PDA

View Full Version : আবারো চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা যুক্তরাষ্ট্রের



jasminbd
2019-05-07, 05:25 PM
আবারো চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের কারণে বিপাকে রয়েছে বিশ্ব অর্থনীতি। এ যুদ্ধের লাগাম টানতে একটি বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বিশ্বের শীর্ষ এ দুই অর্থনীতি শিগগিরই, আরো নির্দিষ্ট করে বললে চলতি মাসেই একটি চুক্তিতে পৌঁছতে পারে বলে বহুল প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে এ প্রত্যাশায় কার্যত পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার নাটকীয়ভাবে তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে যে বিরোধ চরম আকার ধারণ করেছে, ট্রাম্পের এ সিদ্ধান্ত তারই ইঙ্গিত বহন করছে। ট্রাম্পের এ মন্তব্যে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোয় অস্থিরতা দেখা দিয়েছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের মন্তব্যের জেরে ওয়াশিংটনের সঙ্গে চলতি সপ্তাহের আলোচনা বাতিল করার চিন্তা করছে চীন। ট্রাম্পের সিদ্ধান্তে চীনের সরকারি কর্মকর্তারা হতবাক হয়েছেন। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে, তবে বেইজিংয়ের দরাদরির চেষ্টার কারণে এর গতি খুবই শ্লথ।

ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত চমক তৈরি করেছে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প প্রশাসন বরাবর বলে এসেছে যে বেইজিংয়ের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।

bdunity
2019-05-08, 10:02 AM
আবারো চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র । আগামী শুক্রবার থেকে ২০হাজার কোটি ডলারের চীনা পণ্যের উপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে । কারন সাম্প্রতিক সপ্তাগুলেয় ট্রাম্প প্রশাসন বরাবর বলে এসেছে যে,বেইজিংয়ের সঙ্গে তাদের বানিজ্য আলোচনা বেশ ভাল ভাবেই এগিয়ে যাচ্ছে।