PDA

View Full Version : মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের ফায়দা লুটতে ভারতের কৌশল



kohit
2019-05-26, 04:57 PM
মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের ফায়দা লুটতে ভারতের কৌশল
মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের ফায়দা ঘরে তোলার পরিকল্পনা করছে ভারত। চীনে নিজেদের কোম্পানি ও ফার্মাসিউটিক্যাল পণ্যের রফতানি বাড়াতে এবং বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে চীন থেকে যেসব বিদেশী কোম্পানি নিজেদের ম্যানুফ্যাকচারিং কারখানা অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে, তাদের নিজেদের দেশে টানতে একটি কৌশলপত্র তৈরি করেছে ভারত। খবর ইকোনমিক টাইমস।

প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে নেয়া বাণিজ্য বিভাগের কৌশলপত্রে ইলেকট্রনিকস, টেলিকম, বৈদ্যুতিক সরঞ্জাম ও ফার্মাসিউটিক্যাল পণ্যের আমদানি বিকল্প নিয়ে খাতওয়ারি কৌশল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এগুলোর বেশির ভাগই চীন থেকে কেনা হয়। ২০১৮ অর্থবছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল রেকর্ড ৬ হাজার ৩০৪ কোটি ডলার।

এই কৌশলপত্রটি তৈরি করেছে ভারতের বাণিজ্য বিভাগ। এটি বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর কাছে পেশ করা হয়েছে। ২০১৭ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর, প্রভু চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কৌশল গ্রহণে ব্যক্তিগত উদ্যোগ নেন। এ কৌশলের মূল লক্ষ্য চীনে রফতানি বৃদ্ধি এবং স্থানীয় ম্যানুফ্যাকচারার ের মাধ্যমে পণ্য উৎপাদন করে আমদানি হ্রাস।