PDA

View Full Version : স্কিল ও নেটেলার btrc থেকে ব্লক হবার পর করণীয়!



Rassel Vuiya
2019-05-08, 04:01 PM
মানি লন্ডারিং ও বেটকে ইসু করে আন অফিসিয়াল ভাবে কোন নোটিশ ছাড়াই অনেক ISP থেকে নেটেলার ও স্কীল সাইডকে ব্লক লিস্টে রাখা হয়েছে ধারনা করা হচ্ছে। যার জন্য কেউ কেউ ঢুকতে পারছেন এবং অন্যরা চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে, অনেকে লাখ লাখ টাকা আটকে আছে এর মধ্যে, কেউ কেউ এমন মন্তব্য করেছেন যে এটি বন্ধ হলে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে না। খুব খারাপ লাগছে বিষয়টি। অবশ্য সব isp থেকে নেটেলার ও স্কিল আইপি বন্ধ করে নি। যার জন্য এখনো ব্যবহার করা যাচ্ছে। কিছু কিছু মোবাইল অপারেট দিয়ে হচ্ছে। আপনারা যাদের কাছ থেকে নেট নিয়েছেন তাদের বিষয়টি জানান তারা যে isp থেকে লাইন নিয়েছে, তাদের সবাইকে নক করুক। উঠিয়ে নিলে ভাল।
যে কাজগুলো করতে পারেন-
# মোবাইল আপারেট সিম থেকে এমবি কিনে ফোনে দেখুন। হয়ে যেতে পারে, আমার আসছে- এয়ারটেল সিম। ডলার সরিয়ে ফেলেছি।
#আপনার ইন্টারনেট অফিসে যোগাযোগ করুন বলুন এই দুটি বন্ধ কেন? অন্যদের চালু আছে। একটিভ করুন। ISP এর সাথে কথা বলুন।
# কারও দেওয়া সফটওয়ার বা লিংক ব্যবহার করবেন না কারন ফিসিং সাইড হতে একাউন্ট হ্যাক করার জন্য এখন কিছু হ্যাকার সক্রিয়।
#কোন ধরনের ভিপিএন ব্যবহার করবে না। ব্যবহার করে একাউন্ট ঢুকতে পারলেও ডলার ট্রান্সজেকশন হবে না। একাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
#IPL শেষ হওয়া পর্যন্ত হয়তো অপেক্ষা করা লাগতে পারে। তার আগে সক্রিয় হলে তো ভাল।
#একে বারে বন্ধ করলে গনমাধ্যমে বিষয়টি আসতো। এটি ইন্টারন্যাল ভাবে সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে মনে করা হচ্ছে, বিশেষ করে রোজার মাস সামনে রেখে, যতটা ধরনা করা হচ্ছে।
7845

DhakaFX
2019-05-08, 04:13 PM
Skrill ও Neteller এ ঢুকতে ঝামেলা হচ্ছে? উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরুন। IPL চলাতে দেশে প্রচুর পরিমাণ জুয়ারি অনলাইনে জুয়া খেলছে। এদের মধ্যে বেশির ভাগই লেনদেন করে Skrill / Neteller দিয়ে। সরকার বেটিং সাইট গুলা বন্ধ করলেও ফাক ফোকর দিয়ে জুয়ারিরা ঠিকি জুয়া চালিয়ে যাচ্ছে। কারন বেট সাইট গুলাই কোন না কোন ভাবে ঢুকার ব্যবস্থা রাখছে। তাই হয়তো অর্থের যোগান বন্ধ করতেই এই ব্যবস্থা। নিচের ছবি দুইটা ভালো ভাবে দেখুন আশা করি আসল ব্যাপারটা বুঝতে পারবেন।
7848
বেট৩৬৫ বাংলাদেশ বিটিআরসি এর নির্দেশে এক্সেস ডিনাইড করা কিন্তু স্ক্রিলে বাংলাদেশ বিটিআরসি দ্বারা কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তার প্রমান নিচের দুইটা স্ক্রিনশর্টে। স্ক্রিলের সমস্যাটা তাদের সমস্যা বাংলাদেশের বিটিআরসি বা আইএসপি তাদের কোনো হাত নেই।
এখন কথা হচ্ছে, যেহেতু নেটেলার স্ক্রিলে ঢুকতে সমস্যা হচ্ছে সেহেতু বার বার চেষ্টা না করাই ভাল। কারন এই সব সাইট খুব সেন্সিটিভ, একটু কিছু হলেই একাউন্ট ব্লক করে দেয়। তাই একাউন্ট ঠিক রাখতে ধৈর্য ধরুন, বিকল্প কোন পন্থা না ধরাই ভাল। ভিপিএন দিয়ে ঢুকতে পারবেন ঠিক আছে কিন্তু যদি খুব জরুরি না হয় তাহলে না ঢুকাই ভাল। আনভেরিফাইড বা একাউন্ট ব্লক হলেও ঝামেলা নাই এমন একাউন্ট দিয়ে লগ ইন করে দেখতে পারেন ঠিক হয়েছে কিনা?

