ে যাবে । তাই আপনি যদি ফরেক্স ট্রেডিং মনোযোগ দিয়ে করেন তাহলে ফরেক্স ট্রেডিং আপনার কাছে কঠিন মনে হবে না বলে আমি আশা করি ।

sss21
2022-01-31, 07:15 AM
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য প্রথমে ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং প্রাকটিস করা উচিত। কেননা নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়। যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে নতুন রা যদি দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবে।

samun
2022-03-30, 10:53 PM
ফরেক্স হল যেখানে বোঝা ছাড়াই নগদ আনা শক্ত। নতুনদের জন্য, আমি প্রকাশ করব যে ফরেক্স শোকেসে নগদ আনার জন্য আপনার প্রাথমিকভাবে একটি ডেমো অ্যাকাউন্ট দিয়ে বিনিময় করা উচিত। যেহেতু নতুনরা আসল রেকর্ডের বিনিময়ে তাদের অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে পারে না। নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে ।

Mas26
2022-03-31, 09:49 AM
ফরেক্স একটি ব্যবসা। আর মানুষ ফরেক্স করে টাকা উপার্জন করার জন্যই।কিন্তু টাকা উপার্জন কি আসলেই এত সহজ? আমার মনে হয় টাকা উপার্জন মোটেও সহজ কাজ না। সে ক্ষেত্রে নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং করতে গেলে খুব সহজ হবে না এটাই স্বাভাবিক। ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া আয় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।তাই নতুনদের জন্য আমি বলব ফরেক্স মার্কেটে আয় করার জন্য প্রথমে ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং প্রাকটিস করা উচিত। কেননা নতুন রা যখন রিয়েল একাউন্টে ট্রেডিং করে তখন তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না। এবং সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে বেশিরভাগ সময় তারা লসে পড়ে যায়। যার কারনে নতুনদের ফরেক্স মার্কেটে আয় করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তবে নতুন রা যদি দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবে।সে জন্য অবশ্যই নতুনদের কে অনেক বেশি মনোযোগী হতে হবে এবং ঠিকঠাক মত ফরেক্স ট্রেডিং শিখতে হবে। সময় দিতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। তাহলেই নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং আস্তে আস্তে সহজ হয়ে যাবে বলে আমি মনে করি।অভিজ্ঞতার জয় সবসময়।ফরেক্স এ নতুন ট্রেডারের কাছে প্রফিট একটু কষ্টই হবে কারণ তারা মাত্র শিখতেছে।ফরেক্স এ সামান্য ভুল আপনার বড় ক্ষতি করতে যথেষ্ঠ যা নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে থাকে।

nahar007
2022-03-31, 07:42 PM
ফরেক্স ট্রেড নতুনদের জন্য খুবই একটা কঠিন বিষয় কারন এখানে বিনিয়োগ করে ট্রেড করে আয় করাটা অনেক রিস্কি একটা ব্যাপার। তাই ফরেক্স সম্পর্কে সব তথ্য না জানা পর্যন্ত নিজের বিনিয়োগ করে ট্রেড করা ঠিক নয়। আপনি চাইলে অনেক ব্রোকারে ডেমো ট্রেড করে নিজের অবিজ্ঞতা অনেক বেশি বাড়িয়ে নিয়ে যদি মনে করেন আমি ১০টি ট্রেড করে ৭টি তে প্রফিট করতে পারছি তাহলে আপনি বিনিয়োগ করে ট্রেড করতে পারেন। এখানে অবশ্যয় আপনাকে সঠিক স্থানে টিপি এবং এসএল ব্যবহার টি জানতে হবে। তা না হলে একাউন্ট এ আপনি যতই প্রফিট করুন না কেন একটি মাত্র ভ‚ল ট্রেড হলেই সব প্রফিট শূন্য হয়ে যাবে।

