View Full Version : EURCHF (ইউরো vs সুইচ ফ্রাঙ্ক) এর চার্ট এনালাইসিস
BDFOREX TRADER
2019-05-02, 05:45 PM
H4 চার্টে লক্ষ্য করলে আমরা দেখতে পারি মার্কেট বেশ স্ট্রং একটি রেসিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে। উপরন্ত একদম খাড়া একটি আপট্রেন্ড আমরা দেখতে পাচ্ছে, আবার উপর থেকে আরেকটি ডাউনট্রেন্ড কনফার্ম করে ফেলেছে ইতোমধ্যে। এখন আমাদের অপেক্ষা করার পালা, ঠিক কোন দিকে মার্কেট ফাইনালি ব্রেকআউট কনফার্ম করে। ডাউন নাকি আপট্রেন্ড এর দিকে? এরপর আপনি আপনার নিজের ট্রেডিং স্ট্রাটেজী এর সাথে মিলিয়ে এন্ট্রি কনফার্মেশন পেলে সুন্দর একটি প্রফিটেবল এন্ট্রি নিতেই পারেন।
টেকনিক্যাল এনালাইসিস লেভেলগুলো হল
7726
SaifulRahman
2019-05-27, 01:15 PM
8086
eurchf পেয়ারটির h4 চার্ট বিশ্লেষণ করে দেখতে পািই যে, একটি শক্তিশালী আপট্রেন্ড এর মধ্যে এটি এখনো পড়ে আছে এবং নতুন এলএল এবং এলএইচ লাইন তৈরি করেছে। ফলে সাপোর্ট এবং রেসিস্টেন্স ব্রেক করার কাছাকাছি লেভেলে রয়েছে এবং বেয়ারিশ থেকে সরে এসেছে। বর্তমানে দামের কাছাকাছি কোন মুল সাপোর্ট নেই তাই এটি ফিবো লেভেলে 38.2 গিয়ে নেমে আসবে যা আরো বৃদ্ধি পেয়ে ফিবো লেভেলে 61.8 হতে পারে।
Rassel Vuiya
2019-07-03, 01:22 PM
8335
ইস্ট্রাডে ট্রেডিয়ের জন্য eurchf পেয়ারটির দিকে দৃষ্টি রাখা যেতে পারে। কেননা ডেইলী চার্টে পেয়ারটি *সাপোর্ট কে রিটেস্ট করেছে। মুলত কোন ট্রেডারের স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় এরং কনফারমেশন এর সাথে যদি মিল পান তাহলে অল্প লটে একটি ট্রেড অর্ডার নিতে পারনে।
আশা করছি প্রফিটেবল হবেন।
SUROZ Islam
2019-07-21, 05:13 PM
8477
গত বৃহস্পতিবার থেকে ট্রেডিয়ের জন্য eurchf পেয়ারটি নিরাপদ প্রফিটেবল হিসাবে রয়েছে এবং সুইস ফ্রাঙ্ক শক্তিশালী হচ্ছে। যার কারনে ট্রেডিং শুরু হলে আমি সেল এন্ট্রি নিব।
BDFOREX TRADER
2019-09-26, 11:04 AM
8954
হ্যালো ফোরাম ট্রেডাররা,
আজ বৃহস্পতিবারের eurchf পেয়ারটি টেকনিক্যাল এনালাইসিস অনুসারে ডেইলি চার্টে দেখা যাচ্ছে যে একটি ট্রেন্ড লাইন এটি ব্রেক করে উপরে উঠে গিয়েছিল।মার্কেট এখন রিটেস্ট নিচ্ছে।কনফারমেশন যদি পেয়ে যান আর আপনার ধারনা আমার ধারনার সাথে মিলে গেলে বাই পজিশন খুলে ফেলতে পারেন। যদিও আপনারে মানিম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করবেন। সবাইকে ধন্যবাদ
Rassel Vuiya
2020-02-25, 05:35 PM
EurChf পেয়ারটি বর্তমানে 1.0630 এরিয়াতে অবস্থান করছে। 2015 সালের জুলাইতে 1.0600 এরিয়া ভেঙে আপ হবার পর থেকে বেশ কয়েকবার পেয়ারটি 1.0600 বা তার কাছাকাছি এরিয়াটাকে রিটেস্ট করেছে, কিন্তু কখনোই এই লেভেলটা ভেঙে ডাউন হতে পারেনি। সম্প্রতি চায়নাতে করোনা ভাইরাসের প্রকোপ মহামারী আকার ধারণ করাই ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতেও এর নেগেটিভ প্রভাব পরে। পাশাপাশি সেফ হ্যাভেন হিসেবে সুইচ ফ্রাঙ্ক কিছুটা পজেটিভ সাপোর্ট পাওয়ায় পেয়ারটি ডাউন হয়ে আবারো এই শক্তিশালী সাপোর্ট এরিয়া রিটেস্ট করে এবং গত ২ সপ্তাহ ধরে পেয়ারটি সাপোর্ট এরিয়ার কাছাকাছি অবস্থান করছে।
10175