SUROZ Islam
2019-05-08, 04:42 PM
খুব সম্ভব বাংলাদেশে সরকারের সাইবার সেল থেকে নেটেলার/স্ক্রীল এর আইপী লক করে দেওয়া হয়েছে। তবে স্ক্রীল অথরিটি থেকে জানা গেছে তারা এ বিষয়ে কাজ করছে। কিন্তুু vpn ব্যাবহার করে এগুলো ব্যাবহার করার যাচ্ছে। এখন কথা হলো অস্থির হয়ে vpn ব্যাবহার করে একাউন্টটা আবার পারমানেন্টলি ক্লোজ করে ফেলবেন না। তাইলে আম-ছালা দুটোই যাবে! ধন্যবাদ সবাইকে

Montu Zaman
2019-05-08, 04:48 PM
স্ক্রিলে ট্রান্সজেকশন হচ্ছে না অনেকে বলতিছে। আমার তো কোন প্রবেম হচ্ছে না ট্রান্সজেকশন করতে। আমি বাংলাদেশ এ পেপাল চালাই অনেক আগে থেকে আমার কোন প্রব্লেম হয় না। শুধু কিছু নিয়ম ফলো করলেই এসব প্রব্লেম থেকে মুক্তি পাওয়া যাবে।
১। পেইড ভিপিএন।।
২। ফ্রি ভিপিএন।
পেইড ভিপিএন দিয়ে আপনার সেন্ড করতে কিংবা পেমেন্ট রিসিভ করতে কোন ধরনের প্রব্লেম হবে না। এবং বেট এও ডিপোজিট হবে। আর যারা ফ্রি ভিপিএন ব্যাবহার করে করতে চান তারা টর ব্রাউজার এবং অরবুট ভিপিএন ব্যাবহার করে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কান্ট্রি ইউনাইটেড কিংডম ব্যবহার করতে হবে। আর বেশি স্ক্রিল এ লগিন এবং সেন্ড ডিপোজিট করা থেকে বিরত থাকেন ফ্রি ভিপিএন দিয়ে। কোন ভিপিএন ছাড়া স্ক্রিল এ ঢুকতে স্ক্রিল লিখে গুগল এ সার্চ করেন এবং গুগল যেই লিংক দিবে অই লিংক দিয়ে ঢুকে যান।।
স্ক্রিল এবং নেটেলার ডলার আমার কাছে পাবেন। যাদের ডলার লাগবে নক দেন। খুব তারাতারি স্ক্রিল ও নেটেলার খুলে দিবে। এটা নিয়ে চিন্তা করিবেন না।
7850

iloveyou
2019-05-09, 04:48 AM
ভিপিএন দিয়ে ব্যবহার করা যাচ্ছে। কোন সমস্যা হচ্ছে না। বিটিআরসি হুদাই কিছু কিছু ওয়েবসাইট ব্লক করে দিসে কোন কারণ ছাড়া। এ নিয়ে সাংবাদিকরা একটা প্রতিবেদনও করেছিল। বিটিআরসির চেয়ারম্যান বলেছিল: "আমি এ বিষয়ে কিছু জানিনা"
তাই ভয় পাওয়ার কিছু নেই। দোয়া করেন। হয়তো আইপিএল শেষ হলেই আবার চালু করে দিবে।

