PDA

View Full Version : ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার !



zahurul
2014-06-22, 10:41 PM
ফরেক্স ট্রেড করার সময় কোন ইনডিকেটর ব্যবহার করলে সফলতা বেশি আসবে ? আর ফরেক্স ট্রেড করার সময় ইনডিকেটর ব্যবহার না করে ট্রেড করা যাই কি ? যদি যাই তাহলে কি ভাবে ট্রেড করব কেউ যদি একটু বলতেন আমার জন্য ভালো হত |

jotim65i
2014-06-23, 07:05 AM
ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, লস হউয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে শুধু ইনডিকেটর এর সহায়তা নিতে হবে।

hafiza
2014-06-23, 11:17 AM
আমার মনে হয় আমাদের মধ্যে অনেকে আছেন যারা ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করেন । কিন্তু এর ব্যবহার জানেন না । তাই আপনাদের প্রথমে ইনডিকেটর ব্যবহার সম্পর্কে জানতে হবে । আমার কাছে ইনডিকেটর তেমন একটা সহায়ক মনে হয় না । তাই আমি এটা ব্যভার করে না ।

Forex.Hunter
2014-07-24, 02:45 PM
ফরেক্স মার্কেট এ ইন্দিকেটোর দিয়ে অনেক কিছু করা যায়। টা নিছে দেওয়া হলঃ
১। মার্কেট কথাই যাবে।
২। মার্কেট কে নিয়ে এনাল্যসিস করা যায়।
৩। ইন্দিকেটোর এর উপর নিরবর করে ট্রেড নেওয়া যায়।
৪। মার্কেট কোথায় যাবে এবং কথাই গিয়ে থামবে টা বুজা যায়।

MDRFX
2014-07-27, 04:28 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে indicator আপনাকে অবশ্যই indicator দেকে ট্রেড করতে হবে। সব সময় যদি indicator এর উপর নিরবর করে ট্রেড করলে ভালো লাভ করা যাবে।

Msjmoni
2014-10-12, 08:39 PM
অনেক ইন্ডিকেটর এর ব্যবহার ফরেক্স মার্কেটে আছে যা ট্রেড গ্রহনের ক্ষেত্রে ট্রেডারকে অনেক সাহায্য করে থাকে। তই ট্রেড নেওয়ার আগে ইন্ডিকেটরের সাহায্যনিলে আপনার ট্রেড বেশি পজেটিভ হবে বলে আশি আশা করি। ধন্যবাদ।

FXSam
2014-10-13, 10:00 AM
ফরেক্স মার্কেট এ আমরা সব থেকে বেশী ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি মুভিং এভারেজ এর তাই আমি মনে করি এই মুভিং এভারেজ হল সকল ইন্ডিকেটর এর মধ্যে অন্যতম । তবে সব সময় আমি মনে করি ইন্ডিকেটর এর উপর সম্পুর্ন নির্ভরশীল হলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় ।

sirazuliuk
2014-10-21, 03:30 PM
আমার মতে অনেক ইন্ডিকেটর এর ব্যবহার ফরেক্স মার্কেটে আছে যা ট্রেড গ্রহনের ক্ষেত্রে ট্রেডারকে অনেক সাহায্য করে থাকে। তাই ট্রেড নেওয়ার আগে ইন্ডিকেটরের সাহায্যনিলে আপনার ট্রেড বেশি পজেটিভ হবে বলে আশি আশা করি।

HELPINGHAND
2015-04-22, 11:45 PM
আমি মূলত নিউজ ট্রেডিং করি অনেক বেশি পরিমাণে। বলা যায় আমার মোট ট্রেডিং এর ৬০ থেকে ৭০ ভাগ আমি নিউজ ট্রেডিং করি। ইন্ডিকেটর ব্যবহার করে বাকি ৪০ থেকে ৩০ ভাগ ট্রেড ওপেন করে থাকি। আপনি যদি চান নিউজ ট্রেডিং শিখতে তাহলে গুগলে সার্চ করলে পেতে পারেন।

mojib670
2015-04-24, 01:55 AM
মানুষের চোখ বেধে দিয়ে অজানা কোন এক জায়গায় ছেড়ে দিলে যেমন যে কিছুই বুঝবে না যে তার সামনে কি আছে। ঠিক তেমনি ইনডিগেটর ছাড়া বাজার কোনদিকে থেকে কোনদিন যাবে কিছুই বুঝা যাবে না।

jjamin84
2015-04-24, 02:09 AM
ট্রেডিং এ ইনডিগেটর ব্যবহার করে আমরা বুঝতে পারি বাজারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা যেতে পারে তার একটা আইডিয়া করতে পারি। ইনডিগেটরস ছারা বাজার বৈঠা আর মাঝি ছাড়া নৌকার মত হয়ে যাবে।

shimulmoni
2015-04-24, 10:13 AM
ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধারনের ইন্ডিকেটর ব্যবহার করে কারন যে ট্রেডার যে ইন্ডিকেটরের ব্যবহার সবথেকে ভাল বুঝে সে সেই ইন্ডিকেটর ব্যবহার করে কারন অনেক ক্ষেত্রে ইন্ডিকেটর ভাল কাজে দেয় এবং এটা ব্যবহার করে ভাল লাভও করা যায় আমি মুভিং এভারেজের ২০০ এবং ৩৪ পিরিয়ড ব্যবহার করে ভাল পাচ্ছি আপনিও করতে পারেন। ধন্যবাদ।

monorom
2015-04-24, 12:04 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে ভালো আনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স ট্রেডিং এ অনেক ইন্ডিকেটর আছে সে গুলো আমাদের ট্রেড করতে অনেক সাহায্য করে । প্রথম এ আপনাকে সব ইন্ডিকেটর এর কাজ ভালো করে জানতে হবে । কোন ইন্ডিকেটর কখন কোন সময় কি কাজ করে তা বুঝতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে সক্ষম হবে । ইন্ডিকেটর এর মধ্যে মুভিং এভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ট্রেডিং এ অনেক সহযোগিতা করে ।