যদিও গতকাল মার্কেট ওপেনিং এ শক্তিশালী সাপোর্ট এরিয়া ব্রেক করে কিছুটা ডাউন হয়েছিলো এবং আর এস আই ইন্ডিকেটরেও বেশ ওভারসোল্ড অবস্থানে ছিলো। কিন্তু মার্কেট এই এরিয়ার নিচে সাসটেইন করতে পারেনি। মার্কেট আবারো পিনবারসহ শক্তিশালী বুলিশ সাইন দিয়ে আপ হয়ে সাপোর্ট এরিয়ার উপরেই ক্লোজ হয়েছে।গতকাল প্রকাশিত জার্মান আইএফও বিজনেস ক্লাইমেট রিপোর্ট ফোরকাস্ট নেগেটিভ ছিলো। কিন্তু রিপোর্ট ফোরকাস্ট থেকে এমনকি আগের থেকেও কিছুটা পজেটিভ আসে।
যদিও সাম্প্রতিক করোনা ভাইরাস ইস্যুতে চায়নাসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই অর্থনৈতিক মন্দাভাব দেখা যাচ্ছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মূল চালিকাশক্তি জার্মানির পজেটিভ নিউজের ফলে ইউরো কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই মূহুর্তে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে সেটা ইউরোর জন্য আরো পজেটিভ হবে।যেহেতু পেয়ারটি খুবই শক্তিশালী সাপোর্ট এরিয়াতে বারবার রিটেস্ট করছে, পাশাপাশি পেয়ারটি বুলিশ সাইনসহ পিনবার ক্রিয়েট করেছে।
তাই টেকনিক্যাললি পেয়ারটির বর্তমান অবস্থান থেকে আপ হবার সম্ভাবনা প্রবল। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জার্মানির পজিটিভ নিউজ ফান্ডামেন্টাললি সাপোর্ট দিবে।পেয়ারটিতে বর্তমান অবস্থান থেকে অথবা পেয়ারটি যদি পুনরায় সাপোর্ট এরিয়াকে রিটেস্ট করে তবে পেয়ারটিতে সাপোর্ট এরিয়া এবং পিনবারের কিছুটা নিচে স্টপ দিয়ে বাই মুডে থাকা যেতে পারে ।
প্রাথমিক ভাবে টার্গেট হতে পারে 1.0720। এই এরিয়া সাকসেসফুললি ব্রেকআউট হলে পরবর্তীতে 1.0830 এবং সর্বশেষ 1.1000 পর্যন্ত।
Tofazzal Mia
2020-11-03, 02:41 PM
Eurchf পেয়ারটি বুলিশ অবস্থানে আসার জন্য ১.০৭০৭ প্রাইস অতিক্রমের অপেক্ষায়। পেয়ারটি উল্লেখিত লেভেল অতিক্রম করতে অক্ষম হলে বিয়ারিশ অবস্থান শক্তিশালী হতে পারে। ৪ ঘন্টার চার্টে eurchf পেয়ারটি ১.০৭০৭ রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি অবস্থান করছে।পেয়ারটি ১.০৭০৭ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে বুলিশ ট্রেন্ডে শক্তিশালী হতে পারে। অপরদিকে উল্লেখিত প্রাইস অতিক্রম করতে অক্ষম হলে বিয়ারিশ অবস্থানে আসতে পারে। পেয়ারটি ১.০৭০৭ রেজিস্ট্যান্স অতিক্রম করতে সক্ষম হলে পরবর্তীতে ১.০৭৪৬ প্রাইসে আসতে পারে। অপরদিকে উল্লেখিত প্রাইস অতিক্রম করতে অক্ষম হলে সেলিং প্রেসার শক্তিশালী হয়ে ১.০৬৬৮ প্রাইসে আসতে পারে।
12751
Tofazzal Mia
2021-11-24, 12:26 PM
EurChf পেয়ারটি ওভারঅল ডাউনট্রেন্ডে আছে। সম্প্রতি পেয়ারটি তার শক্তিশালী সাপোর্ট এরিয়াটা সাকসেসফুললি ব্রেক করে নিচে স্ট্যাবল হয়েছে। বর্তমানে এটি উক্ত রেজিস্ট্যান্স (পূর্ববর্তী সাপোর্ট) এরিয়াতে রিটেস্টেড অবস্থানে আছে। H1 চার্টে 1.0497 এরিয়াটা পেয়ারটির জন্য হরিজন্টাল রেজিস্ট্যান্স এরিয়া। পাশাপাশি সিম্পল মুভিং এভারেজ 100 অনুযায়ী রেজিস্ট্যান্স এবং ফিবো রিট্রেসমেন্ট 61.8 লেভেল। আশা করা যাচ্ছে পেয়ারটি ডাউন হয়ে 1.04485 পর্যন্ত যেতে পারে।
16050
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.