FXBD
2019-05-09, 03:15 PM
যদি আজকের পরে বাংলাদেশের ISP তে skrill and neteller কে পারমিট না দাওয়া হয়, তাহলে বাংলাদেশের ৬.৫ লক্ষ ফ্রিল্যান্সার সবাই একযোগে ইউরোপে চলে যেতে হবে।তাহলে মানি লন্ডারিং নিয়ে সরকারের আর এতো অসুবিধা হবে না। ফরেক্স ও ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেট পুরোপুরি ধংস হয়ে যাবে। যদিও সরকার অফিসিয়ালিভাবে কিছুই যানায়নি, তাই সব ট্রেডার ও ফ্রিল্যান্সারদের দৃষ্টান্তমূলক কিছু একটা করার জন্য মানোসিক ভাবে প্রস্তুতি নিতে হবে।

BDFOREX TRADER
2019-05-09, 03:22 PM
বাংলাদেশে ফরেক্সের কোন বৈধতা নাই। ফরেক্সকে অনেকে মানিলন্ডারিং হিসেবেও দেখে। কিছুদিন যাব Skrill Neteller বন্ধ আছে। এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। অনেকে সোস্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, অনেকে আন্দোলনের কথা বলছে। Skrill Neteller খুলে না দিলে আমরা সবাই বিপাকে পরবো। এজন্য কিছু একটা তো করতেই হবে। কিন্তু আমরা যদি ফরেক্স কথা টা উল্লেখ করে কিছু করতে যাই তাহলে সেটা হিতে বিপরীত হবে। ফরেক্সে এত লোক প্রবেশ করেছে দেখলে সরকার আরো কঠোর হবে। তারা Skill Neteller খুলতে চাইবে না।
বাংলাদেশে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং একটা সম্ভাবনাময় সেক্টর। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং করতে হলে Skrill Neteller এর মত ই ওয়ালেট দরকার হয়। তাই যা করার ফ্রিল্যান্সারদের সাথে নিয়ে করতে হবে। আন্দোলন হোক বা পোস্ট হোক ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কথা উল্লেখ করতে হবে। ফরেক্স কথাটা উল্লেখ করা ঠিক হবে না। তাই সবাই শতর্ক হয়ে যা করার করবেন। কোন ভাবেই বোকামি করে ফরেক্সকে সম্পুর্ণ অবৈধ করে দিয়েন না।

Tofazzal Mia
2019-05-12, 03:50 PM
যারা ফরেক্স করেন তাদের স্বপ্ন অনেক বড় সুতরাং পেমেন্ট মেথড নিয়ে আপনারা কেন এত বেশী মাথা ঘামাচ্ছেন। বাংলাদেশে কোন না কোন পেমেন্ট মেথড আবারো জনপ্রিয় হয়ে উঠবে এটা নিশ্চিত। শুধুমাত্র নেটেলার এবং স্ক্রিল একমাত্র পেমেন্ট মেথড নয়, ফরেক্স ব্রোকারে আরো অনেক ধরনের পেমেন্ট মেথড আছে যার মাধ্যমে আপনি আপনার টাকা ক্যাশ করতে পারবেন। সুতরাং আপনি যদি একটু পেছনের দিকে ফিরে তাকান তাহলে দেখতে পারবেন 2010 থেকে 2013 সাল পর্যন্ত এই সময়টা আমরা কিভাবে আমাদের টাকা ক্যাশ করতাম। PM এবং Liberty Reserve, webmoney,moneybookers etc অনেক জনপ্রিয় ছিল। তখনকার সময় আমরা সবাই জনপ্রিয় এই পেমেন্ট মেথড গুলর মাধ্যমে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ করতাম। হয়তো ক্যাশ করতে একটু সময় বেশি লাগতো কিন্তু আমাদের কিন্তু টাকা পেতে সমস্যা হতো না। আর এখন তো ক্রিপ্টোকারেন্সি যুগ সুতরাং আপনি আপনার ফরেক্স একাউন্ট ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে ট্রেড করে টাকা ক্যাশ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারেন ব্যাংকের মাধ্যমে এই কারেন্সিগুলো তো উইথড্র দিয়ে টাকা ক্যাশ করা যায় না সে ক্ষেত্রে একটু ঝুঁকি থেকে যায়।
আমার প্রশ্ন হচ্ছে আমরা বেসিকালি কতজন ব্যাংকের মাধ্যমে টাকা ক্যাশ করে থাকি? তার পরেও মনে প্রশ্ন থেকে যায় যদি বাংলাদেশে নেটেলার এবং স্ক্রিল বন্ধ হয়ে যায় তাহলে কি আমি আমার টাকা ক্যাশ করতে পারব? এবং ব্রোকার কি আমার টাকা উইথড্রল দেবে?
আপনি এটা নিশ্চিত থাকেন যে ব্রোকার আপনার টাকা অন্য কোন পেমেন্ট মেথড অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করিতে বাধ্য।