abdullahsakib
2015-04-24, 04:19 PM
ইন্ডিকেটর হলো আপনার ট্রেড করার একটি সহায়ক মাত্র আপনি এমটি ৪ এ অনেক ইন্ডিকেটর দেখতে পারেন তো আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন তো আমি আপনাকে যে ইন্ডিকেটন পরামর্শ দিতে পারি হলো যে আপনি মুভিং এভারেজ ভাল করে দেখেন।

fxakas
2015-04-24, 04:32 PM
ফরেক্স ট্রেড করার জন্য মেটাটেডাররের ডিফল্ট ইন্ডিকেটর ভালো কাজ করে যেমন: moving average, bollinger band, RSI, ADX ইত্যাদি। আর ফরেক্স ট্রেড করার সময় ইনডিকেটর ব্যবহার না করে প্রাইজ একশন ট্রেডিং স্ট্রাটেজির মাধ্য ট্রেড করা যায়। প্রাইজ একশন ট্রেডিং স্ট্রাটেজিতে সাধারণত ইনডিকেটর ব্যবহার না করেই ট্রেড করা হয়।

abdullahsajib
2015-05-04, 05:48 PM
ফরেক্স একটি সফটয়্যার ভিত্তিক ব্যবাসা তো এখানে আপানাকে মেটাট্রেডার ৪ ব্যবহার করে ট্রেড করতে হবে এবং এই সফটয়্যার আপনি কিছু আপানর সাহায্যকারি ইন্ডিকেটর দেখতে পাবেন এই ইন্ডিকেটর আপনাকে সহায়তা করবে সঠিক ট্রেড করতে যার উপর নির্ভর করে আপািন আপানর ট্রেড ওপেন করতে পারেন্

NaimurRahman
2015-05-04, 06:22 PM
আমি মনে করি ইনডিকেটর হল একটা সহায়ক বিষয়। আপনি যদি নিজে ধরতে না পারেন সেটা ও দেখিয়ে দিবে। আর এটা আমি পছন্দ করি না। কারন এটা ঘটনা ঘটার পরে সিগন্যাল দেয়। মানে প্রাইজ যখন ৫০ চলে যাবে, তখন এটা আপনাকে বলবে এদিকে যাচ্ছে। ইনডিকেটর ছাড়া ট্রেড করতে শিখুন, মানে প্রাইজ একশন...... যাতে ক্লিয়ার কাট ধারনা পাবেন।

pallabbd
2015-05-04, 10:36 PM
ফরেক্স ট্রেডিং এ আপনি ইনডিকেটর দেখে অনেক কিছু বুঝতে পারেন। এতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমি যা করে থাকি তা হল, আমি নিজে আগে মার্কেট এনালাইসিস করি তারপর আমি ইনডিকেটর এর সাহায্য নিই। তখন আমি বুঝতে পারি যে আমার এনালাইসিস সঠিক আসে কিনা। ধন্যবাদ

TselimRezaa
2015-05-23, 08:21 AM
ফরেক্সের অনেক গুলো টুলের মাধ্যমে ইন্ডিকেটর এক ধরনের টুল। আমরা অনেকেই এই ব্যপারে জানিনা। ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, এতে লস হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

roni11
2015-06-04, 10:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্লাট ফর্মে বিভিন্ন ইনডিকেটর আছে জা দেখে মানুষ বিভিন্ন সময় এন্ট্রি নেয় ইনডিকেটর বিভিন্ন সময় এন্ট্রি নেয়ার সিগ্নাল দেয় তবে আমার মতে ইন্ডিকেটর দেখে ট্রেড এন্ট্রি নেয়া উচিৎ নয় কারন ইন্ডিকেট কখন সঠিক সিগ্নাল দেয় না।

sumonyahoo24
2015-06-07, 03:23 AM
আমার মোট ট্রেডিং এর ৬০ থেকে ৭০ ভাগ আমি নিউজ ট্রেডিং করি। ইন্ডিকেটর ব্যবহার করে বাকি ৪০ থেকে ৩০ ভাগ ট্রেড ওপেন করে থাকি। অনেক ইন্ডিকেটর এর ব্যবহার ফরেক্স মার্কেটে আছে যা ট্রেড গ্রহনের ক্ষেত্রে ট্রেডারকে অনেক সাহায্য করে থাকে।

sagor
2015-08-17, 07:05 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ইন্ডিকেটর আছে এবং অনেক কে দেখা জায় যে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে ইন্ডিকেটর ট্রেডিং করে প্রফিট করা জায় ইন্ডিকেটর দিয়েও ট্রেড করে অনেকে সফল হতে পারে তাই ইন্ডিকেটর ট্রেডিং করা জায়।

sumonyahoo24
2015-08-17, 09:28 AM
ফরেক্স ট্রেডিং এ অনেক ইন্ডিকেটর আছে সে গুলো আমাদের ট্রেড করতে অনেক সাহায্য করে । প্রথম এ আপনাকে সব ইন্ডিকেটর এর কাজ ভালো করে জানতে হবে । কোন ইন্ডিকেটর কখন কোন সময় কি কাজ করে তা বুঝতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে সক্ষম হবে ।সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, এতে লস হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

