PDA

View Full Version : অ্যামাজনের শেয়ার কিনতে যাচ্ছেন বাফেট



jasminbd
2019-05-05, 05:47 PM
অ্যামাজনের শেয়ার কিনতে যাচ্ছেন বাফেট

প্রথমবারের মতো ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা কোম্পানি অ্যামাজন ডটকমের শেয়ার কিনেছে মার্কিন বহুজাতিক কনগ্লোমারেট বার্কশায়ার হ্যাথাওয়ে। মার্কিন ধনকুবের ও বার্কশায়ারের স্বত্বাধিকারী ওয়ারেন বাফেটের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সিএনবিসি এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসি।

অ্যামাজনের শেয়ার কেনা প্রসঙ্গে বাফেট জানান, নিজের বিনিয়োগ ম্যানেজারসগুলোর একটি টড কম্বস বা টেড ওয়েশ্চলার অ্যামাজনের শেয়ার কিনেছে। চলতি মাসের শেষ দিকে বার্কশায়ারের প্রান্তিকীয় প্রতিবেদনে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

দীর্ঘদিন ধরেই অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের নেতৃত্বের প্রশংসা করে আসছেন বাফেট। গত বছর বেজোসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ নিয়েও কাজ শুরু করেন তিনি। এদিকে এ শেয়ার কেনা বার্কশায়ারের জন্য একটি বড় বাকবদল হবে বলে ধারণা করা হচ্ছে। সিএনবিসিকে বাফেট জানান, আমি বেজোসের একজন ভক্ত এবং শেয়ার না কেনাটা অবশ্যই বোকামি হবে।

সাধারণত যখনই বার্কশায়ার নতুন মালিকানা কেনার মাধ্যমে কোনো কোম্পানির প্রতি সমর্থন জানিয়েছে, তখন সেসব কোম্পানির শেয়ারদর বেড়ে যেতে দেখা গেছে। এমনকি কম্বস বা ওয়েশ্চলারের মাধ্যমে কেনা হলেও একই ধরনের প্রভাব পড়তে দেখা গেছে। উল্লেখ্য, দুটি প্রতিষ্ঠানের সমন্বিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার।

amreta
2020-03-01, 04:51 PM
আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি এই কঠোর পরিশ্রমটি করেন তবে আপনি এতে খুব দ্রুত এবং অবশ্যই সফল হবেন তাই আমি মনে করি আপনার এতে কঠোর পরিশ্রম করা উচিত যাতে একে অপরের সাথে কথা বলা একটি সাফল্য হতে পারে, যাতে এটি আপনার সাফল্যের গোপনীয়তা হতে পারে can হ্যাঁ সিরি আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনি এতে খুব দ্রুত সফল হতে পারেন