Montu Zaman
2019-05-13, 05:48 PM
স্ক্রীল ও নেটেলার নিয়ে সময় নষ্ট না করে পারফেক্ট মানি, ওয়েব মানি এসব ব্যবহার করা শুরু করুন।
আজ কোন এক ইউটিউবারের fb live দেখে অনেকে প্রশ্ন করেছেন,বাংলাদেশে ফরেক্সের ভবিষ্যৎ কি?অতীতে কিন্তু আমরা বেশ সাবলীলভাবে কাজ করেছি বা এখনও করছি।অর্থাৎ সরকার ইতিবাচক।নাসিমকে এরেস্ট করা হয়েছিল,skrill/neteller ইস্যুতে জব্বার স্যারকে নিয়ে বিব্রতকর ভিডিও বানানোর জন্য।অথচ সে জেল থেকে ফিরে skrill/neteller নিয়ে কোন শব্দ করে নাই,বারবার paypal এর কথা বলে যাচ্ছে।তার মানে সে কোন সমাধান নিয়ে আসে নাই।কিন্তু ওর উদ্দেশ্য নেতা হওয়া :p কারো উপকার করা না।গেট টুগেদারের আয়োজন করেছে,সে নাকি বাংলাদেশে paypal নিয়ে আসবে,skrill/neteller ইস্যু শেষ!ফরেক্স নাকি অবৈধ :p :p সে একজন ইউটিউবার,ওর কথায় ওর মুরিদরা হয়ত চলে,আমরা না।আন্তর্জাতিক পুজিবাজার কি সেটা নাসিম বোঝে না।আমরা ট্রেডার,সুতরাং ট্রেড করে যাব।প্লিজ কেউ hype তুলবেন না,শান্ত থাকুন।সে প্রচুর উস্কানিমূলক কথাবার্তা বলে,আমরা ওর ফাদে পা দিব না।

SHARIFfx
2019-05-13, 07:02 PM
স্কিল বা নেটেলার আপনি ব্যবহার করতে পারেন তবে অপেরা মিনি ব্যবহার করে। এই ব্রাউজার ব্যবহার করে আপনি ডলার ট্রানজেকশন করতে পারেন অনায়াসে।

FXBD
2019-05-14, 04:59 PM
বাংলাদেশে স্ক্রীল এবং নেটেলার দুটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট প্রসেসর বর্তমানে বন্ধ রয়েছে।এতোমধ্যেই বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং সোসাইটিতে চরম উৎকন্ঠা বিরাজ করছে ।তবে রাষ্ট্রপক্ষ থেকে নির্ভরযোগ্য কোন বক্তব্য না পাওয়ার কারনে এবিষয়ে কোন মন্তব্য করা উচিত মনে করিনা।এমন স্পর্শকাতর বিষয়ে অফিসিয়াল বক্তব্য ছাড়া কারো ব্যাক্তিগত মত কিংবা চেটিং রেকর্ড কে সোসাইল মিডিয়াতে প্রচারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের মাঝে উৎকন্ঠা তৈরি কারা সমীচীন নয়।
আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং বিশ্বে ৩য় অবস্থানে রয়েছে। সরকারী হিসাব অনুযায়ী বাংলাদেশী ফ্রিল্যান্সারদের গড় বাৎসরিক আয়ের পরিমান ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।বর্তমান তরুণ প্রজন্ম কে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং মুখী করতে ইতোমধ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।বেসিসের ঘোষনা অনুযায়ী ১০ থেকে ১৫ লক্ষ তরুন কে এ পেশার সাথে যুক্ত করার সিদ্ধান্ত ও এমর্মে গৃহীত পদক্ষেপ সমূহ সকলেরই জানা।সুতরাং রাষ্ট্রের এতসব আয়োজন নিষ্ফল হয়ে যাবে যদি ফ্রিল্যান্সারদের জন্য উক্ত দুটি লেনদেন পদ্ধতি বন্ধ করে দেয়া হয়।আশা করি এমন আত্মঘাতী সিদ্ধান্ত কখনো রাষ্ট্র গ্রহন করবে না।
#স্ক্রীল/নেটেলার বন্ধ হওয়ার পরিণতি
-------------------------------------
ফ্রিল্যান্সিং বিশ্বে স্ক্রীল,নেটেলার,পে পাল হচ্ছে জনপ্রিয় পেমেন্ট প্রসেসরস।ফ্রিল্য ন্সিং বিশ্ব দাড়িয়ে আছে এসব পেমেন্ট প্রসেসরের উপরই নির্ভর করে।এসব ই-পেমেন্ট প্রসেসরের সাহায্যে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের ফ্রিল্যান্সারগন তাদের কাজের পারিশ্রমিক গ্রহন করে থাকেন। বহু ছোট -বড় অনলাইন প্রতিষ্ঠান তাদের ক্লায়েন্টদের কে উক্ত গেটওয়ে সমূহ ব্যবহারের মাধ্যমেই পারিশ্রমিক দিয়ে থাকেন।
সুতরাং উক্ত সেবা সমূহ বন্ধ থাকলে কিংবা এ অচল অবস্থা বিরাজমান থাকলে আশা করা যায় বাংলাদেশ ফ্রিল্যান্সিং বিশ্বে মুখ থুবড়ে পড়বে।কারন এসব গেটওয়ে ব্যবহারকারী গ্লোবাল মার্চেন্টগন বাংলাদেশী ফ্রিল্যান্সারদের বিকল্প কর্মী খুঁজে নিবে।ফলে এদেশের লাখো ভাই-বোনের স্বপ্নময় ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং ক্যারিয়ার ধ্বংস হওয়ার পাশাপাশি এ সেক্টর কে কেন্দ্র করে রাষ্ট্রের গৃহীত সকল প্রকল্প বন্ধ হয়ে যাবে।

