PDA

View Full Version : আমি ও হব ট্রেডার!



Abdul Momin
2019-04-30, 12:50 PM
জীবনে সব কিছুর পিছে পরিশ্রম বাধ্যতা মূলক। পরিশ্রম ছাড়া জীবনে কেঊ সফল হতে পারেনা। তাই একজন সফল ব্যক্তি হতে পরিশ্রম ও বেশি বেশি শেখার আগ্রহ থাকা আবশ্যক। তা হলে জীবনে কোন কিছু পাওয়া সম্ভব না।তাই আমিও ট্রেডমার্ক শিখতে সদা সর্বদা প্রস্তুত।

bdunity
2019-04-30, 02:43 PM
স্বাধনার জয় চীর অক্ষয়,স্বাধনা করিলে সব কিছু হয় । তাই আমিও সপ্ন দেখি একজন দক্ষ এবং সফল ট্রেডার হব,ইনশা-আল্লাহ । তাই সামনে এগিয়ে যাচ্ছি ধিরে ধিরে । বর্তমার যে প্রাক্টিস করছি সে প্রাক্টিস চালিয়ে যাব । যতক্ষন না আমার টার্গেট ফিলাপ না হয় ।

princeeyasin
2019-05-06, 08:37 PM
ফরেক্স মার্কেট সম্পার্কে আমার তেমন একটা জ্ঞান নাই কিন্তু আমি চাই একজন দক্ষ ট্রেডার হতে। এবং এই মার্কেটে কাজ করতে। আমি যানি ফরেক্স মার্কেট সম্পার্কে জ্ঞান অর্জন করতে হলে আমাকে প্রথম একটু কষ্ট করতে হবে এবং লাগবে অধিক ধৈর্য কিন্তু আমি হাল ছাড়িনি।

princeeyasin
2019-05-06, 08:41 PM
আমরা এখন প্রাধান মূল লক্ষ হল একজন দক্ষ ট্রেডার হয়।তাই আমি মনে করি কেউ যদি আমাকে ভালো উপদেশ দিতেন তাহলে আমি উপরকৃত হতাম।

princeeyasin
2019-05-06, 08:46 PM
ফরেক্স মার্কেট সম্পার্কে জ্ঞান অর্জন করতে হলে আমাকে প্রথম কি করতে হবে এবং কথায় গেলে আমি ফরেক্স মার্কেট সম্পর্কেে জ্ঞান অর্জন করতে পার্বো।

Montu Zaman
2019-05-12, 04:18 PM
​‘‘ফরেক্স মার্কেটে ব্যবসায় বা বিনিয়োগ করা অনেক ঝুঁকিপূর্ণ’’ যদি এটা বুঝেও ট্রেড করবেন বলেই সিদ্ধান্তে অটল থাকেন, তবেই আপনি ফরেক্স ট্রেডিং এর জন্য নিজেকে যোগ্য বলে মনে করুন। আর যদি আপনি শুধু অন্যের কাছে শুনে বা অন্যকে দেখে নিজেও প্রফিট করবেন ভেবেই ট্রেড করে থাকেন, তবে আপনাকে বলব, এই বাণীটা পড়ে নিন। বাস্তবতা উপলব্ধি করুন। এরপর সিদ্ধান্ত নিন। এবারও যদি আপনার সিদ্ধান্ত একই হয় যে, আপনি ট্রেড করবেনই। তবে আপনাকে স্বাগতম ফরেক্স নামের একটি প্রফেশনাল রয়্যাল বিজনেস জগতে।

alamsat
2019-05-18, 12:23 PM
জীবনে সব কিছুর পিছে পরিশ্রম বাধ্যতা মূলক। পরিশ্রম ছাড়া জীবনে কেঊ সফল হতে পারেনা। তাই একজন সফল ব্যক্তি হতে পরিশ্রম ও বেশি বেশি শেখার আগ্রহ থাকা আবশ্যক। তা হলে জীবনে কোন কিছু পাওয়া সম্ভব না।তাই আমিও ট্রেডমার্ক শিখতে সদা সর্বদা প্রস্তুত।