FRK75
2022-09-25, 10:10 PM
নতুনদের জন্য একটু কঠিনই হয় কিন্তু তারপরও যদি সঠিকভাবে সেই কাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাহলে সেটা আর কঠিন মনে হয় না । নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে । এছাড়া ফরেক্সে ধৈর্য সহকারে কাজ করতে পারলেই আয় করা অনেক সহজ হয়ে উঠবে ।অনেকে অভিজ্ঞ হয়েও সফল হতে পারে না। কেননা তাদের চর্চা কম থাকায় তদের নিজস্ব বা নির্ধারিত ট্রেডিং পদ্ধতি থাকে না। তাই আমার মতে নতুন যারা ফরেক্স করতে আসবে তাদের উচিত ডেমোতে নিজের একটা ট্রেডিং পদ্ধতি ঠিক করে নেওয়া। এতে করে তারা একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে থাকতে পারবে । আর নিজের সাফল্য অর্জন করতে পারবে। তবে নতুন যারা ফরেক্স করতে আসে তাদের মার্কেটে সেট হতে একটু সময় লাগে । তাই প্রথমে লস করলেও আস্তে আস্তে প্রফিট করা শিখে যায়।তাই আপনি এই বিজিনেস এ জইন করলেন আর ইনকাম করলেন তা পসিবল নয়,নতুন রে বেশিরভাগ ট্রেড এ লস করে থাকে,দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব এ,যত দিন ভালো ভাবে নতুনরা ফরেক্স না শিখে তাদের কাছে আয় করা খুব কঠিন।

samun
2023-01-28, 12:43 PM
স্বাভাবিক ব্যাপার নতুন দের ফরেক্স থেকে আয় করা কঠিন ব্যাপার,আমিও যখন ফরেক্স এ নতুন নতুন ট্রেড শুরু করি আমার প্রতেক এন্ট্রি তে লস হবেই। প্রথম অবস্থায় যে কোন কাজই কঠিন বলে মনে হতে পারে। সেজন্য ধৈর্য্য ধরে কাজ করতে হবে। কোন কাজই দ্রুত সফল হওয়া যায় কিন্তু সেই কাজ সম্পর্কে আমাদের এনালিইসিস করতে হবে। আমাদের সেই বিষয় নিয়ে গবেষনা করতে হবে। তবে যত দিন অতিবাহিত হবে অভিজ্ঞতা ততই বাড়বে এবং ফরেক্স মার্কেটে সফলতা আসা শুরু করবে।নতুনদের উচিত মার্কেটে টিকে থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং ধীরে ধীরে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে গড়ে তোলা। নতুনদের জন্য ফরেক্সে আয় করাটা অনেক সহজ হবে যদি তারা ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারে ।

Smd
2023-01-28, 08:37 PM
ফরেক্স সম্পর্কে নতুনদের ধারণা কম থাকে। পরে ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে। পরিশ্রমই ও ধৈর্য্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে । এমনকি ফরেক্স এর যতগুলো নিয়ম আছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে থাকে। বিভিন্ন ট্রেডারদের মতামত গুলো দেখে ভালোভাবে পোস্ট করতে পারে। তবে নতুনদের প্রথম অবস্থায় ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে হয়। একজন নতুন ট্রেডার আগমনের পূর্বে সে অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করে আসে এছাড়া খুব কম ট্রেডাররা সরাসরি আসে তাই যখন তারা ডেমোতে সময় দেয় তখন উনার সম্পর্কে তাদের কেন অটোমেটিক চলে আসে তাই আমার কাছে মনে হয় না সব নতুন মানুষদের জন্য প্রতিটি করা উচিত।

Mas26
2023-09-17, 10:38 AM
নতুনদের ক্ষেত্রে ফরেক্সে আয় করা খুবই কষ্ট কথাটি যুক্তিযুক্ত । কারন নতুন অবস্থায় প্রত্যেকটা বিষয় না জানার মত থাকে । আস্তে আস্তে অভিজ্ঞা অর্জন করতে হয় । তাই প্রাথমিক ভাবে ফরেক্সে আয় করা একটু টাফ ব্যাপার হলেও ফরেক্স সম্পর্কে বিষদ জ্ঞ্যান থাকলে খুব বেশি সমস্যা হয় না ।