জাহাঙ্গীর
2015-08-17, 10:45 AM
ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটর ব্যবহার করা ভালো। কারণ ইন্ডিকেটরের সাহায্যে সহজেই বাজারের দিক বুঝা যায়। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ইন্ডিকের ব্যবহার করবেন তার সম্পর্কে ভালো ভাবে জেনে বুঝে ব্যবহার করবেন।

mamun93
2015-08-17, 01:15 PM
ট্রেডিংয়ে ইন্ডিকেটর ব্যবহার করে বিভিন্ন উপকার পাওয়া যায় কিন্তু আমি মনে করি ইন্ডিকেটরের উপর অন্ধবিশ্বাস করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা কোন ভাবেই উচিত নয় কারন ইন্ডিকেটর সব সময় যে আপনাকে মার্কেট সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে এমটি ভেবে ট্রেড করলে আপনি খুব ভুল করবেন আর এর খেসারত আপনাকে আপনার ব্যালেন্স হারানোর মধ্য দিয়ে দিতে হতে পারে।

kabita
2015-08-18, 10:54 PM
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের অনেক ইনডিকেটর মেনে চলতে হয় কিন্তু ইনডিকেটর নির্ভর হওয়া মটেও ভালো না এতে যেমন আপনার লাভ হবে আবার ইনডিকেটর যদি ভুল এনালাইসিস করা হয় তাহলে আবার লসের ও বঝা আপনার মাথায় নিতে হবে

Remon808
2015-08-18, 10:59 PM
ট্রেডিংয়ে ইন্ডিকেটরের ব্যবহার নি:সন্দেহে আমাদের ট্রেডিংকে অনেকাংশে সহজ করেছে কিন্তু তাই বলে ইন্ডিকেটরের উপর অধিক নির্ভরশীলতা আপনাকে ক্সতিগ্রস্ত করতে পারে কারন অনেক সময় ইন্ডিকেটর মার্কেট সম্পর্কে যথার্থ নির্দেশনা প্রদানে ব্যার্থ হয় আর ঐ নির্দেশনা মোতাবেক আপনি যদি ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তা হলে আপনার বড় ধরনের লসের সম্ভাবনা থাকতে পারে।

mirza
2015-08-19, 12:51 AM
ইনডিকেটর ফরেক্স এর একটা অ;শ । ইনডিকেটর ছাড়া ফরেক্স ট্রেড করা সম্ভব না । বাজার সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ইনডিকেটর এর ব্যবহার জানতে হবে ।
তবে ইনডিকেটর এর নির্ভর করলে ব্যবশায় লস হএয়ার সম্ভাবনা অনেক বেশী ।তাই নিজেকে অনেক দক্ষ করে তুলতে হবে। তবেই ইনডিকেটর ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

sima
2015-08-19, 01:05 AM
আমি জানি যে ট্রেডিং এ যতো ধরনের ইন্ডিগেটর আছে তারা সবাই লেট সিগন্যাল দেয় এবং এরা পূর্ববর্তী ক্যান্ডেল বা মার্কেট প্লেসের উপর ভিত্তি করে সিগন্যাল দেয়। তবে আমি কিছু কিছু সাধারন ইন্ডিগেটর ব্যবহার করি। যা আমাকে মার্কেট করতে সাহাজ্য করে।

arian
2015-08-19, 01:08 AM
ইন্ডিকেটর এর কাজ মুলত দিক নির্দেশ করা । এটা ছাড়া ট্রেডিং এর বাজার কোন দিক এ যাবে তা বোঝা যায় না । তাই কাজ শুরু করার আগে আপনাকে ইন্ডিকেটর এর সম্পর্কে সব কিছু ভাল কাওরে জেনে নিতে হবে ।

sona
2015-08-25, 06:42 PM
ফরেক্স ট্রেড করার জন্য ভিবিন্ন ধরনের ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যায় এই সকল ইন্ডিকেটর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিগ্মাল প্রদান করে ট্রেড ওপেন করাএর জন্য ফরেক্স ট্রেড করার জন্য ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা হয়।

md mehedi hasan
2015-08-26, 08:06 AM
ফরেক্সে মার্কেটে সফল ভাবে ট্রেড করতে যেমন বিভিন্ন প্রকার ট্রেডিং পদ্ধতি অনুসরণ করতে হয় এবং এনালাইসিস করে ট্রেড করতে হয় আবার তেমনি সফল ভাবে ট্রেড পরিচালোনার জন্য ইন্ডিকেটর এর প্রয়োজন হয়।ইন্ডিকেটর আমাদের ট্রেন্ড নির্নয় ও বাই ও সেল ইন্ট্রির সংকেত প্রদান করে।ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে যাদের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে ট্রেড ইন্ট্রি নেওয়ার সংকেত পেয়ে থাকি।তবে আমাদের ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার জানতে তানা হলে আমরা ইন্ডিকেটরের ব্যবহারের সুবিধা গ্রহন করতে পারবোনা।

maziz6989
2015-08-26, 08:11 AM
আমরা অতি ক্ষুদ্র ট্রেডার। আমাদের টার্মিনাল ইনডিকেটর ছাড়া খালি খালি লাগে তাই আমরা জানি অথবা না জানি দুনিয়ার সমস্ত ইনডিকেটর আমার প্লাটফর্মে ওপেন করা থাকে। মাঝে মাঝে ভাল রেজাল্ট পাওয়া যায় তা দেখে আরো বেশি উত্তেজিত হয়ে এত পরিমাণ ট্রেড করি তাতে লাভের চেয়ে লস তিন গুণ বেড়ে যায়।

Reaz Uddin
2015-08-26, 09:15 AM
আমি মনে করি ইনডিকেটর কখন ও আমাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারে না এবং বেসির ভাগ সময়ে আমরা ইনডিকেটর এর জন্য লস করে থাকি। তাই আমি নতুন ট্রেডার দের প্রাইস একশন ট্রেডিং শিখতে আহবান করি।
কারন এটি হচ্ছে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে নিরভুল কওশল।

chor
2015-08-26, 09:30 AM
হ্যাঁ ফরেক্স ট্রেডিং এ আমরা অনেক ইনডিকেটর ব্যবহার করত৫এ থাকি এসব ইনডিকেটর আমদের ফরেক্স মার্কেটে ভালো করার একটি সোপান হিসেবে কাজ করে যদি আপনি খুব ভালো করে এনলাইসিস করতে পারেন কিন্তু ইনডিকেটর নির্ভর হওয়া ভালো না কারণ এগুল যদি কখনো ভুল হয় তাহলে ফরেক্স মার্কেটে লসের আর কোন সীমা থাকে না