স্ক্রীল নেটেলার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারন সমূহ
-------------------------------------
এক. বিশ্বের বিভিন্ন দেশে চলমান ক্রিকেট ও ফুটবল খেলা কে কেন্দ্র করে বর্তমানে অনলাইনে প্রচুর জুয়া (বেটিং) সাইটের প্রকাশ ঘটেছে।দীর্ঘদিন যাবত এসব সাইটগুলোতে জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্রসেসর নেটেলার এবং স্ক্রীলের সাহায্যে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষ জুয়া খেলাতে মেতে রয়েছে। এটা দুঃখজনক হলেও সত্য।ধারনা করা হচ্ছে এ কারনেই উক্ত দুটি পেমেন্ট পদ্ধতি বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ মূল্যায়নটির গ্রহণযোগ্যতা থাকেনা একারনেই যে ,চলমান আইপিএল আসর একেবারেই শেষ প্রান্তে। সুতরাং যেদিন থেকে বেটিং সাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছিল ঐদিনই এসব গেটওয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল।কিন্তু এমনটি হয়নি।
দুই. সোসাইল মিডিয়া,ব্লগ ও ফোরাম সহ বিভিন্ন মহল থেকে এটা বহুবার আলোচিত হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালিত বেটিং সাইটগুলো বাংলাদেশে বেটিং সুবিধা প্রদানের পেছনে রয়েছে লেবাসধারী উচ্ছ পর্যায়ের কিছু মাফিয়া চক্র।যাদের রয়েছে কোটি টাকার কমিশন বাণিজ্য ।ধারনা করা হচ্ছে এসব মাফিয়া চক্রের অভ্যন্তরীণ বিভেদের বলি হয়েছে এদেশের ফ্রিল্যান্সারগন। হয়তোবা তাদের বিভেদ মিটে গেলে আবার খুলে যাবে পেমেন্ট প্রসেসর দুটি।সুতরাং দুই টাকার কামলাদের সাথে ঝগড়া করে কোন লাভ নেই।কারন তাদের পিছনের অদৃশ্য হাতটি বহু শক্তীশালী।সুতরাং সুফিয়ার ভাষায় কথা বলা ছাড়া আমলাদের কোন উপায় নেই।
তিন. ফ্রিল্যান্সিং সেক্টরে #বাংলাদেশের প্রধান প্রতিদন্ধি হচ্ছে ভারত।তারা ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেসে ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের বেড রিভিউ দেয়া,রেটিং কম দেয়া,প্রতারণা করা ইত্যাদি অপচেষ্টায় লিপ্ত থাকে।বহু ক্ষেত্রে তারা বাংলাদেশী ফ্রিল্যান্সারদে জন্য বাধা সৃষ্টিকারী।এটা তাদের মুদ্রা দোষ। এটি হতে পারে বাংলাদেশের অন্য দশটি শিল্প ইন্ডাস্ট্রি ধ্বংসের মতই সম্ভাবনাময় ফ্রিল্যন্সিং সেক্টরকেও বেটিংয়ের অজুহাত দিয়ে কৌশলে ধ্বংস করে দেয়ার গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। সুতরাং স্ক্রীল এবং নেটেলার স্থায়ী ভাবে বন্ধ হয়েগেলে ফ্রিল্যান্সিং বিশ্বে বাংলাদেশের পজিশনটি নিঃসন্দেহে ভারতে হাতে চলে যাবে।
