PDA

View Full Version : প্রত্যাশার চেয়ে মন্থর চীনা ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি



kohit
2019-05-02, 05:04 PM
চলতি বছরের চতুর্থ মাসে প্রত্যাশার চেয়ে মন্থর প্রবৃদ্ধি দেখা গেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের ম্যানুফ্যাকচারিং খাতে। গতকাল প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনবিসি।

এপ্রিলে চীনের বেসরকারি কাইজিন/মারকিট ফ্যাক্টরি পারচেজিং ম্যানেজারস ইনডেক্স দাঁড়িয়েছে ৫০ দশমিক ২ পয়েন্ট, যা রয়টার্স পরিচালিত জরিপে অংশ নেয়া বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম এবং মার্চের ৫০ দশমিক ৮ পয়েন্টের নিচে। রয়টার্স জরিপে ৫১ পয়েন্টের পূর্বাভাস করা হয়েছিল।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এপ্রিলের সরকারি ম্যানুফ্যাকচারিং পিএমআই প্রকাশের পর বেসরকারি কাইজিন জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত মাসে ম্যানুফ্যাকচারিং পিএমআই মার্চের ৫০ দশমিক ৫ পয়েন্ট থেকে কমে ৫০ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। রয়টার্স পরিচালিত জরিপে পিএমআই ৫০ দশমিক ৫ পয়েন্টে অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস করা হয়েছিল।

প্রসঙ্গত, পিএমআই সূচক ৫০ পয়েন্টের উপরে সম্প্রসারণ এবং এর নিচে সংকোচন বোঝায়। সাধারণত সিংহভাগ বৃহৎ ব্যবসা ও রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলো নিয়ে সরকারি পিএমআই জরিপ পরিচালনা করা হয়। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর সংমিশ্রণে বেসরকারি কাইজিন জরিপ পরিচালিত হয়।

মূলত ব্যবসাগুলোর পরিচালন পরিবেশ নিয়ে পিএমআই জরিপ হয়ে থাকে। এ ধরনের উপাত্ত থেকে অর্থনীতিতে কী ঘটতে যাচ্ছে, তার একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।
7725