Armi
2015-08-26, 09:44 AM
ট্রেডিং করার সময় আমরা বিভিন্ন ধরনের ইন্দিকাতর ব্যবহার করে থাকি কিন্তু সব গুল কিন্তু ভাল না। আমার মনে হয় মুভিং এভেরেজ এবং বল্কিঙ্গের বান্দ অনেক ভাল দুইটা ইনডিকেটর। আমার মনে হয় আমাদের সব সময় ভাল এনালাইসিস এর জন্য ইনডিকেটর ব্যবহার করা উচিত।

Fxaziz
2015-08-26, 09:47 AM
ফরেক্স মার্কেট এ আমরা অনেক ধরনের ইনডিকেটর ব্যাবহার করি। যেমন- এ ডী এক্স,এম এফ লাইন , যীগ যাগ ইত্যাদি। আর এগোলর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এ ডী এক্স ইনডিকেটর ব্যাবহার করি। এতে আমি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করতে পারি। এই ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর ট্রেড সম্পর্কে ভালো ধারণা পাই। তাই আমি এই ইনডিকেটর ব্যাবহার করি।

Imran1995
2015-08-26, 10:11 AM
ইন্ডিকেটর হিসাবে মুভিং এভারেজের কোন বিকল্প নাই তাই এটা ব্যবহার করতে পারবেন,আর যদি ইন্ডিকেটর ব্যবহার না করতে চান তাহলে সাপোর্ট রেজিটেন্স ব্যবহার করে ট্রেড করতে পারবেন।

Fxaziz
2015-08-27, 07:57 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস করি। তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস, ইন্ডিকেটোর টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ভিবিন্ন ধরনের ইনডিকেটর ব্যাবহার করি। তাই আমার কাছে মনে হচ্ছে এম এহ লাইন ব্যাবহার করলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন। তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এটি ব্যাবহার করি।

Defender
2015-08-27, 09:29 AM
এখানে ট্রেড করার জন্য যে সকল ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা হয় । এই সকল ইন্ডিকেটর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিগ্মাল প্রদান করে। এ সিগনাল দিয়ে ট্রেড খোলা হয়।

maziz6989
2015-08-27, 09:32 AM
ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য আমরা বিভিন্ন ইনডিকেটর ব্যবহার করি। অনেক সময় ইনডিকেটর বেশ ভাল রেজাল্ট দেয় তবে মাঝে মাঝে বেশ কনফিউজ করে দেয়। তাই কেউ যখন কোন ইনডিকেটর ব্যবহার করবেন আগে বেশ ভাল ভাবে তার ব্যবহার রপ্ত করবেন। কেননা এখানে টাকা জড়িত এবং আপনি ভূল করলে লস আপনারই হবে।

azizulfx2
2015-08-27, 02:13 PM
ট্রেডিংয়ে বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধারনের ইন্ডিকেটর ব্যবহার করে কারন যে ট্রেডার যে ইন্ডিকেটরের ব্যবহার সবথেকে ভাল বুঝে সে সেই ইন্ডিকেটর ব্যবহার করে কারন অনেক ক্ষেত্রে ইন্ডিকেটর ভাল কাজে দেয় এবং এটা ব্যবহার করে ভাল লাভও করা যায় আমি মুভিং এভারেজের ২০০ এবং ৩৪ পিরিয়ড ব্যবহার করে ভাল পাচ্ছি আপনিও করতে পারেন। ধন্যবাদ।

azizulfx2
2015-08-27, 02:46 PM
ট্রেডিং করতে হলে আপনাকে ভালো আনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স ট্রেডিং এ অনেক ইন্ডিকেটর আছে সে গুলো আমাদের ট্রেড করতে অনেক সাহায্য করে । প্রথম এ আপনাকে সব ইন্ডিকেটর এর কাজ ভালো করে জানতে হবে । কোন ইন্ডিকেটর কখন কোন সময় কি কাজ করে তা বুঝতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে সক্ষম হবে । ইন্ডিকেটর এর মধ্যে মুভিং এভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ট্রেডিং এ অনেক সহযোগিতা করে ।

Imran1995
2015-08-27, 03:08 PM
ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, লস হউয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে শুধু ইনডিকেটর এর সহায়তা নিতে হবে।

lota
2015-08-27, 09:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে ইন্ডিকেটর ব্যবহার করে থাকে এই ইন্ডিকেটর হল ফরেক্স টার্মিনালে থাকে সেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা হয় এই ইন/ডিক্লেটর দিয়ে ট্রেড করে লাভ করা যায় তবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যায় না।

muhim123
2015-08-28, 12:32 AM
আমি মনে হয় আমাদের মধ্যে অনেকে আছেন যারা ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করেন । কিন্তু এর ব্যবহার জানেন না । তাই আপনাদের প্রথমে ইনডিকেটর ব্যবহার সম্পর্কে জানতে হবে । তবে সব সময় আমি মনে করি ইন্ডিকেটর এর উপর সম্পুর্ন নির্ভরশীল হলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় ।