ফরেক্স ট্রেড শিখতে হলে আপনাকে ভাল একজন ট্রেডার এর সরনাপন্য হতে হবে। আমরা যারা বর্তমানে ট্রেড করছি তারা সবাই বিভিন্ন সাইট থেকে পড়ে পড়ে বা ভিডিও টিউটোরিয়াল দেখে ট্রেড করে থাকি। কিন্তু যদি আপনি একজন অভিজ্ঞ ট্রেডার এর কাছে প্রশিক্ষন নিয়ে ট্রেড করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভাল হবে। কারন বিভিন্ন সাইট ঘেটে আপনি ধারাবাহিক কিছু শিখতে পারবেন না। আর কোন ট্রেডার এর কাছে শিখতে পারলে সে আপনাকে ধারাবাহিকভাবে শেখাবে তাহলে আপনিও ভাল করে ট্রেড করতে পারবেন।

Rokibul7
2019-08-28, 02:53 AM
অনশ্যই চেষ্টা করবো একজন সফল টেডার হওয়ার।ফোরামবাশির সাথে থাকতে পারলে অনেক কিছু শিখতে পারবো বলে আশা করি।আপনাদের বিভিন্নরকম মতামত আমাকে প্রতি নিয়ত নতুন কিছু শেখায়।আপনাদের শেয়ার করা অভিজ্ঞতা ও কৌশল আমাকে সমনের দিকে আগিয়ে নিয়ে যায়।আশা করি আপনাদের পরামর্শ সম সময় মেনে ও মনে রাখবো

md mehedi hasan
2019-10-01, 01:37 PM
আমিও ফরেক্স ট্রেডার হবো এই স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে আসি।অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ এই অবস্থায় এসে এখনো নিয়মত লস করছি।গত সারে চার বছর আগে আমরা কয়েক জন মিলে ফরেক্স মার্কেট থেকে প্রচুর ইনকামের আশায় ট্রেডশুরু করি।সবাই ফরেক্স মার্কেটকে বিদায় জানিয়েছে।কেবল আমি কোন মতো ফরেক্স মার্কেটে আকরে ধরে আছি।যে আমিও একজন প্রফেশনাল মানের ট্রেডার হবো এই আশায়।

nurulazim
2019-10-01, 08:45 PM
আমি 2010 সাল হতে ফরেক্সের সাথে আছি। তবে লাভজনকভাবে নয় বরং অলাভজনকভাবে দীর্ঘ সময় কাটিয়েছি। একেবারেই যে অলাভজনক তা বলা যায় না কারণ, আমি ডেমু প্রাকটিস করেছি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, নো ডেপুজিট বোনাস প্র্যাকটিস করেছি। কোন সময় লাভ করেছি আবার হঠাৎ একটি ট্রেড আমার সর্বনাশ করে দিয়েছে, মানে ব্যালেন্স জিরো। এভাবেই আমার দিন কাটছে। এর পেছনে মূল কারণ হলো আমি কোন এনালিসিস করতাম না, কোন মেন্টর পাই নি কিংবা কোন প্রশিক্ষণ পাই নি। এখনো আমি প্রশিক্ষক খোঁজে বেড়াই। এভাবে আমার দিন কাটছে। কিন্তু আমার স্বপ্ন আমি একদিন একজন দক্ষ ট্রডার হবই। সে প্রত্যয় নিয়ে খুঁজে পেয়েছি বেশ কয়েকটি প্রাটফর্ম। এখন পড়ছি ফরেক্স বিষয় নিয়ে। আশা করি আমি একজন দক্ষ কর্পোরেট ট্রেডার হবো।

FX7
2019-11-24, 12:57 AM
আমাদের সবার আশা একটাই ফরেক্স মাকেটে নিজের ক্যারিয়ার গড়া।আমিও তার বাইরে নই আমারও আশা ফরেক্স এ দক্ষ হওয়া।আমার মনে হয় আমি যদি ফোরাম বাশির সাথে থাকতে পারি তাহলে আমি এক দিন চরম টেডার হতে পারবো।কারন ফোরামে অনেক দক্ষ টেডাররা আছে যারা প্রতি নিয়ত তাদের মতামত,কৌশল, পরামশ শেরায় করে ফরেক্স কে বিস্তার করছে। এতটাই সহজ করে দিছে যে কেও অগ্রহ নিয়ে শিখলে দক্ষ হওয়া সম্ভব

FX7
2019-11-24, 01:01 AM
বিভিন্ন ব্লগ বা টিউটিরিয়াল দেখে ফরেক্স শেখা যায়। তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি কোন দক্ষ টেডার এর নিকট হাতে কলমে শেখা যায় তাহলে ৫/৬মাসে বেশ পটু হওয়া সম্ভব।আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফরেক্স গুনতে শিখেছি।গুনতে বলতে ক খ শিখেছি।তবে আমি ফোরামে এস আরও প্রায় বেশ কিছু বুঝেছি।

binalam
2020-01-10, 08:36 AM
বিভিন্ন ব্লগ বা টিউটিরিয়াল দেখে ফরেক্স শেখা যায়। তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি কোন দক্ষ টেডার এর নিকট হাতে কলমে শেখা যায় তাহলে ৫/৬মাসে বেশ পটু হওয়া সম্ভব।আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফরেক্স গুনতে শিখেছি।গুনতে বলতে ক খ শিখেছি।তবে আমি ফোরামে এস আরও প্রায় বেশ কিছু বুঝেছি।

ফরেক্স সম্পর্কের এই দেশে অনেকে অনেক যীচু জানেনা | আর আপনি শুনে ভীষণ অবাক হবেন | বিশদ জানতে চাইলে মোবাইল এ যোগাযোগ করুন | ০১৮২৮ ৬১০ ৬৬৬

binalam
2020-01-10, 08:52 AM
এই দেশে ট্রেডাররা একটি গোলক ধাঁধার মধ্যে ঘুরে ফিরে আছে এবং অনেক কিছ জানেনা যা শুনলে নিজেরাই অবাক হয়ে যাবেন | বিস্তারিত তথ্য জানার জন্য মোবাইল এ যোগাযোগ করতে পারেন | ০১৮২৮ ৬১০ ৬৬৬

mdmoshin1988
2020-01-10, 07:51 PM
জীবনে সব কিছুর পিছে পরিশ্রম থাকা বাধ্যতা মূলক। পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফল হতে পারেনা। তাই একজন সফল ব্যক্তি হতে হলে পরিশ্রম ও বেশি বেশি শেখার আগ্রহ থাকা লাগবে। আমি ২০১৫ সাল হতে ফরেক্সের সাথে আছি। তবে লাভজনকভাবে নয় বরং অলাভজনকভাবে দীর্ঘ সময় কাটিয়েছি। আমি কোন মতো ফরেক্স মার্কেটে আকরে ধরে আছি।যে আমিও একজন প্রফেশনাল মানের ট্রেডার হবো এই আশায়।

amreta
2020-01-25, 11:34 AM
আমি আপনার সাথীকে সমর্থন করি, এমনকি আমি এই ধরণের বোকা পোস্টারগুলি থেকে কিছুটা বিরক্তও হয়েছি যে এটি কেবল একটি সাধারণ বিষয় বেছে নিয়ে সে সম্পর্কে পোস্ট করা শুরু করে এবং যদি কোনও বুদ্ধিমান পোস্টার এমনটি করে যে সংবেদনহীন পোস্টারগুলির একটি সম্পূর্ণ ঝাঁকগুলি তার পোস্টগুলিকে ট্রেন্ড করতে শুরু করে এবং তারা শুরু করে তাদের জবাব দেওয়া এবং একগুচ্ছ অযথা পোস্ট জেনারেট করা, যা আমার ধারণা এই বিভাগের জন্য উপযুক্ত নয়।

FREEDOM
2020-08-23, 01:12 AM
আমিও ফরেক্স ট্রেডার হবো এই স্বপ্ন নিয়ে ফরেক্স মার্কেটে আসি।অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ এই অবস্থায় এসে এখনো নিয়মত লস করছি।গত সারে চার বছর আগে আমরা কয়েক জন মিলে ফরেক্স মার্কেট থেকে প্রচুর ইনকামের আশায় ট্রেডশুরু করি।সবাই ফরেক্স মার্কেটকে বিদায় জানিয়েছে।কেবল আমি কোন মতো ফরেক্স মার্কেটে আকরে ধরে আছি।যে আমিও একজন প্রফেশনাল মানের ট্রেডার হবো এই আশায়।