PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এ আপনার কৌশল কি ?



kazirasel
2019-05-19, 06:13 PM
আমারা সাবই জানি ফরেক্স একটি স্মাট বিজনেস । ফরেক্স এ আমারা বিভিন্ন্ জন বিভিন্ন ভাবে ট্রেড করে থাকি । অনেকে কালারফুল ইন্ডিকেটর ব্যবহার করে থাকে । আমি ইন্ডিকেটর ছাড়া প্রইজ এ্যকশন সুইং ট্রেড করতে পছন্দ করি । আপনারা কে কোন কৌশলে ট্রেড করতে পছন্দ করেন । আমারটা আমি জানালাম আপনারা আপনাদের কৌশল জানালে ভাল লাগবে ।

assadul
2019-05-19, 07:50 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং কৌশাল হল নিজের চেষ্টা এবং চেষ্টা ছাড়া ফরেক্স কৌশল করা সম্ভাব নয় এজন্য চেষ্টা করে নিজের দক্ষা অর্জন করতে হবে এবং ফরেক্স শিখতে হবে কারেন্টলি মানি ম্যানেজ মেন্ট, বুঝতে হবে তাই আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে দিকে নজর রেখে এবং ফরেক্স নিউজ বুঝে ট্রেড করতে হবে, তাহইলে আমরা বুঝতে পারবো আসলে ফরেক্সে কৌশাল করে আদোহে কোন কাজ হবে কি,

BDFOREX TRADER
2019-05-29, 05:38 PM
​সবার আলাদা আলাদা একটি স্ট্রাটেজী থাকে যা কখেনো অন্য আর একজনের স্ট্রাটেজী সাথে মিলবে না এবং অন্যেরটা ফলে করলেও সেটাতে অনুসারে ফলাফল ভাল নাও হতে পারে। এটা আবার কাউকে কখনো জোর করে শরবতের মত গুলিয়ে খাইয়ে দেওয়া যায় না। মুলত প্রতিটি ট্রেডারের স্ট্রাটেজী তার একটা সাধনার বিষয়। এটা যেভাবে সাধন করে সিদ্ধিলাভ করে, তাকে সেভাবেই সাধন করতে হয় ।
8119

KF84
2019-07-25, 09:15 PM
আমারা সাবই জানি ফরেক্স একটি স্মাট বিজনেস । ফরেক্স এ আমারা বিভিন্ন্ জন বিভিন্ন ভাবে ট্রেড করে থাকি । অনেকে কালারফুল ইন্ডিকেটর ব্যবহার করে থাকে । আমি ইন্ডিকেটর ছাড়া প্রইজ এ্যকশন সুইং ট্রেড করতে পছন্দ করি । আপনারা কে কোন কৌশলে ট্রেড করতে পছন্দ করেন । আমারটা আমি জানালাম আপনারা আপনাদের কৌশল জানালে ভাল লাগবে ।
আমি ফরেক্স সম্পর্কে খুবই কম জানি তাই শেখার চেস্টা করছি । এখনো কোন সঠিক কৌশল নিজের জন্য তৈরি করতে পারিনি তবে কিছু ইনডিকেটর ব্যবহার করে একটি সিম্পল প্লাটফর্ম বানিয়েছি যার মাধ্যমে ডেমো ট্রেডিং করছি । আমি যে ইনডিকেটর গুলো ব্যবহার করি তা হল macd , rsi , bolinger band , parabolic sar । তবে আমার টেকনিক্যাল এনালাইসিস শেখার খুব আগ্রহ আছে যদিও কিভাবে শুরু করব বুঝতে পারছি না । যদি কেউ এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আশা করি ।

Hasinapx
2019-07-27, 12:48 PM
ফরেক্স এ প্রয়োজন ডিজিটাল কৌশল । েট্রডার ভাইয়েরা এক একজন এক এক কৌশল অবলম্বন করে নিজের মতো করে -এভাবে কেউ সফল কেউ ব্যর্থ হচে্ছ। তবে সেটাই প্রয়োজন যেহেতু এটা একটা স্বাধীন-মুক্ত পেশা । তবে যারা বার বার ব্যর্থ বা ব্যলেন্স জিরো করছে তাদের জন্য প্রয়োজন ডিজিটাল সিেস্টম বা কৌশল । এজন্য যারা দক্ষ েট্রডার তাদের উচিত বাংলাদেশের নতুন েট্রডারদের জন্য কিছু ডিজিটাল সহজলভ্য কৌশল উদ্ভাবন করা ।

Rokibul7
2019-08-31, 12:58 AM
আমি ফরেক্স ভূবনে নতুন।ডেমো প্রকটিস করতেছি।আপনাদের বিভিন্ন কৌশলও পরামর্শ আমি ফলো করি। আপনাদের বিভিন্ন উপদেশ এর ইন্ডিকেটর ব্যাবহার করি এবং তা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি শুধু মুভিং এভারেজ ব্যাবহার করি।ডপমো তে আপনাদের সকল পরামর্শ ও কৌশল আয়ত্ত করার চেষ্টা করি সর্বদা

Emarif1992
2019-11-12, 10:45 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে নিচের বিশয় গুলো ভালভাবে মাথায় রেখে তারপর ট্রেড এন্ট্রি দিতে হবে....
1. প্রথমেই বেশি লোভ মন থেকে রিমুভ করতে হবে৷
2. প্রচুর পরিমাণ ধৈয্য ধারন করতে হবে৷
3. আপনার ব্যলেন্স এর উপর ভিত্তি করেই লট সাইজ নির্ণয় করতে হবে৷
4. ট্রেড এন্ট্রি দেওয়ার পুর্বে অবশ্যই অভার কনফর্ম হবে হবে যে আমি সেল না কি বাই এ ট্রেড এন্ট্রি দিবো এবং কেন দিবো?
5. প্রতিদিন ট্রেড এন্ট্রি দেওয়ার জন্য একটি সময় বেছে নিতে হবে যে আমি দিনের বা রাতের কোন সময়টা ট্রেড করবো এবং দিনে কত গুলো ট্রেড এন্ট্রি দিবো৷
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই উপরের 5 টি বিষয় মনে রাখতে হবে৷

MdRubelShaikh
2019-11-17, 10:54 PM
ফরেক্স টেডিং কৌশলঃ
ফরেক্স ট্রেডিং কৌশল বলে কিছু নাই।কারণ আমি মনে করি যে আমি নিজে যে কৌশল বা ধারনা পেয়েছি সেটাই হলো ফরেক্সের কৌশল। নিজের কৌশল কাজে লাগালেই চলবে।আপনি নিজে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই ফরেক্স থেকে আয় করা সম্ভব।

MdRubelShaikh
2019-11-23, 04:16 PM
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

FX7
2019-11-24, 01:36 AM
আমি নতুন ফরেস ভূবনে আপনাদের পাশে।আমার কোন কৌশল নেই,আমি ভেড়ার পালের এক ভেড়া। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের সিগনাল দেখে টেড করি।আর কৌশল শিখতে জানতে এই প্লাটফরমে আসা।ফোরামে অনেক দক্ষ টেডার আছে যারা নিয়মিত তাদের কৌশল মতামত শেয়ার করে থাকে,সেগুলো যত দূর বুঝি তা মনে রাখার চেষ্টা করি।ইদানিং ট্রন্ড লাইন আকা শিখেছি,তাও আপনাদের সাহাজ্যে।