চার. এটি হতে পারে #আন্তার্জাতিক চক্রান্তেরই একটি অংশ বিশেষ।কারন এদেশের তরুন প্রজম্ম যেন প্রযুক্তি নির্ভর কেরিয়ারের পেছনে না দৌড়ে বরং বিদেশীদের বিনিয়োগকৃত বিভিন্ন শিল্প ইন্ড্রাস্ট্রির সল্প মজুরির লেবার হিসাবে আজীবন খেটে যায় সে পথ তৈরির একটি দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে কৌশলে #ফ্রিল্যান্সিং বিমুখীতা কিংবা এ পেশার প্রতি আস্থাহীনতা তৈরির অপচেষ্টা মাত্র। এ মন্তব্যের যৌক্তিকতা হচ্ছে বর্তমানে দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থার বিপরীতে দৈনন্দিন কারিগরি শিক্ষাকেই প্রধান্য দেয়া হচ্ছে ।সাধারন শিক্ষা ব্যবস্থায় উত্তীর্ণ জনশক্তির জন্য কর্ম সংস্থান তৈরি না করে সর্বত্র কারিগরি শিক্ষার সম্প্রসার ঘটানো হচ্ছে। জেনারেল শিক্ষার বিপরীতে কারিগরি শিক্ষার জন্য বড় বড় প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
এ পলিসির কুফল হচ্ছে নির্দিষ্ট একটি সময়ের পর রাষ্ট্র ব্যবস্থা বিশেষ একটি মহলের কাছে জিম্মি হয়ে পড়ে এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে জনগন কে সম্পূর্ন রুপে বিচ্ছিন্ন করে দেয়া হয়।
প্রিয় পাঠক,আপনি হয়তো বিষয়টি এত গভীর ভাবে চিন্তা করাকে বুকামী মনে করতে পারেন। কিন্তু আপনার বোঝা উচিৎ যে বর্তমানে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের বাৎসরিক আয়ের পরিমান ৩০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।ধারনা করা হচ্ছে দশ পনের লাখ দক্ষ ফ্রিল্যান্সার তৈরি হলে অদূর ভবিষ্যতে এ সেক্টরটি গার্মেন্টস শিল্প কেও ছাড়িয়ে যাবে।সুতরাং বিষয়টি অতি সাধারন নয় যেমনটি আপনি ভাবছেন।

SUROZ Islam
2019-05-15, 05:31 PM
বাংলাদেশ সরকার ফরেক্স তো আর বন্ধ করে নি। পারফেক্টমানি, ওয়েব মানি এসবও বন্ধ করে নি।সুতরাং ট্রেড করার জন্য এসব অপশন তো আছেই। নেটেলার, স্ক্রিল বন্ধ করেছে শুধু, কারন এই দুই মাধ্যমে বেটিং এ ডিপোজিট করা যায়। তাহলে আপনি এখানে বেশি উত্তেজিত হলে আপনার দেশের সাইবার সিকিউরিটি সংশ্লিষ্ট দপ্তর আপনাকেই বেটিং এ আসক্তি হিসেবে ধরে নিতেই পারে। সুতরাং ঠান্ডা মাথায় চিন্তা করুন আর ট্রেড করে যান। ধন্যবাদ

SUROZ Islam
2019-05-22, 03:07 PM
আমি আগের একটি পোস্টে বলেছিলাম যে, ভাল কিছুই হবে।সরকার বেটিং বন্ধ করতে চাইছে, ফরেক্স নয়। আবার খুলে দেওয়া হয়েছে স্ক্রীল/নেটেলার
8041