Log in

View Full Version : ফরেক্স নিয়ে কিছু কথা



jahid3121
2019-05-16, 03:46 PM
:1f63a:ফরেক্স ব্যবসা বাংলাদেশে যে বিস্তার ও পরিধি অর্জন করেছে তা নিঃসন্দে বলার অপেক্ষা রাখে না। ফরেক্স ব্যবসার একটি স্বাধীন ব্যবসা, এর মাধ্যমে যে কেউ কিছু সময়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে এবং নিজের মত আতঃপ্রকাশ করতে পারে। :1f634:

Rakib Hashan
2019-05-16, 04:14 PM
ফরেক্স ট্রেডিয়ে নিজের মত আতঃপ্রকাশ না করাই ভাল কেননা প্রফিট করার প্রথম শর্ত হল Mt4 চার্টে নিজের ইচ্ছা মত অর্ডার না খোলা আর যদি খুলতেও ইচ্ছা হয় তবে যে পেয়ারে ট্রেড নিয়েছেন সেই পেয়ার এর চার্ট ট্রেড নেওয়ার পর আর দেখার দরকার নেই.. যা হবে হতে দিন.. আমি নিশ্চিত যে আপনার সাথে আপনার স্ট্রং মানি ম্যানেজমেন্ট থাকে তবে মার্কেটকে নিয়ে আপনার কোন ভয় থাকার কথা না।

Hridoy6763
2019-05-17, 10:27 AM
ফরেক্স বর্তমান সময়ের একটি অনলাইন এর জনপ্রিয় বিজিনেস,এর চাহিদা দিন দিন বেড়েই চলছে,আপনি এই খান এ কারেন্সী বাই সেল এর মারধমে প্রফিট করতে পারবেন,আপনি যে কনো প্রান্তে বসে এই ট্রেডিং বিজিনেস করতে পারবেন,ফরেক্স বিজিনেস করতে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন এবং একটি স্মার্ট মোবাইল হলেই করতে পারবেন।

alamsat
2019-05-18, 12:00 PM
:1f63a:ফরেক্স ব্যবসা বাংলাদেশে যে বিস্তার ও পরিধি অর্জন করেছে তা নিঃসন্দে বলার অপেক্ষা রাখে না। ফরেক্স ব্যবসার একটি স্বাধীন ব্যবসা, এর মাধ্যমে যে কেউ কিছু সময়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে এবং নিজের মত আতঃপ্রকাশ করতে পারে। :1f634:

ফরেক্স ট্রেড করে যে মানুষ ভাল মানের আয় করতে পার সেটা আগে কেউ জানত না। ইদানিং কিছু স্যোসাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার প্রসারনার মাধ্যমে বাংলাদেশের অনেকে এখন চাকরীর পেছনে না ছুটি ফরেক্স ট্রেড করে বেশ ভাল আয় করতে পারছে। তবে যদি আমাদের ভাল প্রশিক্ষনের ব্যবস্থা করা যেত তাহলে আরও অনেক সহজে সবাই ফরেক্স থেকে বেশি আয় করতে পারত। আমরা যারা ফরেক্স ট্রেড করি বেশিরভাগ ট্রেডারগন ট্রেড করে জ্ঞান অর্জন করতে করতে ১ থেকে ২ বছর সময় লেগে যাই এবং অনেক ডলার লসও করতে হয় তাই যদি শুরু থেকে আমরা একটি ট্রেনিং করে ট্রেড করতে পারতাম তাহলে লস করতে হত না। বরং প্রফিট দিয়ে ট্রেড শুরু করতে পারতাম এবং একটি ধারাবাহিক শিক্ষা পেলে সহজে ট্রেড করতে পারতাম।