Imran1995
2015-08-28, 12:36 AM
ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, লস হউয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে শুধু ইনডিকেটর এর সহায়তা নিতে হবে।

lopa
2015-08-31, 03:35 PM
ফরেক্স ট্রেডিং করতে গেলে ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডাররা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স ট্রেড করা হয় রবে ইন্ডিকেটর গুল ফরেক্স করে ভাল লাভ করা যায় কারন ভাল সিগ্নাল দেয় ।

santo
2015-09-11, 05:52 PM
ফরেক্স মার্কেটে অনেকে ইন্ডিকেটর দিয়ে ফরেক্স ট্রেড করে থাকে তবে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো না কারন ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর সিগ্নাল দেয় তবে সেই সিগ্নাল দিয়ে ট্রেড করলেও কখন ইন্ডিকেটর এর সিগ্নালের উপর নিরভর হয়া যাবে না ।

Marufa
2015-09-11, 06:34 PM
অনেক বেশি পরিমানে ইন্ডিকেটর ব্যবহার করা ট্রেডের জন্য ক্ষতিকর । চেষ্টা করা উচিত এক দুইটি ইন্ডিকেটরের মাধম্যে সিন্ধান্ত নিয়ে ট্রেড করতে । বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিকেটর আপনাকে কনফিউজ করে দিবে । ইন্ডিকেটর সব সময় অতীত দেখায় কখন ভবিষৎ দেখাতে পারে না ।

laboni
2015-09-11, 08:34 PM
ফরেক্স মার্কেটে অনেকে ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় ফরেক্স ট্রেড করার জন্য অনেকে ইন্ডিকেটর ব্যবহার করে তবে ইন্ডিকেটির দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে আয় করছে অনেকে তবে ইন্ডেকটর দিয়ে ট্রেড করার সময় সুধু ইন্ডিকেটর এর উপর নিরভর করলে হবে না।

M M RABIUL ISLAM
2015-10-27, 03:35 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক ইন্ডিকেটর আছে সে গুলো আমাদের ট্রেড করতে অনেক সাহায্য করে । প্রথম এ আপনাকে সব ইন্ডিকেটর এর কাজ ভালো করে জানতে হবে । কোন ইন্ডিকেটর কখন কোন সময় কি কাজ করে তা বুঝতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে সক্ষম হবে । ইন্ডিকেটর এর মধ্যে মুভিং এভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ট্রেডিং এ অনেক সহযোগিতা করে। ভালভাবে এনালাইসিস করে তারপরই ইন্ডিকেটর ব্যবহার করা উচিত বলে আমি মনে করি।

shakawath
2015-10-27, 04:59 PM
ট্রেডিং এর ক্ষেত্রে ইন্ডিকেটর এর ভুমিকা অনেক গুরুত্ববহন করে। অনেকেই নিজের নিজের পছন্দের ইন্ডিকেটর এর কথা বলেন। তবে ইন্ডিকেটর কখনই আপনাকে ১০০% প্রফিটের গ্যারান্টি দেয় না। এগুলো মার্কেটের অতীত প্রাইস একশানের তুলনামুলক চিত্র প্রদর্শন করে। কখনই ভবিষ্যৎ বলে না তবে ধারনা দেয়। দুই তিনটি ইন্ডিকেটর এর যৌথ ব্যবহারের ফলে আপনি ভাল সিগনাল পেতে পারেন।

mlbasumata
2015-10-27, 06:17 PM
ফরেক্সে তিন ধরনের এনালাইসিস আছে, এদের মধ্যে টেকনিক্যাল বেসের উপর ভিত্তি করে বেশির ভাগ ইন্ডিকেটর তৈরি। কিছু ইন্ডিকেটর আছে যারা নিউজ ট্রেড করে। কাজেই ফরেক্সে ইন্ডিকেটর অচল নয়। ইন্ডিকেটর দিয়েও লাভ করা সম্ভব। এক্ষেত্রে টেকনিক্যাল এনালাইজ ও নিউজের উপর ভিত্তি করে তৈরি দুধরণের ইন্ডিকেটরই ব্যবহার করা ভাল।

AbuRaihan
2015-12-12, 03:13 PM
ঈন্ডিকেটর এমন কিছু নয় যে যার মাধ্যমে আমরা নিশ্চিতভাবে প্রফিত করতে পারি ৤ ঈন্ডিকেটর মানেই হল নির্দেশক ৤ অর্থ্যাং মার্কেট ঠিক কোন দিকে যেতে পারে তার একটা ঈন্ডিকেট অর্থ্যাৎ তার একটা নির্দেশনা আমাদেরকে দিবে যার মাধ্যমে আমরা শুধু ধারণা পাই যে মার্কেট হয়ত বা উপরে যেতে পারে অথবা নীচেও যেতে পারে ৤ তবে ঈন্ডিকেটর এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয় ৤ বরং আমাদেরকে ট্রেড করতে হবে নিজেদের একটা স্ট্রাটেজি অণুসারে ৤

hasan019
2015-12-14, 07:45 PM
আমি ইনডিকেটর ব্যবহার করছিলাম কিন্তু আমার তেমন লাভ হয় নাই অনেক ঝামেলার মনে হয় আর কত ইনডিকেটর। আমি তার চেয়ে ভাল নিউজ ট্রেডিং করি বাট গত ৩ টা ট্রেড ভাল হয় নাই।

MotinFX
2015-12-14, 09:31 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমার অবিজ্ঞতা অনুযায়ী বলছি ইনডিকেটর দেখতে হয় আবার কখনো ফান্ডামেন্টাল দেখে ট্রেড করতে হয়। আর যখন নিউজ আসে তখন নিউজ দেখে ট্রেড করলে সফলতা পাওয়ার সম্বাভনা বেশি। সাপোর্ট এবং রেজিসটেন্স দেখে ট্রেড করতে হবে।

rafiqfx619
2015-12-14, 09:42 PM
ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয়,যেমন মুভিং এভারেজ, আরএসআই, এডিএক্স ইত্যাদি। আমি গত এক বছর এসব ইন্ডিকেটর ব্যবহার করেছি, তবে লাভের চেয়ে লস বেশি হয়েছে। তাই আমি আর ইন্ডিকেটর ব্যবহার করিনা, প্রাইস একশন বুঝে ট্রেড করি। এতে আমি মোটামুটি সফল।

Realifat
2015-12-14, 09:49 PM
ইন্ডিকেটর মানে নির্দেশক। ফরেক্স মার্কেটে অনেকক ভালো ভালো ইন্ডিকেটর রয়েছে যেগুলো দিয়ে অনেকসময় ভালো প্রফিট করা যায়। তবে এভাবে নির্দেশক ব্যবহার করলে ম্যানুয়ালি ভালো ট্রেড শিখা যায় না। এবং ভালোমতো ট্রেড শেখার মনমানসিকতা নষ্ট হয়ে যায়। এজন্য ট্রেডিংয়ে ইন্ডিকেটর ব্যবহারে আমি খুব বেশি উৎসাহী না।

sumon37
2015-12-14, 10:32 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।

tonmoy7
2015-12-14, 10:36 PM
আমাদের মধ্যে অনেকে আছেন যারা ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করেন । কিন্তু এর ব্যবহার জানেন না । তাই আপনাদের প্রথমে ইনডিকেটর ব্যবহার সম্পর্কে জানতে হবে । আমার কাছে ইনডিকেটর তেমন একটা সহায়ক মনে হয় না । তাই আমি এটা ব্যবহার করে না ।

sumekus
2015-12-15, 01:57 PM
ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, লস হউয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে শুধু ইনডিকেটর এর সহায়তা নিতে হবে।

lima1
2015-12-19, 03:55 PM
ফরেক্স মারকেটে অনেকে আছে ট্রেড করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করে থাকে আবার কেউ কেউ আছে ফরেক্স মারকেটে ট্রেড করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করে ইন্ডিকেটর ব্যবহার করে শুধুমাত্র ফরেক্স মারকেটের সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মারকেটে ট্রেড করার জন্য আর ইন্ডিকেটর সিগন্যাল দেয় ভাল ।

basaki
2015-12-19, 04:13 PM
ফরেক্স ট্রেডিং করেতে গেলে একজন ট্রেডার কে ফরেক্স ইন্ডিকেড্র সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। কারন ফরক্স মার্কেটে অনেকে অনেক ইন্ডিকেট্র ব্যবহার করে উপক্রিত হয়েছে। ভাল ট্রেডার হতে চাইলে ফরেক্সের সব বিষয় জানতে হবে।

Harun1650
2015-12-19, 05:32 PM
ট্রেডিং ব্যবসা ইন্ডিকেটর এর সাথে আরো কয়েকটা জিনিস জানা থাকলে আপনার ট্রেডে সফল হবেন। আমাদের মেটা ফোর এ কিছু ডিফল্ট ইন্ডিকেটর আছে তারপর আবার নিউজ এই দুই এর সাহায্যে ট্রেড করলে ট্রেড ভাল্ভাবে কাজ করবে। তবে ইন্ডিকেটর কাজ করে তার জন্য আপনাকে ইন্ডিকেটর এর ব্যবহার খুব ভাল করে বুঝতে হবে। ইন্ডিকেটর এর সাহায্যে মার্কেট কোন দিকে মুভ করবে সেটা বুঝা যায় তবে আপনি কোন ইন্ডিকেটর এর মানে না বুঝেন তাহলে আপনার দ্বারা ট্রেডএ প্রফিট করা অনেক কঠিন হবে।

Selim BU
2015-12-19, 05:48 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক । নামেই বোঝা যাচ্ছে এটি দ্বারা কি বোঝায়। ফরেক্সের জন্য অসংখ্য ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেক টার কাজ একেক রকম। ইন্ডিকেটর গুলো মূলত মার্কেটের গতিবিধি নির্দেশ করে। ট্রেড করার সুবিধার্থে অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করেন। মার্কেট এনালাইসিসের জন্য ইন্ডিকেটর গুলো বেশ কাজের বলে আমি মনে করি।

sharifulbaf
2015-12-20, 06:19 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার পুর্বে আমরা ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি অনেকা অনেক ধরনের ইন্ডিকেট র ব্যাবহার করে, আমরা কেউ বলিঙ্গার ব্যান্ড, কেউ আর এস আই,কেউ এডেক্স ব্যাবহার করি , আমি আর এস আই ব্যাবহার করি আর এস আই ২০ এর নিচে থাকলে বাই,অপর দিকে আর এস আই ৮০ এর উপর থাকলে সেল করি।

HKProduction
2015-12-20, 06:29 PM
ফরেক্স জগতে অজস্র ইন্ডিকেটর রয়েছে। এর ভিতরে ভূয়া ইন্ডিকেটরের সংখ্যাই বেশি। আমি একজন নতুন ট্রেডার হিসেবে ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার কথাই ভাবতে পারি না। আপনারা ট্রেডিং টার্মিনালের যে কাস্টম ইন্ডিকেটর রয়েছে তা ব্যবহার করতে পারেন। আমি এই ইন্ডিকেটরগুলোকে সব চেয়ে বেশি বিশ্বাস করি।

Sahed
2016-02-20, 08:46 PM
ভাই ফরেক্স মার্কেটে হাজারও ইন্ডিকেটর রয়েছে । কখন কোন ইন্ডিকেটর আপনাকে ভাল ফলাফল দিবে তা বলা খুবই মুশকিল । যেকোন ইন্ডিকেটর ব্যবহার করার *আগে আপনাকে সেই ইন্ডিকেটর এর কার্যকারীতা সম্পর্কে ধারনা নেওয়ার জন্য ডেমো একাউন্টে ব্যবহার করে দেখতে পারেন । য*দি আপনার আশা অনুযায়ী কাজ করে তাহলে আপনি রিয়েল একাউন্টে ব্যবহার করতে পারেন ।

ONLINE IT
2016-10-19, 01:57 PM
বেশির ভাগ ফরেক্স ট্রেডারাই ট্রেডিং এর সময় ইনডিকেটর ব্যবহার করে থাকে। অবশ্য আমি নিজেও করি। তবে আমি খুবই সাধারন মানের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। তবে মনে রাখবেন ইন্ডিকেটর সব সময় আপনাকে ১০০% সঠিক সিগন্যাল দিবে না। ইন্ডিকেটর মূলত মার্কেটের বর্তমান গতিবিধিকে তুলে ধরে। কখনোই ভবিষ্যত মার্কেট সম্পর্কে আগাম কোন সিগন্যাল দিতে পারে না। মার্কেট মুভমেন্ট এর সাথে সাথে ইন্ডিকেটর এর সিগন্যাল পরিবর্তনশীল।

shimul77ss
2016-10-19, 05:34 PM
আমি মনে করি ইন্ডিকেটরের উপর নির্ভর করা কখনই উচিত হবে না আমি মনে করি।কারন ইন্ডিকেটর দ্বারা মার্কেটের সঠিক অবস্থান বোঝা যাই না।মার্কেট এ ট্রেদ করে প্রফিট পেতে হলে আপনাকে অবশ্যই নিউজ ফিড,টেকনিকাল এনালাইসিস করতে হবে তারপর ইন্ডিকেটরের সাথে মিল করতে হবে যদি মিল খুজে পান তখন ট্রেদ ওপেন করবেন।

sheam
2016-10-19, 05:46 PM
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের অনেক ইনডিকেটর মেনে চলতে হয় কিন্তু ইনডিকেটর নির্ভর হওয়া মটেও ভালো না এতে যেমন আপনার লাভ হবে আবার ইনডিকেটর যদি ভুল এনালাইসিস করা হয় তাহলে আবার লসের ও বঝা আপনার মাথায় নিতে হবে তাই কাজ শুরু করার আগে আপনাকে ইন্ডিকেটর এর সম্পর্কে সব কিছু ভাল কাওরে জেনে নিতে হবে ।

soniaakter
2016-10-24, 08:13 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে যাতে প্রফিট করতে পারি তার জন্য ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকি কিন্তু আমাদের এনালাইসিস করতে হবে ৪ ঘন্টার টাইম ফ্রেম ব্যাবহার করে,ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করে ভাল প্রফিট করা যায় তাই নিচে পক্ষে ৩ টি ইন্ডিকেটর এনালাইসিস করতে হবে।

mithun30
2016-10-26, 11:36 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ন। এর অনেক তাতপর্য আছে। ইন্ডিকেটর প্রাইসের হ্রাস বৃদ্ধি, মার্কেটের গতিপ্রকৃতি ইত্যাদি নির্দেশ করে। টার্মিনালে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার কাজ একেক রকম। এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করা যায়। বিভিন্ন রকম ইন্ডিকেটর রয়েছে যেমন মুভিং এভারেজ।

aida
2016-11-14, 11:15 PM
ফরেক্স একটি সফটয়্যার ভিত্তিক ব্যবাসা তো এখানে আপানাকে মেটাট্রেডার ৪ ব্যবহার করে ট্রেড করতে হবে এবং এই সফটয়্যার আপনি কিছু আপানর সাহায্যকারি ইন্ডিকেটর দেখতে পাবেন এই ইন্ডিকেটর আপনাকে সহায়তা করবে সঠিক ট্রেড করতে যার উপর নির্ভর করে আপািন আপানর ট্রেড ওপেন করতে পারেন্

uzzal05
2016-12-07, 11:04 AM
ফরেক্স মার্কেট এ আজকাল অনেক কালারফুল ইন্ডেক্টর দেখতে পাওয়া যায়। আপনি যেটা কাজ ভালো করে সেটি ব্যবহার করতে পারেন। ফরেক্স এ মেটা ট্রেডার প্লাটফরাম এ ডিফল্টভাবে অনেক ইন্ডকেটর দেইয়া আছে। এখানে আপনি যেটি বুঝেন সেটি ব্যবহার করতে পারেন।

uzzal05
2016-12-11, 10:41 AM
ট্রেডিং ইন্ডিকেটর ব্যবহার করা ভালো। তবে বেশী ইন্ডিকেটর না ব্যবহার করাই ভালো। এতে আমাদের ঝামেলা বারে। আমাদের ট্রেড ডিসিশোনে ভুল হতে পারে। তাই আগে থেকে ইন্ডেকেটত আমাদের কম ব্যবহার করতে হবে। আর ইন্ডিকেটর ছাড়া মার্কেট ভালো বুঝা যায়।

Skfarid
2016-12-11, 11:32 PM
আমার জনা মতে কোন ইন্ডিকেটরেই নাই যাহা আগাম আপনাকে বলে দিবে মার্কেট আপটেন্ড যাবে নাকি ডাউন এর দিকে যাবে। যদি থাকত সবাই ফরেক্স নিয়ে এত ঘবেষণা না করে ঐ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করত। তবে হা আপনি ইন্ডিকেটর ব্যাবহার করে ধারণা নিতে পারেন মার্কেট কোন দিকে মোভ করতে যাচ্ছে সে আলোকে আপনি ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারেন, তবে ইন্ডিকেটর এর সাথে সাথে অন্যান্য এনালাইসিস করে যদি আপনি মার্কেট ওপেন করেন আপনার লাবের সম্ভাবনা বেশি আর লসের সমাভাবনা কম থাকে।

RUBEL MIAH
2016-12-12, 07:53 AM
আমর াসব সময় ফরেক্স ব্যবসা করার জন্য ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব । যে ট্রেডার বেশী বেশী ইন্ডিকেটর ব্যবহার করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা ইন্ডিকেটরের উপর নির্ভর করে মার্কেট সহজেই বুঝতে পারব । অতএব আপনারাও ট্রেড করার আগে ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝে নেন তাহলেই সফলকাম হতে পারবেন ।

uzzal05
2016-12-12, 09:50 AM
আমার মতে ফরেক্স কম বা বেশি সবাই ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আর ইন্ডকেটর ব্যবহার করলে আমাদের আরো ভাল ভাবে বুঝতে সহজ হয় মার্কেট এ। তাই আমি কিছু ইন্ডকেটর ব্যবহার করে থাকি। আপ্নারাও যে ইন্ডকেটর বুঝেন সে গুলো ব্যবহার শুরু করুন।

nazib72
2016-12-15, 09:29 PM
ইন্ডিকেটর হল নির্দেশক যা ট্রেডারদের বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। যেমনঃ মাকের্ট এখন উপরে উঠছে আর কতখন উপরে উঠতে পারে বা নিচে নামছে আর কতখন নিচে নামবে ইত্যাদি প্রশ্নের উত্তর বিভিন্ন ইন্ডিকেটর এর মাধ্যমে পাওয়া যায়। যা একজন ট্রেডারকে প্রফিট করতে সাহায্য করে। যদিও ইন্ডিকেটর সবসময় যে ঠিক দিক নিদেশনা দেয়না কিছু কিছু সময় মার্কেটে নিউজ এর প্রভাব পড়তে পারে এবং ইন্ডিকেটর থেকে পাওয়া ধারনা ভুলও হতে পারে।

uzzal05
2016-12-16, 09:58 AM
অনেক সময় আমরা মার্কেট বুঝতে পারি না যে এখন মারকেট কোথায় যেতে পারে। আর কি হতে পারে। তাই আমি ইন্ডকেটর ব্যবহার করে থাকি। আর ইন্ডিকেটর ছাড়া আমি বুঝতে পারি না। তাই সব সময় কিছু ইন্ডেক্টর আমি এনালাইসিস করে ট্রেড দিয়ে থাকি।

biplopkumardas007
2017-02-22, 07:47 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার করলেই শুধু হবে না ঐ ইনডিকেটর এর সঠিক ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে, আসলে ইনডিকেটর ছলে মার্কেট এর ভাব অনুযায়ী তাই আমার কাছে ইনডিকেটর তেমন বেশি সহায়ক মনে হয় না , তবে একটু আধটু ধারনা ত অবশ্যই পাবেন, সবকিছুর ই ভাল দিক আছে, তবে আপনি যদি পুরপুরি ইনডিকেটর দিয়ে ট্রেড চালাতে চান তবে সফল হবেন না, লস হবার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে শুধু ইনডিকেটর এর সহায়তা নিতে হবে।

Mamun13
2017-02-22, 10:09 PM
মার্কেটে এনালাইসিস করার ক্ষেত্রে ইনডিকেটর সামান্য কিছু ভূমিকা রাখে৷অনেক অনেক ইনডিকেটর রয়েছে তবে কোনো প্রকার ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷মোভিং এভারেজ,ফিবোনাকি রেশিও,ট্রেন্ড লাইন ইত্যাদির কিছুটা সহযোগিতা প্রয়োজন পড়ে৷

ucall
2017-02-23, 12:52 AM
ফরেক্স মার্র্কেটে ইন্ডিকেটর হলো আপনার ট্রেড করার একটি সহায়ক মাত্র আপনি এমটি ৪ এ অনেক ইন্ডিকেটর দেখতে পারেন তো আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন তো আমি আপনাকে যে ইন্ডিকেটন পরামর্শ দিতে পারি হলো যে আপনি মুভিং এভারেজ ভাল করে দেখেন।

Shohag
2017-02-25, 12:59 PM
ট্রেডিং এ ইনডিকেটর ব্যবহার খুব জরুরী। কারন মার্কেটের মুভেমেন্ট যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনডিকেটর ব্যাবহার করতে হবে।

Momen
2017-07-23, 09:49 PM
ট্রেডিং এ ইন্ডিকেটর এর ব্যবহার আমি একদমই সাপোর্ট করি না। কেননা, একটা ইন্ডিকেটর কখনও মার্কেট সম্পর্কে যথাযথ নিউজ প্রদর্শন করতে সক্ষম হয়ে থাকে না। কেননা, একটা ইন্ডিকেটর নির্দেষ্ট কোড দ্বারা তৈরি হয়ে থাকে। এই জন্য অনেক ট্রেডার লসের সম্মূখীন হয় ইন্ডিকেটর ব্যবহার করার জন্য।

Rokibul7
2020-07-25, 08:19 PM
ফরেক্স ট্রেড করার সময় কোন ইনডিকেটর ব্যবহার করলে সফলতা বেশি আসবে ? আর ফরেক্স ট্রেড করার সময় ইনডিকেটর ব্যবহার না করে ট্রেড করা যাই কি ? যদি যাই তাহলে কি ভাবে ট্রেড করব কেউ যদি একটু বলতেন আমার জন্য ভালো হত |

আসলে ইন্ডিকেটর আপনাকে টেড করতে সাহাজ্য করবে।মানে ইন্ডিকেটর ব্যাবহারে আপনি ট্রেন্ড বা টেডিং সিস্টেম বুঝতে পারবেন কিন্তু ইন্ডিকেটর আপনাকে সব সময় প্রফিট করিয়ে দিবে না।আর অনেক ইন্ডি কেটর আছে যেটা সাবাই ব্যাবহার করে।যেমন বোলিঙ্গার rsi, abs ইত্যাদি।এগুলো ট্রাই করে দেখতে পারেন।