PDA

View Full Version : যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ঝুঁকিতে জরুরি অবস্থা ঘোষণা!



Montu Zaman
2019-05-16, 04:32 PM
7986
বিদেশী প্রতিপক্ষগুলোর হাত থেকে দেশের কম্পিউটার নেটওয়ার্কগুলোকে রক্ষা করতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি নির্বাহী আদেশে সই করেছেন। বৃহস্পতিবার বিবিসির অনলাইন এক প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে। এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদেশী টেলিকম প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। তবে এই আদেশে সুনিদিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে চীনের হুয়াওয়ে কোম্পানিকে রুখতে এই আদেশ জারি করা হয়েছে। তবে চীনা প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে, এই নিষেধাজ্ঞার ফলে কেবল যুক্তরাষ্ট্রের ভোক্তা এবং কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি মাসগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ হুয়াওয়ের পণ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের ধারণা এই প্রযুক্তির মাধ্যমে চীন দেশগুলোতে গোয়েন্দাগিরি করতে পারে। সে কারণে ট্রাম্প এর মিত্রদেশগুলোকে পরবর্তী প্রজন্মের ফাইভজি নেটওর্য়াকে হুয়াওয়ের পণ্য বর্জন করারও আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়ের বিরুদ্ধে আলাদা একটি পদক্ষেপ নিয়েছে। এর ফলে হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড ও এর অন্তর্ভুক্ত ৭০টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন ছাড়া মার্কিন কোনো প্রযুক্তি কিনতে পারবে না। শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে নতুন করে এই নিষেধাজ্ঞা দেশ দুটির মধ্যে আরও উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে।