PDA

View Full Version : ফরেক্সে ভূল ট্রেডে প্রফিট !



kazirasel
2019-05-26, 02:16 AM
ফরেক্স ট্রেডিং করতে এসে কিছু লোকের মুখে শুনেছি তাদের পরিচিত লোক না কি ফরেক্সে ভূল করে নেওয়া ট্রেডে অনেক প্রফিট করেছে । কিন্তু আমার ব্যক্তিগত ফরেক্স ট্রেডিং জীবনে আমি কখনও ভূল করে নেওয়া ট্রেড লাভ করতে পারি নাই লস এবং লস । তাই আমার কছে এইসব গল্পের মত মনে হয় । আপনারা কেউ কি ভুল করে নেওয়া ট্রেডে অনেক প্রফিট করতে পেরেছেন ? পারলে জানাবেন । 8074

alamsat
2019-05-26, 12:29 PM
হ্যা ভাই আমি যখন ফরেক্স এ প্রথম আসি তখন ৫০০ ডলার বোনাস নিয়ে ট্রেড শুরু করি এবং তখন কিছুই বুঝতাম না কিন্তু ঠিকঠাক প্রফিট করতে পারতাম। তার পেছনে একটি মাত্র কারন ছিল আমি একটি ট্রেন্ড ধরে বাই অথবা সেল করতাম। কিন্তু এখন বুঝতে শিখছি কিন্তু আগের মত প্রফিট করতে পারি না। তাই বেশি জানলেও দেখছি প্রফিট করা যাই না। বেশি এ্যানালিসিস করে ট্রেড করলেই ধরা। তাই শুধুমাত্র ট্রেন্ড এ ট্রেড করতে পারলেই সফলতা অর্জন সম্ভব।

HASIBURRAHMAN
2020-05-31, 02:09 PM
ভুল ট্রেডে হতেই পারে তবে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ মার্কেট কখনো কখনো অধিক অনিয়ন্ত্রিত উঠানামা করে থাকে।

Rokibul7
2020-05-31, 06:29 PM
বিনা এনালাইসিস এ কখনও ভুলে লাভ হয়ে যেতে পারে।তবে এনালাইসিস শুরু করলে আর যে কোন জায়গায়ই আর টেড দিবেন না।

IFXmehedi
2020-06-06, 01:43 PM
ফরেক্স ট্রেডিং করতে এসে কিছু লোকের মুখে শুনেছি তাদের পরিচিত লোক না কি ফরেক্সে ভূল করে নেওয়া ট্রেডে অনেক প্রফিট করেছে । কিন্তু আমার ব্যক্তিগত ফরেক্স ট্রেডিং জীবনে আমি কখনও ভূল করে নেওয়া ট্রেড লাভ করতে পারি নাই লস এবং লস । তাই আমার কছে এইসব গল্পের মত মনে হয় । আপনারা কেউ কি ভুল করে নেওয়া ট্রেডে অনেক প্রফিট করতে পেরেছেন ? পারলে জানাবেন । 8074

ভাই ফরেক্স মার্কেটে আপনি যদি ভুল করে ট্রেড করেন হয়তো আপনার ভাগ্যের জোরে কিছু কিছু সময় আপনি প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যদি বারবার বলে ট্রেড করে প্রফিট করতে চান সেটা হবে আপনার বোকামি। কারণ ভুল করে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যায় না।ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জনে আশা বাদ দিয়ে দিতে পারেন। কার অযথা ছুটে লাভ নেই আগে শিখুন তারপর এ ফরেক্স ট্রেডিং করুন ।

rakib.r
2020-06-06, 04:14 PM
যদিও আমি খুব বেশি দিন হয় নি ফরেক্স মার্কেটে আছি আমি ভুল করে কখনোই প্রফিট করতে পারিনাই বরং অনেক সময় এনালাইজ করেও আমি সফল হইতে পারিনাই। আমি ৮ মাস যাবত ফরেক্সের সাথে আছি। আমি মনে করি আমাদের আসলে কিছু কিছু ভুল ইনফরমেশন থেকে সরে আসা উচিৎ। যেমন ভুল ট্রেড থেকেও লাভ করা। এটা আমার মত একটা ভুল কথা। ভুল ট্রেড হলে সেটা থেকে অবশ্যই লস ই আসবে, লাভ হবার কথা না। আমাদের অজ্ঞতার কারনেই মনে হয় যে আসলে ট্রেড টি ভুল ছিলো

Badman12
2020-06-06, 09:22 PM
আসসালামু আলাইকুম।
ফরেক্স এ ভুল ট্রেড এ প্রফিট!!!
আমার মতে ফরেক্স এ ভুল ট্রেড করে যদি কেউ লাভ করেন তাহলে আপনি লাকী ছিলেন অন্যথায় ভুল ট্রেড থেকে প্রফিট করার চিন্তা ও করা যায় না, লস হওয়ার সম্ভবনা ৯৯% বাকিটা আপনার কপাল।
আপনাদের কি মনে হয়।